নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সকাল। তাড়াহুড়া। জ্যাম। ঘাম।
দুষ্টলোক। বদলোক। আনন্দহীন।
ক্লান্তি। ভয়। টেনশন। ক্ষুধা। হুম।
অপেক্ষা। ফোন। খোঁজ। একই।
ভীড়। সন্ধ্যা। ঘাম। পরী। আনন্দ।
গল্প। চা। ঝগড়া। রান্না। বই।
টিভি। সংবাদ। বিরক্ত। আগামীকাল।
চিন্তা। এপাশ। অন্ধকার। ঘুমহীন।
আবার। চক্র। হতাশা। ভন্ড। অপমান।
আশাহীন। পুরনো গল্প। ঘৃণা। ইচ্ছা।
(আমি কবি নই। কবিতা লেখার সামান্য ক্ষমতা আমার নেই। তারপরও কিছু দিন পর পর কবিতার মতোন কিছু একটা না লিখলে ভালো লাগে না। দীর্ঘ দিনের অভ্যাস।
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।)
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: প্রতিটি শব্দ নিয়েই একেকটা কবিতা লিখতে পারেন।
কবিতা মন্দ হয়নি।
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: নতুন ভাবে কবিতা লেখার চেষ্টা করলাম।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রতিটি শব্দের পরেই দাড়ি কেন ? আরেকটু চেষ্টা করলে ভাল হতো।
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: পরামর্শ টা ভালো দিয়েছেন।
ধন্যবাদ।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭
বিলিয়ার রহমান বলেছেন: কবিতা নিয়ে এই রকম মজা করা!!!!!!
আপনি কি ছন্দ ছাড়া ফি ভার্সের আধুনিক কবিতাকে খোঁচা দিতে কবিতাটি লিখেছেন???
আধুনিক কবিতা বলতে কেবল ফ্রি ভার্সের কবিতাকে বোঝায় না! শোড়ষ শতকেও মিল্টন ভার্স ফ্রি কবিতা লিখে গেছেন ব্রো! আধুনিক কবিতা বলতে সাধারনত ঐ সকল কবিতাকে বোঝানো হয় যা আধুনিক জীবনের কমপ্লেজিটি নিয়ে লেখা হয়। আধুনিক কবিতার অন্যতম প্রধানতম থিম হলে আইসোলেসন, ফ্রাসট্রেশন, লাভ ফর ডেমোক্রাসি, হিউম্যানিটি ইত্যাদি।
আধুনিক কবিরা রোমান্টিক বা ক্লাসিক্যাল কবিদের মতো ইমাজিনারি ভিশন নিয়ে লেখেন না!
দে আর মোর রিয়েলিস্টিক! ইভেন দেয়ার ভিউ অন ন্যাচার ইজ অলসো ভেরি মাচ রিয়েলিস্টিক! দে আর ম্যান অব অ্যাকশন নট দ্য ম্যান অব থিউরি।
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: এই রকম কবিতা পশ্চিমাদেশ গুলো খুব লেখা হয়।
সে রকম কিছু একটা করতে চেয়েছি।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৪
নিয়াজ সুমন বলেছেন: আধুনিক কবিতা, আধুনিক স্টাইল!!!!
৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫১
ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে।
৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: আপনার অনুমতি পেলে আপনাকে উৎসর্গ করে একটা কবিতা (পড়ুন অকবিতা) লিখতে চাই রাজিব নুর ভাইয়া!!
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: অবশ্যই। অবশ্যই।
এটা তো আমার সৌভাগ্য।
৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
পাঠকেরা গ্রহন করছেন, কারণ তারা আপনাকে বুঝেন; তবে, কবিরা মন খারাপ করবেন
০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৭
রাজীব নুর বলেছেন: খাঁটি মন্তব্য করেছেন।
৯| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৩
জাহিদ অনিক বলেছেন:
বড় ভাল কবিতা
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যে যাই বলুক আমাকে ভালো লেগেছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।