নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রমোদবালা

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১২



পনের বিশ জন উঠতি বয়সের ছেলেরা মিলে ২/৩ জন মেয়ে ভাড়া করে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বিশেষ বিশেষ দিন গুলোতে পিকনিক করতে বের হয়। কেউ কেউ বলে আনন্দভ্রমন। এ সমস্ত মেয়ে গুলোকে প্রমোদবালা যেতে পারে। আর নৌকা গুলোকে প্রমোদ তরী। মেয়ে গুলো জামা কাপড় খুলে নাচানাচি করে। এক কথায় কুৎসিত অঙ্গভঙ্গি। একজন একজন করে প্রতিটা ছেলের সাথে জড়াজড়ি করে। বিকট শব্দে তখন হিন্দি গান বাজতে থাকে। এইসব প্রমোদবালারা যাত্রা পালায় অশ্লীল ভাবে নাচে। যদিও তারা নাম দেয় যাত্রা, আসলে কোনো যাত্রাপালা হয় না। হয় নগ্ন নাচ। মানুষ রাত জেগে টিকিট কেটে এই রকম নাচ উপভোগ করে।

পিকনিকের নামে নৌকায় নর্তকীদের অশ্লীল নৃত্য এখন এটা উৎসবের মতো করে পালন করা হচ্ছে। এই প্রমোদবালাদের সারাদিনের জন্য দুই হাজার টাকা দেয়া হয়। আর কেউ যদি শারীরিক সম্পর্ক করতে চায় তার জন্য আলাদা টাকা। প্রমোদবালাদের একটাই দাবী থাকে তাদের নাচ যেন ভিডিও না করা হয়। তারপরও তাদের নগ্ন করে ভিডিও করা হয়। নৌকা থাকে নদীর মাঝখানে- তখন কে কার কথা শুনে। তাছাড়া এতগুলো ছেলের সাথে দুই তিনজন মেয়ে পেরে ওঠে না। বেশির ভাগ সময়ই তাদের উপর অনেক শারীরিক অত্যাচার করা হয়। মেরে তাড়িয়ে দেয়া হয়। তারা তাদের ন্যায্য পারিশ্রমিকটুকুও পায় না। দরিদ্র অসহায় মেয়েরাই এই লাইনে আসে। সমাজ তাদের চাকরি দিতে পারে। বেঁচে থাকার জন্য তারা এই পেশায় আসতে বাধ্য হয়। যদিও দেশ উন্নয়নের মহাসড়কে।

নৌকা গুলো খুব সুন্দর করে সাজানো হয়। প্রতিটি নৌকা সামিয়ানা দিয়ে ঘিরে রাখা হয়। নৌকায় মাইক কিংবা সাউন্ড বক্স লাগানো হয়। দিনভর এ সকল নৌকায় উঠতি বয়সী যুবক কিংবা মাঝ বয়সী নারীদের নিয়ে বেহায়াপনা করে থাকে। জুয়াড়ির দল অবাধে জুয়া খেলে। বিশেষ করে নদী পারের ছেলেরা এই ভ্রমনও সবচেয়ে বেশি এগিয়ে। আমি নিজের চোখে তূরাগ নদী, বালু নদীসহ নারায়নগঞ্জ, গাজীপুর, ফরিদপুর ইত্যাদি জায়গায় এই নৌকা ভ্রমন দেখেছি। এখন এই নৌকায় পিকনিক সারা দেশে ছড়িয়ে পড়েছে। সেখানে আরও থাকে ইয়াবা, ফেন্সিডিল, বিয়ার, গাঁজা সহ নানা রকম মাদক। পুলিশ মাঝে মাঝে এদের খুব আগ্রহ নিয়ে ধরে, টাকার বিনিময়ে পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

আরেক দল আছে বর্ষা মৌসুমে নৌ বনভোজনের নামে স্কুল-কলেজপড়ুয়া ছেলেরা মনোরঞ্জনের জন্য যাত্রার নর্তকী ও নিষিদ্ধ পল্লীর মেয়েদের দিন চুক্তিতে ভাড়া করে। কিছু দুষ্টলোক নাটোর, কুষ্ঠিয়া, টাঙ্গাইল থেকে অর্ধ শতাধিক যাত্রার নর্তকীসহ নিষিদ্ধ পল্লীর মেয়েদের এনে অসামাজিক কাজে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভাড়া দিচ্ছে। যারা এই কুকর্মের পেছনে আছে- তারা বুক ফুলিয়েই বলে- প্রশাসন ম্যানেজ করেই এই কাজ পরিচালনা করি। প্রতিদিনই চাটমোহরের ছাইকোলা, মির্জাপুর, বওসা, নুরনগর ঘাট, ভাঙ্গুড়ার অষ্টমনিষা, রুপসী ঘাট, মেন্দা, ভাঙ্গুড়া এবং ফরিদপুরের বিভিন্ন ঘাট হতে পিকনিক অথবা বিনোদন ভ্রমণের নামে নৌকা ভাড়া করা হয়। এই সব প্রমোদবালাদের জন্য আমার খুব মায়া হয়। কিন্তু আমার কিছুই করার ক্ষমতা নেই। আহ কি কষ্টের জীবন তাদের!

