নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
নীলাঞ্জনা নীলা।
কয়েকদিন আগে টানা দুই দিন ছুটি পেয়েছিলাম। সুরভি তার ভাইয়ের বিয়ে নিয়ে মহা ব্যস্ত। আমি আর আমার মেয়ে মিলে সারাদিন ইউটিউব এ নাটক দেখা শুরু করলাম। আমার মেয়ের পছন্দেই সব নাটক দেখা শুরু করলাম। সময়ের অভাবে নাটক সিনেমা আমার খুব একটা দেখা হয় না। দুই দিনের ছুটিতে অভিনেত্রী আর মডেল নীলাঞ্জনা নীলার সব নাটক দেখে ফেললাম। আমার মেয়েটা নীলাঞ্জনা নীলাকে খুব পছন্দ করে ফেলল। মেয়ে বলে, বাবা মেয়েটা আমার মতো সুন্দর। আমি বড় হলে ঠিক এই মেয়েটার মতোই হবো। আমি বলি- তুমি নীলার চেয়েও অনেক বেশি সুন্দর। পরী হাসে। মেয়েটার হাসি দেকেহলে মনটা খুশিতে ভরে যায়। অনেকদিন বেঁচে থাকতে ইচ্ছা করে।
আমি ও আমার মেয়ে নাটক দেখা শুরু করলাম খুব মন দিয়ে। আমরা যা'ই করি- খুব মন দিয়ে করি। মেয়ে নাটকের যেখানে বুঝতে পারে না- আমাকে প্রশ্ন করে। তখন আমি মেয়েকে সুন্দর করে সহজ ভাষায় বুঝিয়ে দেই। বাপ মেয়ে ফুল স্প্রীডে ফ্যান ছেড়ে কম্বলের ভেতরে ঢুকে একের পর এক নীলাঞ্জনা নীলার নাটক দেখে যাচ্ছি। আহ কি আনন্দময় সময়! আমাদের সামনে নানান রকম খাবার আছে। চানাচুর, বিস্কুট, আপেল, আনার ইত্যাদি নানান রকম খাবার সাজানো। বাপ-বেটি মিলে নাটক দেখি আর খাই। সুরভি মার্কেট থেকে একটু পর-পর ফোন দেয়, আমরা ফোন ধরি না। নাটক দেখার মাঝে বিরক্ত করলে ভালো লাগে না।
একই মেয়ের নাটক দেখতে দেখতে আমি আর আমার মেয়ে নীলাঞ্জনা নীলার ভক্ত হয়ে গেলাম। নীলাঞ্জনা নীলা খুব সুন্দর অভিনয় করে। হাসিটা খুব সুন্দর। আর চোখে কাজল দিলে মেয়েটাকে অসাধারন সুন্দর লাগে। সবার প্রথমে আমরা নীলাঞ্জনা নীলার অভিনীত 'কাজল' নাটকটি দেখলাম। অসাধারন অভিনয়। অসাধারন নাটক। আমি আর আমার মেয়ে মুগ্ধ! অভিনয় দেখি, আর আমি ভাবি বাচ্চা একটা মেয়ে এত সুন্দর অভিনয় করে কি করে? মীম, শখ বা তিশা ইত্যাদি কেউই এই মেয়ের সাথে পারবে না। এই মেয়ে খুব নাম করবে। কোটি মানূষের মন জয় করবে। নীলাঞ্জনা নীলাকে নিয়ে আমার মেয়ে হাজার প্রশ্ন করে। মেয়ের প্রশ্নের জবাব দিতে গিয়ে- এই অভিনেত্রী সম্পর্কে জানতে শুরু করলাম।
আমার কন্যা, পরী। মালোশিয়া।
আমি ও আমার মেয়ের প্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা ১৯৯৬ সালে সিলেটে জন্মগ্রহন করে। কিন্তু বেড়ে ওঠা এই ঢাকা শহরে। ২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের দ্বিতীয় রানার-আপ হয়। টেলিভিশনে বিজ্ঞাপনের মডেল হয়ে তার মিডিয়াতে আসা। এই অভিনেত্রী 'গহীন বালুচর' নামে একটি সিনেমা করেছে। আমি ও আমার মেয়ে রোজা একটানা নীলাঞ্জনা নীলার ২৬ টা নাটক আর টেলিফ্লিম দেখে ফেললাম। যে নাটক গুলো আমি ও আমার মেয়ের খুব ভালো লেগেছে তার তালিকাঃ কাজল, গল্প ভুলে গেছি, যাদুবিদ্যা, জল বৌ, দুর্গতি, জান, অংশ বিশেষ, বড় বাড়ি ছোট বাড়ি ইত্যাদি। আমার মেয়ের ভাষ্যমতে নীলাঞ্জনা নীলা গ্রামের অভিনয় ভালো করে। এবং তাকে শাড়িতে অপূর্ব লাগে। আমি আমার মেয়ের সাথে একমত।
আমার মেয়ের খুব শখ তার আগামী জন্মদিনে নীলাঞ্জনা নীলাকে আসতেই হবে। মেয়ে আমাকে খুব ধরেছে। মেয়ের ধারনা আমি সুপারম্যান। আমার কাছে অসম্ভব কিছুই না। আমিও তাকে কথা দিয়ে ফেলেছি- কোনো চিন্তা করো না, নীলাঞ্জনা নীলাকে ধরে নিয়ে আসবো। মেয়ে নিশ্চিন্ত, বাবা যখন বলেছে তখন অবশ্যই আনবে। বাবা মিথ্যা বলে না। এটা আমার জন্য খুব কঠিন কিছু না। যেভাবেই হোক আমি নীলাঞ্জনাকে আমার মেয়ের জন্মদিনে আনবই।
নীলাঞ্জনা নীলা ভালো থাকুক। ভালো থাকুন আমার মেয়ে।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮
রাজীব নুর বলেছেন: ইউটিউব এ তার নাটক দেখুন। খুব ভালো অভিনয় করে।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪
محمد فسيح الاسلام বলেছেন: "مهمتك ليست السعي للحصول على الحب، ولكن مجرد السعي والعثور على جميع الحواجز داخل نفسك التي كنت قد بنيت ضده".
