নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। এন্টিকের দোকানে আলাদিনের চেরাগ খুঁজে পেল এক সেলসম্যান। ঘষা দিতেই দৈত্য হাজির সঙ্গে হাজির দোকানের ক্লার্ক আর ম্যানেজার। বের হয়েই দৈত্য যথারীতি তিনজনকে তিনটা উইশ করতে বলল।
সেলসম্যান বলল, "এক্ষুনি আমারে পাতায়া বিচে পাঠাও, মাস্তি করে আসি।"
দৈত্য বলল "তথাস্তু", সাথে সাথে সেলসম্যান উধাও।
এবার ক্লার্ক বলল "আমারে লুভর মিউজিয়ামে নিয়া যাও, মোমের মুর্তি দেখুম।" দৈত্য বলল "তথাস্তু", সাথে সাথে ক্লার্কও উধাও।
এবার দৈত্য ম্যানেজারের দিকে তাকায়া দেখে বস ক্ষেপে লাল হয়ে আছে, দৈত্যের চোখে চোখ পড়তেই সে খেকিয়ে উঠল, "আমারে জিজ্ঞেস না করে ওরা ক্যামনে গেল, আর তুমিও ক্যামনে পাঠাইলা? যাহোক,এক্ষুনি ঐ দুইটারেই দোকানে দেখতে চাই।" দৈত্য বলল "তথাস্তু", অমনি সেলসম্যান আর ক্লার্ক মুখ আমসি করে ফেরত আসল।
গল্পের মোরালঃ
আগে বসের মতামতটা জেনে নিন।
২। নিজের উপর বিশ্বাস না আসিলে ঈশ্বরে বিশ্বাস আসে না।জগতের যা কিছু উন্নতি, সব মানুষের শক্তিতে হয়েছে, উৎসাহের শক্তিতে হইয়াছে। বিশ্বাসের শক্তিতে হইয়াছে। প্রাচীন ধর্ম বলিত, যে ঈশ্বরে বিশ্বাস না করে সে নাস্তিক। নতুন ধর্ম বলিতেছে, যে আপনাতে বিশ্বাস স্থাপন না করে সে ই নাস্তিক।
৩। দেবতা জিউসের নির্দেশে প্রমিথিউস মানুষ ও পশু গড়লেন। কাজ শেষ করার পর দেখা গেল মানুষের চে পশুর সংখ্যা বেশি। তা দেখে জিউস আদেশ করলেন কিছু পশু ভেঙ্গে মানুষ গড়ে মানুষের সংখ্যা বাড়াতে। প্রমিথিউস সেইমতো কাজ করলেন। কিন্তু যেসব মানুষ পশু ভেঙ্গে গড়া হল তারা মনের দিক থেকে পশুই রয়ে গেল।
এবং মজার ব্যাপার হচ্ছে তারা একটা বিশেষ পেশা নিয়ে পৃথিবীতে আসল- রাজনীতিবিদ। আর পৃথিবীকে পশুর খোঁয়াড় বানানোর চেষ্টা করে যেতে লাগল এবং এখনো যাচ্ছে।
৪। মঙ্গবারের পরই বুধবার আসে কেন? মঙ্গলবারের পর শুক্রবার আসলে কি হয়??
৫। রাত ১ টা । বাসার সবাই গভীর ঘুমে । আমার ঘুম আসে না । আমি চুপ করে বারান্ডায় বসে বাট্রান্ড রাসেল এর বই পড়ছি । তখন হঠাৎ টি এন্ড টি ফোনে ফোন আসে । আমি গিয়ে ফোন ধরি । অচেনা একটা মেয়ে ফোন করেছে এবং সে খুব কাঁদছে । ( আমি কারো কান্না সহ্য করতে পারি না । )
৬। যারা আত্মবিশ্বাস নিয়ে জন্মায় তারা ছোটবেলা থেকেই একটু অন্যরকম । নিজেকে কেউকেটা না ভাবলেও তাদের মধ্যে দেখা যায় অন্য এক ধরনের গরিমা । এই বিষয়ে বিখ্যাত ঔপন্যাসিক ও কথাশিল্পী শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ চরিত্রটির উদাহরণ দেবার মতন ।
শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ বাঘ ভয় পায় না, বরং এগিয়ে গিয়ে দেখতে যায় সত্যি বাঘ কিনা । সে গভীর অন্ধকারে গভীর নদীতে মৃত্যুকে উপেক্ষা করে মাছ ধরতে যায় ।
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অনেক দৈত্যের দরকার।
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: সেই দৈত্য ''আওয়ামীলীগ''। শেখ হাসিনা।
৩| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫
জাহিদ অনিক বলেছেন: কোন হাড়টি ভেঙে দিলে মন ভাঙার মত তীব্র ব্যথা অনুভুত হয়?
