নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আপনি যদি সত্যি সুখ চান, সুন্দর জীবন-যাপন চান, শারীরিক-মানষিক উন্নতি চান, তবে রাগ ঝেড়ে ফেলতেই হবে। রাগ এমন একটি বাজে অস্ত্র যা অন্যের দিকে নিক্ষেপ করবেন কিন্তু ক্ষতি আপনারই হবে।
বর্তমান নষ্ট করে কখনো ভবিষ্যত অর্জনের চেষ্টা করবেন না, তাহলে আপনি বর্তমান এবং ভবিষ্যত দুটোই হারাবেন।
২। ভাবতে ভালো লাগে, একদিন রাস্তায় কোনো জ্যাম থাকবে না। রাস্তার দুই পাশে থাকবে নানান রঙিন ফুলের গাছ। পথচারী'রা ফুলের সুবাস নিতে নিতে হেঁটে যাবে গন্তব্যে।
বাচ্চাদের জন্য থাকবে খেলা-ধূলার নানান সামগ্রী। মোড়ে মোড়ে থাকবে বিশুদ্ধ পানির ব্যবস্থা। ছোট বড় পরিছন্ন দোকানে থাকবে নানান মজাদার খাবারের ব্যবস্থা। বড় বড় রাস্তার মোড়ে থাকবে এলইডি। ব্রেকিং নিউজ গুলো তারা নিয়মিত প্রচার করবে। অন্য সময় সরাসরি ক্রিকেট খেলা দেখাবে।
ছিনতাই হবে না, পকেটমার হবে না। যাত্রী ছাউনী গুলোতে থাকবে মনোরম পরিবেশ। থাকবে ঝকঝকে টয়লেট। রাস্তাঘাটে চলাচলরত কোনো নারীর দিকে কোনো পুরুষ কুৎসিতভাবে তাকাবে না। দৌঁড়ে দৌঁড়ে বাসে উঠতে হবে না- থাকবে সুশৃংখল বাস স্টপেজ।
৩। গানের লীলার সেই কিনারে, যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয়্পারাবারে, রাগরাগিণীর জাল ফেলাতে—
তোমার সুরে সুরে সুর মেলাতে?।
এই রকম কথা রবীন্দ্রনাথ ছাড়া আর কে লিখতে পারেন !!
৪। বান্দা: হে ঈশ্বর তুমিতো মহাপরাক্রমশালী। বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত একটা রাস্তা বানিয়ে দাও।
ঈশ্বর: অনেক কঠিন ব্যাপার অন্য কিছু চাও।
বান্দা: আমাকে মেয়েদের মন বোঝার ক্ষমতা দাও।
ঈশ্বর: তোমার আমেরিকা যাবার পথ কি সিংঙ্গেল ওয়ে না বোথ ওয়ে.....
৫। এক ব্যক্তি অন্য গ্রামে বসবাসকারী নিজ ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বের হল। মহান আল্লাহ তার জন্য পথে একজন ফেরেশতা মোতায়েন করে রাখলেন। যখন সে ফেরেশতা সে ব্যক্তির নিকটবর্তী হল, বলল তুমি কোথায় যাও ? সে বলল, এই গ্রামে বসবাসকারী আমার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করা আমার উদ্দেশ্য।
ফেরেশতা বলল, তার কাছে তোমার কোন পাওনা আছে কি-না ? সে বলল, না। কিন্তু আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। তখন ফেরেশতা বলে উঠল, নিশ্চয় আমি তোমার নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। মহান আল্লাহ অবশ্যই তোমাকে ভালোবেসেছেন যে রকম তুমি তাকে আল্লাহর জন্য ভালোবেসেছ। (সহীহ মুসলিম:৪৬৫৬)
২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯
মো: নিজাম গাজী বলেছেন: বাহ দারুন। আলোতে আসুক সবাই। শুভকামনা প্রিয় লেখক।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বান্দা: আমাকে মেয়েদের মন বোঝার ক্ষমতা দাও।
ঈশ্বর: তোমার আমেরিকা যাবার পথ কি সিংঙ্গেল ওয়ে না বোথ ওয়ে.....
হা ঈশ্বর তুমিও নারীর মন বুঝলেনা!!
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯
আটলান্টিক বলেছেন: পোষ্টে লাইক দিলাম।আপনার অণুগল্প গুলো বেশ উপভোগ্য।আমি নিয়মিত পড়ি।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৪২
জাহিদ অনিক বলেছেন:
আমার কোন রাগ নেই, কারও উপর রেগে থাকতে পারি না
অন্যের অপরাধ জেনেও যেচে গিয়ে নিজে তার কাছে নত হই
আমার কোন রাগ নেই, তবে যা আছে তা অভিমান
অভিমান করে ফেললে কথা না বলে থাকতে পারি এক কোটি বছর।
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল ভাইয়া