নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমি যদি মরি,ঠিক ভূত হবো

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪



১। গ্রিসের বিখ্যাত দার্শনিক ছিলেন ডায়োজিনাস। সরল-সাদামাটা জীবনযাপনের জন্য তিনি আলোচিত ছিলেন। একবার বিশ্বজয়ী বীর মহামতি আলেকজান্ডার পারিষদবর্গ নিয়ে এ দার্শনিকের সঙ্গে দেখা করতে গেলেন। নগররাষ্ট্র গ্রিসের মূল রাস্তার পাশেই এক চৌবাচ্চায় বাস করতেন ডায়োজিনাস। পানি পানের কোনও পাত্রও ছিল না এই মানুষটির। তেষ্টা পেলে দু’হাত মুঠো করে পানি পান করতেন।

একদিন সৈন্যসামন্ত নিয়ে আলেকজান্ডার যখন ডায়োজিনাসের চৌবাচ্চার সামনে পৌঁছলেন দেখলেন, ডায়োজিনাস রোদ পোহাচ্ছেন। নিজের পরিচয় দিয়ে আলেকজান্ডার বিনয়ের সঙ্গে জানতে চাইলেন, আপনার কোন সহযোগিতা লাগলে বলবেন। ডায়োজিনাস সঙ্গে সঙ্গে আলেকজান্ডারের দিকে খেয়াল না করেই বললেন, আমার পথ থেকে সরে দাঁড়ান। বিশ্বজয়ী বীর আলেকজান্ডারের বুঝতে বাকি রইলো না, তিনি আসলে রোদটাকেই আটকে আছেন।

২। ছোট ছোট বাচ্চারা স্কুলে নতুন বই পেয়ে কি যে খুশি। বাচ্চাদের আনন্দ এবং হাসিমুখ দেখে আমি নিজেই অনেক আনন্দিত। হাসিমুখ গুলো ক্যামেরা বন্ধী করতে পারলাম না। হাতের কাছে ক্যামেরা ছিল না।

৩। যে কোন পুরুষের জীবনের কেন্দ্রবিন্দু যদি হয়ে থাকে কোন নারী, তাহলে ধরে নিতে হবে সে নিজেকে হারিয়ে ফেলছে। তাকে দিয়ে কোন মহৎ কর্ম করানো সম্ভব নয়।

৪। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র আবির্ভাবের অন্যতম প্রধান লক্ষ্য ছিল সুন্দর ও উন্নত নৈতিক গুণের প্রসার ঘটানো। তিনি নিজেই বলেছেন: “নৈতিক গুণাবলীকে পরিপূর্ণতা দেয়ার উদ্দেশ্যেই আমাকে রাসুল হিসেবে মনোনীত করা হয়েছে।”

৫। আসলে ঢিল ছুঁড়াই যাদের স্বভাব তারা গাছ পেলেই ঢিল ছূঁড়ে তাতে ফল আছে কি নেই কিংবা থাকলেও সে পাবে কিনা তাও ভেবে দেখেনা ।

৬। পার্কে ছেলে-মেয়েরা তাদের বিখ্যাত ভঙ্গিতে বসে থাকে। বহুলোক মিছিলে বের হয়, নানান রকম সরকার-বিরোধী শ্লোগান এবং ফেস্টুন। মন্ত্রীরা সচিবালয়ে দারুন ব্যস্ত। বিরাট মার্কেটের সামনে কাঙ্গালীরা সাহেব-মেম দেখলেই ছেঁকে ধরে। পানির মতন খরচ করা হয় কালো টাকা। মেয়েরা ঘনঘন মোবাইল ফোনে চোখ বুলায়। বাসের এক টাকা ভাড়া বৃদ্ধি বিষয়ে লোকেরা তর্ক করে। হাসপাতালের সিড়ি দিয়ে একজন দৌড়ে যায় ব্লাড ব্যাংকের দিকে।এক দিনে ৫৫ হাজার শিশুর জন্ম হয়ে যায়।জঙ্গলে হিংস্র পশু থাকে। মানুষের বনে হিংস্র প্রানীগুলোকে চেনা যায় না- মানুষের পাশে-পাশেই মানুষের মতন চেহারায় শিয়াল, কুমীর সাপেরা ঘুরে বেড়ায়।সব দৃশ্যই প্রায় একই রকম, তবু প্রত্যেকবার নতুন করে ছবি তুলতে হয়।

মন্তব্য ৩৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

আটলান্টিক বলেছেন: দেন কিছু দেন

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১

মরুচারী বেদুঈন বলেছেন: ডায়োজিনাস চৌবাচ্চায় কেন বাস করতেন?

