নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার স্বপ্ন গুলো

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩



গত এক মাস ধরে রাতে ভালো ঘুম হচ্ছে না। শেষ রাতের দিকে কিছুটা ঘুম আসলেও তখন অদ্ভুত সব স্বপ্ন দেখছি। ঘুমের অভাবে চোখের নিচে কালি পড়েছে। চোখ মুখ হয়ে যাচ্ছে লাবন্যহীন। মনে হচ্ছে ১৫ বছর বয়স বেড়ে গেছে। রাতে খেতে ইচ্ছা করে, না খেয়েই বিছানায় যাই। সুরভি বেশ চিল্লাচিল্লি করে, আমি গায়ে মাখি না। দুপুরের খাবার খাই বিকেল চারটায়। তাছাড়া হোটেলে খেতে আর ভালো লাগে না।

গত শক্রবার স্বপ্নে দেখি- ফুটপাত দিয়ে হাঁটছি- হঠাত পড়ে গেলাম ঢাকনাবিহীন ম্যানহলে। বিকট দুর্গন্ধ। একটু একটু করে আমি নোংরা পানিতে ঢুবে যাচ্ছি আর মরে যাচ্ছি।

শনিবার স্বপ্নে দেখি- বাসে উঠেছি, প্রচন্ড ভিড়। এক হাত দিয়ে হেন্ডেল ধরে রেখেছি, অন্যহাতে ফাইলপত্র। বুঝতে পারছি কে যেন পকেটে হাত দিয়ে ম্যানিব্যাগ নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছি না। চিৎকার করে বলছি প্লীজ নিও না, নিও না। অল্প ক'টা টাকা আছে। এখনও মাস শেষ হতে অনেক দেরী।

রবিবার- রাত তিনটা বেজে গেছে তবু ঘুম আসছে না। সুনীলের 'বিশাখার জন্মদিন' বইটা পড়ছি, শেষের দিকে আর মাত্র কয়েক পাতা বাকি আছে। ঠিক তখন ঘুমিয়ে পড়লাম। আর স্বপ্নে দেখলাম- ফুটপাত দিয়ে হাঁটছি। রাস্তায় জ্যাম দেখে এক লোক তার বাইক নিয়ে ফুটপাতে উঠে গেছে। বাইকওয়ালা আমার পেছনে। হর্ন দিচ্ছে। আমি ইচ্ছা করে জায়গা দিচ্ছি না। শেষে বাইকওয়ালা আমাকে ধাক্কা দিল। আমি মাটিতে পড়ে গেলাম। বাইকওয়ালা বাইক নিয়ে আমার উপর দিয়েই চলে গেল- আমার কোমরটা ভেঙ্গে দিয়ে।

সোমাবার রাতের ঘটনা। রাত ১১ টায় বিছানায় গেলাম। ঠিক করলাম আজ ঘুম না এলেও চোখ বন্ধ করে পড়ে থাকব। ঘুমের দরকার আছে- সুন্দর এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য। এপাশ ওপাশ করতে করতে ফযরের আযান দিয়ে দিল। তখন একটা ঝিমুনি এলো। আর স্বপ্ন দেখা শুরু করলাম- বাসে উঠতে গিয়ে পড়ে গেছি। পা ভেঙ্গে গেছে। আমাকে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বলছে- পা কেটে ফেল। আমি বললাম- না না আমার পা কাটবেন না। ডাক্তার বললেন- চুপ, কোনো কথা না। হলুদ দাঁত বের করে নার্স বলল- অসুবিধা নেই, আমাদের হাসপাতাল থেকেই হুইলচেয়ার দেয়া হবে।

মঙ্গলবারের ঘটনা- কখন ঘুমিয়েছি জানি না। কিন্তু দুঃস্বপ্ন থেকে মুক্তি নেই। সুরভি আর আমি নিউ মার্কেটে যাচ্ছি। ঠিক নীলক্ষেত পেট্রোল পাম্পের সামনে আমাদের রিকশাকে একটা মাইক্রো ধাক্কা দিল। সুরভি আর আমি দুইজন দুই দিকে ছিটকে পড়লাম। সুরভি'র অবস্থা খুব খারাপ। তার মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ছে। কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। আমি চিৎকার করে বলছি- হেল্প হেল্প।

ঘটনা বুধবারের- ছোট একটা অনুষ্ঠান ছিল। সুরভি বিরানী রান্না করছে। সে অস্থির বিরানী রান্না করে। যাই হোক, রাত ১১ টায় গেস্টরা সব চলে গেল। আমি কিছুক্ষন ফেসবুকে গুতাগুতি করে বিছানায় গেলাম। সুরভি গভীর ঘুমে। তার কোনো ঘুমের সমস্যা নেই। বালিশে মাথা রাখা মাত্র গভীর ঘুমে তলিয়ে যায়। আমি বিছানায় শুয়ে আছি কিন্তু আমার খুব ভয় করছে। কিসের ভয় জানি না। একবার মনে হচ্ছে কেউ ছাদে হাঁটছে। একবার মনে হচ্ছে দরজায় কেউ নক করছে। আবার মনে হচ্ছে- পাশের ঘরে কেউ আছে। প্রচন্ড ভয় নিয়ে ঘুমিয়ে পড়লাম। আর স্বপ্ন দেখা শুরু করলাম। আমার সব মৃত আত্মীয় স্বজনরা আমার পাশে বসে আছেন। তারা সবাই সাদা জামা পড়া। তাদের দেখে আমি খুশি না হয়ে বরং ভয়ে অস্থির। তারা আমাকে নিয়ে যেতে আসছে। আমি যাব না। তবু তারা জোর করছে। আমি দৌড়াচ্ছি। পথ ঘাট কিছুই চিনি না। অন্ধকার রাস্তা।