যাদের একটু বেশি টাকা আছে তারা ছোট ছোট লঞ্চ গুলো ভাড়া নিয়ে চলে যায় মধ্য নদীতে। এসব লঞ্চে বেশ কিছু কেবিন আছে। প্রতিটা কেবিনে একটা করে মেয়ে আছে। একজন একজন করে ছেলে কেবিনে ঢুকে। এই সমস্ত মেয়ে গুলোর জন্য আমার খুব মায়া হয়। কিন্তু আমি তাদের জন্য কিছুই করতে পারি না। মেয়ে গুলোও নিজের দেহ বিক্রী করেও পর্যাপ্ত টাকা পায় না। আর যারা এই পিকনিকের আয়োজন করে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

এই উঠতি বয়সের ছেলে গুলো মানসিক ভাবে যৌন বিকৃতির দিকে ধাবিত হচ্ছে। নদী পাড়ের গ্রাম গুলোতে ভয়াবহ সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। বাংলাদেশ দণ্ডবিধি আইনে ২৯৪ এর খ ধারায় ও উপধারা ক'তে এইসব অশ্লীলতায় কঠিন শাস্তির কথা বলা হয়েছে। মহামারি আকারে এই প্রমোদ ভ্রমন ছড়িয়ে পড়ার আগেই সরকারের ব্যবস্থা করা উচিত।

(এইসব নোংরা নাচ আর গানের কিছু ভিডিও ইউটেব এ আছে। নাচ গুলো এতটাই নোংরা যে আমি সামুতে লিংক দিলাম না।)

মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই এসব মেয়েরা এইডস'এ আক্রান্ত হওয়ার বিরাট সম্ভাবনা, সেদিকে লক্ষ্য রেখে নাগরিকেরা ব্যবস্হা নিতে পারে; নৌকাওয়ালাদের আগে ওয়ার্ণিং দিতে হবে ৩ বার অবধি; তারপর, নোকাকে ছিদ্র করে দেয়া ঠিক হবে।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: নৌকা ছিদ্রটা করবে কে?

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমায়? এসব এখন মহামারীর মত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: প্রশাসন বড় বড় কাজ নিয়ে ব্যস্ত।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


আমরা অনেকে মিলে একটা সামাজিক ন্যায়ের দল গঠন করবো; তারপর, আমরাই নৌকা ছিদ্র করে দেবো, কিংবা আটকায়ে দেবো।

দরিদ্র মেয়েগুলোর এইডস হবে, আমরা কি তাকিয়ে তাকিয়ে দেখবো, আর দু:খ প্রাকশ করবো?

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: অবশ্যই আমি এই দলে থাকব।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু বলার নেই। আমি বলব পুলিশের কথা, পুলিশ বলবে উপরের চাপের কথা - এভাবে এই চক্র চলতেই থাকবে...

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: বরাবর এমনই হয়ে আসছে।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৫

চানাচুর বলেছেন: এই বিষয়টা আজ নতুন জানলাম। বাংলাদেশে এরকমটা হতে পারে ধারণাই ছিল না :(

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: কয়েক বছর এটা খুব বেড়েই চলেছে।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩

ঠ্যঠা মফিজ বলেছেন: বাংলাদেশে ভয়াবহ ভাবে এইডস আক্রান্ত হতে মনে হয় আর বেশিদিন বাকি নেই।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: সমাধান এর কোনো উপায় তো দেখছি না।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩০

শিখণ্ডী বলেছেন: সত্যিই আজব একটা দেশ বাংলাদেশ! এ্কই সঙ্গে বাড়ছে বোরকা, ওয়াজ মাহফিল, নোংরামী, বেহায়াপনা, মাদক!! ভাল মানুষের সংখ্যাটাও অনেক।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: ভালও মানূষ কিছু আছে, তবে তাদের কথা কেউ শুনছে না।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: পেটের দায়ে মানুষকে অনেককিছুই করতে হয়। বিশেষ করে এ সমাজে নারীদের জীবিকানির্বাহ করা কষ্টের।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: মুসলিম ধর্মে মেয়েদের অনেক সম্মান দেখানো হয়েছে- এই কি তার নমুনা?

