নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ওরা কারা.... যারা এই শীতে গরম পানি দিয়ে গোছল করে না?

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৪



১। অনেক দিন আগেকার কথা। এক দেশে এক রাজা তার এক রানি কে নিয়ে থাকতেন। সেই রাজার ভারী দুঃখ। একে তো দেশে কোন সুখ-শান্তি নেই, তার ওপরে রাজার কোন ছেলেমেয়ে নেই। একদিন রাজার দরবারে এক সন্ন্যাসী এলেন। তিনি বললেন, "মহারাজ,আমি আপনার দুঃখ জানি”। বলে তিনি একটি গোলাপ ফুল দিলেন, তারপর আবার বললেন, "এই ফুল যদি আপনি পাঁচদিন জলে রেখে, পিষে আপনার রানিকে মধু দিয়ে খাওয়ান তাহলে আপনার সব দুঃখ ঘুচে যাবে”। এই বলে তিনি সেই ফুল রাজার হাতে দিয়ে দরবার থেকে চলে গেলেন। রাজা ঠিক সন্ন্যাসীর কথা মত ফুলটাকে পাঁচদিন জলে রেখে পিষে মধু দিয়ে রানিকে খাওয়ালেন। তারপরে রানির দুই জমজ ছেলে হল। তাদের নাম দেওয়া হল খেলান আর দোলান। তাদের এইরকম নামের কারন আছে। খেলান সবসময় খেলতে থাকে আর দোলান সবসময় দুলে দুলে ঘুমোয়।

২। বাস থেকে নামলাম পরীবাগ।
দেখি ফুটপাতে এক বুড়ি হাঁপাচ্ছে। স্বাভাবিকভাবে নি:শ্বাস নিতে পারছে না। একটা ছেঁড়া কম্বল গায়ে।
আমি বললাম, কি হয়েছে?
বুড়ি তার হাতে ইনহিলার দেখিয়ে বলল- শেষ।
আমার খুব মায়া লাগলো। আমি দৌড়ে গিয়ে শাহবাগ মোড় থেকে বুড়িকে একটা ইনহিলার কিনে এনে দেই।


৩। শীতকালের সেরা ডায়লগ:
এবারের মতো ঠান্ডা আর কোনো বছর পরে নি!!

৪। বিপদে পড়লেও কখনো বউ এর কাছ থেকে টাকা ধার নেবেন না।
আমি চার বছর আগে সুরভির কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলাম, দু'বার দিয়েছি, এখনও ১৫ হাজার বাকি আছে!

৫। ইদানিং কিছুই লিখতে পারছি না। কিন্তু অনেক গুলোলেখা মাথায় আছে। ব্লগে নিয়মিত আছি। সবার লেখা পড়ছি, মন্তব্য করছি। তবে বই পড়া একেবারেই হচ্ছে না। ইউটিউব এ নাটক দেখে মনে হয় সময়ের অপচয় করছি। আপনারা ভালো তাকুন। সুস্থ থাকুন।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


রাজার দরবারে যেই সন্যাসী গিয়েছিলেন, গোলাপ দিয়েছিলেন, তিনি সৌভাগ্যক্রমে বাংগালী, উনি শেফিক রেহমান

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: হা হা হা-----

চরম বলেছেন।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫

ফ্রিটক বলেছেন: শিরোনামের সাথে মিল পেলাম না। ৪ নাম্বার টা একটু মজার

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: মিল পাবেন না। এলোমেলো এবং বড্ড অগোছালো মানেই আমার পোষ্ট।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩

মরুচারী বেদুঈন বলেছেন: শীত কেমন?

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

মরুচারী বেদুঈন বলেছেন: ইউটিউব এ নাটক দেখা আমি অনেক আগেই ছেড়েছি :)
টাইম নষ্ট! :(

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে পড়তে ইচ্ছা করে না, লিখতে ইচ্ছা করে না। তখন নাটক দেখি।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

ধ্রুবক আলো বলেছেন: এবারের ঠান্ডা কোনো বারেই! হাছাই এইডা শীতকালের সেরা ডায়ালগ।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০০

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ইনহেলার কিনে দিয়েছেন একজন গরিব মানুষকে। আপনার জন্য অনেক দোয়া রইলো।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: আমার সব সময়ই ইচ্ছা করে তাদের জন্য কিছু করতে। পকেটে টাকা থাকলে কাজটা করেই ফেলি।
দোয়া করবেন।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: ৪ নম্বর টা মজার ছিল । শিরোনাম টা দেখে আসছিলাম । কিন্তু বিষয় আলাদা ।
লেখা ভালো লাগলো।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ হাফসা।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিরোনামের উত্তর - আমি...

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: এই শীতে ঠান্ডা পানি !!!!!!!!!!!!!!

