নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মেয়ের আবদার আমি যেন তাকে একদিন স্কুলে দিয়ে আসি। কিন্তু আমি একেবারেই সময় পাই না। সকাল আট টায় অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হই। অফিসে দেরী করে গেলে এডমিন এমন কুৎসিত ভাবে তাকায় যে প্রচন্ড ঘৃণা লাগে। এই জন্য আমি জিদ করে আধা ঘন্টা আগে অফিসে গিয়ে উপস্থিত হই। যাই হোক আজ মেয়েকে নিয়ে স্কুলে গেলাম। বাসা থেকে স্কুল অনেক দূর। সেই গুলশান- ১। অবশ্য সকালবেলা খুব অল্প সময়েই স্কুলে পৌঁছে যায় মেয়ে। সকাল সাত টায় বের হয়- আর সাতটা চল্লিশ এ স্কুলে।
যেহেতু আমি ফোটোগ্রাফার, তাই মেয়ের ছবির অভাব নেই।
আমার মেয়ের নাম যাহ্রা তাবাসসুম রোজা। অবশ্য আমি পরী বলেই ডাকি। প্রতিদিন মেয়ে ফোন দিয়ে বলবে বাবা আজ তাড়াতাড়ি চলে আসো। প্লীজ বাবা। আমার স্কুলের অনেক হোমওয়ার্ক আছে। আমি মেয়েকে কথা দেই, আজ অবশ্যই তাড়াতাড়ি চলে আসবো। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো- আমি তাড়াতাড়ি ফিরতে পারি না। অফিসের বড় স্যার আটকে রাখেন। মিটিং আছে, মিটিং। আমি মন খারাপ করে বসে থাকি। অফিস ছুটির সময় পার হয়ে আরও দুই ঘন্টা চলে যায়- মিটিং আর শুরু হয় না। রাত আট টার পর বড় স্যার বলেন আজ মিটিং হবে না। শরীরটা ভালো লাগছে না। চলে যান।
নানান ঢঙ্গের, নানান রঙের তার ছবি আছে।
আজ মেয়েকে স্কুলে দিয়ে আসার সময়, মেয়ে নানান গল্প শুরু করেছে। বাবা, গাড়ির পেছনে এটা কিসের নাম্বার? বাবা, আমার মতোন তুমি বক্সে করে টিফিন নাও না কেন? বাবা, তোমাকে ছোটবেলায় কে স্কুলে দিয়ে আসতো? বাবা, আজ কিন্তু বাসায় ফিরে আমাকে একটা ভূতের গল্প বলবে। বাবা, আমরা আবার কবে বাইরে খেতে যাবো? বাবা, দিদা (আমার মা) বলল- তুমি নাকি একদিন স্কুলে পটি করে দিয়েছিলে? ইত্যাদি ইত্যাদি হাজারও প্রশ্ন। আমি একটুও রাগ করি না। বিরক্ত হই না। বরং হাসিমুখে মেয়ের সব প্রশ্নের উত্তর দিয়ে যাই।
একদিন পার্কে নিয়ে গিয়েছিলাম।
আমি অফিস ছুটির পর তুফানের মতোন বাসায় ফিরি। বাস তো একদিনও পাই না। হেঁটেই ফিরি। বাসায় ফেরার সাথে সাথে মেয়ে বাবা বলে চিৎকার করে জড়িয়ে ধরে। মেয়েকে পড়াতে বসাই। পড়া শেষে নিজের হাতে খাইয়ে দেই। তারপর নানান মজার মজার গল্প বলে ঘুম পাড়িয়ে দেই। ভোর সাড়ে ছয়টায় আমিই মেয়েকে ডেকে তুলি স্কুলে যাওয়ার জন্য। মেয়ের মা'র ব্যস্ততার শেষ নেই। তার আছে- অনলাইন শপিং, মেকাপ, মোবাইলে কথা, পার্লার আর বান্ধবী। ঘরের কাজ তো সব বুয়া করে। তবে সে রান্না করে। খাওয়ার সময় দেখি, তরকারিতে লবন দেয়নি। আবার কোনোদিন এত লবন দেয়, যে খাবার মুখেই দেয়া যায় না। ভাজি একদম পুড়ে ফেলে। তবু সে স্বীকার করে না ভাজি পুড়ে গেছে, বলে- আজ ভাজিটা একটু পোড়া পোড়া করেছি। আমি তাকে কিছু বলি না। সে থাকুক তার মতো। মেয়ে নাকি তার কাছে পড়তে বসে না, তার কাছে খেতে চায় না। ইত্যাদি ইত্যাদি...
