নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রথম পরিচয়

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪



সুরভি'র সাথে আমার প্রথম পরিচয়ের গল্পটা কি আপনাদের বলেছি?

একেবারে হুমায়ূন আহমেদের উপন্যাসে নায়ক নায়িকার যেভাবে প্রথম পরিচয় হয়- আমাদেরও সেভাবে পরিচয় হয়। ঘটনাটা খুলেই বলি- গ্রীস্মের এক মধ্যদুপুরে আমি টিএসসিতে বসে আছি। কাঁধে ক্যামেরার ব্যাগ। তখন আমি দৈনিক যুগান্তর আর সমকাল পত্রিকায় কন্ট্রিবিউটর হিসেবে কাজ করি। যাই হোক, হঠাৎ আমার চোখ পড়লো- এক মেয়ে আইসক্রীম কিনে রাস্তার টোকাইদের খাওয়াচ্ছে। লাল, নীল, সবুজ ললিপপ আইসক্রীম। একজন-একজন করে নিজের হাতে সবাইকে আইসক্রীম দিচ্ছে। ছোট ছোট বাচ্চাদের চোখে মুখে এক আকাশ আনন্দ খেলা করছে। আমার মনে হলো- এর আগে এত যত্ন নিয়ে, এত ভালোবাসা নিয়ে কেউ কাউকে আইসক্রীম কিনে দেয়নি। দৃশটা এত ভালো লাগলো। আমি মুগ্ধ হয়ে দেখছি!

আমি সুরভি'র কাছে গিয়ে বললাম- আমাকেও একটা আইসক্রীম কিনে দিন। আজ খুব গরম পড়েছে। সুরভি আমাকে একটা সবুজ রঙের আইসক্রীম কিনে দিল। বলল- সবুজ আমার প্রিয় রঙ। সুরভি'র মন মানসিকতায় আমি মুগ্ধ! কি সুন্দর একটা নীল শাড়ি পড়েছে, চোখে মোটা করে কাজল দিয়েছে, দুই হাত ভরতি কাঁচের চুড়ী, মাথা ভরতি চুল। আমি বললাম, আপনিও একটা আইসক্রীম নিন। সুরভি খুব সহজ সরল গলায় হেসে বলল- বাসায় যাওয়ার ভাড়া ছাড়া আমার কাছে আর কোনো টাকা নেই। আমি বোকার মতো বলে বসলাম- আসুন আমারটা থেকে দু'জন মিলে ভাগাভাগি করে খাই। সুরভি হেসে ফেললো। সুরভি'র হাসি দেখে আমি আর একবার মুগ্ধ হলাম!

পরের দিনের ঘটনা।
আমি বরিশাল যাচ্ছি এক বিয়ের অনুষ্ঠানে ছবি তুলতে। (তখন খুব বিয়ের অনুষ্ঠানের ছবি তুলে বেড়াতাম।) ছেলেপক্ষ আমাকে ভাড়া করে নিয়ে যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার জন্য। (পরে জেনেছি সুরভি'র কাজিনের বিয়ে) লঞ্চের নাম কীর্তনখোলা- ৩। রাত আট টায় লঞ্চ ছাড়লো। আমাকে একটা কেবিন দেয়া হয়েছে। কেবিনে শুয়ে বই পড়ছি- বঙ্কিমের 'বিষবৃক্ষ'। রাত ১১ টায় একজন এসে আমাকে খাবার দিয়ে গেল। বাসার রান্না করা খাবার। রাত একটায় 'বিষবৃক্ষ' শেষ হলো। তারপর হাতে নিলাম- 'নক্সী কাঁথার মাঠ'। কি মনে করে, বইটা রেখে - কেবিন থেকে বাইরে এসে দাড়ালাম, উদ্দ্যেশ্য কিছুক্ষন কীর্তনখোলা উপভোগ করবো। ডেকে দাঁড়িয়ে আছি। বেশ অন্ধকার। কতক্ষন দাঁড়িয়ে ছিলাম জানি না- হঠাৎ অন্ধকারে দেখি একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি সুরভি!! আমরা দু'জনেই অনেকক্ষন চুপচাপ দাঁড়িয়ে ছিলাম। কিন্তু ভিতরে ভিতরে কি আমাদের অনেক কথা হয়ে যায়নি? কৃষ্ণপক্ষের রাত, সাথে মাতাল হাওয়া! বাতাসে সুরভি'র চুল আমার গায়ে এসে পড়ছে।

