নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১



১। ঘটনাটা হয়তো এই রকম-
--বাজারে যাও। মেয়ে জামাই আসছে।
হাত তো একদম খালি!
--তাহলে জাল নিয়ে যাও, দেখো কিছু মাছ পাও নাকি। মেয়ে জামাইকে তো মরিচ লবন দিয়ে ভাত দিতে পারি না।
অনেকবার জাল ফেলা হলো। কিন্তু মাছ আর উঠে না।...


২। বাংলাদেশের প্রতিটা গ্রাম একই রকম-
সহজ সরল সুন্দর।


৩। একটি গ্রামের রাস্তা। এখন আপনারাই বলুন- ছেলে মেয়েরা স্কুলে যাবে কি করে? অসুস্থ মানুষ হাসপাতালে যাবে কি করে? তারপরও বলবেন- দেশ উন্নয়নের মহাসড়কে।


৪। পাট বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। সীমাহীন কষ্টের পর এই পাট পাওয়া যায়। এক মন সোনালী আঁশ বিক্রি হয় ১৮০০ টাকা।


৫। গল্পটা এই রকমঃ
ভ্যান চালক বাবা তার দুই ছেলে মেয়েকে নিয়ে বাজারে গেলেন।
বাবা বললেন, বল কি মাছ নিবি?
ছেলেটা বলল বড় মাছ বাবা।
বাবা একটা পাঙ্গাশ মাছ কিনে ফেললেন।
বড় মাছ দেখে ছেলে মেয়ে দু'টি মহা খুশি। অনেকদিন পর মাছ দিয়ে ভাত খাবে।
আস্তো একটা গেন্ডারিও কিনে দিলেন বাবা।


৬। ছোট ছোট মাছ ধরা পড়ে, সারাদিনে দুই কেজি মাছও ধরা পরে না। ছোট মাছ গ্রাম দেশে খুবই সস্তা।


৭। বিকেলে মেয়েটা একা একা খেলছিল। মেয়েটা কিছুতেই ছবি তুলবে না। আর আমি একটা ছবি তুলবই।


৮। দেশ উন্নয়নের মহাসড়কে। অথচ বাশের সাঁকো'র অভাব নেই। এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে এই সাঁকো ছাড়া উপায় নেই।


৯। ছেলে মেয়েরা কত কষ্ট করে স্কুলে যায়। বৃষ্টির দিনে মাটির রাস্তায় আছাড় খায়।


১০। গ্রামের বুদ্ধিমান লোকেরা খালি জায়গা গুলোতে গাছ লাগায়। ব্যাপারটা আমার খুব ভালো লাগে।


১১। তিনটা ছাগলের ঘটনাটা এই রকমঃ

এই ছাগল গুলোর মালিক মাঠে নিয়ে এদের ছেড়ে দিয়েছে। কিন্তু তিনটাই মারাত্মক অলস। হেঁটে হেঁটে ঘাস খায় না। দাঁড়িয়ে থাকে। না খেলে তো শুকিয়ে যাবে, শেষে মালিক নিজে মাঠ থেকে ঘাস কেটে এনে খেতে দিয়েছে। এখন খাচ্ছে। কিন্তু এর মধ্যে একটা আবার খুব বেশি অলস। সে বসে খাচ্ছে।


১২। ঢাকা শহরে এরকম আমিত্তি পাওয়া যায় না। গ্রামের হাটে পাওয়া যায়।

মন্তব্য ৪১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর ছবি গুলো, বুঝতে পারছি ছিলেন প্রকৃতির খুব কাছাকাছি।
ভালো লাগলো......

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৯

মোঃ তানজিল আলম বলেছেন: চমৎকার। আমার গ্রামে ফিরে গেলাম মনে হয়। কোথা থেকে তুলেছেন এই ছবি গুলা? মানে কোন জেলায়??

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

রাজীব নুর বলেছেন: হা হা হা....।
বলব না।

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

রাজীব নুর বলেছেন: কুইজ। আপনিই বলুন ছবি গুলো কোথা থেকে তুলেছি।

৩| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


গ্রামের উন্নয়ন হচ্ছে না, বাজেটের টাকাগুলো চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগের ক্যাডার, টিএনও অফিস, উপজেলা চেয়ারম্যানের লোকেরা চুরি করে ফেলছে; শেখ হাসিনা এগুলো সমাধান না করে, এদেরকে কাছে রেখেছে।

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

রাজীব নুর বলেছেন: ১০০% ঠিক বলেচেন।

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

রাজীব নুর বলেছেন: এবং গ্রামের উন্নয় না হওয়ার পেছনে সবচেয়ে বেশি দায়ী এমপি সাহেব।

৪| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কতগুলো অসাধারণ ছবি দেখলাম। এগুলো সম্ভবত মুন্সিগঞ্জের ছবি।

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

রাজীব নুর বলেছেন: মুনসিগোনজ না।

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

রাজীব নুর বলেছেন: আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ।

তবে এই ছবি গুলো মুন্সিগঞ্জের না। একটু চিন্তা করলেই পেয়ে যাবেন ছবি গুলো কোন অঞ্চলের!!
আমি একটু সহজ করে দিচ্ছি- পাটুরিয়া ফেরী পার হতে হয় এই গ্রামে যেতে হলে।

৫| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:

দারুণ লাগল দেখতে..

