নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

অঞ্জনা

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১২




টাইম মেশিনের সামনে দাঁড়িয়ে আছেন একজন বিজ্ঞানী
ভ্রু কুঞ্চিত, চোখে রাজ্যের টেনশন, ভয়, মুষ্টিবদ্ধ দুই হাত
কয়েক বছর চুল-দাড়ি কাটেননি, পাগলের মতোন অবস্থা
খাওয়া-দাওয়া নেই ঠিকভাবে, তাই সে অতি দুর্বল ও রুগ্ন
তার বহুদিনের গবেষনা শেষ, আজ শুধু ফলাফলের অপেক্ষা
অতীত বা ভবিষ্যৎ থেকে কেউ এসেছে তার টাইম মেশিনে
তিনি পেরেছেন- সময়কে অতিক্রম করতে!!!

পায়চারি করতে-করতে এক আকাশ হতাশায় বিজ্ঞানী
নিজের মাথার চুল আর দাড়ি টানতে থাকলেন-
হঠাৎ দেখলেন টাইম মেশিনের দরজা খুলে একজন
তরুনী মেয়ে বের হয়ে এলো। মেয়েটির বক্ষ উন্মুক্ত
বিজ্ঞানী দেখলেন, এ তো ঝুলে যাওয়া রমনীর স্তন নয়।

অবাক বিজ্ঞানী! বললেন, আপনি কে? কোথা থেকে এলেন?
সুন্দর বক্ষের অধিকারীনি একটু হেসে বললেন- সম্ভাষণ,
আপনাদের অচেনা-অজানা এক গ্রহ থেকে এসেছি আমি
বিজ্ঞানী বললেন, ছিঃ ছিঃ আপনি উলঙ্গ!!! কেন?
'উলঙ্গ' বিষয়টি কি(?) মেয়েটির বোধগম্য হচ্ছিল না।

বিজ্ঞানী বললেন- বুঝেছি, আপনি আমার গবেষনার ফসল,
মানে আমি সফল!!! আহা বেশ বেশ ! ! !
মেয়েটি হেসে বলল- আপনার অনুমান মিথ্যে নয় জনাব।
মেয়েটি বলল, সময় খুব কম, আসুন আমরা মিলিত হই
তারপর জন্ম নিবে এক মহামানব।
বিজ্ঞানী রেগে গিয়ে বললেন- মেয়ে মানুষ স্বভাবতই
বিশ্বাসঘাতক এবং অকৃতজ্ঞ। মেয়েমানুষ না থাকলে
পৃথিবীটা অনেক বেশি বাসযোগ্য হতো।

মেয়েটি কঠিন চোখে তাকিয়ে বলল-
আপনার বয়স যখন উনিশ বছর তিন মাস
তবে তখন কেন একটি মেয়ের উপর ঝাপিয়ে পড়েছিলেন?
বিজ্ঞানী বললেন, তুমি এই কথা জানলে কী করে?
অতঃপর বিজ্ঞানী একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,
হ্যাঁ তার নাম ছিল অঞ্জনা।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩

প্রামানিক বলেছেন: হা তার নাম ছিল অঞ্জনা। দারুণ

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: বাহ! সুন্দর। বিজ্ঞানীরও আবেগ থাকে, থাকে যৌবন, উদ্বেলিত ভালবাসা!!!

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: জ্বী।
ধন্যবাদ।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৪১

সৈয়দ ইসলাম বলেছেন:




চমৎকার ভালোলাগা জানবেন।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৫০

চাঁদগাজী বলেছেন:


ঐ টাইম মেশিনের নতুন ভার্সন তৈরি করার জন্য অনেক ব্লগারই ভলনটিয়ার হতে চাইবেন।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭

সৈয়দ ইসলাম বলেছেন: চাঁদগাজী সাহেব, হাস্যরস ব্যতীত এমন আশা ব্যক্ত করায়, আমরা কি আপনার উপর এ ভরসা রাখতে পাড়ি?

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: উত্তর দেন চাঁদগাজী সাহেব---

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

একটা টাইম মেশিন চাই....

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: হে হে ----

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯

আটলান্টিক বলেছেন: হা হা হা ভাইয়া আমারো এখন টাইম মেশিন বানাতে ইচ্ছা করছে ;) ;) ;)

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: গুড। ট্রাই করেন।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমনি যদি হয় তাহলে চাঁগাজী ভাই ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.