নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টি টোয়েন্টি

০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮



১। আনিসুল হক মারা যাবার পর বেশ কিছু লোক মেয়র হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। দেনদরবারও শুরু করেছে। নানান জায়গায় ধর্না দিচ্ছেন। আমরা চাই একজন সৎ আর যোগ্য লোক মেয়র হোক। যে শহরকে ভালোবেসে উন্নয়নের শিখরে নিয়ে যাবেন। শুধু কথার ফুলঝুড়ি দিবেন না। অপেক্ষায় আছি শেখ হাসিনা কাকে নতুন মেয়র হিসেবে দেন।

২। সোফিয়াকে নিয়ে দেশে খুব বাড়াবাড়ি হলো। ব্যাপারটা দুঃখজনক। এতটা বাড়িবাড়ি আমাদের মতোন দরিদ্র দেশে মানায় না। যেখানে সামান্য পেঁয়াজের কেজি ১৩০ টাকা। দেশ উন্নয়নের মহাসড়কে তাই কি পেঁয়াজের এত দাম! শুধু পেঁয়াজ না সব কিছুরই অত্যাধিক দাম। সোফিয়াকে এনে আমাদের কি কি লাভ হলো- কেউ কি আমাকে বলবেন?

৩। চুরি, ছিনতাই গুম আর খুন খুব বেড়েছে। সরকারের উচিত এ বিষয় গুলো গুরুত্ব সহকারে নিয়ে সমাধানের পথ বের করা। শিক্ষা ব্যবস্থারও খুব করুন দশা। গত ৮/১০ বছরে যারা লেখা পড়া শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, তাদের অবস্থা খুব করুন। তাদের জ্ঞানের দৌড় ক্লাশ থ্রি বা ফোর পর্যন্ত। তাদের কর্মকান্ড দেখে আমি প্রচন্ড হতাশ। চাকরি পেয়েছে মামা চাচা'র জোড়ে কিন্তু কিভাবে তারা পাশ করলো?

৪। ডাকসু নির্বাচনের জন্য একজন অনশন করছে। এটা কোনো জাতীয় ইস্যু নয়। ডাকসু নির্বাচনের কোনো দরকার নাই। বিশ্ববিদ্যালয়ে সমস্যার শেষ নেই। আগে সেগুলোর সমাধান হোক। ছাত্র-ছাত্রীদের জন্য বহু ছাত্র সংগঠন আছে। ডাকসু নির্বাচন হলেই- ক্যান্টিনের খাবারের মান বেড়ে যাবে না, আবাসিক হলের গেস্ট রুমের ঝামেলা মিটে যাবে না, মধুর ক্যান্টিনের নানান বিড়ম্বনা মিটে যাবে না।

৫। আত্মপ্রকাশ ঘটেছে- যুক্রফ্রন্ট। তৃতীয় ধারার যুক্তফ্রন্ট কিছুই করতে পারবে না। ১৯৯০ সালে এই যুক্ত ফ্রন্টের লোকজন কোথায় ছিল? তবে ভোটদাতাদের জন্য ভালো- তারা বিকল্প পাবে। তবে এই যুক্তফ্রন্ট তাদের লক্ষ্য আর আর উদ্যেশ্য কিছুই বলছে না। যতই নতুন রাজনৈতিক দল আসুক, আসলে আমাদের দেশে দু'টা দল- আওয়ামীলীগ আর বিএনপি। যদিও বিএনপি'র কোমর ভেঙ্গে গেছে।

৬। ভ্যাটিকানের ধর্মগুরু পোপ এর কাছ থেকে আমরা কি কি পেলাম? রোহিঙ্গা সমাধানেই বা কি কি করে গেলেন? ইতিবাচক কি কি হলো তা আমাকে জানান কেউ। একজন আমাকে বললেন, পোপের সফর সফর এর ফলে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে। আসলে আমি কানা কোনো কিছুতেই ভালো কিছু পাই না।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬

নীলসায়র বলেছেন: ভাই আবার গাছে উঠছেন। এখুনি তো মুরগি ভাই আইয়া আপনারে গিয়ানী গিয়ানী ঠোক্কর দিয়া নীচে ফালাইবো।

১. ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩ ০
রাজীব নুর বলেছেন: এই অভ্যাসটা আমার নেই। একেবারেই নেই। আমি কখনও নাম দেখে পোষ্ট পড়ি না। শিরোনাম দেখে ভালো লাগলো সেই পোষ্ট পড়ি। সেটা কে লিখেছে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫ ০
লেখক বলেছেন: এটাই কাম্য হওয়া উচিৎ। সবাই যদি আপনার মত ভাবত!! ধন্যবাদ ভাই।

যখন আজ নিজের পোস্টে রাজিবভাই ভদ্রতা দেখাইলেন তখন মুরগি দিসে ধন্যবাদ।


২. ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪০ ১
আমি মুরগি বলেছেন: আপনার ছবি পোষ্ট করার ব্যাপারটা দেখলেই বুঝা যায় যে আপনি একটু সাইকো। ভাল ডাক্তার দেখান। শুভ কামনা।

