নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বন্ধুগন, তাজমহলের গায়ে সবাই মদ ঢালো
আগুন ধরিয়ে দাও, পুড়ে যাক শালা যতসব প্রেম
ভদ্রতার মুখোশ খুলে ফেলে দাও ড্রেনে
রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মুতে দাও-
কোনো দামি গাড়িতে।
ভোগবাদী সমাজে নারীরা তো দাসী আমৃত্যু
মাতাল আর পাখিদের কোনো দুঃখ থাকে না
আমি তোমাকে ভালোবাসি- একথা হাস্যকর
তাই সবাই মিলে করো মদ্যপান সারা রাত
চিৎকার করে বলো- আর্কিমিডিসের মায়রে বাপ
ভালোবাসার মায়রে বাপ, সব যৌনকর্মীকে
কাস্টমার কেয়ারে চাকরি দিয়ে দাও
ফেয়ার এন্ড লাভলীর মায়রে বাপ-
তিন সপ্তাহে যদি ফর্সা হওয়া যায়
তাহলে আফ্রিকায় এত নিগ্রো কেন?
সব সিগারেট একসাথে পুড়িয়ে-
পারমানবিক বোমা বানাও-
তারপর সমস্ত ভন্ডদের উড়িয়ে দাও,
পুড়িয়ে দাও।
প্রতিটা মাতাল সুপারম্যান হয়ে
মধ্যরাতে আকাশে ভাসে-হাসে।
(আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নেই। তবুও কিছু দিন পর পর কবিতার মতোন কিছু একটা লিখতে না পারলে ভালো লাগে না। আমার এই দোষ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ভালো থাকুন। সুস্থ থাকুন। সবার জন্য শুভ কামনা। জয় বাংলা।)
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৭
অপু দ্যা গ্রেট বলেছেন: অসাধারন
তবে কবিতার সাথে ছবিটা আরো দারুন
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: হে হে হে ---
৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
আমাদের ছোটখাট চে'
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: সব আপনার দোয়া আর ভালোবাসা।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ
৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবি না হলেও কবিতায় একটা ভাব আছে। ভালো লেগেছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৮
ময়না বঙ্গাল বলেছেন: আপনার মানবিক মনের বরকত হোক
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: তাই যেন হয়।
৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: সব সিগারেট একসাথে পুড়িয়ে-
পারমানবিক বোমা বানাও-
ভালো।
৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৮
চাঁনমিয়া বলেছেন: অসাধারন
৯| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১০
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি গরীবদের বন্ধু! আপনার কবিতা আমার খুব ভাল লেগেছে। কেননা আমিও গরীবের পক্ষে! কবিতাটি দারুণ ক্ষোভে লেখা মনে হল!
১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: হুম।
১০| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৪
ইউনিয়ন বলেছেন: কালকে আপনি অফিসের বসের সাথে রাগারাগি করেছিলেন।
১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: আমি খুবই শান্ত মানুষ।
১১| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৫
বিলিয়ার রহমান বলেছেন: কবিদের দলে স্বাগতম ব্রো!
আপনি কবিতা লিখতে পারেন কি পারেন না এটা আমার কাছে সিগনিফিকান্ট না!
তবে আপনার লেখাটা যে একটা কবিতাই হয়েছে এতে আমার কোন শংসয় নেই!
কয়েকটা স্থানে ব্যবহৃত ঈশৎ কটু কয়েকটি শব্দ ব্যবহার না করলে কবিতাটি পড়তে আরো ভালো লাগতো!
১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক ধন্যবাদ।
সামনের দিন গুলোতে শব্দ চয়নে আরও সতর্ক হবো।
১২| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চালিয়ে যান। কবির খাতায় নাম উঠতে চলেছে।
১৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৬
আবদুল মমিন বলেছেন: কবিতা কিনা যানিনা তবে বাস্তবতার দ্রোহ মনে হচ্ছে ।
১৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এটি একটি কবিতা লিখক আপনি কবি নন !
আপনার দৃষ্টির আবেশ মগজের চিন্তারা কলমের মাথায় যে সকল শব্ধ নিসৃত আজকের এই প্রয়াস একজন কবির পরিচয় বহন করে মাত্র। সালাম কবি।
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: এভাবে বলবেন না। লজ্জা হয়।
১৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬
হাফিজ হুসাইন বলেছেন: দামি গাড়িতে মুতলে শেষে নিজের অঙ্গটাই হারাতে হবে
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: কথা সত্য।
১৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪
পবন সরকার বলেছেন: প্রতিটা মাতাল সুপারম্যান হয়ে
মধ্যরাতে আকাশে ভাসে-হাসে।
দারুণ দারুণ
১৭| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৯
ধ্রুবক আলো বলেছেন: পুরোই মাতালদের কবিতা।
১৮| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৫
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ভালোই হয়েছে বেশ, মজা পেলাম।
১৯| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৯
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ওহহো, পিকটা খেয়াল করিনি। পুরো আগুন জালিয়ে দিলেন তো।
সত্যিই নিখুঁত চাল।
চালটা বাশ হয়েছে।
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: রাগে দুঃখে আর সইতে পারি না।
২০| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৩
রুলীয়াশাইন বলেছেন: চমৎকার কবিতা।
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন দ্রোহের আগুনে উত্তপ্ত হল মন।
ব্রাভো!!! ব্যারি অন ব্রো
++++++