মানুষের বনে হিংস্র প্রানীগুলোকে চেনা যায় না- মানুষের পাশে-পাশেই মানুষের মতন চেহারায় শিয়াল, কুমীর সাপেরা ঘুরে বেড়ায়।


একটি ভুল চোখে পড়েছে!

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০

মরুচারী বেদুঈন বলেছেন:


@আটলান্টিক শয়তানের উপাসক তুই একটা কমেন্ট পাবি আর কিছু পাবিবি না! মু হা হা হা ;)

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭

কামরুননাহার কলি বলেছেন: আপনার লেখাটা আমার কাছে ভালো গেলেছে বিষেশ করে ডায়োজিনাস এর কথা গুলো।
তবে আমি আপনার তিন নং কথার সাথে তর্কে না করে পারলাম না আগে বলে রাখি সরি ভুল হলে ক্ষমা করবেন।

এবার আমি মূল কথায়।
৩ নং যে কথাটিতে বলেছেন- যেকোন পুরুষের জীবনের কেন্দ্রবিন্দু যদি হয়ে থাকে কোনো নারী, তাহলে ধরে নিতে হবে সে নিজেকে হারিয়ে ফেলেছে তাকে দিয়ে কোন মহৎ কর্ম করানো সম্ভব নয়।

কিন্তু একই কথা যদি আমিও বলি
যেকোন নারীর জীবনের কেন্দ্রবিন্দু যদি হয়ে থাকে কোনো পুরুষ, তাহলে ধরে নিতে হবে সে নিজেকে হারিয়ে ফেলেছে তাকে দিয়ে কোন মহৎ কর্ম করানো সম্ভব নয়।
আসকে কি ভাইয়া বলেন তো যেখানে একটি নারীই হয় পৃথীবী সেখানে তাকে কেনো সমাজে ছোট করে দেখে।
একজন পুরুষের মহৎ কাজের পিছনে থাকে একজন নারীর অবদান কোনো পুরুষের নয়। সেটা কেনো ভুলে যে পুরষরা নারীদের উল্টো চোখে দেখে এটাই আমি বুঝিনা।
আমার কথাগুলো একটু ভেবে দেখবেন ।
আমার কথায় আপনি মাইন্ড করবেন না। আমি নারী তাই কথাও বলী নারীর হয়ে।

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আমার ভুল হলে বলবেন, শুধরে নিব।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০১

আটলান্টিক বলেছেন: @মরু ভাই কিছু না পাইলে রাজিব ভাইয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করবো হো হো হো

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: ব্ল্যাক ম্যাজিক !!!!! ওয়াও----

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২২

মরুচারী বেদুঈন বলেছেন: রাজীব ভাই, এমনিতে মরার ভয়ে আছে!
আর ব্ল্যাক ম্যাজিক করিয়েন না! পরে আবার কবিরাজ ডাকা লাগবে! :) :) @আটলান্টিক

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: না না করুক।
দেখি না কি হয়।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

মরুচারী বেদুঈন বলেছেন: রাজীব ভাই, একটু ভয় লাগাই?

~~পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়! :( :(

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: না ভয় পাইনি।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

আটলান্টিক বলেছেন: পোষ্টের সাথে শিরোনামের সাদৃশ্য খুজে পাইলাম না

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: এটা আমার একটা দোষ।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩

কামরুননাহার কলি বলেছেন: আমি তো শিরোনাম পড়ে ভাবছিলাম মনে হয় ভুতের কোন কান্ড কানীনি হাহাহা। কিন্তু না ভিতরের লেখা অন্যটা বলল।

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: আসলে আমি শিরোনাম বাছাই করতে পারি না।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯

চাঁদগাজী বলেছেন:



গত বছরের বইগুলো দিয়ে কি হবে? ১০% সুপার ধনী, ২০% ধনী লোকদের বাচ্চাদের ফ্রি বই দেয়ার কোন অর্থ নেই, যেখানে লাখ লাখ বাচ্চা এখনো স্কুলে যেতে পারছে না, কারণ পরিবার তাদের আয়ে চলে