তিন দিন পর বরিশাল থেকে ঢাকা ফিরলাম। এই তিন দিন সুরভি'র সাথে আমার একটাও কথা হয়নি। এবং তার একটাও ছবি তোলা হয়নি। শুধু চোখে চোখ! চোখ দিয়েও যে কত কথা বলা যায়- আমি আগে জানতাম না। যাই হোক, ঢাকা ফেরার পরের দিন লাল মাটিয়া কলেজের সামনে সুরভি'র সাথে আবার দেখা। একেই বলে কাকতালীয়। আমি প্রচন্ড অবাক!! কেন বার বার দেখা হচ্ছে মেয়েটির সাথে? আমি যদি আজ লাল মাটিয়া না এসে, যদি কাটাবন যেতাম তাহলে সেখানেও কি দেখা হতো? তার মানে আল্লাহ'র ইচ্ছায় দেখা হচ্ছে। আমার কিছু একটা করতে হবে। আমি লাফ দিয়ে সুরভি'র সামনে গিয়ে বললাম- আপনার মোবাইল নম্বর দেন। কেন আমাদের বারবার দেখা হচ্ছে- বুঝেন না? আমাদের নিয়ে ঈশ্বরের অন্যরকম একটা পরিকল্পনা আছে। আমি মনে করি, সেই পরিকল্পনায় আমাদের অংশ গ্রহন করা দরকার। সুরভি হেসে ফেলল- হাসি দেখে আমি আবারও মুগ্ধ হলাম!

নাম্বার নিয়ে খুশি মনে বাসায় ফিরলাম। কিন্তু ফোন আর করতে পারি না। হাতে মোবাইল নিই কিন্তু ফোন আর করা হয় না। একটা দ্বিধা, এক আকাশ সংশয়। হয়তো কিছুটা লজ্জাও থেকে থাকবে। মনে মনে বলি- সুরভি একটা ফোন দাও। প্লীজ একটা ফোন দাও। তারপর আমি তোমাকে একশ' টা ফোন দিব। এইভাবে সাত দিন পার হয়ে গেল। সুরভি আর ফোন দেয় না। তখন হঠাত মনে পড়লো- আরে ... সুরভি'র কাছে তো আমার নাম্বার নেই। সুরভি কিভাবে আমাকে ফোন দিবে? সুরভি আমার নাম্বার নেয় নি। হায় হায়- কি বোকা আমি!! কি নির্বোধ আমি!! নিজের ওপর নিজের খুব রাগ হলো। সাথে সাথে সুরভিকে ফোন দিলাম। সুরভি বিষন্ন কন্ঠে বলল- এতদিন পর আমাকে মনে পড়লো?

মন্তব্য ৭২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

শামচুল হক বলেছেন: প্রথম পরিচয় হলেও দুই জনের হাসিটাতো পুরানো।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২

শায়মা বলেছেন: হা হা ভাইয়া তোমার ১০০% মিছা গল্পটা পড়লাম!!!!!!!! :P


এর আগে আরেকদিন সুরভীভাবীর সাথে পরিচয়ের গল্প বলছিলে মনে নেই!!!!!!!!!!!!! B-)



কিন্তু ছবি দেখে বুঝলাম তুমি একদম নায়ক নায়ক ভাবেই থাকো বাড়িতে! :P

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: বোন শায়মা, এটাই আসল ।
আর আগে যেটা লিখেছি সেটা তো ছোট গল্প। গল্প তো গল্পই। বাস্তব না।
আর আজ যেটা লিখলাম- প্রতিটা লাইন মহা সত্য।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২

আকিব হাসান জাভেদ বলেছেন: শেষমেষ সুরভি আপনার কি হলো জানতে পারলাম না। আদৌ কি সুরভি আছে নাকি রুপার মতো অন্য কারো হয়ে গেছে জানাবেন।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: এখন সুরভি আমার বউ।

আমি সব লিখব। বিস্তারিত লিখব। চোখ রাখুন।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা
কি দারুন কি যে দারুন !!!

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে যখন ভাবি নিজের কাছেই অবাক লাগে !!

৫| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬

শায়মা বলেছেন: ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৬ ০
লেখক বলেছেন: বোন শায়মা, এটাই আসল ।
আর আগে যেটা লিখেছি সেটা তো ছোট গল্প। গল্প তো গল্পই। বাস্তব না।
আর আজ যেটা লিখলাম- প্রতিটা লাইন মহা সত্য।


হায় হায় তাইলে তো তুমি বাস্তব জীবনেই নায়ক!!!!!!

