নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বহু বছর আগে একদিন আমি নদীর পাড় দিয়ে হাটছিলাম।
হঠাত দেখি এক পাগল নদীর পাশে টয়লেট করছে। আমার খুব রাগ হলো, গাধা নদীর পরিবেশ নষ্ট করছে!
একটা ইটের টুকরো মারলাম পাগলের গায়ে। পাগল ক্ষেপে গেল, আমাকে তাড়া করলো। আমি দৌড়াচ্ছি। পাগলও আমার পেছনে দৌড়াচ্ছে, তার দুই হাত ভরতি টাটকা বিষ্ঠা।
২। আমি বাংলামটর মোড়ে দাঁড়িয়ে আছি, মতিঝিল যাবো। সময় সকাল ১১ টা। তখন এক পাগল আমার কাছে এসে বলল-
দেশ তথা বিশ্বের পরিস্থিতি যদি কিছুটা অনুধাবন করার চেষ্টা করো তাহা হইলে দেখিবে আমরা কি রকম সংকটের ভিতর দিয়া চলিয়াছি।....
৩। আজকে একটি বিশেষ দিন-
১। আজকের দিনে ফেরাউন তার সৈন্য নিয়ে নীল নদে ডুবে মরে ছিল।
২। নূহ নবীর নৌকা মহা প্লাবন থেকে রক্ষা পেয়েছিল।
৩। ইবরাহীম (আঃ) নমরুদের অগ্নিকূপ থেকে মুক্ত হয়েছিলেন।
৪। আইয়ূব (আঃ) দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগ মুক্তি লাভ করেন।
৫। ইউনূস নবী মাছের পেট থেকে মুক্তি লাভ করেন।
৬। ঈসা নবী আসমানে উঠে যান।
৭। পৃথিবীতে প্রথম বৃষ্টি হয়।
৮। আজকের দিনের আল্লাহ পৃথিবী তৈরি করেছিলেন।
এরকম অনেক অদ্ভুত সব ঘটনা ঘটেছিল।
৪। ৫টি বাক্স পাশাপাশি রাখা আছে। ১টি বাক্সে পেঁয়াজ, ১টি বাক্সে রসুন, ১টি বাক্সে আদা, ১টি বাক্সে জিরা এবং ১টি বাক্সে মরিচ আছে। ৫টি বাক্সের ডান পাশে, সামনে ও উপরে বিভিন্ন রং রয়েছে। জিরার বাক্সের সামনে যে রং, রসুনের বাক্সের সামনেও ঐ একই রং। জিরার বাক্সের ডান পাশে যে রং, আদার বাক্সের ডান পাশেও ঐ একই রং। রসুনের বাক্সের উপরের যে রং, মরিচের বাক্সের সামনেও ঐ একই রং। প্রশ্ন হচ্ছে কোন বাক্সে কী রয়েছে?
০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
বিলিয়ার রহমান বলেছেন: জিরার বাক্সে জিরা, পেঁয়াজের বাক্সে পেঁয়াজ, আদার বাক্সে আদা, মরিচের বাক্সে মরিচ আর রসুনের বাক্সে রসুন আছে!!