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৭

ওমেরা বলেছেন: দেশ অনেক এগিয়ে যাচ্ছে ভাবতেই ভাল লাগছে !!

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: হুম দেশ উন্নয়নের মহাসড়কে।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৬

শামচুল হক বলেছেন: আনন্দ ভ্রমণের নামে যা হয় তা বলা যায় না- - - -

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: আসলে সঠিন নিয়ম আর নীতিমালা এবং আইনের প্রয়োগ থাকলে এমনটা হতো না।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

ধ্রুবক আলো বলেছেন: নৈতিকতার অবক্ষয়ের জন্য আজ ছেলেপেলেদের এতো অধঃপতন।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: নৈতিকতার অবক্ষয় ঠেকানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঘটনা প্রথম জানলাম!!!

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: না জানলেই কি আর না জানলেই০ রসব ঘটেই চলেছে।

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬

বেচারা বলেছেন: সময়োপযোগী ও ভয়াবহ তথ্য।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: খুব ভয়াবহ আকার ধারন করছে কিন্তু।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩

সোহানী বলেছেন: চাঁদগাজী বলেছেন: আমরা অনেকে মিলে একটা সামাজিক ন্যায়ের দল গঠন করবো; তারপর, আমরাই নৌকা ছিদ্র করে দেবো, কিংবা আটকায়ে দেবো।

এই প্রথম মনে হয় গাজী ভাই একটা আশার কথা বললো। এখন গাজী ভাই এই দল গঠনের জন্য কত পার্সেন্ট সরকারী লোক থাকবে, কত পার্সেন্ট দলীয়........ সাথে লোকাল প্রশাসন এর পার্সেন্টিজ। আর ছিদ্র করার পর আপনাকে পানিতে ফেললে কে তুলবে, কিভাবে তুলবে............ বিশাল হিসাব।.....হাহাহা

যাহোক মজা করলাম............ প্রশাসন এদিকে নজর দিবে আশা করি। ধন্যবাদ আপনাকে বিষয়টি সামনে আনার জন্য। দেশের কথা চিন্তা করলে হার্টফের করার অবস্থা হয়............

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: একজন দায়িত্ব নিতে চাইলে তাকে ভয় দেখাবেন?

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৭

এখওয়ানআখী বলেছেন: অসাধারণ বিজ্ঞাপন। সারাদেশের উঠতি যুবকদের স্থান চিনে টাকার অংক বুঝে ভ্রমণে যেতে সুবিধা হবে। প্রয়োজনে ইউটিউব থেকে স্যাম্পল দেখে নিন। অসংখ্য ধন্যবাদ সাংবাদিক রাজীব নূর।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: এটা বিজ্ঞাপন না। মানুষকে সচেতন করতে চেয়েছি।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৯

এখওয়ানআখী বলেছেন: অসাধারণ বিজ্ঞাপন। সারাদেশের উঠতি যুবকদের স্থান চিনে টাকার অংক বুঝে ভ্রমণে যেতে সুবিধা হবে। প্রয়োজনে ইউটিউব থেকে স্যাম্পল দেখে নিন। অসংখ্য ধন্যবাদ সাংবাদিক রাজীব নূর।

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৯

এখওয়ানআখী বলেছেন: অসাধারণ বিজ্ঞাপন। সারাদেশের উঠতি যুবকদের স্থান চিনে টাকার অংক বুঝে ভ্রমণে যেতে সুবিধা হবে। প্রয়োজনে ইউটিউব থেকে স্যাম্পল দেখে নিন। অসংখ্য ধন্যবাদ সাংবাদিক রাজীব নূর।

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

জাহিদ অনিক বলেছেন:

সভ্যতার এই যুগেও এমন ঘটনা ঘটে এটা দুঃখজনক। তবে যারা এমন নাচে নিশ্চয়ই দায়ে পড়েই হবে হয়ত।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: সরকার এই ব্যাপারে একটু কঠোর হলেই- এই সমস্যা কেটে যাবে।

১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৯

Ssqure Ahmed বলেছেন: ঠিক ভাই

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:২১

নতুন বলেছেন: এই জিনিস কোন ভালো পরিবারের ছেলেরা করবেনা।

ইউটিউবে যেই ভিডিও দেখলাম সেটা খুবই নিন্মরুচির জিনিস... :| শিক্ষিত পোলাপাইন এইরকমের কাজ করার কথা না।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: অবশ্যই তারা নিম্ন রুচির।
কিন্তু ভোগান্তি তো আমাদের সবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.