[Allama Rumi has said:...... "Your task is not to seek for love, but merely to seek and find all the barriers within yourself that you have built against it."]
أطيب التمنيات لابنتك
[Best wishes to your daughter]
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: বেচে থাকুক বাবা-মেয়ে
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাবা মিথ্যা বলেনা,
বাবারা মিথ্যা বলতে পারেনা।
বাবারা সব পারে। পারতেই হয়।
ধন্যবাদ রাজী্ব নূর
মেয়ের সুপারম্যান হয়ে থাকুন আজীবন।
শুভ্চেছা রইলো।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৯
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
চাঁদগাজী বলেছেন:
আপনার মেয়ে পড়ালেখা করে বড় হোক, সুখী হোক; নীলান্জনা কি একটি স্হান করে নিচ্ছে?
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: আপনি পাচ মিনিট কথা বললে বুঝতে পারবেন আমার মেয়েটা কত অসাধারন।
নীলাঞ্জনা খুব নাম করবে। তিশা, শখ,মীম বা সাফা এর ধারে কাছেও আস্তে পারবে না।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১২
সামিয়া বলেছেন: আপনার কন্যা!! মাশআল্লাহ্!! দোয়া রইলো।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩১
তারেক ফাহিম বলেছেন: বাবা -মেয়ের জন্য শুভ কামনা।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০
মরুসিংহ বলেছেন: কন্যা সন্তান আল্লাহর বিশেষ রহমত। আর আপনার মেয়েটি মাশআল্লাহ একদম পরীর মতোই। আল্লাহ আপনার মেয়েকে সত্যের পথে প্রতিষ্ঠিত করুক।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৮
ওমেরা বলেছেন: মরুসিংহ বলেছেন: কন্যা সন্তান আল্লাহর বিশেষ রহমত। আর আপনার মেয়েটি মাশআল্লাহ একদম পরীর মতোই। আল্লাহ আপনার মেয়েকে সত্যের পথে প্রতিষ্ঠিত করুক । আমীন
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
দোয়া করবেন।
১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০২
জাহিদ অনিক বলেছেন:
ভালো লাগলো আপনাদের পিতা-কন্যার কচড়া।
২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০১
কলাবাগান১ বলেছেন: "আল্লাহ আপনার মেয়েকে সত্যের পথে প্রতিষ্ঠিত করুক ।"
ওকি সত্যের পথে নাই????
২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: ও আছে মঙ্গলময় মহা সত্যের পথে।
১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০
শায়মা বলেছেন: পরীর জন্য ভালোবাসা!
২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ওন।
১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২
শায়মা বলেছেন: ওন কি ভাইয়া! কোন দেশী ভাষা!!!!! তোমার কন্যা শুনলে তো হাসতে হাসতে শেষ হয়ে যাবে!
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮
আখেনাটেন বলেছেন: চমৎকার বাবা মেয়ের গল্প।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬
শামছুল ইসলাম বলেছেন: বাবা-মেয়ের আদুরে সময় কাটানো লেখাটা ভালো লেগেছে ।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শামছুল ভাই।
১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বাবারা এক সময় সুপারম্যান থাকে।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: আমি সারা জীবন সুপারম্যান হয়ে থাকতে চাই।
১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: কণ্যা দ্বীন ও দুনিয়া দুটাই অর্জন করুক।
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৬
মুহাম্মাদ শরিফ হোসাইন বলেছেন:
'সুরভী একটুপর-পর মার্কেট থেকে ফোন দেয়, আমরা ফোন ধরি না। নাটক দেখার মাঝে বিরক্ত করলে ভালো লাগে না।'
-এইটুকু অসাধারণ লাগছে, হিমু হইলেও হয়তো এমন করতো।
০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শরিফ ভাই।
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪
তারেক_মাহমুদ বলেছেন: বেচে থাক সব বাবা মেয়ে, আর নীলাঞ্জনা নীলাকে চিনলাম না তাই তার সম্পর্কে কিছুই বললাম না ।