এক শবে বরাতের রাতে সে নামাজ পড়ছে।
এই কিছু দিন আগে আমার মেয়ের বয়স ৫ বছর হলো। সারা পৃথিবীতে আমার একটুকরো আনন্দ হলো আমার মেয়ে। সারাদিন পর যখন মেয়েকে দেখি- আমার সব পরিশ্রম পানি হয়ে যায়। মেয়েটার জন্য ইচ্ছা করে দীর্ঘ দিন বেঁচে থাকি। দোকান থেকে সব কিছু কিনে এনে মেয়েটাকে দেই। মেয়েটার দারুন বুদ্ধি। কোন সময় কোন কথাটা বলতে হয় সে খুব ভালো করেই জানে। মাঝে মাঝে আমার মাথায় প্রচন্ড ব্যাথা হয়, তখন মেয়ের মা বলে- মাথা ব্যাথার ওষুধ খেয়ে, লাইট বন্ধ করে শুয়ে থাকো। আর মেয়ে আমার মাথার কাছে বসে তার ছোট ছোট হাত দিয়ে মাথা টিপে দেয়, চুলে হাত বুলিয়ে দেয়। একটু পর জিজ্ঞেস করে- বাবা, ব্যাথা কমেছে? ব্যাথা কমে না, তারপরও আমি লাফ দিয়ে উঠে বলি আরে- আমার মেয়ের হাতে তো জাদু আছে। ব্যাথা একটুও নেই। মেয়েটা হেসে উঠে- মেয়েটার হাসিমুখ বড় ভালো লাগে।
যখন সে একেবারে ছোট ছিল।
মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। যেন সে সুস্থ থাকে। ভালো থাকে। এবং তার দ্বারা যেন মানুষের মঙ্গল হয়।
পরীর পায়ে নূপুর।
একদিন ঈদের সকালে ঘুম থেকে উঠে দেখি...
ভালো থাকুক আমার মেয়ে। ভালো থাকুন আপনার মেয়ে। ভালো থাকুক পৃথিবীর সব বাবার মেয়ে।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯
প্রামানিক বলেছেন: আশীর্বাদ রইল।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: অসংখ্যা ধন্যবাদ।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২০
হাফিজ হুসাইন বলেছেন: অনেক কিউট আপনার মেয়ে। অনেক বড় আর একজন আদর্শবান মানুষ হয়ে উঠুক। এই কামনা রইল।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
তারেক ফাহিম বলেছেন: রাজিব ভাই, আপনি মেয়েটি অনেক কিউট।
বাবা- মেয়ের কথোপকথন ভালোই জমে দেখি।
মেয়ের জন্য শুভ কামনা রইল।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
তারেক ফাহিম বলেছেন: প্রথম মন্তব্যটি তাড়াহুড়ো করে দিয়েছি ভাইয়া,
ভুল হলো ডিলেট করবেন।
মেয়েটি সত্যি কিউট। শুভ কামনা জানবেন।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: মন্তব্য মুছার প্রশ্নই আসে না।
প্রতিটা মন্তব্য আমি সম্মানের সাথে গ্রহন করি।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: মেয়ের জন্য শুভকামনা।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: শুভ কামনা মেয়ের বাবাকেও দেন। মেয়ের বাবা ভালো থাকলে, মেয়েকেও ভালো রাখা যাবে ।
৭| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৪
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,
ভালো থাকুক কিউট একটা রোজা মনি ! থাকুক দুধে-ভাতে । থাকুক ভালোবাসার ছায়াতলে ।
ভালো থাকুক পৃথিবীর সব বাবার মেয়েরা।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
রাজীব নুর বলেছেন: আমার পুরো নাম- রাজীব নূর খান। কিন্তু কিছুতেই এডিট করে ঠিক করতে পারছি না।
আপনাকে ধন্যবাদ।
৮| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
রাসেল উদ্দীন বলেছেন: আপনার মেয়ের জন্য একরাশ স্নেহ দিলাম!
আপনার মেয়ে হয়ে উঠুক নারী জাতির আদর্শ!
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনার মেয়ে অনেক পড়ালেখা শিখুক, আদরে বড় হোক, মানুষকে সাহায্য করতে পারবে একদিন!
