নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ একটি বিশেষ দিন

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০



আমার খুব ইচ্ছা করে সামুর সমস্ত ব্লগারদের আমার বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যাই। সুরভি নিজের হাতে রান্না করবে। ব্লগাররা সারাদিন আমার বাসায় পিকনিক করবে। যে গান পারে আমাদের গান শুনাবে, যে কবিতা আবৃত্তি পারে সে সবাইকে কবিতা আবৃত্তি করে শুনাবে। সারাটা দিন হাসাহাসি করে সবাই মিলে পার করে দিব। একটু পর-পর চা খাবো, জম্পেশ আড্ডা হবে। ছবি তুলবো। সেদিন মেয়ে ব্লগাররা শাড়ি পড়বে আর ছেলেরা পাঞ্জাবি পড়বে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু খাওয়া-দাওয়া, আড্ডা, গান আর ছবি তোলা। আপনারা যদি আমার সাথে একমত হোন তো আমি আপনাদের সবাইকে আমন্ত্রন জানাতে চাই।

ছোটবেলা থেকেই লেখালেখি আর গল্প উপন্যাস পড়া আমার ভীষন পছন্দের। কমপক্ষে ৭০ টা ডায়েরী ভরা নানান রকম লেখা আছে আমার। তখন ব্লগ ছিল না। ডায়েরীতে লিখালিখি করতাম। একদিন আমার ছোট ভাই বলল- আর কত ডায়েরীতে লিখবি? ব্লগ এ লেখা শুরু কর। ছোট ভাই আবীর আইটি স্পেশালিষ্ট নিজেই একটা সামুতে ব্লগ খুলে দিল। আগেই টুকটাক কম্পিউটারে টাইপ করতে পারতাম। সামু ব্লগে জয়েন করার পর থেকেই ডায়েরীতে লেখা ছেড়ে দেই। শুরু হলো আমার ব্লগ জীবন। ব্লগ জীবন বড় আনন্দময়। অবশ্য প্রথম এক বছর ব্লগে কিছু লিখি নাই। শুধু ব্লগ পোষ্ট পড়েছি। মনের সব দুঃখ-কষ্টের কথা ব্লগে লিখে আমি বিপুল শান্তি পাই।

আজ একটি বিশেষ দিন, কারন আজ বাংলা ব্লগ দিবস। অবশ্যই প্রতিটা ব্লগারের জন্য আনন্দের দিন। এই সামু ব্লগ অনেক কিছু সাক্ষী আছে। ব্লগিং করে আজ বহু ব্লগার অনেক উচ্চতায় উঠেছে। সমাজে তাদের পরিচিতি বেড়েছে। কেউ কেউ বিদেশ পাড়ি দিয়েছে। একসময় অনেক নতুন নতুন ব্লগ খুলেছিল। সেসব ব্লগ আবার বন্ধও হয়ে গেছে। যারা ভালো তারা ঠিকে থাকে- কথাটা সঠিক। সামু ঠিকে আছে। এবং টিকে থাকবে। সামু ব্লগে ব্লগিং করে আমি অনেক শান্তি আর তৃপ্তি পাই। অন্য কোনো ব্লগ আমাকে শান্তি আর তৃপ্তি দিতে পারেনি। অন্য ব্লগ গুলোতে দুষ্টলোক দিয়ে ভরা ছিল। তারা ভাষার বারোটা বাজিয়ে দিয়েছি প্রায়। চটি গল্পের মতো নোংরা ভাষা ব্যবহার করতো। ব্লগ সম্পর্কে মানূষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। তবে সামু ব্লগে বেশ কয়েকজন দুষ্ট ব্লগার আছে। তারা মন্তব্যে বেশ নোংরা ভাষা ব্যবহার করে। এবং তারা ব্লগের পরিবেশ নোংরা করে।

অনেক নিউজ পত্রিকায় আসে না। কিন্তু আমাদের ব্লগাররা সেগুলো নিয়ে ঠিকই ব্লগ লিখেন। পত্রিকায় থাকে চাটুকারিতা। কিন্তু ব্লগে কোনো চাটুকারিতা নেই। পত্রিকাতে শুধু সমস্যার কথা লিখে, আর সামু ব্লগের ব্লগাররা শুধু সমস্যার কথা লিখে না, সমস্যা সমাধানের কথাও লিখে। সামু ব্লগ টিকে থাক। আমি জানি এবং বুঝি একটা ব্লগ টিকিয়ে রাখার জন্য ব্লগ কর্তৃপক্ষের বেশ বেগ পেতে ভয়। সামু এবং সামুর প্রতিটা ব্লগারের জন্য এক আকাশ শুভ কামনা। ব্লগ দিবসে সামুর প্রতিটা ব্লগারকে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। সবার জন্য এক আকাশ শুভ কামনা। জয় বাংলা।

মন্তব্য ৫৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: সত্যের ছায়া সবাইকে ছুঁয়ে যাক।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব ভাই বলেছেনঃ আজ একটি বিশেষ দিন
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু খাওয়া-দাওয়া, আড্ডা, গান আর ছবি তোলা। আপনারা যদি আমার সাথে একমত হোন তো আমি আপনাদের সবাইকে আমন্ত্রন জানাতে চাই।

