নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। শুনেছি মৃত্যুর আগে মানুষ খাবারের কোনো স্বাদ পায় না। আমি ইদানিং কোনো খাবারের স্বাদ পাচ্ছি না। বাসায়- হোটেলে, আত্মীয় স্বজনের বাসায়। সব কিছুই কেমন মাটি মাটি লাগে। সুরভি'র রান্নার বেশ নামডাক আছে। ইদানিং তার রান্নাও আমার কাছে ভালো লাগে। বেচারি মন খারাপ করে। সুরভি যেন মন খারাপ না করে, আমি এমন ভাব দেখাই তরকারি খুব মজা হয়েছে। এক আকাশ আগ্রহ দেখিয়ে বলি- আমাকে আরেক চামচ দাও। সুরভি আমার অভিনয় ধরে ফেলে। গত তিন মাসে প্রায়'ই রাতে না খেয়ে ঘুমিয়েছি। তাতে একটা উপকার হয়েছে- ওজন কমেছে। যদিও আমি মোটা না। যাই হোক, এখন হুট করে মরে গেলে সবচেয়ে বেশি বিপদে পড়বে সুরভি।
স্ট্রোক জিনিসটা কি?
স্বপ্নে দেখি স্ট্রোক করে মরে গেছি। তিন মাস ধরে শুধু স্বপ্নে দেখি আমি মরে গেছি। রাতে ঘুম ভালো হয় না। তন্দ্রার মতো একটু আসে তখনই বিকট সব দুঃস্বপ্ন দেখি। খুন, রক্ত, একসিডেন্ট। মৃত আত্মীয়স্বজন। স্ট্রোক করাটা আজকাল ডাল ভাত হয়ে গেছে। গতকাল খবর পেলাম আমার এক বন্ধু স্ট্রোক করে মরে গেছে। বয়স মাত্র ত্রিশ। সকালে নয়টায় অফিসে গেছে। নিজের টেবিলে বসেই কাজ করছিল। বেলা বারোটায় স্ট্রোক করে মরে গেল! আমারও মনে হয় এরকম কিছু হবে। মৃত্যুতে আমি ভয় পাই না। মরতে তো হবেই। কিন্তু জীবনের শখ আহ্লাদ কিছুই পূরন করতে পারলাম না। খুব শখ ছিল সুরভিকে নিয়ে আমস্টারডাম যাবো, বালি যাবো, গ্রান্ড ক্যানিয়ন যাবো।
সব চেয়ে বড় সত্য হলো- মানুষের মৃত্যু কোনো ঘটনাই না। ঘর থেকে বের হলে যে কোনো সময়, যে কেউ মরে যেতে পারে। নিজের চোখে দেখলাম- আজ সকালে মগবাজার মোড়ে এক বয়স্ক মহিলা বাসে উঠতে গিয়ে বাসের চাকার নিচে চলে গেল। ভয়াবহ অবস্থা। দোষটা বাস ড্রাইভারের। লোকজন ধাক্কাধাক্কি করে বাসে উঠছে কিন্তু বাসওয়ালা বাস থামায়নি। কখনও থামায়ও না। এভাবেই আমাদের প্রতিদিন দৌড়ে দৌড়ে বাসে উঠতে হয়। বয়স্ক মহিলা বাসের সাথে তাল মিলাতে পারেনি। মুহূর্তে রক্তে ভেসে গেল চারপাশ! কয়েক মাস আগের কথা বলি- তখন মৌচাক মগবাজার ফ্লাইওভারের কাজ চলছিল পুরোদমে। আমি অফিস শেষ করে হেটে হেটে বাসায় ফিরছি। হঠাত মৌচাক মোড়ে কয়েক মন ওজনের একটা লোহার খন্ড আমার একহাত দূরে দাপাশ করে পড়লো। আর এক পা আমি সামনে বাড়ালেই মোটা রোডের খন্ডটা আমার মাথার উপরে পড়তো। মুহূর্তের মধ্যে আমার মাথা থেতলে আমি মরে যেতাম। কাজেই ঘর থেকে বের হলে যে কোনো সময় মৃত্যু হতে পারে।
একদিন আমার মৃত্যুর সংবাদ প্রচার করা হবে সারা শহর জুড়ে। কাজেই যদি কোনো কারনে মরেই যাই- তাই আপনাদের কাছ থেকে আগেই বিদায় নিয়ে রাখতে চাই। আসলে দীর্ঘদিন ধরে ব্লগে থাকতে-থাকতে আপনারা আমার আত্মার আত্মীয় হয়ে গেছেন। একসময় ম্যাট্রিক পরীক্ষার সময় পরীক্ষার্থীরা বাড়ি বাড়ি গিয়ে মুরব্বিদের সালাম করতো আর দোয়া চাইতো। আমি যদি হুট করে মরেই যাই- তাই আগে ভাগে আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। অনেক সময় ব্লগে কঠিন মন্তব্য করেছি। অনেকের মন্তব্যের উত্তর দেইনি। নানান ভাবে অনেক ব্লগারকে হয়তো কষ্ট দিয়েছি। যে কনো লেখার সাথে অকারনেই নিজের ছবি দিয়ে আপনার বিরক্ত করেছি। তাই আমার সকল ভুল কর্মকান্ডের জন্য আমি ক্ষমাপ্রারথী। দয়া করে আমার কথা গুলো সস্তা আবেগের কথা ভেবে উড়াইয়ায়া দিবেন না। আপনারা সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।
রবীন্দ্রনাথ দিয়ে শেষ করি-
সব তর্ক হোক শেষ ,
সব রাগ সব দ্বেষ ,
সকল বালাই ।
বলো শান্তি , বলো শান্তি ,
দেহ-সাথে সব ক্লান্তি
পুড়ে হোক ছাই ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: সারা দিন তো পেটের ধান্দায় ব্যস্ত থাকি। তাই ব্লগে রাতে বসতে হয়।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩২
প্রামানিক বলেছেন: চাঁদগাজী ভাই, পার্কে হাঁটলে মাথার উপরে প্লেন না পড়লেও কাউয়ার বিষ্ঠা পড়ার সম্ভাবনা আছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: তা ঠিক বলেছেন। মাসে কমপক্ষে ১০ বার কাকের কু দৃষ্টির স্বীকার হই।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭
আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: আপনি হয়ত কোন কারণে মানসিক চাপে আছেন। এজন্য এসব হচ্ছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: মানসিক চাপ সব মানুষেরই আছে।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫
শায়মা বলেছেন: হায়রে ভাইয়া মরার আগেই মরার ভয়ে মরে গেলে চলবে!!!!!!!!!!