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: ছবি দারুন দিয়ে কি করবো?
গ্রামের মানুষ কি যে কষ্টে আছে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না।
তাদের কষ্ট লাগবের চেষ্টা করতে হবে।

৬| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০

সাদা মনের মানুষ বলেছেন: তিনটা ছাগলের মাঝে ছাগলের তিন নম্বর বাচ্চা কোনটা B-)

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: যেটা বসে বসে খাচ্ছে।

৭| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


৭ নং ছবির এই ছোট মেয়ে স্কুলে যাবার সম্ভাবনা নাই, মনে হচ্ছে।

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: ekdom thik bolesen.
oi grame school nai. rasta kacha. meyeti sara din ma'r sathe kaj kore.

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: স্কুলে যাবে কি?
তিনবেলা ঠিকভাবে খাবার জুটে না।
বৃষ্টির দিনে রাস্তা এত পিছলা থাকে যে ঘর থেকে বের হওয়া যায় না। বের হলেই আছার খেতে হয়।
অই গ্রামে প্রাইমারী স্কুল নেই। তাছাড়া মেয়েটি সারাদিন মার সাথে পাট সংগ্রহের কাজ করে। পাট'ই তাদের একমাত্র আয়ের পথ।

৮| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর ছবিব্লগ। ছবিগুলোর জন্য ধন্যবাদ।

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: ছবি ব্লগ আরেকটা হাতে আছে। শ্রীঘই পোষ্ট করবো।

৯| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৫

জাহিদ হাসান বলেছেন: ২ নাম্বার ছবিটা দেখে খারাপ লাগল। গ্রামের রাস্তাগুলো যদি পাকা করা যেত তবে কতই না ভাল হত। আমার দাদুবাড়ির গ্রামের রাস্তাটিও ঠিক এই রকমের ! :|

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের এখনও অসংখ্য রাস্তা কাঁচা। ভেবে দেখুন স্বাধীনতার এত বছর পরও রাস্তা কাঁচা।

১০| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১০

কলিমুদ্দি দফাদার বলেছেন: রাজীব সাহেবের উওর নাহ দেওয়ার ঘোড়া রোগ দেখি এখনো ভাল হয় নী :P

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

রাজীব নুর বলেছেন: ektu problem hocche.
bangla type korte parci na.

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: আরে ভাই উত্তর তো দেই। আমি এখন বাসায়। নেট এ ছিলাম না বলে এত ক্ষন উত্তর দিতে পারি নাই।

এই নেন উত্তর। কত উত্তর লাগবে? এই নেন-
উত্তর। উত্তর। উত্তর।

১১| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুব সুন্দর ছবি

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: কিন্তু যারা এইসব অঞ্চলে আছেন তারা ভালো নেই।

১২| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:১৪

বর্ষন হোমস বলেছেন:
গ্রাম বাংলার অসাধারণ ছবি ব্লগ

ভাল লাগা রইলো।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: কিন্তু ভাই গ্রামের মানুষ গুলো ভালো নেই।

১৩| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ আগামীকাল আরেকটা ছবি ব্লগ আপনাদের সামনে পেশ করবো।

১৪| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর । সাথে এর পেঁছনের ঘটনা ।

১৫| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৪

মোস্তফা সোহেল বলেছেন: ছবি সাথে বর্ননা খুব ভাল লেগেছে ভাইয়া।
আপনার মত করে এক দিন একটি পোষ্ট দেব।

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই পোষ্ট দিবেন।

১৬| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৭

মলাসইলমুইনা বলেছেন: ফটো ৯: "ছেলে মেয়েরা কত কষ্ট করে স্কুলে যায়। বৃষ্টির দিনে মাটির রাস্তায় আছাড় খায়" এরা আজ আছাড় খাচ্ছে দেখেই সামনে কোনোদিন দেশ উঠে দাঁড়াবে সেই স্বপ্নটা এখনো বেঁচে আছে ! সবগুলো ফটোই সুন্দর | সবই কি খুলনার ফটো ?ভালো লাগলো খুব দেখতে | ধন্যবাদ নিন চমৎকার ফটো ব্লগের জন্য |

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: না খুলনা না। মুন্সিগঞ্জও না।

১৭| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর + । ব্যতিক্রমী ভালো লাগা ।

১৮| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেশ!

১৯| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৩

জাহিদ অনিক বলেছেন: ছবি ও ছবির পেছনের গল্পগুলো চমৎকার

২০| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৪

বর্ষন হোমস বলেছেন:
শহরের মানুষ গুলো কি ভাল আছে?হ্যাঁ বলা যেতে পারে তুলনামূলক ভাবে গ্রামের চেয়ে ভাল।কিন্তু প্রকৃতপক্ষে কেউই ভাল নেই।
মানুষ গুলোর জন্য আসলেই খারাপ লাগে।কিন্তু কি করার আছে।কিছুই করতে পারব না।

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: আপনি আমি কিছু করতে পারব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.