একদম হিমুর মতন!!!!!! :-B


আবার হলুদ জামাও পরে আছো !

বাহ!!!!!!

ভাবীকে নীল শাড়ি পরিয়ে ছবি তোলা উচিৎ ছিলো। আর ঘরের মধ্যে না ভাইয়া।

সমুদ্রের ধারে। :)

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: বোন সত্য কথা বলি- ছোটবেলা থেকেই আমার বাংলা সিনেমার নায়ক হওয়ার ইচ্ছা ছিল। সব সময় জিন্স প্যান্ট, লাল সার্ট আর কেডস পরে থাকতাম।
লেখাতে যে ছবিটা ব্যবহার করেছি মানে যে গেঞ্জিটা পড়ে আছি- সেটার গায়ে কিন্তু হিমু লেখা আছে। এবং হিমু নিয়ে সব গুলো বই এর নাম।

নীল শাড়ি পরা সুরভির অনেক ছবি আছে। সব ছবি আমিই তুলেছি।
আর এবছরের জানুয়ারীতে সুরভিকে নিয়ে সমুদ্র থেকে ঘুরে এসেছি। সামুতে একটা ছবি ব্লগ দিয়েছি তো।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


রোমান্টিক, রোমান্টক

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: আমি কিন্তু আজন্ম রোমান্টিক!

৭| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১১

শায়মা বলেছেন: ৬. ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬ ০
চাঁদগাজী বলেছেন:


রোমান্টিক, রোমান্টক



আরে ভাইয়া!!!!!!!!!!

তুমি আবার টিকের মধ্যে টকও আনলে!!!!!!!!! :(

৮| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬

শায়মা বলেছেন: জানি জানি সবই জানি তো এইখানে শুধু তুমিই হিমু হলে চলবে!!!!!!!!

মানে হলুদ জামা.....

ভাবীর শাড়ির কালারের দিকে নজর দেবেনা নাকি!!!!!

কেমন ফটোগ্রাফার তুমি! নিজেট ড্রেসেই শুধু নজর! :(

না না ভাবীর সাথে নীল আর হলুদে ছবি দাও!


আর তাছাড়া একটা ভুল হয়ে গেছে হিমু হবে একটু উদাসী আনমোনা মানে ভাবীর দিকে তাকায় তাকায় আবার তাকাবে না।:) তা না এমন ভাবে তাকিয়ে আছো যে হিমু না হয়ে ...... ঝিমু হয়ে গেছে ! :)


মানে ঝিম ধরেছে ঝিম ধরেছে চোখেরও ছায়ায়.... :)

৯| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাস্তব সত্য না বানিয়ে লিখেছেন বুঝতে পারছি না...

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪০

রাজীব নুর বলেছেন: একটূও বানিয়ে লিখি নাই।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২২

শামচুল হক বলেছেন: বিয়েটা কিভাবে হলো?

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: সে এক বিরাট ইতিহাস।

আমার পোষ্ট গুলোতে চোখ রাকুন।
সব লিখব।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

আল ইফরান বলেছেন: পাওলো কোয়েলহোর আলকেমিস্ট বইটাতে (আমি একটা লেখাই পড়েছি এই লেখকের) একটা এপিক স্টেটমেন্ট আছে এই ব্যাপারে "And, when you want something, all the universe conspires in helping you to achieve it"।
আপনার জীবনে এক্সাক্টলি এই ঘটনাটাই ঘটেছে।
সেইদিন ওয়েস্টওয়ার্ল্ড এর ১ম সিজন দেখা শেষ করলাম আর আপনার লেখাটা এখন পড়লাম।
বিধাতার দুনিয়াতে আমরা আসলেই পুতুলের মত, তিনি যেভাবে চান আমরা সেভাবে খেলি।
আপনার ও সুরভী ভাবীর জন্য অনেক শুভ কামনা রইল, আল্লাহ আপনাদের সহায় হোন।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ইফরান।

১২| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

মহামোহপাধ্যায় বলেছেন: জেনে ভালো লাগলো।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: এখানে তো একটু লিখেছি।
ইতিহাস আরও অনেক আছে।

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যেমন চেয়েছেন তেমনই পেয়েছেন। প্রকৃতি সহায় ছিলো।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২১

বানেসা পরী বলেছেন: ওয়াও!!!
কি রোমান্টিক স্মৃতিকথন! আর গল্প উপন্যাসের মতই ব্যাপার।
আজীবন এৃন মুগ্ধতায় আপনাদের জীবন কাটুক।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০

ওমেরা বলেছেন: ওরে বাবা !! বার বার কাকতালীয় ভাবে দেখা হয় !!!