দিনটিতো আজই শেষ হয়ে যাবে !! দাওয়াতটি কি আজ ই শেষ নাকি পরবর্তী কোন দিন হবে? আমি রাজি আছি। খাওয়া দাওয়া হোক বা না হোক আপনাকে দেখার বড্ড ইচ্ছা আমার।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: না না সবাই মিলে একটা টাইম ঠিক করুন।
অবশ্যই দেখা হবে।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

খাঁজা বাবা বলেছেন: ভাই, আমি গান ও জানি না, আবৃতি ও জানি না, আমাকে দাওয়াত দিবেন? :P

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: আমিও তো জানি না।

অবশ্যই দাওয়াত।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ভীষন সুন্দর মনের পরিচায়ক এই পোস্টটি।

আপনাকে ব্লগ দিবসের শুভেচ্ছা।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রাজকন্যা।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

চানাচুর বলেছেন: শেষ প্যারাটায় একদম মনের কথাগুলো বলে দিয়েছেন।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: একটা কাকতালিয়ে কথা শুনুন, যখন আমি আপনার মন্তব্যের উত্তর লিখছি, সাথে চানাচুরও খাচ্ছি।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

আরাফআহনাফ বলেছেন: শুভ ব্লগ দিবস।
সুন্দর চিন্তার জন্য শুভাশিষ জানবেন।
আপনি ও সুরভী আপার মঙ্গল কামনা করছি।

ভালো থাকুন সবসময়।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

ঠ্যঠা মফিজ বলেছেন: সকলকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

মরুসিংহ বলেছেন: ভাই, হতে পারে আপনার কিছু কিছু লেখা আমার পছন্দ না। ;) কিন্তু দাওয়াত তো নিশ্চয়ই পাবো, কি বলেন?

লেখাটাতে ব্লগের প্রতি আপনার আবেগটা সম্পূর্ণ ফুটে উঠেছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই অবশ্যই দাওয়াত পাবেন।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


এই ব্লগ দিবস মোটামুটি চলে গেছে, অন্য এক দিবসে আমরা একত্রিত হবো।

ব্লগে যাঁরা আসেন, সবার সাথে তাল মিলিয়ে, নিজকে মানিয়ে নিয়ে কিছু সময়ের দরকার হয়। ব্লগারেরা নিজদের খাপ খাইয়ে নিচ্ছেন।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

রাজীব নুর বলেছেন: শুধু ব্লগ দিবসেই কেন একত্রিত হবো কেন?
পারলে প্রতিমাসে একবার।

আমি কিন্তু আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

Ssqure Ahmed বলেছেন: সামু ব্লগ জেনারেশনের জয় হোক আর হবেই।তিনদিনেই বেশ ভালোবেসে ফেলেছি যে!!

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: স্বাগতম আপনাকে। সাথেই থাকুন।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

তারেক ফাহিম বলেছেন: নবম ব্লগ দিবস শুভেচ্ছা জানবেন।

আমিতো ভাই শুধু পাঠক হয়েই সামুর সাথে জড়িত দাওয়া পাবো কী??

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: দূর--- কি এ বলেন।
সামুর সংশ্লিষ্ট সবাই দাওয়াত পাবে।

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো লেখাটি। শুভ ব্লগিং।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই অর্ক।

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

নূর-ই-হাফসা বলেছেন: আপনাকেও ব্লগ দিবসের শুভেচ্ছা । এবার ব্লগ দিবস পালিত হলোনা । :|
ভালো লাগলো আপনার লেখা

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: এরপর থেকে ব্লগ দিবস আমরা আমাদের মতো করে পালন করবো।

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দৃশ্যমান হচ্ছে!!
ব্লগারদের মাঝে একটা
সহমর্মীতার বাতাস বইছে,
অনেকেই (!)ইতিবাচক হয়ে উঠছেন।
শুভ ব্লগিং

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

রাজীব নুর বলেছেন: সামু ব্লগারদের আরও শক্তিশালী হতে হবে।

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,




আমার খুব ইচ্ছা করে ....দাওয়াত দিয়ে নিয়ে যাই । বললেই তো হয় না, করে দেখাতে হয় । :P ইচ্ছা আবার কি ? :||

সুরভীর ( সম্ভবত) হাতের বেলীফুলের মতো সুগন্ধ ছড়ানো একটি কোমল মনের মানুষ যে আপনি তা এই লেখায় পরিষ্কার ।
ব্লগদিবসের শুভেচ্ছা আপনার পরিবারকে, সাথে সকল সহব্লগারদেরকেই ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

রাজীব নুর বলেছেন: আমি কথার কথা বলি নাই। অবশ্যই দাওয়াত দিবো।
সম্ভবত না ওটা সুরভি'র ই হাত।

