নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হাতি রক্ষায় উদ্যোগ নিতে হবে জরুরি ভিত্তিতে

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১০



আপনারা কি কখনো দেখেছেন?

ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় একটা বিশাল হাতি ভিক্ষা করে বেড়ায়! সে প্রথমে কোনো দোকানের সামনে গিয়ে শূর দিয়ে লম্বা করে একটা সালাম দেয়। (আসসালামুয়ালাইকুম) তো আর বলতে পারে না, তবে কেমন যেন একটা শব্দ করে। টাকা না দেয়া পর্যন্ত সে দোকানের সামনে থেকে নড়ে না।

লোকজন প্রচুর টাকা দিচ্ছে। হাতিটি টাকা নিজের কাছে রাখছে না। শূর উঁচু করে পিঠে বসে থাকা তার মালিকের কাছে দিয়ে দিচ্ছে।

হাতিটার অনেক বুদ্ধি। সে রাস্তা দিয়ে যাচ্ছিল। জ্যামে পড়ল। তখন সে বুদ্ধি করে বাসের জানালা দিয়ে তার শূর ঢুকিয়ে দিল। বাসের যাত্রীরা খুশি মনে তাকে টাকা দিল। তারপর সে লম্বা জ্যামে দাঁড়িয়ে না থেকে ফুটপাত দিয়ে হাটা শুরু করলো।

পৃথিবীর মধ্যে সবচেয়ে ভদ্র প্রানী হচ্ছে হাতি। কি বিশাল অথচ কোনো অহংকার নেই। মানুষের অনেক কিছু হাতির কাছ থেকে শেখার আছে।

আমার যদি এই রকম একটা বিশাল হাতি থাকতো! রোজ সকালে হাতির পিঠে করে অফিস যেতাম। বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে যেতাম। নিজের হাতে গোছল করিয়ে দিতাম, খাইয়ে দিতাম।

আচ্ছা, একটা হাতির দাম কত? কোথায় কিনতে পাওয়া যায়? হাতি রক্ষায় উদ্যোগ নিতে হবে জরুরি ভিত্তিতে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বৃটিশ আমলে একটি ছবিতে (চিত্র) দেখেছিলাম পিলখানায় হাতি আর হাতি। দেশে এত হাতি দেখে ভাবনায় পড়ে গিয়েছিলাম আর সাথে অবাক হয়েছি।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: ভাই হাতি আমার প্রিয় প্রানী।

২| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


শেষে হাতীকেও ভিক্ষুক বানায়ে ছাড়লো?

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: তাতে কি?
ভেবে দেখুন- ইউনিক আইডিয়া।
মানুষকে বিরক্ত করছে না। বিনোদন দিচ্ছে। বিনিময়ে কিছু টাকা সে পাচ্ছে। একটা হাতির তো খরচ কম না।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


"মানুষকে বিরক্ত করছে না। বিনোদন দিচ্ছে। বিনিময়ে কিছু টাকা সে পাচ্ছে। একটা হাতির তো খরচ কম না। "

-তাকে টেকনাফের রিজার্ভ ফরেষ্টে ছেড়ে দিলে, তার সব খরচ সে নিজে বহন করবে ও স্বাভাবিক জীবন ফিরে পাবে।

১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: তখন মানুষ আনন্দ-বিনোদন থেকে বঞ্চিত হবে।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভিক্ষুকরাও ইনোভেটিভ...

৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯

জাহিদ অনিক বলেছেন:


হাটি দিয়ে ভিক্ষা করতে দেখেছি। হাটি যদি বুঝত যে চতুর মানুষ তাকে দিয়ে ভিক্ষা করাচ্ছে তাহলে সে কিছুতেই এই কাজ করত না

৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯

জাহিদ অনিক বলেছেন:



কারেকশানঃ হাটি < হাতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.