আর যেদিন উনার পোস্ট দিসিলেন তখন তারে গিয়া দিয়া আসছেন সাইকোলজিক্যাল সাইকো কমেন্ট।



http://www.somewhereinblog.net/blog/nilsayor/30221605

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

সবুজের ইবনে বতুতা বলেছেন: ৪ নম্বর কলাম প্যারা টা দারুন লেগেছে।

পড়ালেখার খুব করুন দশা। আমি এস এস সি পাস করা একটা ছাওয়া কে জিজ্ঞাসা করেছিলাম,"আমি স্কুলে যাব", এর ইংরেজী ট্রানস্লেট কি করেছিল জানেন... I am school.
এটা শোনার পর, আমি হার্ট ফেল করেছিলাম প্রায়...!
( আপনি সমাজের বাস্তব চিত্রটাই তুলেধরেছেন...@ রাজীব নূর...!!!)

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

সবুজের ইবনে বতুতা বলেছেন: ৪ নম্বর প্যারা টা দারুন লেগেছে।

পড়ালেখার খুব করুন দশা। আমি এস এস সি পাস করা একটা ছাওয়া কে জিজ্ঞাসা করেছিলাম,"আমি স্কুলে যাব", এর ইংরেজী ট্রানস্লেট কি হবে বলতো...? কি বলেছিল জানেন... বলেছিল...(I am school.)
এটা শোনার পর, আমি হার্ট ফেল করেছিলাম প্রায়...!
(আপনি সমাজের বাস্তব চিত্রটাই তুলেধরেছেন...@ রাজীব নূর...!!!)

বিঃদ্রঃ পূর্বের মন্তব্য টা দয়া করে ডিলিট করুন।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

মানিজার বলেছেন: আহাঃ কি অমলিন হাসি । আই লাইক ইট !

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: হে হে এ ---

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

আল ইফরান বলেছেন: ভাই, পেপে গাছ আপনার ওজন রাখতে পারবো না, এই অবলা বৃক্ষটাকে এইভাবে কস্ট দেয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি :P

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:

যুক্তফ্রন্টের ৪ জনের মাঝে রব হয়তো সাধারণ মানুষের অধিকার সম্পর্কে সামান্য পরিমাণ ধারণা রাখেন, বাকী ৩ জন পিগমী

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: একমত।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

অর্ক বলেছেন: ভাবছি, আপনাকে মেয়র বানানো গেলে কতো না ভালো হতো! ভোটে দাঁড়ালে অবশ্যই ভেবে দেখতাম! আবার মেয়র হয়ে গেলেও তো আরেক সমস্যা, তখন তো আর আপনাকে টেমি দিয়ে খুঁজেও আর ব্লগে পাওয়া যাবে না!

থাক ভাই, আপনি বরং ব্লগিংই চালিয়ে যান, মেয়র হবার দরকার নেই।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: তবে আমি মেয়র হলে- খুব ভালো ভালো কাজ করতাম।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

অলিউর রহমান খান বলেছেন: সঠিক কথা বলেছেন ভাই। আমার প্রশ্ন হলো সুফিয়াকে এনে আমাদের লাভ কি?
আমাদের দেশে যে সব প্রতিভাবান আবিষ্কারক আছেন যারা তাদের কাজ কর্ম দিয়ে
প্রতিভার সাক্ষর রেখেছেন তাদের হাইলাইট করা যেখানে ফরজ হয়ে পড়ে সেখানে
সুফিয়াকে নিয়ে সমস্ত বাংলাদেশ আজ ব্যস্ত।

আমরা অনেক সময়ই দেখেছি আমাদের দেশের ছেলে মেয়েরা বিভিন্ন ইউনিক জিনিস আবিষ্কার করেছেন
এবং তারা সরকারের সহযোগিতা চেয়েছেন। দু:খের বিষয় তারা ভুলে দিয়েছেন এটা আমেরিকা বা জাপান নয় যে
সরকার তাদের পুরস্কারিত করে অনুপ্রেরণা দিবে।
এটা বাংলাদেশ, এখানে চলে লোক দেখানো কর্মকান্ড, লোক দেখানো উন্নয়ন।

-আজ সংযুক্ত আরব আমিরাতে খুঁজ নিয়ে দেখুন, তারা আমাদের সাথেই স্বাধীন হয়েছিলো।
তারা এ সময়ে এসে আমাদের কামলা কাটায়, আর আমরা কামলা দিয়ে যাই এবং যে অবস্থা সারাটা জীবন কামলাই দিয়ে যেতে হবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪

কলাবাগান১ বলেছেন: চাদগাজী ভাই কে মেয়র করলে কেমন হয়

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: খুব ভালো হয়।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সবগুলোর সাথে সহমত।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্ত্রী সাহেব।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮

উম্মে সায়মা বলেছেন: সহমত রাজীব ভাই। সব কেমন যুক্তিহীন ঠেকে!

১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: এসবের কোনো সমাধান তো হচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.