নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এখন যদি কেউ আমাকে বলত- এক কাপ চা খাবেন?

২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫১



১। ভালোবাসার সময় আমরা আগের চেয়ে ভালো হতে চেষ্টা করি।

২। মাটি থেকে ৩৫ হাজার ফুট ওপরে উঠলে তবেই বোঝা যাবে Perspective জিনিসটি কী !

৩। বেসন, মধু, দুধ, হলুদ এবং দৈ একসঙ্গে মিলিয়ে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবে ।

৪। বাংলাদেশের নদীর গুলোর মতন নৌকা গুলোরও অনেক সুন্দর সুন্দর নাম । যেমুন- ফিলচেরা (ফিলচেরা মানে হাতির মাথা), ময়ূরপংখী, বাজরা, ভুলিয়া, পানসি, খোলা, ডিঙ্গি, মাগারচেরা, জালিয়া, ডোনগা, বালাম, কোষা...ইত্যাদি ।

৫। একটা পেন্সিলের কিন্তু বাইরের কাঠ কি আকৃতির চাইতে ভেতরের শিসটাই আসল । মানুষের ক্ষেত্রেও তাই ; বাইরের চাইতে ভেতরের সৌন্দর্যটাই আসল । তোমার ভেতরে কি হচ্ছে , সেটার ব্যাপারেও লক্ষ্য রেখ ।

৬। সহজ সরল সত্য কথা হলো- সুখ সবসময় নিজেকেই তৈরি করে নিতে হয়।

৭। পছন্দের মানুষের হাত ধরা আলিঙ্গন করা তাৎক্ষনিকভাবে মানুষিক চাপ ও দুশ্চিন্তা কমিয়ে দেয়।

৮। সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে সুখে থাকা। কারণ কোনো কিছুই প্রতিপক্ষকে এর চেয়ে বেশী উম্মাদ করে না ।

৯। আওয়ামীলীগ আর বিএনপির দুই দলের সবচেয়ে প্রিয় পথ হচ্ছে সংঘাতের পথ ।সংবিধান নামক অবাস্তব একটা বইয়ের দোহাই দিয়ে নানান হাস্যকর কর্মকান্ড ! মাহাথির এর মতন একজন পেলেই আমাদের চলতো।
চাই সুন্দর দেশ।চাই সুন্দর পরিবেশ। চাই দুই বেলা দুই মুঠো ভাত খেতে।চাই সু-চিকিৎসা।সব মিলায়ে চা্ই একটি সোনার বাংলা।

১০। মির জাফরের কবরে লেখা "এখানে জুতা নিয়ে উঠুন"।

১১। ঐ মেরুন গাড়িটা ভাঙব আমি, গাড়িটা আমার গায়ে কাদা ছিটিয়েছে তাই!
ঐ বাসটা ভাঙব আমি, জায়গায় জায়গায় বাস থামিয়ে যাত্রী উঠায় তাই!
ঐ বিল্ডিংটা ভাঙব আমি, দোতালা থেকে আমার মাথায় ময়লা ফেলেছে বজ্জাত কাজের বেটি !
ঐ কোচিং সেন্টার গুলো ভাঙব আমি, শর্টকার্টের ধাধায় ফেলে নিয়ে যাচ্ছে কারিকারি টাকা!
সবশেষে নিজেকে আমি ভাঙব, কারণ আবার নতুন করে নিজেকে আমি গড়বো ।
(কবিতা আজও সম্পূর্ণ লিখে শেষ করতে পারিনি।

১২। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কাকে করা যায় ?

১৩।

বলুন এটা কার ছোটবেলার ছবি ? আমি একটু সহজ করে দিচ্ছি- একজন মহান বিজ্ঞানী ।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, কবিতাটা প্রতিবাদী হবে।
জেনারেল জিয়া জাতিকে ভুল পথে নিয়ে গেছেন শক্ত প্রশাসন এর মধ্য দিয়ে, এবং যারা বাংলাদেশ চাহেনি, তাদের নিয়ে দল করেছিলো মিলিটারীকে ব্যবহার করে; আওয়ামী লীগের ব্যবসা হচ্ছে দেশ চালনা করা।

২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: আপনি সব সময় মন্তব্যে আমার মনের কথা গুলো বলেন।

এখন আমি আপনার মন্তব্যটা ফেসবুকে স্ট্যাটাস হিসেবে ব্যবহার করবো।

২| ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৪

মলাসইলমুইনা বলেছেন: লেখাটা ভালো লাগলো |কবিতাটা আর আধা লিখা থাকবে কেন ? সম্পূর্ণ করুন এবার |

২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: আজই পুরো কবিটা লিখ ফেলব ইনশাল্লাহ।

৩| ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩২

বিষাদ সময় বলেছেন: ভাল লাগলো।

মির জাফরের কবরে লেখা "এখানে জুতা নিয়ে উঠুন"।
এটা যদি সত্যি হয় তবে যারা এ কথা লিখেছে তারাও ভাল লোক নয়।

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: মে বি।

৪| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আইনস্টাইন।

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: হয়নি।

৫| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: Click This Link).jpg

চেহারা দেখেই চিনা যায়।

৬| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ছবি

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: স্যরি।
আপনি সঠিক।
আমি ভুল।

৭| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার অভিজ্ঞতা অদ্ভুত। এই অদ্ভুত অভিজ্ঞতা লিখে ফেলুন।

হাসিনা-খালেদা জাতির জন্য বোঝা। তারা পরিবার তন্ত্রের উর্দ্ধে কিছু ভাবতে চায়না।

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই লিখব।
সমস্যা হলো আমার ল্যাপটপ টা নষ্ট হয়ে গেছে।

৮| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮

নিয়াজ সুমন বলেছেন:
নুর ভাইয়া, আপনার পোস্ট এর জন্য আপনাকে তিন কাপ চা দিলাম। দুপুর, বিকাল, সন্ধ্যা বেলায় চলে যাবে

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

রাজীব নুর বলেছেন: আমি রঙ চা খাই না।
দুধ চা দেন।

৯| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৬

উম্মে সায়মা বলেছেন: পাঁচমিশালি পোস্ট। ভালোই....

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১০| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০

নিয়াজ সুমন বলেছেন:
আপনার কথায় রাখলাম। তবে বেশি খাবেন না। দিনে এক কাপ শুধু।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: দিনে কমপক্ষে ৭ কাপ খাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.