নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
পৃথিবীর সব মানূষের ভূতের বা ভয়ের অভিজ্ঞতা আছে। তার নিজের ব্যাখ্যার অতীত কোনো না কোনো গল্প আছে। আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি-
অনেকে প্রায়ই জানতে চায়- তুমি কখনো ভূত দেখেছো?
তখন আমি বলি খুব দেখেছি, তাহলে শুনুন-
সে কথা মনে হলে আজও গায়ে কাটা দেয়। পাশের গ্রামে সেবার পূজোর সময় যাত্রাপালা হয়েছিল। খুব নামকরা দল। পালা শেষ হতে-হতে রাত দুটো। তিনজন মিলে ফিরছিলাম। পথ একেবারে সুনসান। সাথের দুজন বটতলার কাছে এসে অন্য দিকে চলে গেল। আমি একা। আমি মোটামোতি সাহসী। ভয় ডর খুব কম। নেই বললেই চলে।
তালুকদার বাড়ির পুকুরের ধার বরাবর রাস্তা দিয়ে হাটছি। শীতের শুরু। চারপাশে নানান রকম গাছপালা। অল্প অল্প কুয়াশা। সুন্দর জোছনা রাত। তবে এ জায়গাতে দিনের বেলাও খুব বেশি লোক চলাচল করে না। অনেক আগে এখানে এ গ্রামের চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। তাই গ্রামের মানুষ বলে- এ জায়গাটা দোষি।
যাই হোক, আপন মনে গুনগুন করে গান গাইতে গাইতে আমি হাটছিলাম। হঠাৎ সামনে দেখি একটা লোক নিচু হয়ে কি যেন খুঁজছে। আমি সামনে গিয়ে বললাম- কে ওখানে? কেউ জবাব দিল না। তখন আমি বললাম, কিছু হারিয়ে থাকলে তো আর এই অন্ধকারে খুঁজে পাবেন না। এখন বাড়ি চলে যান, সকালে এসে খুঁজবেন। তখন লোকটা সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকালো। বিড়বিড় করে যেন কি বলছে।
খুব ভয় পেলাম। হাত পা শক্ত হয়ে গেল। নড়াচড়া করতে পারছিলাম না। মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাবো। ঠিক তখন ভূতটা বাতাসে মিলিয়ে গেল। আল্লাহ আল্লাহ করতে করতে আর ঠকঠক করে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে আসি। পরপর সাত দিন জ্বরে খুব ভূগলাম। আমার দাদী আমাকে একটা তাবিজ পড়িয়ে দিলো গলায়।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: না না সত্যি গল্প।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪
লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর উপস্থাপনা। সুনিপুন ভুতের গল্প পাঠে মুগ্ধ হলাম।
প্রিয়কবিকে আগাম ক্রিসমাস শুভেচ্ছা জানাই।
শুভকামনা সতত ও নিরন্তর।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
স্বর্গের পরের স্টেশন
- লক্ষ্মণ ভাণ্ডারী
ট্রেন আসছে! ট্রেন আসছে!
কু... ঝিক্ ঝিক্ ঝিক ঝিক্ ঝিক
ভূতেদের ট্রেন আসছে!
এই ট্রেন কখন আসে,
কখন যায়- কেউ জানে না।
এই ট্রেন কোথা থেকে ছাড়ে,
কোথায় যায়-
তা কেউ বলতে পারে না।
গভীর রাতে কোন এক অসতর্ক মূহুর্তে
এই ট্রেন আসে। সাইরেন বাজছে।
ট্রেন আসছে!
কু.... ঝিক্ ঝিক্ ঝিক ঝিক্ ঝিক ঝিক্...
ভূতেদের ট্রেন আসছে!
স্টেশনের সমস্ত আলো
হঠাৎ দপ্ করে জ্বলে ওঠে।
আবার নিভে যায়।
স্টেশন ফলকে লেখা
স্বর্গের পরের স্টেশন।
আলো আঁধারী স্টেশন ঘরে
স্টেশন মাস্টার টিকিটের বদলে
আমার হাতে তুলে দিল
এক বাণ্ডিল এক হাজার টাকার নোট।
ভৌতিক ব্যাপার নয় কি?
ট্রেন আসছে!
কু.... ঝিক্ ঝিক্ ঝিক ঝিক্ ঝিক ঝিক্...
