নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মোহ মানুষের জন্মগত অভিশাপ

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৯



তখনও সন্ধ্যা নামেনি-
তবে কুয়াশামাখা অন্ধকার ধীরে ধীরে গ্রাস করছে চারদিক
সব বাস্তবতা ডুবে যাচ্ছে রহস্যময় কুহেলিকায়
অচেনা এক নদীর বুক থেকে আঁশটে গন্ধ বয়ে নিয়ে আসছে
দক্ষিনা বাতাস। ঠিক তখন ডেকে উঠলো একশো তক্ষক।

দুপুর থেকেই মনে হচ্ছিল খুব জ্বর আসিবে- কিন্তু
সেকথা কাউকেই বলা হয়নি, একটা ঘর-
একটা বিছানা পেয়েই মহা খুশি এই আমি
একপেট খেয়ে ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে গভীর ঘুম
ঘুম ভাঙল শরীর ব্যথা আর জ্বর নিয়ে, তখন একশো
তক্ষক ডেকে চলেছে।

ঘর অন্ধকার। এখনও কেউ সন্ধ্যা বাতি দিয়ে যায়নি
তাই'ই ভালো- একা, চুপচাপ বেশ থাকা যায়।
ঘরে যে একজন কেউ আছে- তা গোপন রাখা যায়
জ্বরে শরীর কাঁপছে ঠক ঠক, চেতনা সব যায় মুছে
জীবনানন্দ আর রবীন্দ্রনাথকে দেখি আমার শিয়রের কাছে।


(আমি কবি নই। কবিতা লেখার সামান্য ক্ষমতা আমার নেই। তারপরও কিছু দিন পরপর একটা কবিতা না লিখলে ভালো লাগে না। দীর্ঘ দিনের অভ্যাস। আমার এই দোষের জন্য আমাকে অবশ্যই ক্ষমা করতে হবে। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। )

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


কবিতা এক ধরণের রহস্যের সৃষ্টি করেছে, কোথায় সে ভুমি, কোথায় সে নগর যেখানে ১০০ তক্ষকের ডাক শুনে ঘুমানো যাায়, রহস্য মনে হচ্ছে!

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১:০৫

ফারদীন নিশ্চিন্ত বলেছেন: কথাগুলো অনেক ভালো। নিয়ম মেনে লিখলে অনেক সুন্দর একটা কবিতা হতে পারতো।

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো- নিয়ম কানুন কিছুই জানি না।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৬

এম ডি মুসা বলেছেন: কবিতা টা ভালো হয়েছে ।শুভেচ্ছা।

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য

ভালোলাগলো রেখেগেলাম

পোষ্টে +

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: বাবু ভাই অনেক ধন্যবাদ।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: রাজিব ভাই যে কবিও তাই তার প্রমান। লিখে যাবেন ।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৯:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.