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: এই কথাটা সত্য।
ঢাকার শহরের বেশির ভাগ খাবার হোটেল গুলোতে- ৮/১০ বছরের ছেলেরা গ্লাস বয় হিসেবে কাজ করে।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ পোস্ট

স্কুলের বই পেয়ে শিশুরা আনন্দিত। ভালো লাগছে। সরকার যদি সব শিশুদের শিক্ষা নিশ্চিত করতে পারতো, তবে আরো ভালো লাগতো।

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: এখনও লক্ষ লক্ষ শিশু স্কুলে যায় না।
তারা খাবার হোটেলে প্লেট ধোয়, পানি দেয়।

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৪

রক বেনন বলেছেন: ডাক্তার রোগীকে নতুন চশমা দেয়ার পরঃ
ডাক্তারঃ কি, এখন আগের থেকেও ভাল দেখতে পাচ্ছেন তো?
রোগীঃ জী ডাক্তার সাহেব, পারছি।
ডাক্তারঃ বেশ ভালো? তা এই বইতে কি লিখা আছে তা একটু পড়ে শোনান তো।
রোগীঃ আমি তো পড়তে পারছি না!!
ডাক্তারঃ কেন?? নতুন চশমা দিলাম তা ও পড়তে পারছেন না?? তাহলে কি চশমা দিয়ে ভাল ভাবে দেখতে পারছেন না???
রোগীঃ না ডাক্তার সাহেব। আমি তো ভাল দেখতে পারছি তবে পড়তে পারছি না। আর পারবই বা কিভাবে? আমি তো পড়াশুনাই জানি না!!

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: ঠিক ।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০

জাহিদ অনিক বলেছেন:


৩। যে কোন পুরুষের জীবনের কেন্দ্রবিন্দু যদি হয়ে থাকে কোন নারী, তাহলে ধরে নিতে হবে সে নিজেকে হারিয়ে ফেলছে। তাকে দিয়ে কোন মহৎ কর্ম করানো সম্ভব নয়।
--- আমার সব কবিতা, সব ধ্যান চিন্তা সব কেবল একজন নারীকে কেন্দ্র করেই। আমাকে দিয়ে কিছুই হবে না সে আমি অনেক আগেই বুঝে গেছি।


কবি আবুল হাসান ও তাই লিখেছিলেন--- আমার হবে না, আমি বুঝে গেছি

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: হতাশ হবেন না।
আপনার মাঝে অপার সম্ভবনা লুকিয়ে আছে।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০

জাহিদ অনিক বলেছেন: আপনার মাঝে অপার সম্ভবনা লুকিয়ে আছে। --- হুম ! লুকিয়েই আছে

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: না আর বেশি দিন লুকিয়ে থাকবে না।
আলো আসবেই।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

ধ্রুবক আলো বলেছেন: আমি যদি মরি,ঠিক ভূত হবো ভাই অন্য কিছু হোন, ভুত বলতে কিছু নাই।

উপরে একজনের কমেন্টে ভুতের সরষে পাওয়া গেছে। আশা করছি কার কথা বলেছি বুঝতে পেরেছেন।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: না, আমি ভূত'ই হবো। তবে ভয় নেই, আমি ভালো ভূত হবো। অমিতাভ বচ্চনের 'ভূতনাথ' মুভিটা দেখেন নি?

হুম বুঝতে পেরেছি।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

শামচুল হক বলেছেন: শিরোনামের সাথে পোষ্টের মিল নাই, তবে ধারণা ভালো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: মিলাতে পারি না।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভূত হন না বেহেশতে যান না আগুনে পুড়েন কে জানে। তবে মরার চিন্তা করা ভালো এসব আজগুবি চিন্তার চাইতে...

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: আমি খুব মৃত্যু চিন্তা করি।

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

তাসবীর হক বলেছেন: পোস্টটা ভালো ছিল...কিন্তু এর সহিত আপনার ভূত হইবার খায়েশের কোন সাদৃশ্য খুঁজিয়া পাইলাম না...

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: আছে আছে---

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩

সোহানী বলেছেন: সমস্যা... ভুত হলে তো সমস্যা। যাদের পছন্দ করেন না এ জীবনে তাদের পর জীবনে ঘাড় মটকাবেন। হাহাহাহাহা

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: না তাদের ক্ষমা করে দিব।

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.