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪
ওমেরা বলেছেন: আপনার মেয়েকে আল্লাহ নেক হায়াত দান করুন ও সৎকর্মশীল হওয়ার তৌফিক দিন। আমীন ।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: আমীন।
১১| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩০
আল ইফরান বলেছেন: আল্লাহ আপনার কন্যাসন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করুন।
বড্ড অস্থির সময়ের মাঝে মানুষ হিসেবে বেড়ে উঠবে সে
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৯
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
১২| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৭
কলাবাগান১ বলেছেন: "মেয়ের বাবা ভালো থাকলে, মেয়েকেও ভালো রাখা যাবে ।" একটু ভুল
মেয়ের মা-বাবা ভালো থাকলে, মেয়েকেও ভালো রাখা যাবে ।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভুল শুধরে দেয়ার জন্য।
১৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: আপনার মেয়ে পরীর চেয়েও অনেক কিউট মাশাল্লাহ ।চোখ সরানো যায় না ।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০২
জুন বলেছেন: খুব সুন্দর কথোপকথন বাবা আর পরীর মত মেয়ের ।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জুন।
১৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৩
জাহিদ অনিক বলেছেন:
হাউ সুইট!
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: হুম।
১৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৪
নীল-দর্পণ বলেছেন: মিষ্টি পরীটার জন্যে এত্ত এত্ত আদর আর ভালবাসা রইল।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪২
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সত্যি বাবা হওয়ার আনন্দটা ভাষায় প্রকাশ করার মত না।
ভালো থাকুক আমার মেয়ে। ভালো থাকুন আপনার মেয়ে। ভালো থাকুক পৃথিবীর সব বাবার মেয়ে।
ভাল থাকুক পৃথিবীর সব বাবার সন্তান।
আপনিও ভাল থাকুন আর সবার মত।শুভ কামনা।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৬
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: ভাই আপনার মেয়ে অনেক কিউট । দোয়া করি আল্লাহ যেন হেফাজতে রাখেন এবং সুস্থ রাখেন সঠিক জ্ঞান দান করেন।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক অনেক শুভ কামনা।
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
২০| ০৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৫৮
সালান বলেছেন: সারা পৃথিবীতে আমার একটুকরো আনন্দ হলো আমার মেয়ে। সারাদিন পর যখন মেয়েকে দেখি- আমার সব পরিশ্রম পানি হয়ে যায়। মেয়েটার জন্য ইচ্ছা করে দীর্ঘ দিন বেঁচে থাকি। দোকান থেকে সব কিছু কিনে এনে মেয়েটাকে দেই। মেয়েটার দারুন বুদ্ধি।
ভালো থাকুক আমার মেয়ে। ভালো থাকুন আপনার মেয়ে। ভালো থাকুক পৃথিবীর সব বাবার মেয়ে।
ভালো থাকুক কিউট একটা রোজা মনি ! থাকুক দুধে-ভাতে । থাকুক ভালোবাসার ছায়াতলে ।
ভালো থাকুক পৃথিবীর সব বাবার মেয়েরা।
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সালান।
২১| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:০২
মোস্তফা সোহেল বলেছেন: রাজীব ভাই আপনার মেয়ের জন্য অনেক শুভ কামনা রইল।
দোয়া করি সে যেন এক জন ভাল মনের মানুষ হয়।
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
২২| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫১
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২১
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
২৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫
আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: আমার একটা ছেলে আছে ,বয়স দুই ।আমি ঢাকায়,মায়ের চাকুরির কারণে সে খুলনা । সপ্তাহান্তে একবার যাই । আপনার মেয়ের আলোচনা শুনে বুকটা ব্যথা শুরু করেছে । ছেলেটাকে মনে হয় অনেক ভালবাসি । ভালো থাকুক সকল সন্তান ।
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: ছেলেকে অনেক দিতে হবে।
২৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মেয়েটা বেশ কিউট!!
ওর মানসিক বিকাশ যে ঠিক পথেই এগুচ্ছে তা ওর বারবার এটা সেটা জিজ্ঞেস করার মাধ্যমেই আমরা বুঝতে পারছি!!
ওর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা!
