নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বলুন দেখি- তাজমহলের কোন পাশ দিয়ে যমুনা নদী প্রবাহিত হয়েছে?

০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১০



১। রোদ আর ধুলো-বালি উপেক্ষা করে বাসের জন্য দাঁড়িয়ে থাকি। দশ মিনিট- বিশ মিনিট। বাস আর আসে না। যখন রাগ করে হাঁটা শুরু করি- তখন একের পর এক বাস আসা শুরু করে। চলন্ত বাসে তো আর লাফ দিয়ে ওঠা যায় না। প্রতিদিন একই ঘটনা।
কিন্তু আজ রাগ করেই সিনেমার নায়কদের মতো চলন্ত বাসেই লাফ দিয়ে উঠে পড়েছি। অনেক দূর যাওয়ার পর আবিস্কার করলাম ভুল বাসে উঠেছি। খুব রাগ লাগল। এই রাগ যে কার উপর জানি না। যাত্রাবাড়ি থেকে অনেক রাগ নিয়ে বাসের ভাড়ার চেয়ে দশ গুন বেশি ভাড়া দিয়ে রিকশায় করে বাসায় ফিরলাম।

২। বুদ্ধদেব বসু আমার প্রিয় সাহিত্যিক।
রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে বুদ্ধদেব বসুর মতো সব্যসাচী প্রতিভা আর কেউ আসেনি। তার 'আমার যৌবন' বই আমার খুব ভালো লেগেছে। তিনিই প্রথম শার্ল বোদলেয়রের কবিতা অনুবাদ করেন। জীবনানন্দ দাশের প্রকৃত মূল্যায়ন বুদ্ধদেব ছাড়া তৎকালীন কেউই করেনি।
প্রতিভা বসু ছিলেন তার স্ত্রী। প্রতিভা বসুর লেখা আত্নজীবনী "জীবনের জলছবি"র মাধ্যমে বুদ্ধদেবকে ভালোভাবে চেনা যায়।

৩। অনেক বছর আগে আব্বাকে বলেছিলাম- আমি মারশাল আর্টটা আর বক্সিং শিখতে চাই ।
আব্বা বললেন- ওসব শিখতে চাস কেন? সেলফ ডিফেন্স, না গুন্ডামি করবি?
আমি একটু হেসে বললাম-যারা অন্যায় করে আমি তাদের শিক্ষা দিতে চাই।
আব্বা একটু করুন হাসি দিয়ে বললেন- সব অন্যায় কি শুধু গায়ের জোরে ঠেকানো যায়? আগে নিজে ন্যায়বান হতে হয়, সাহসী হতে হয়, মানুষকে ভালোবাসতে হয়। মানুষ কোথা থেকে জোর পায় জানিস? ভালোবাসা থেকে। মা-বাবা কে যদি ভালোবাসিস, ভাই-বোনদের যদি ভালোবাসিস, সবাইকে যদি ভালোবাসিস তাহলে দেখবি গায়ের জোরের তত দরকার হয় না। মনে রাখবি- মানুষের সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে ভালোবাসা।

৪। অনেক মানুষই দাবি করেছে যে তাদের জীবন পরিবর্তন হয়েছে একটা বিশেষ বই পড়ে। আজিব ব্যাপার, একটা বই কি করে মানুষের জীবন বদলে দেয়?