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে এমনও হয়।
নিজের কাছেই প্রচন্ড অবাক করা ব্যপার মনে হয়েছে।

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

শাহিন-৯৯ বলেছেন: খুবই সুন্দর লিখেন আপনি, বই কি একটা, দুইটা লেখা হইছে, হইলে নাম বইলেন-- একটু পড়ে দেখবানে।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: দু'টা বই বের হয়েছে-
'বিকল্পহীন রবীন্দ্রনাথ' রোদেলা প্রকাশনি থেকে।
'টুকরো টুকরো সাদা মিথ্যা' গল্পের বই অনুপ্রানন প্রকাশনি।

১৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০২

ওমেরা বলেছেন: আপনার তো ভাইয়া অনেক উন্নতি হয়েছে অনেক এত তাড়াতাড়ি জবাব দিলেন । ধন্যবাদ ভাইয়া।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: এটা আমার দায়িত্ব।

১৮| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩০

জাহিদ অনিক বলেছেন:

আপনাকে মাঝেমধ্যেই হিংসা হয়।

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

১৯| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাহ বাহ ভাইজানতো সুপার হিট কাম কইরালাইছেন। এমনটাতো সিনেমায় দেখছি।

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: হুম।

২০| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ২:২২

নূর-ই-হাফসা বলেছেন: এমন টা যে বাস্তবে ঘটে জানা ছিল না । দারুন প্রেম কাহিনী । আজীবন আপনারা ভালো থাকুন আর আপনাদের প্রেম কাহিনী অমর হয়ে থাক ।

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: জয় বাংলা।

২১| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:৫৩

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: সব কিছু আল্লাহর ইচ্ছাতেই হয়, দারুন।

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: ওবশ্যই।

২২| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৩

তার ছিড়া আমি বলেছেন: প্রথম ভেবেছিলাম, বানানো গল্প। পরে যখন বললেন, এটা সত্য ঘটনা। তো খুবই ভাল লাগলো। অন্যথায় ন্যাকামো মনে হতো।
ভাল থাকুন, ভালবাসায় বেচেঁ থাকুন আজীবন।

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৬

নতুন নকিব বলেছেন:



গল্প কিংবা বাস্তবতা যাই হোক, লেখা সুন্দর হয়েছে। ক্রমে উন্নতিও লক্ষ্যনীয়। তবে, স্বামী-স্ত্রীর সম্পর্ক আল্লাহর বিশেষ রহমত স্বরুপ। তাদের এরকম পারিবারিক ঘরোয়া ছবি দুনিয়াজুড়ে ভালো-মন্দ সব মানুষের জন্য ওপেন করে দেয়াটা কতটুকু যুক্তিসঙ্গত, আমার বুঝে আসে না।

অন্যদিকে, বিনা প্রয়োজনে কিংবা শখের বসে ছবি (প্রানীর) তোলার ব্যাপারটিই তো ইসলাম ধর্মমতে অনুমোদনহীন।

ভালো থাকুন।

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: প্রানির ছবি তুললে ক্ষতিটা কি?
এই ব্যাপারে হাদীস কি বলে?

২৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৭

অলিউর রহমান খান বলেছেন: লিখায় প্রকৃত ভালোবাসা ফোটে উঠেছে। খুব ভালো লাগলো। গল্প গুলো ও অনেক সময় বাস্তবতায় রূপ নেয়।

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: এটা গল্প নয়। বাস্তব।

২৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬

নতুন নকিব বলেছেন:



সময়ের অভাবে বিস্তারিত লিখে জানাতে পারলাম না। ক্ষমা করবেন। নিচের লিঙ্কটিতে 'ইসলাম ধর্মে ছবি ও মূর্তির হুকুম বিষয়ক' যে বইটি রয়েছে তা কুরআন হাদিসের দলিল ভিত্তিক। দয়া করে একটু চোখ বুলিয়ে নিলে আশা করি আপনার অনেক প্রশ্নের সুন্দর সাবলিল উত্তর পেয়ে যাবেন।