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৪

তারেক_মাহমুদ বলেছেন: আপনার একটা উপদেশ আমার ভাল লেখেছে জীবনে কেউ বউয়ের কাছ থেকে টাকা ধার নিবেন না,আপনার মত আমিও আমার বউয়ের কাছ থেকে সাত হাজার টাকা ধার নিয়েছিলাম , সব শোধ করে দিয়েছি এখনো নাকি ১৫ হাজার পায়।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: ভাই আর বইলেন না।
আজিব ব্যপার।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৭

প্রামানিক বলেছেন: শিরোনমের সাথে পোষ্টের মিল নাই-- বোঝা গেল ঠান্ডা পানিতে গোসল করে আপনি বেকাতেড়া হইছেন।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৭

শাহিন-৯৯ বলেছেন: @প্রামানিক ভাই ঢাকায় থেকে যদি শীতে বেকাতেড়া হয়, তাহলে উত্তরাঞ্চলের পাবলিকের এখন কি অবস্থা হবে?

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: ভয়াবহ অবস্থা।

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:১১

প্রামানিক বলেছেন: শাহিন ভাই-- উত্তরাঞ্চল এখন আর বেকাতেড়া নাই পুরোপুরি কোকড়া লেগে গেছে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: চলুন সামু ব্লগের পক্ষ থেকে আমরা শীত বস্ত্র নিয়ে যাই। কয়েকজন মিলে উদ্যোগ নিলেই কাজ টা করা সম্ভব।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৩২

মরুচারী বেদুঈন বলেছেন: ৪ নংটা অন্তত আপনি ছাড় দিয়েন :P @নূর-ই-হাফসা

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩২

আটলান্টিক বলেছেন: আপনি নাটক বাদ দিয়ে টিভি সিরিজ দেখতে পারেন।এখন টিভিসিরিজের স্বর্ণযুগ চলছে।Game of thrones দেখেছেন?Vampire Diary দেখেছেন?Breaking Bad দেখেছেন?না দেখে থাকলে শুরু করে দিন।এখন কিছুদিন আগে চমৎকার একটা মুভি রিলিজ হয়েছে Jumangi:Welcome To the Jungle বিশ্বাস করুন একবার দেখা শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
না, এগুলো কিছুই দেখিনি।
তবে, অবশ্যই দেখি।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: সত্যি রাজীব ভাই এইবারের মত শীত আর কখনও পড়েনি।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১১

জাহিদ অনিক বলেছেন:

আমি এই শীতে দুই দিন পর একদিন গোসল করি। তাও গরম জলে।
আমার শীতল রক্ত।

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: শরীর আরাম চায়। শরীরের মাঝে বাস করে আত্মা। কাজেই আত্মার শান্তির জন্য শরীরকে শান্তি দিতে হবে।
কাজেই শীতের সময় অবশ্যই গরম পানি।

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রতিদিন গরম পানি মিশিয়ে গোসল করবেন। ভাল থাকবেন।

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: আমি গত আড়াই মাস ধরেই গরম পানি দিয়ে গোছল করছি।

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫

নতুন নকিব বলেছেন:



দশ হাজার নিয়েছেন ভাল কথা। তা, ভাবীকে দুইবারে কত দিয়েছেন? ১০+১০=২০ হাজার? মাত্র বিশ! আর বাদবাকি দিতে চাচ্ছেন মোটে ১৫ হাজার! মানতে পারছি না! আরেকটু বাড়িয়ে দেয়া যায় না! পাঁচ যোগ করে বিশ করে দিন না! বেচারীকে ঠকিয়ে লাভ কী!

ধন্যবাদ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: আমি কাউকে ঠকাই না। বরং নিজে ঠকি।

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

জাহিদ অনিক বলেছেন:

রাজিব ভাই আপনি চশমা পড়েতেন?
আমার মনে হয় চশমা পড়লে আপনাকে ভালো মানাবে আরও।

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: না চশমা পড়ি না।
তবে বর্তমানে চোখের অবস্থা ভালো না।
চোখের ডাক্তারের কাছে গেলেই ডাক্তার চশমা ধরিয়ে দিবে।
তবে আপনাকে চশোমাতে ভাল দেখায়।

২০| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

নতুন নকিব বলেছেন:



তাহলে কি ভাবীকে আরও পাঁচ বাড়িয়ে দিচ্ছেন তো!

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: যা লাগে সবই তো দেই। বরং আরও বেশি দেই। দুই মাস পরপর ৫ সেট করে জামা দেই।

২১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

নতুন নকিব বলেছেন:



মা- শাআল্লাহ! আপনি তো বিরাট বড় মনের মানুষ!

২২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

তারেক ফাহিম বলেছেন: শীতে রাজিব ভাই দেখি ঠান্ডা হয়ে গেলেন :P

শিরোনাম আর ব্লগ এলোমেলো তাই বললাম।

২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

ওমেরা বলেছেন: পাঁচ মিশালী ভালই লাগল ।

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪১

মনিরা সুলতানা বলেছেন: ওরা তারা যারা পাঁচ দিনে গোসল করে :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.