৫। ডারউইন যা বলেছেন, তা যদি সত্যি হয় তাহলে এতকাল ধরে আমরা যা সত্যি বলে জেনে এসেছি তা সব মিথ্যে। ডারউইন বলেছেন- এই যে জীবজগৎ, এই যে সব গাছপালা, পশুপাখি, মানুষ এর কিছুই আল্লাহ সৃষ্টি করেন নি? মুসলমানরা মনে করেন আল্লাহ, হিন্দুরা মনে করেন ভগবান আর খ্রিস্টানরা মনে করেন গড। তিনিই সৃষ্টিকর্তা। কিন্তু ডারউইন বলেছেন, কোনও পরমেশ্বরই এসব সৃষ্টি করেননি। প্রকৃতির সব কিছুই নিজস্ব সৃষ্টি।
বিবর্তনবাদ নামে ডারউইন একটা তত্ত্বের কথা বলেছেন। মানুষ ও প্রানীজগৎ বিবর্তনবাদের মধ্য দিয়েই চলছে। সেখানে পরমেশ্বরের কোন ভূমিকা নেই। এখন, ডারউই্নের কথা মানতে গেলে কোরআন, বাইবেল সব মিথ্যা!
ইসলাম ধর্মের বয়স তেরো শো বছর। মহাম্মদ আল্লাহর বানী প্রচার করলেন। 'আল্লাহ' সর্বশক্তিমান। মানুষের পাপ-পূর্নের নিরামক। তাহলে তেরো শ' বছর আগেকার মানুষ গুলোকে সৃষ্টি করলো কে? কিংবা এতদিন আল্লাহ কোথায় ছিলেন?

৬। ডারউইনের আর একটা তত্ত্ব হচ্ছে- 'স্টাগল ফর একজিসটেন্স'। পৃথিবীতে যত মানুষ জন্মায়, পঁচিশ বছরে তার সংখ্যা দ্বিগুন হয়ে যায়। বন্যা, খরা, ভূমিকম্প, দুর্ভিক্ষ, যুদ্ধে বহু মানুষ ও প্রানী মারা যায়। এর মধ্যে যারা বাঁচে, তারাই টিকে থাকে। সারভাইভাল অফ দা ফিটেস্ট! সমস্ত প্রানী কুলের মধ্যে অবিরাম জীবন যুদ্ধ চলছে। যারা জয়ী হয়, শুধু তাদেরই অধিকার আছে এই পৃথিবীতে বেঁচে থাকার। তাহলে ঈশ্বর-আল্লাহ , যে পিতার মতন আমাদের রক্ষনাবেক্ষণ করেছেন বলে এতকাল জেনে এসেছি, তা ঠিক নয়? মানুষের সৃস্টির সঙ্গেও আল্লাহর কোনও সম্পর্ক নেই। শিব, কালী, দুর্গা, গনেশ, বিষ্ণু-ইত্যাদি এইসব মূর্তির কোনও কিছুর মধ্যেই ঈশ্বরের প্রকাশ নেই। সবই মানুষের কল্পনা। সেই কল্পনা দিয়ে মানুষ কতকগুলো পুতুল বানিয়ে পুঁজো করে।

ফরিদপুরের রাজেন্দ্র কলেজের আমার প্রিয় শিক্ষক বললেন- ''বিবর্তনের কথা বাদ। ডারউইন এর খপ্পরে পড়ার কোনও দরকার নেই। নামাজ পড়ো। রোজা রাখো। সৎ থাকো আর বেশি বেশি করে ঈশ্বরের কাছে প্রার্থনা করো।''

আমার গত এক সপ্তাহ ধরে মাথার মধ্যে যেন ঝড় বইছে সর্বক্ষন। এক এক সময় চক্ষে অন্ধকার দেখি। মনে হয় পাগল হয়ে যাবো। পাগল হওয়ার চেয়ে ঈশ্বরে বিশ্বাসী, ভক্ত হয়ে থাকা অনেক ভালো। বাঁচতে হবে তো। বেঁচে থাকাটাই বড় কথা।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

অগ্নিবেশ বলেছেন: বুঝেছি, বিদেশে যেতে চান।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: বিদেশে যাওয়ার জন্য অনেকদিন থেকেই চেষ্টা করছি।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪০

আমি মুরগি বলেছেন: আপনার ছবি পোষ্ট করার ব্যাপারটা দেখলেই বুঝা যায় যে আপনি একটু সাইকো। ভাল ডাক্তার দেখান। শুভ কামনা।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের সবাই'ই সাইকো।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: link

উক্ত লিংকের আর্টিকেল গুলা সময় নিয়ে পড়বেন আশা করি।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: অবশ্যই পড়বো।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

জুন বলেছেন: উত্তর পাশ দিয়ে

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮

যাযাবর চখা বলেছেন: মনে হয় পাগল হয়ে যাবো এখনও মনে হয়? এইটা তো কনফার্ম!!! ;)
ছবি, হেড লাইন, কনটেন্ট কিছুর সাথেই কিছুর মিল নাই। খুব শিঘ্রই ছাগল ও হইয়া যাইবেন। কাঠালপাতা পাঠামু???

