নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। প্রেসক্লাব জায়গাটা বড় অদ্ভুত। আমি যাদুঘরে গেলেও এত অবাক হই না। কিন্তু প্রেসক্লাবে আসলে প্রচন্ড অবাক হয়ে চারিদিকে হা করে তাকিয়ে থাকি। প্রতিদিন আলোচনা সভা, মিটিং মিছিল, মানব বন্ধন আরও কত কি! একসাথে ৫/৭ টা প্রতিষ্ঠান নানান দাবী-দাওয়া নিয়ে আন্দোলন করে যাচ্ছে। সবাই ৮/১০টা করে মাইক ব্যবহার করছে। কে কার কথা শুনছে আল্লাহ'ই জানেন। রাস্তায় ভয়াবহ জ্যাম তৈরি হয়। খুব বেড়াছেড়া অবস্থা। দিনের পর একই কান্ড দেখার কেউ নেই। উত্তর দক্ষিন পূর্ব পশ্চিম চারদিকেই বক্তারা গলা ফাটিয়ে চিৎকার করে যাচ্ছে। কে কি বলছে কিছুই স্পষ্ট না। বেশ কিছু মানুষ আমরণ অনশন করছে। প্রতিদিন একই ঘটনা। ভালো করে লক্ষ্য করলে বুঝা যায় ব্যাপারটা যথেষ্ট হাস্যকর।
কিন্তু একসময় এই প্রেসক্লাব- ১৯৬৪ সালের দাঙ্গাবিরোধী শান্তি মিছিল, ১৯৬৭ সালে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদ মিছিল এ প্রেসক্লাব থেকে শুরু হয়েছিল। পরবর্তী সময়ে স্বাধিকার আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, আরও পরে গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় এবং স্বৈরশাসনের দুঃসহ দিনগুলিতে প্রেসক্লাবই হয়ে উঠেছিল আন্দোলন ও সংগ্রামের কেন্দ্রস্থল।
২। বই ধরার আগে হাত পরিষ্কার করে নিন। নইলে হাতে থাকা ময়লা বইয়ে লেগে থাকবে। যা যুগ যুগ আপনার অপরিচ্ছন্নতার নমুনা হিসেবে বক্র হাসি দিয়ে যাবে।
অনেকের বইয়ের পৃষ্ঠা উল্টানো দেখলে মনে হয় যুদ্ধ করছেন। সর্তকতার সঙ্গে বইয়ের পৃষ্ঠা উল্টান। এতে আপনার সংবেদনশীলতার পরিচয় মিলবে।
৩। একদিন বিকেলে বোটের ছাদে বসে রবীন্দ্রনাথ বই পড়ছিলেন, বই পড়ার সময় পা দোলানো তার অভ্যাস। তখন তার পায়ে ছিল কটকি চটি। হঠাৎ পা দোলানিতে এক পাটি চটি পড়ে যায় নদীতে। চটি জোড়া খুব পুরনো হলেও প্রিয় ছিল তার। বোট তখন মাঝ নদীতে। প্রবল স্রোত। চটি টি ভাসতে ভাসতে দূরে চলে যাচ্ছিল। রবীন্দ্রনাথ কোন কিছু চিন্তা না করে লাফ দিলেন নদীতে। বজরার সব কর্মচারী তো অবাক! জমিদার মশাই কেন ঝাঁপ দিলেন নদীতে! কোন অমূল্য বস্তুর জন্য? কিছুক্ষন পর রবীন্দ্রনাথ সাঁতরে ফিরে এলেন, তার মুখে বিজয়ের হাসি। আর হাতে সেই একপাটি চটি।
৪। আগামীকাল বাংলা ১ ফাল্গুন, ইংরেজী ১৩ ফেব্রুয়ারী ২০১৮।
পৃথিবীর ধূলোকণায় ভালোবাসার জন্য । কিন্তু ধূলোকণায় যখন সূ্র্যের আলো পড়ে তখন তা স্বর্ণরেনুর মত চিকচিক করে ওঠে । যখন বাতাসের স্পর্শ পায়, শিশুর নির্মল হাসির মতো কোমল হয়ে ওঠে । আকাশ থেকে যখন বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ে তখন ভালোবাসার ধূলিকণা হেসে বলে- আমি তো ঐশ্বরিক । পৃথিবীতে নেমে এসেছি বিধাতার কল্যাণ এবং ক্ষমা হয়ে ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮
রাজীব নুর বলেছেন: আসলে তারেক ভাই আপনি ভালো মানুষ।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২
আটলান্টিক বলেছেন: আপনার অবস্থা মনে হয় খারাপ।এতো চিন্তাভাবনা নিয়ে রাত্রে ঘুমান কিভাবে?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: আমার অবস্থা আসলেই খারাপ।
ভয়াবহ বিধস্ত অবস্থায় আছি।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২০