ভূতেদের ট্রেন আসছে!
ট্রেন এসে দাঁড়াল স্টেশনে।
চড়ে বসলাম ট্রেনে।
ট্রেন ছেড়ে দিয়েছে।
বিদ্যুৎগতিতে ট্রেনটা ছুটে চলেছে।
কখনো উপরে, কখনো নীচে,
রেল লাইনের উপর দিয়ে।
ট্রেনটা উড়ে বেড়াচ্ছে এরোপ্লেনের মতো।
ট্রেনের মধ্যে চারদিক পড়ে আছে
রাশি রাশি পচা গলা মৃতদেহ।
কারো হাত নেই। কারো পা নেই।
কারো কপালে রক্ত ঝরছে।
বাইরে তাকিয়ে দেখি সেই একই স্টেশন।
স্বর্গের পরের স্টেশন।
তাহলে ট্রেনটা এতক্ষণ
এখানেই দাঁড়িয়ে ছিল।
হঠাৎ মাথাটা ঘুরে যায়।
মনে নেই কখন জ্ঞান হারিয়েছি।
জ্ঞান ফিরতেই দেখি,
আমি রেল লাইনে মাথা দিয়ে শুয়ে আছি।
ট্রেন আসার শব্দ শুনতে পাচ্ছি।
ট্রেন আসছে! ট্রেন আসছে!
কু... ঝিক্ ঝিক্ ঝিক ঝিক্ ঝিক
ভূতেদের ট্রেন আসছে!
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। ধন্যবাদ।
রবীন্দ্রনাথ এর রেল নিয়ে একটা কবিতা আছে। পড়েছেন?
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭
পলাতক মুর্গ বলেছেন: ভুত-প্রেত সব কু-সংস্কার, আপনার মত শিক্ষিত লোক এইগুলি কিভাবে বিশ্বাস করে?
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: অনেক কিছু আছে যুক্তির বাইরে ----
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০
محمد فسيح الاسلام বলেছেন: انها قصة جيدة
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: فَاطِمَةُ، عَائِشَةُ، سُمَيَّةُ، حَفْصَةُ، حَقِيْبَةُ، حَلِيْمَةُ
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫
পলাতক মুর্গ বলেছেন: যুক্তির বাইরে কি কি আছে?
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: জানতে চাচ্ছেন??
ঠিক আছে এই বিষয় নিয়ে একটা পোষ্ট দিব।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
তারেক_মাহমুদ বলেছেন: ভুত আমাদের মনে বাস করে তাই এমন ঘটনা ঘটতেই পারে ।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
অনেক ধন্যবাদ।
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গ্রামে যখন বিদ্যুৎ ছিল না এরকম অনেক ঘটনাই ঘটেছিল...
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩২
রাজীব নুর বলেছেন: আসলে সব ঘটনার পেছনে কোনো না কোনো কারন অবশ্যই থাকে।
কারনটা খুজে বের করা খুব দরকার।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এইটা আপনার চোখের ভ্রমছিল। ঠিকি একটা লোক এই যায়গায় ছিল সে হয়তো পাগল দরণের একাকি বসে কিছু করছে আপনি অনেক রাতে এমন করে কারো কে দেখবেন দারণার বাহিরে তাই হয়তো আপনার ব্রেইনের কাজ শীথিল হয়ে গিয়ে ডেল্টা লেভেলে অবস্থান করছিল তাই তাকে নাই হয়ে যেতে দেখেছেন। আসলে ভয় পেলে মানুষের আগে মাথায় গরম হয় বাস্তব অভিজ্ঞতা।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর লজিক।
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭
eunknown_rafi বলেছেন: সেই লোকটা যে ভূত ছিলো কিভাবে বুজলেন? সাধারণ কোনো মানুষ ও ত হতে পারে? যাই হোক, ভালো লেগেছে।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪
রাজীব নুর বলেছেন: না ভূত ছিল।
ভূত বলতে কিছু নেই।
১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯
নূর-ই-হাফসা বলেছেন: ভূত জ্বীন যেটাই থাকুক । আমার দেখার খুব ইচ্ছে ।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: এই জাতীয় কিছুই নেই পৃথিবীতে।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪
পলাতক মুর্গ বলেছেন: যত্তসব কুসংস্কার, গাঁজাখুরি গল্প।