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: মানূষকে ছাগল বলে গাল দিয়ে খুব উঁচুতে উঠা যায় না?

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

তার ছিড়া আমি বলেছেন: কবে যেন পড়েছিলাম, "সৃষ্টিকে নিয়ে ভাব, সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবতে যেয়ো না"।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: ভাবতে হবে। না ভাবলেই সমস্যা।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই, বিশেষ করে আপনার আব্বার সাথে কথোপকথন টুকু বেশি ভালো লাগলো।


ভাই, আপনার আগের রোগটা পোষ্টে বিদ্যমান আছে মনে হল 'শিরোনাম আর পোষ্ট অমিল'।
ভালো লিখেছেন ভাই।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: এই সমস্যাটা কিছুতেই কাড়িয়ে উঠতে পারছি না।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:



তাজমহল কোন দেশে অবস্হিত, সেটা জানলে বাকীটুকু জানার চেষ্টা করবো। আমরা বিশ্বের সবচেয়ে ভালো সময়ে জীবিত আছি।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: বিপদে আশা করি পাশে থাকবেন।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই ব্লগে আপনার অনেক ভালো পোস্ট আছে তার জন্য আপনাকে অনেকে লাইকও করে, তারপর আবর খারাপ লাগার মতো পোস্টও আছে তাতে করে কি ডিজলাইক করা যায়? তবে আমি করি না কেননা আপনি নিজেকে একদিন সুদরে নিবেন সেই প্রত্যাশা সবসময়ের।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: নিজেকে অবশ্যই শুধরে নিতে চাই।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

জাহিদ অনিক বলেছেন:


ভালো লাগলো আপনার কথাবার্তা।
এগুলো মনে হয় আপনার দর্শন।


বুদ্ধদেব বসুর রাত ভ’রে বৃষ্টি পড়েছেন নিশ্চয়ই ?

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: হুম। পড়েছি।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শিরোনামের সাথে বিষয়বস্তুর মিল না থাকলেও লেখাটা আমার ভালো লেগেছে!
শেষ দুটো অংশ বিভ্রান্তিমূলক! ধর্মান্ধরাও রাগ করবে, বিজ্ঞানমনষ্করাও গোস্বা করবে। আমার মনে হয় আরও ভাবতে হবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: বুঝেছি আম্নাকে আরও সাবধান হতে হবে।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০০

বিএম বরকতউল্লাহ বলেছেন: নুর ভাই, আপনার লেখা আমি পড়ি। লেখায় বৈচিত্র্যতা আর জ্ঞানচচ্র্চার উপাদান থাকে প্রচুর। আর আনন্দও পাই খুব।
বুদ্ধদেব বসু আমারও খুব প্রিয় লেখক। অনেক দিন ধরে খুঁজছি তাঁর ছোটোগল্পের বই, পাচ্ছি না।
আপনার সন্ধান থাকলে জানাবেন আশা করি।

আপনার এই খণ্ড খণ্ড লেখায় যেমন বৈচিত্র্যতা আছে তেমনি জাগিয়ে দেয় অনেক কিছু জানার আকাঙ্খা।
অশেষ ধন্যবাদ।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
বইটি সন্ধান পেলে আপনাকে জানাবো।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিক্ষিপ্ত মনের অসুস্থ্য ভা্বনার প্রকাশ,
ক্ষুদ্র জ্ঞানে মহা-সমুদ্রের অন্বেষণ করতে যাওয়া
আত্মঘাতী সিদ্ধান্ত। আল্লাহকে জানতে হলে তার
সৃষ্টিকে জানন আগে। ধন্যবাদ রাজীব ভাই
আপনার মানসিক সুস্থ্যতা কামনা করছি।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: আমি কি অসুস্থ?
চার বছরে একদিনও অসুস্থতার কারনে অফিস থেকে ছুটি নিইনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.