বৃহস্পতিবার রাতটা আমার জন্য আনন্দের রাত। রাত ১২ টায় চা খেতেও সমস্যা নেই। কারন পরের দিন শুক্রবার। দেরী করে ঘুম থেকে উঠলেও সমস্যা নেই। অনেকরাত পর্যন্ত লিখলাম আর পড়লাম। বিছানায় শুয়ে অনেকক্ষন গেমস খেলে-খেলে মোবাইলের চার্জ সব শেষ করে ফেললাম। শেষে ঘুম। আর ঘুম মানে স্বপ্ন। স্বপ্নে দেখি- আমার অস্টেলিয়া যাওয়ার ভিসা হয়ে গেছে। প্লেনের টিকিট আমার হাতে। কিন্তু সুরভি খুব মন খারাপ করে এয়ারপোর্ট এ আমাকে বিদায় দিতে এসেছে। সুরভি'র কাছ থেকে বিদায় নিয়ে আমি প্লেনে উঠলাম। আর ঠিক তখন প্লেনের মধ্যে আমি চিৎকার চ্যাচামেচি করতে লাগলাম। আমি যাব না..., আমি যাব না...। সুরভিকে ফেলে আমি যাব না। প্লেন থামাও।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

এডওয়ার্ড মায়া বলেছেন: ভাই -আপ্নের জুতা গুলা কত দিয়ে কিনছেন ????

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: জুতো টা আমার না।
আমার জুতোটা খুঁজে পাচ্ছিলাম। তাই একজন বলল আপাতত এটা পড়ুন।

২| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪০

মিথী_মারজান বলেছেন: খুব অস্হিরতার মধ্য দিয়ে যাচ্ছেন মনে হয়।
স্বপ্নগুলো সেগুলোরই প্রতিফলন।
শেষের স্বপ্নটায় ভাবীকে রেখে আর যেতে চাইলেন না এই ব্যাপারটা ভাল লেগেছে।

সুন্দর হোক আপনাদের প্রতিটা সময়।

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
নিরন্তর শুভ কামনা।

৩| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪০

উম্মে সায়মা বলেছেন: বাহ আপনার সবদিনের স্বপ্ন সিরিয়ালি মনে আছে রাজীব ভাই! আমিতোতো ঘুম ভাঙ্গার পরপরই স্বপ্নে কী দেখেছিলাম সব ভুলে যাই B:-)

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: না, আমারও মনে থাকে না। আমি সাথে সাথে লিখে ফেলি।

৪| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর সব স্বপ্ন। আপনার জন্য যা মঙ্গল তাই যেন হয়। ভাল সময় আপনার উপর প্রবর্তিত হউক।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৫| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে

তবে এগুলাকি নিছক গল্পো?

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: না গল্প না। স্বপ্ন দেখেছি।

৬| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯

পবন সরকার বলেছেন: আপনার চিল্লাচিল্লি শুইনা ড্রাইভার প্লেন কি ব্রেক করছিল?

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: হা হা হা---

৭| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

ওমেরা বলেছেন: এগুলো তো স্বপ্ন নয় দুঃস্বপ্ন। টেনশন বেশী করলে এরকম হতে পারে । আপনার ডাক্তারের দেখানো দরকার ।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: ডাক্তারের কাছে যেতে ভয় করে।
নানান টেস্ট দেয়, অনেক খরচান্ত ব্যাপার। আমি দরিদ্র মানুষ।

৮| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৬

রাসেল উদ্দীন বলেছেন: শেষের স্বপ্নটা পূরণ করে ফেলেন। অস্ট্রেলিয়া চলে যান!!

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: যেতে তো আমি চাইই। কিন্তু উপায় নাই।।

৯| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: একটা অস্থির সময় যাচেছ, সেই অস্থিরতার কারনেই গভীর ঘুম হচেছ না। হালকা ঘুমেই মানুষ স্বপ্ন দেখে। সেই অস্থিরতারই বহিপ্রকাশ আপনার স্বপ্নগুলি। রাস্তুাঘাটে চলাচলের সময় সাবধান থাকবেন। কয়েকদিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমান, একটা স্বপ্নও দেখবেন না।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: স্বপ্ন আমি দেখতে চাই। কিন্তু দুঃস্বপ্ন না। আনন্দময় সব স্বপ্ন।

১০| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনি মনে মনে কিসব বুদ্ধি করছেন, মনে হয়, যা কাউকে আপনি বলেন না।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: আপনাকে আমার মাঝে মাঝে হুমায়ূন আহমেদের মিসির আলী বলে মনে হয়।

১১| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:২৫

ফেরদৌসা রুহী বলেছেন: খুব অস্থির সময় পার করছেন বুঝা যাচ্ছে।

রিলাক্স থাকুন সব ঠিক হয়ে যাবে।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: বস্তুত কিছুই ঠিক হয় না। কিন্তু সময় চলে যায় হু হু করে।

১২| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯

শামচুল হক বলেছেন: স্বপ্ন হোক আর গল্প হোক ভালো লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

রাকু হাসান বলেছেন: আপনি বইয়ের নাম বলার পর সার্চ দিলাম বইয়ের ব্যাপারে জানার জন্য ,আপনার ই ব্লগ চলে আসলো ।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন। আমি ব্যবস্থা করে দিচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.