০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
২৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার এই দুষ্ট মা'র জন্য রইলো নিরন্তর ভালোবাসা ও শুভ কামনা।
০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
২৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯
ময়না বঙ্গাল বলেছেন: বরকত হোক
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
২৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সন্তান মানুষের মত মানুষ হোক।
ছবি ও লেখা ভাল হয়েছে।
০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সরকার সাহেব।
২৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজী্ব ভাই অনেক দোয়া করি ভালো থাকুক আর নিরাপদে বেড়ে উঠুক আপনার পরী।
সুন্দনর আগামীর জন্য পৃথিবীর সব পরীরা নির্বিঘ্নে বেড়ে ওঠার নিশ্চয়তা দিতে হবে আমাদের ।
ধন্যবাদ আপনাকে আপনার পরীর সাথে পরিচয় করিয়ে দেবার জন্য।
অফ টফিকঃ আপনার অফিসের এ্যডমিন, বস আপনার এই আইডির খবর জানেনাতো।
০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: সামুতে যে আমি লিখি তা তারা মনে হয় জানে না।
২৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২
কামরুননাহার কলি বলেছেন: আপনার মেয়েটা বেশ সুন্দর তবে হাসিটা ...............বলবো............. থাক বলবো না...............থাক মন খারাপ করবেন ...........। বলেই ফেলি............হাহাহাহাহা............ বেশ কিউট।
০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
৩০| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দুষ্ট মা বলার কারণে কি আপনি রাগ করেছেন?
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: না রাগ করিনি।
৩১| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: েআপনার মেয়েকে অনেক আদর আর ভালবাসা দিলাম
ভাল থাকুক মা মণিটা
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৩২| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩
রাতু০১ বলেছেন: মেয়ের জন্য শুভ কামনা রইল।
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
৩৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬
সুমন কর বলেছেন: পরী'র দেশে আপনার পরী ভালো থাকুক। অনেক অনেক শুভকামনা রইলো। লেখা খুব ভালো লাগল। +।
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২২
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
৩৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসা মামণির জন্য। ভালো থাকুক সবসময়।
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
৩৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৩
উম্মে সায়মা বলেছেন: মাশাআল্লাহ আপনার মেয়েটা অনেক সুইট। ভালোবাসা বাবুটার জন্য।
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন সায়মা।
৩৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:১৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মামণির জন্য অনেক শুভ কামনা রইল।
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাই।
৩৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: সামুতে যে আমি লিখি তা তারা মনে হয় জানে না।
সম্ভবত ভাবীও জানেনাঃ জানলে এমন বাক্য ব্যবহারে সতর্ক হতে হতো!!
মেয়ের মা'র ব্যস্ততার শেষ নেই। তার আছে- অনলাইন শপিং, মেকাপ, মোবাইলে কথা, পার্লার আর বান্ধবী। ঘরের কাজ তো সব বুয়া করে। তবে সে রান্না করে। খাওয়ার সময় দেখি, তরকারিতে লবন দেয়নি। আবার কোনোদিন এত লবন দেয়, যে খাবার মুখেই দেয়া যায় না। ভাজি একদম পুড়ে ফেলে। তবু সে স্বীকার করে না ভাজি পুড়ে গেছে, বলে- আজ ভাজিটা একটু পোড়া পোড়া করেছি।
লেখক বলেছেন: আমি তাকে কিছু বলি না। সে থাকুক তার মতো।
সাহস থাকলে একবার বলে দেখেন, বুঝবেন কত ধানে কত চাল !!
লেখক বলেছেন: মাঝে মাঝে আমার মাথায় প্রচন্ড ব্যাথা হয়, তখন মেয়ের মা বলে- মাথা ব্যাথার ওষুধ খেয়ে, লাইট বন্ধ করে শুয়ে থাকো।
সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না ক', নারীরা আছিল দাসী।
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: চরম সত্য কথা।
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: মেইন পয়েন্ট গুলো আপনি ঠিক ধরেছেন।
৩৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুণীজনো বলেন, ভদ্র লোকেরা কখনো বউয়ের বিরুদ্ধাচারণ করেনা,
বউয়ের অমতে গিয়ে কে শুধু শুধু অভদ্রদের খাতায় নাম লিখােয় বলেন!!
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৭
রাজীব নুর বলেছেন: আমি ওকে কোনো কিছুতেই মানা করি না। ও আমার কোনো কিছুতে মানা করে না।
৩৯| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৮
ফেক রুধির বলেছেন: অনেক কিউট তো ভাইয়া মামুনি। ওর জন্য শুভ কামনা রইলো। জীবনে অনেক ভালো স্থানে তাঁর জায়গা হোক। সকল শুভ সময় গুলোই ওর জন্য তোলা থাকুক।
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৪০| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪
দৃষ্টিসীমানা বলেছেন: আপনার কন্যাটির জন্য রইল অনেক শুভ কামনা ।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শেষের ছবিটা দারুণ।