নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মানুষ তুমি মানবিক হও

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯



যদি তুমি মানুষ হও, যদি তোমার মনুষত্ববোধ থাকে
তবে তুমি মানবিক হও, বিষয়টি ধর্মের নয়, মানবতার
বৌদ্ধ ধর্মাবলম্বীর দেশে মানুষ হত্যা কাম্য হতে পারে না
বুক ফুলিয়ে বলি- দেখ বিশ্বের জনগন আমরা বাঙ্গালীরা
সম্পদে গরীব হলেও মনের দিক থেকে আমরা অনেক বড়
যতই বলুক দেশহীন, উদ্বাস্তু, ভিনদেশী অথবা অনুপ্রবেশকারী
নাফ নদীতে ভাসমান লাশ গুলো যেন বলছে-
রোহিঙ্গা নয় বরং মনুষ্যত্বের মৃত্যু হচ্ছে
আসো আজ সবাই এক হয়ে বন্ধ করি যত অবিচার
নির্যাতিত রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দাও, দাও
এত রক্ত, এত যুদ্ধ, এত ক্রন্দন, এত ধর্ষণ, এত হত্যা
এত পৈশাচিকতা, এত নির্মমতা, এত অমানবিকতা
এত নিষ্ঠুরতা মানুষ করতে পারে!
আমি আজ বড় ক্লান্ত, বিধ্বস্ত অসহায়
মিথ্যা প্রমানিত হলো তোমাদের অমোঘ বাণী-
'জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর!'
সময় হয়েছে আজ ঘুমিয়ে পরা, ঝিমিয়ে পরা
বিশ্ববাসী কাছে এই কবিতাটাখানি পৌঁছে দাও।
রোহিঙ্গা পরিচয়ে নয় তাঁরা মানুষ হিসেবে
একটু আশ্রয় চায়, মানবতা চায়।

( আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নেই। তারপরও কিছু দিন পর-পর কবিতার মতোন কিছু একটা না লিখলে ভালো লাগে না। এটা আমার দীর্ঘ দিনের অভ্যাস। মিয়ানমারে শান্তি ফিরে আসুক, নিরীহ মানুষ হত্যা বন্ধ হোক।)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫১

আবু তালেব শেখ বলেছেন: ভাল লিখেছেন। আমরাও চাই রোহিংগাদের হারানো ভুমি ও নিরাপত্তা ফিরে পাক

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:

"মিথ্যা প্রমানিত হলো তোমাদের অমোঘ বাণী-
'জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর!' "

-এটা কবি লিখেছিলেন মানুষের জন্য, জল্লাদদের জন্য নয়

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রোহিঙ্গারা মানুষ নয়, তারা মুসলিম। মুসলিমদের জন্য কোনো মানবতা নেই, কারণ তারা জঙ্গি বা সন্ত্রাসী।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৬

সনেট কবি বলেছেন:




রোহিঙ্গা

রোহিঙ্গা আসায় বাধা তথাপি আসছে
রোহিঙ্গা স্রোতের মতো জীবন বাঁচাতে।
রোহিঙ্গা বিতাড়নের মিয়ানমারীয়
রোহিঙ্গা নিধন বুদ্ধি সার্থক হয়েছে।
রোহিঙ্গা ভালবাসায় যুদ্ধ বাঁধানোর
রোহিঙ্গা প্রেমীর বুদ্ধি আনবে কি ফল?
রোহিঙ্গা যেথায় শত্রু ভারত-চীনের
রোহিঙ্গা মিত্রের দল যেথায় দূরের।

রোহিঙ্গা রক্ষায় যুদ্ধ কূ-বুদ্ধি গ্রহণে
রোহিঙ্গা মিত্রের জন্য অসম্ভব ঝুঁকি
রোহিঙ্গা বিপদ তাতে বাড়বে অধীক।
রোহিঙ্গা এখন থাক সয়ে অত্যাচার
রোহিঙ্গা জন্যে প্রভুর সাহায্য আশায়
রোহিঙ্গা আবেগে নয় এর বেশী কিছু।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.