মরিয়ম খাতুন বলেছেন: সব লেখাগুলোই সুন্দর।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২২
রানার ব্লগ বলেছেন: প্রতিবারই ভাবি ফাল্গুন খানা মহা উৎসবে পালন করবো। হয়না তা কখনোই।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: এবার করুন।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩
অর্ক বলেছেন: নাহ, তেমন ভালো লাগলো না পোস্টটি। আপনার অনেক ভালো ভালো পোস্টের ভিড়ে এটি দুর্বল। আরও বিস্তারিত লেখার অবকাশ ছিল, বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ! কবিগুরুর ঘটনাটা কেমন যেন লাগলো!
ধন্যবাদ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: আমি আরও সর্তক হবো।
ধন্যবাদ। ভালো থাকুন।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩
করুণাধারা বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুরের জুতার গল্প পড়ে মনে পড়ল নতুনদার একখানা "পাম্প"।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: ্না না। সত্যি।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০
পদ্মপুকুর বলেছেন: কিছু এলোমেলোর মধ্যেও ভালোলাগা থাকে বুঝতে পারছি!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫২
পদ্মপুকুর বলেছেন: ছবিটাও কিন্তু এলোমেলোতার ধারা অক্ষুণ্ন রেখেছে সজ্ঞানে।
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার লেখার রাজ্যে চিন্তার পরিবর্তন ঘটেছে। মনে হয় বেতনের ফিগার কিছুটা তরতাজা হয়েছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: যত যাই হোক আমি এই দেশে থাকবো না।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রেসক্লাবের সামনে ৮/১০ মাইক লাগিয়ে প্রায়ই মানব সভা হয়। সবাই চিৎকার করে। পথচারী আর এলাকার অফিসের লোক জন বিরক্ত হয়। মানুষ জন মাঝে মাঝে কড়া ভাষায় বকা ঝকা দেয়।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: হুম।
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
এম. হাবীব বলেছেন: ভালো হয়েছে;
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ হাবীব ভ্যাই।
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
ভাল লাগল ভাই।
আপনার জন্য বসন্ত আর ভালবাসা মিলেমিশে হোক একাকার.............
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য।
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৮
ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লাগলো পড়ে +
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১. এত বড় বিএনপি কোন দাবী আদায় করতে পারল না আর ৭/৮ জন মাইকে বলে কী দাবি আদায় করবে?
২. বই আর ম্যাগাজিন আমিও মনোযোগ এবং যত্ন নিয়ে পড়ি। কারো কারো বই এর দশা দেখে আমারও বিরক্ত লাগে...
৩. রবীন্দ্রনাথ জমিদার মানুষ ছিলেন। তেনার কত অদ্ভূত খেয়াল জাগতেই পারে...
৪. ফাল্গুন টাল্গুন সব ভাঁওতাবাজি। সব লিটনের ফ্ল্যাটে যাওয়ার ধান্দা...
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: প্রতিটা মন্তব্য দারুন দিয়েছেন। বিশেষ করে ৪ নম্বর টা।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭
তারেক_মাহমুদ বলেছেন: কিছু মানুষ যা লেখেন তাই সুখপাঠ্য, এটা আপনার বেলায় প্রযোজ্য। ভাল লাগলো রাজীব ভাই।