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

নয়ন বিন বাহার বলেছেন: রাজীব ভাই।
আপনার লেখাগুলো পড়লে মনে হয় আমি ঘটনাগুলোর মধ্যদিয়ে যাচ্ছি। কেমন যেন একটা ঘোর তৈরী হয়।
যা হোক আপনার আবেগটা বেশ বুঝতে পারছি।
কোন দিন হয়তো সে দিন আসবে।
আজ যারা লেখাটা পড়ল তাদের কেউ হয়তো থাকবে কেউ থাকবে না।
তবুও সবার জন্য শুভকামনা।
শুভ ব্লগ দিবস।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমাকে আরও ভালো কিছু লেখার জন্য প্রেরনা দিল।
ধন্যবাদ।

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে সহ সামুর সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা। তবে ভাবীর হাতের রান্না খাওয়া বাকী রইল। অন্য কোন বিশেষ দিনে না হয় খেয়ে যাব।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: অবশ্যই ।

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২০

মো: মোহাইমিনুল ইসলাম বলেছেন: শুভকামনা।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪

ওমেরা বলেছেন: আপনার লেখায় কিছু একটা আকর্ষন আছে যা আমি বুঝিয়ে বলতে পারছি না, আমার কাছে খুব ভাল লাগে। দাওয়াত দিলেও যেতে পারব না তবু অনেক খুশী হয়েছি ভাইয়া । অনেক ধন্যবাদ ভাইয়া।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: আপনি যখন দেশে থাকবেন প্রয়োজনে তখনই অনুষ্ঠান করবো। তবু আপনাকে আসতে হবে।

২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩১

সোহানী বলেছেন: সত্যিই তাই... ব্লগ মানে ডায়রীর খোলা পাতা........

ভালো লাগলো আপনার মনের কথাগুলো পড়ে। অবশ্যই আপনার দাওয়াত কবুল করলাম...হাহাহা মজা করলাম। তবে আমি ও এ ধরনের আনন্দ পছন্দ করি। একই মানসিকতার মানুষ একসাথে বসে আড্ডা.... সত্যিই দারুন কিছু........

ব্লগ বিসের শুভেচ্ছা।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সোহানী।

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

ফ্রিটক বলেছেন: ভাই, ভাবি কই, ভাবি ছাড়া আপনাকে তো একাএকা লাগছে, দাওয়াত দেন,অবস্যই আসব।আপনার মত ভাল ব্লগার রাই সামু ব্লগের ভরসা। আপনার ইচ্ছেগুলি শুনে ভাল লাগল।ভাল থাকবেন

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: ভাবী আমার পাশেই আছে।
আমি কোনো ব্লগ লিখলে সবার আগে সুরভি পড়ে।

২২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

অলিউর রহমান খান বলেছেন: ভাই আমরা যারা নতুন পাঠক, ব্লগার হয়ে উঠেনি এখনো তাদের ও কি দাওয়াতের আওতায় পড়বে?
কারণ অন্তত আমি এমন সুযোগ পেলে এবং সুযোগ থাকলে কখনো হাতছাড়া করবো না।
আপনাদের লিখা পড়ে অনেক সময় আকাশে ভেসে বেড়াই। কি চমৎকার সব লেখা-লেখি ব্লগে! আপনাদের সাথে এমন সুযোগ পেলে কেউই মিস করবে না।

আপনার কথা শুনে ভাই খুবই ভালো লাগলো।
সবাই এক হোক আর না হোক কিন্তু আপনার এমন চিন্তা ভাবনার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো ভাই।
ধন্যবাদ।

২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই দাওয়াত পাবেন।
ধন্যবাদ।

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যিই এমন দিন যদি কখনো আসে কতইনা ভাল লাগবে।

ব্লগররা একজন আরেকজনকে দেখছে, কথা বলছে, খাচ্ছে, গল্প করছে আনন্দ আর আনন্দ।


সুন্দর পোস্টের জন্য অভিনন্দন।

২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: এমনটা হবেই। হওয়া উচিত।

২৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ব্লগ দিবস তো শেষ! তাই এখন ভাবুন কবে কখন আমাদের দাওয়াত দিবেন? আসবো কিন্তু সবাই মিলে হু---!

২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: অবশ্যই আসবেন।

২৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

মার্শাল আরমান বলেছেন: আমি পিছনে আছি। আমাকে বাদ দিয়নেনা।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

রাজীব নুর বলেছেন: না বাদ দিব না। পিছনের লোকেরা আগে থাকবে।

২৭| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: আসলে বিশেষ দিন। ভাবছি এটি উদযাপনের ভার আমাদের নিতে হতে পারে।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: ১০০% ঠিক বলেছেন।

২৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

জাহিদ অনিক বলেছেন:
বাহ বেশ হয় তবে; একদিন সবাই আড্ডা দিলে

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭

মনিরা সুলতানা বলেছেন: নুর
আমি তখন দেশে ছিলাম পোষ্ট টা সে জন্য দেখা হয় নি ; না হয় ঠিক চলে যেতাম । রান্না সুরভী ভাবীর সেদিন ছুটি , উনি আমাদের চীফ গেষ্ট আমরা করে খাওয়াবো । একদিন অবশ্যই এমন হবে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই এমন হবে। এমনটা হওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.