নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে ইচ্ছে করে ইচ্ছে গুলোকে, বাক্সের ভিতর বন্দি করে-সেই বাক্সতে আগুন লাগিয়ে দেই

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৯



১। ২৬৩ খ্রিষ্টপূবার্ব্দে হাসতে হাসতে মারা গিয়েছিলেন বিখ্যাত গ্রীস কবি ফিলমোন।একদিন দুপুর বেলা খাবার খেতে এসে তিনি দেখেন তার খাবার একটি গাধা খেয়ে নিচ্ছে। ঘটনাটি দেখে তার বেদম হাসি পায় এবং গলায় খাবার আটকে গিয়ে তিনি মারা যান।

২। আইনস্টাইন : এ জগৎ থেকে বিচ্ছিন্ন কোন দৈবী সত্তায় কি আপনার আস্থা আছে?
রবীন্দ্রনাথ : বিচ্ছিন্ন নয়, মানুষের অনন্ত ব্যক্তিত্ব বিশ্বজগৎকে উপলব্ধি করে।এ বিশ্বে এমন কিছুই থাকতে পারে না যা বিশ্বমানব চেতনার অন্তর্ভুক্ত নয়। এর থেকেই বোঝা যায় যে বিশ্বের যা কিছু সত্য, তা আসলে মানবিক সত্য।

৩। সিনেমাঃ ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই ভাই । ঘটনাচক্রে ছোটবেলার ছবি দেখে দুই ভাইয়ের পুন:র্মিলনী। এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে কান্নাবিজড়িত কন্ঠে বললেন "তুইই আমার হারিয়ে যাওয়া ভাই রতন। আয় ভাই আমার বুকে আয়।"
বাস্তবতাঃ ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই ভাই । ঘটনাচক্রে ফেসবুকে দেওয়া ছোটবেলার প্রোফাইল পিকচার দেখে এক ভাই আরেক ভাইকে কান্নার দুটো ইমো সহ ম্যাসেজ দিলেন "তুইই আমার হারিয়ে যাওয়া ভাই রতন আয় ভাই অনলাইনে আয় চ্যাট করি"!!!!

৪। "পাশ্চাত্যে যা মরে শেষ হয়ে যায়, তাই ভূত হয়ে এসে আমাদের ঘাড়ে চেপে বসে ।" প্রমথ চৌধুরীর এই কথাটা আমার অনেক ভালো লাগে । এ ভূত ছাড়াবে কে ?

৫। "দেশের লোককে শিশুকাল হইতে মানুষ করিবার সদুপায় যদি নিজে উদ্ভাবন এবং তাহার উদ্যোগ যদি নিজে না করি- তবে আমরা সর্ব-প্রকারে বিনাশপ্রাপ্ত হইব, অন্নে মরিব, স্বাস্থ্যে মরিব, বুদ্ধিতে মরিব, চরিত্রে মরিব-ইহা নিশ্চয়।" - রবীন্দ্রনাথ ঠাকুর

শুধু মাত্র রবীন্দ্রনাথ প্রকাশ্যে কোনোদিন কারো নিন্দে করেন নি।


(বিঃ দ্রঃ ছবির সাথে লেখার কোনো মিল নেই।
লেখার সাথে শিরোনামের কোনো মিল নেই।
এই জন্য আমি দুঃখিত। ক্ষমা প্রার্থী।)

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মহিলা কি দৃষ্টি আকর্ষনের জন্য; ভালো আইডিয়া।

২| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৯

নিরাপদ দেশ চাই বলেছেন: বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ঠ। =p~

৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫

ধ্রুবক আলো বলেছেন: আমারও মাঝে মাঝে ইচ্ছে করে, সব ইচ্ছে বাক্স বন্দী করে আগুন লাগিয়ে দেই।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৩

চোরাবালি- বলেছেন: ভালো লাগলো

৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৯

মোস্তফা সোহেল বলেছেন: ৩ নং ভাল লেগেছে।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৮

বিলিয়ার রহমান বলেছেন: এলোমেলো ব্লগিং!:)

বাট ওভারঅল ভালোলেগেছে!!:)

৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:

সজনীকান্তের "শনিবারের চিঠি" পত্রিকার কপি হবে আপনার কাছে?

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: না। নেই। স্যরি।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৫

প্রামানিক বলেছেন: বুজলাম না জোলার ভাইল
দেখাইল মুরগী খাওইলো ডাইল।

ছবি, হেডিং এবং পোষ্ট তাই হয়েছে।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৩

মার্কো পোলো বলেছেন:
শিরোনাম ভাল লেগেছে, সাথে ভিতরের লেখাও।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পোলো।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি কি ইদানিং কোন ঝামেলা/দুশ্চিন্তায় আছেন?

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: জ্বী জনাব।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

আপনি বেশ রসিক মানুষ! আমি মুগ্ধ!

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: রসিক্তা করে মনের দুঃখ কষ্ট গুলো ভুলে থাকতে চেষ্টা করি।

১২| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যদি সম্ভব হয় আপনার দুশ্চিন্তা - ঝামেলা গুলো সবার মাঝে ছড়িয়ে দিন; মনটা হালকা হবে। প্রশান্তিতে মনটা ভরে উঠবে শত কষ্টের মাঝেও।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: এখন থেকে এই কাজই করবো।

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অবশ্যই তাই করবেন।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.