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: ওবশ্যই ব্যাথা অনুভব হবে।
৪| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২০
শাহিন-৯৯ বলেছেন: ইদানিং মানুষকে নিয়ে আপনার দর্শন লেখা ভালই লাগছে।
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: সব আপনাদের দোয়া।
৫| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২২
মিথী_মারজান বলেছেন: হাড় আর মন ভাঙ্গা কথাটা কি ৫নং কে ইঙ্গিত করে বলা?
বিষন্নতার ছায়ায় ঘেরা পোস্ট।
যাইহোক, ভাল লাগল।
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: আপনার ভালো লাগছে, এটাই বড় কথা।
৬| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৪
শাহিন-৯৯ বলেছেন: শ্রীকান্ত আমার খুব প্রিয় উপন্যাস। দেবদাসও। দেব দার জন্য মাঝেমধ্যে খারাপ লাগে।
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: আরেকবার পড়ুন।
৭| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩২
গরল বলেছেন: মন ভাঙ্গা Cognizable Crime এর মধ্যে পড়ে না কিন্তু হাড় ভাঙ্গা Criminal Offence। তাই হাড় ভাঙ্গা বিপজ্জনক আর মন ভাঙ্গা নিরাপদ পদ্ধতি। মাইন্ড কইরেন না, আমি নিরাপদ থাকতে চাই।
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: হুম। ঠিক।
৮| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কোট পরে ভালো লাগেনি
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪
রাজীব নুর বলেছেন: ওভ্যাস নেই তো।
৯| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪
পবন সরকার বলেছেন: মন তো একটা এটার ছোট বড় নাই, দেহের সব হাড়ই মূল্যবান কোন হাড়টা ভাঙবেন তা তো বললেন না?
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: হা হা হা ---
১০| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: নিজেকে বিশ্বাস না করলে নাস্তিক এটা কার বানী। আপনার নিজের নাকি কারো কাছে শুনেছেন।
এমন কথাতো আগে শুনিনি।
আপনার শিরোনামটাও ঠিক নয়। কারণ হাড় ভেঙ্গে গেল মানুষ পঙ্গু হয়ে যাবে আর পঙ্গু মানুষ নিয়ে সমাজ কি করবে।
১ম গল্পটা ভাল লেগেেছে।
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: একটা যে আপনার ভালো লেগেছে- এটাতেই আমি খুব খুশি।
১১| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬
ওমেরা বলেছেন: ভাইয়া আপনার লিখায় একটা আর্ট আছে আমার কাছে ভাল লাগে। ধন্যবাদ ভাইয়া।
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬
রাজীব নুর বলেছেন: কি খাবেন বলুন?
১২| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮
মানিজার বলেছেন: খুব সূরত হো
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬
রাজীব নুর বলেছেন: না না ঠিক আছে।
১৩| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২
ওমেরা বলেছেন: কিছু খাব না ভাইয়া, বলেছেন এতেই খুশী হয়েছি অনেক ভাইয়া।
১৪| ২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৫| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ২ নংটা পছন্দ হইছে, খুউব.......
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯
জুন বলেছেন: এমন দৈত্য যদি সত্যি থাকতো রাজীব নুর । বলতাম সুইজারল্যান্ড অথবা অন্য কোন প্রাকৃতিক সৌন্দ্ররয্যের লীলাভুমিতে নিয়ে যাও । আর মানুষের মন ভাঙ্গা এখন মজার খেলা, হাড় ভাঙ্গলে তো বিপদ । সাধারন লেখায় অসাধারন চিন্তা আপনার ।
+