ইসলামে ছবি ও মূর্তি

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: বর্তমানে কেউ যদি ইসলাম মানতে চায়- তাহলে সে অচল বলে গন্য হবে।

২৬| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: পরিচয় থেকে প্রণয়।

অতঃপর সুখে শান্তিতে বসবাস করতে থাকেন।

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: আল্লাহর রহমতে সুখেই আছি।
শুকরিয়া।

২৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮

কামরুননাহার কলি বলেছেন: এই যে ভাইয়া আপনার কাছ থেকে আরএকটু প্রেম করা শিখে নিলাম। বাহ বাহ বাহ কি দারুন রে ভাই। ভাবাই যায়না।

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

২৮| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৯

মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি প্রেমের কাহিনি রাজীব ভাই।

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: শুধু কাহিনি?? বাস্তব সত্য কাহিনি।

২৯| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৭

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: রাজীব নূর ভাই, আপনি নতুন নকিব ভাইয়ের মন্তব্যের জবাবে বললেন "বর্তমানে কেউ যদি ইসলাম মানতে চায়- তাহলে সে অচল বলে গন্য হবে।" বিষয় টা একটু বুঝিয়ে বলবেন প্লিজ। জানার জন্য।।।

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: এ যুগে ধর্ম আর বাস্তবতা এক নয়।
আপনি মিথ্যা বলবেন আবার নামাজ পড়বেন- ধর্ম তো এটা বলে নাই।
আবার আপনি দুর্নীতি করবেন, নামাজ পড়বেন। তাহলে তোহবে না।
গীবত করবেন, নেশা করবেন, পরনিন্দা করবেন- মিথ্যা বলবেন- সাথে নামাজও পড়বেন।
অনেকে সস্তা অজুহাত দেখায়- ব্যবসার খাতিরে মিথ্যা বলি। চাকরির খাতিতে মিথ্যা বলি।
ধর্ম কি বলেছে? জানুন, বুঝুন।
কর্পোরেট। ব্যবসায়ী কেউই আজকাল ধর্মকে অনুসরন করে না। ধর্মকে অনুসরন করলে পিছিয়ে পড়তে হবে। পরকালের চিন্তা কেউ করে না। পরকালকে কেউ ভয় করে না। সবার চোখে রঙ্গিন চশমা। তবু অল্প কিছু মানূষ লোক দেখানো ধর্ম পালন করে। এড়া আরও বেশি খারাপ।

৩০| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬

নতুন নকিব বলেছেন:



তবু অল্প কিছু মানূষ লোক দেখানো ধর্ম পালন করে। এড়া আরও বেশি খারাপ।

-২০১৭ সালে সামু ব্লগের সেরা প্রতিমন্তব্য! মাশাআল্লাহ! ও আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ দেখান এবং আমার ভাই রাজিব নূরকেও।

২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩১| ২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

জাকিয়া মৌ বলেছেন: ভাল লাগছে রাজীব ভাইয়া

২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৩২| ২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

তারেক ফাহিম বলেছেন: আহা, অাহা কত মধুর সময়না পার করে আসলেন।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: কিন্তু সুন্দর সময় গুলো দ্রুত চলে যায় !!

৩৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০১

পৌষ বলেছেন: ওহ!! দারুণ, তারপর....

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: তারপর?
চোখ রাখুন আমার পোস্ট গুলোতে।

৩৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩২

চানাচুর বলেছেন: শিশুদের নিয়ে একটা গল্প পড়ে ভেবেছিলাম সত্যি ঘটনা। পরে কমেন্ট পড়ে জানি, তা গল্প ছিল। এটাকে সত্যি হিসেবেই ধরে নিলাম।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: অবশ্যই সত্যি ঘটনা।
আমি মিথ্যা লিখতে পারি না।

৩৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬

প্রামানিক বলেছেন: স্মৃতিচারণ লাগল ভালো
সংসারটাতে জ্বলুক আলো
ঝগড়া ঝাটি লাগলে পরে
পালিয়ে যাবেন বউয়ের ডরে
তাতেই পাবেন অনেক সুখ
দেখবেন বউয়ের হাসি মুখ।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: বাহ !!!
চমৎকার ছড়া।

৩৬| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

মিথী_মারজান বলেছেন: দারুণ তো!

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: দ্বিতীয় পর্ব টা আজ পোষ্ট করেছি। পড়েছেন?

৩৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

সোহানী বলেছেন: আরে এতো দেখি রোমান্টিক ছবির কাহিনী..............

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: হা হা হা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.