নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নির্ঝরের স্বপ্নভঙ্গ

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৯




দু:স্বপ্ন! ঠিক দুঃস্বপ্নও বলা চলে না সেটাকে। একটা অন্ধকার গলি। এক প্রান্তে দাঁড়িয়ে আছি। গলির অন্য প্রান্তে খুব ক্ষীন একটা আলো। কেউ কোথাও নেই। উপরে অন্ধকার আকাশ। অথবা হয়তো আকাশও ছিল না। শুধু জনহীন একটি অন্ধকার গলি। কোনো কুকুর নেই, এত প্রানহীন গলি আগে কখনো দেখিনি। গাছ নেই, ছায়া নেই, শব্দ নেই, বাতাস নেই, জ্যোছনা নেই। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। অলৌকিক কোনো ইশারায় এক পা-ও সামনে যেতে পারছি না। চোখ ভরা পানি।

অন্ধকারটাকেই খুব বেশি ভয় পাচ্ছি। মনে হলো এখানেই সব শেষ। সভ্যতার শেষ, স্বপ্ন ও সাধ্যের শেষ। আর কোথাও যাওয়ার নেই। ওই অন্ধকার গলিই বলে দিচ্ছে, আর কিছু নেই, সব শেষ। খুব কষ্ট লাগছিল। এভাবেই সব শেষ হয়ে যায়! সবাইকেই একদিন এখানে এসে দাঁড়াতে হয়।

রাত তিনটা। সুরভি গভীর ঘুমে। আমার যখন ঘুম ভাঙল তখন এক আকাশ ভয় আমাকে ঘিরে ধরলো। এত ভয় আগে কখনো পাইনি। কিন্তু মোটেও ভয়ের স্বপ্ন নয়। আশ্চর্য! তবে এত ভয় পেলাম কেন? গলা শুকিয়ে কাঠ। এক আকাশ ভয় আর হাহাকার বুকের ভেতর ঘুরপাক খাচ্ছিল। চোখের কোনায় পানি। সারা শরীর থরথর করে কাঁপছে।

স্বপ্নটার মধ্যে ভয়ের বীজ কোথায়, ভেবে পাচ্ছি না। তবে কি কোনো সর্বনাশের সংকেত ছিল? কোনো অমঙ্গলের আভাস?

আমি জানি, স্বপ্ন নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই। স্বপ্নের মধ্যে সত্য বলে কিছু থাকে না। আবার হয়তো থাকেও।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০

শিখণ্ডী বলেছেন: রাজীব ভাই ভাবির কাছ থেকে খোয়াবনামা চেয়ে নেন, উত্তর পাবেন। আর সার্ট গায়ে বসে আছেন কেন ঠান্ডা লাগবে তো :-B

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


ঘুমানোর সময়, সম্ভব হলে ডানপাশ ফিরে শোবেন, মুখ উপরের দিকে দিয়ে শুইলে নিশ্বাসে সমস্যা হয়

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০

নীল মনি বলেছেন: :) আমারো তো ভয় ভয় করছে। স্বপ্ন মন্দ কিংবা ভালো হোক বলতে নেই কিন্তু।ইনশাআল্লাহ যা হবে ভালো কিছুই হবে।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: আমি সব কিছুই বলে দেই। কোনো কিছুই গোপন রাখি না।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৯

সাইন বোর্ড বলেছেন: লেখার সাথে ছবি ও গদি প্রদর্শণ মন্দ নয় ।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩২

নীল মনি বলেছেন: সব বললেও স্বপ্নের ব্যাপারে কিন্তু নিষেধাজ্ঞা আছে।আপনি পড়তে চাইলে আমি লিংকটি দেব। আমারি লেখা।অনেক অনেক ভালো থাকুন।দোয়া রাখি।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫০

প্রামানিক বলেছেন: আপনার কি ভুতের আছড় আছে?

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: মৃত্যু ভয় কি? টাইম হইলে যাইতে হইবে, যাওয়া ছাড়া নাই উপায়!

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: আমার বেশ কিছু কাজ বাকি আছে। এগুলো শেষ না করে যেতে চাই না।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩৯

ফেরদৌসা রুহী বলেছেন: ইদানিং আপনি ভয়ের স্বপ্ন দেখছেন বেশি।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: জ্বী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.