এই দেখো কাল ফাল্গুন!!!!!!
এত সুন্দর আকাশ বাতাস রেখে কেউ মরার ভয়ে মরে যায়?
মরার সময় হলে মরবো তাই বলে নিজের মরার দুঃখে নিজেই দুঃখ পাবো!!!
মরে গেলেও না!!!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন:
সকালে অফিসে যাওয়ার আগে- সুরভিকে নিয়ে আগে বের হতে হয়েছে।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫
রাবেয়া রাহীম বলেছেন: প্রামানিক ভাই, কাওয়ার বিষঠায় কেউ মারা যায় না। নিরমানাধীন কোন কিছু নীচ দিয়ে না হেটে পার্কে হাঁটার ভালো।
রাজীব নূর ভাইরে বলছি—- আপনার সুরভিত সাথে পুরোদমে ঝগড়া চালিয়ে যান দেখবেন জীবন আনন্দময় । মৃত্যু ব্যাপারনা। আংগুলের তুরি তে উড়াইয়া দিতে পারবেন
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: পার্কে হাঁটার সময় কই? কামলা খেটেই তো সময় পাই না।
আমি ঝগড়া করতে পারি না।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫
বিজন রয় বলেছেন: আপনি মরার পর ভ্যান চালায়ে খাবেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: ভ্যানও মনে হয় চালাতে পারবো না। ঠেলাগাড়ি ঠেলতে হবে।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০১
প্রামানিক বলেছেন: ভাই বিজন রয়, মরার পরে ভ্যান চালালে সেই ভ্যানের যাত্রী হবে কারা?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: আসলেই তো।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৩
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সুন্দর বলেছেন রাজীব নূর ভাই।
মৃত্যুভাবনাটা থাকা ভাল, এর মাধ্যমে জীবন সংগ্রামের ইঁদুর দৌড়ে কিছুটা হলেও রাশ টেনে ধরা যায়। জগত সংসার কেবলই মায়া- এমন ভাবনায় মনটা যখন উদাস হয়, জীবনের যান্ত্রিকতা থেকে কিছুটা সময়ের জন্য হলেও মুক্তি মেলে। তবে একেবার ঝেঁকে বসলে ব্যাপারটা নিয়ে ভাবনারই বিষয়। এমন হতে পারে আপনার কাছাকাছি বয়সের বন্ধুটির অকাল এবং অকস্মাৎ মৃত্যুর বিষয়টা আপনার ভাবনায় একটা প্রকট প্রভাব ফেলেছে, যার সাথে আপনার খাবারের রুচির বিষয়টাও মিলিয়েছেন। কিন্তু আমি এমনও জানি মৃত্যুর কয়েকঘন্টা আগেও পরম স্বাদের সাথে আহার গ্রহণ করেছেন, অরুচির কোন ব্যাপার ছিল না তার মাঝে।
যদি ব্যাপারটা সিরিয়াস কিছু হয়ে থাকে, ডাক্তার দেখাতে পারেন, রেগুলার ও বিশেষ চেকআপ করিয়ে নেওয়াটা স্বস্তির। কোন সমস্যা ধরা না পড়লে মানসিক চিকিৎসকের পরামর্শ নেওয়াটাও মন্দ হয় না।
আমিও নিজের মৃত্যুর ব্যাপারে মাঝে মাঝে ভাবি। তবে ভীত হই না। কতোভাবেই কতোজনের মৃত্যু হয়। জন্ম যখন হয়েছে একবার, মৃত্যু তো অনিবার্য। তবে মরার আগে মৃত্যু ভয়ে মরতে ইচ্ছে নেই একদম।
কথাগুলো বলার বড় কারণ, প্রিয় রাজীব নূর ভাইকে হারাতে চাই না। সুস্থ, সুন্দর ও সুখী জীবন কামনা করি। দীর্ঘজীবি হোন রাজীব ভাই, ভালবাসা অফুরান।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: শুভ সকাল ভাই।
সুন্দর মন্তব্য করেছেন।
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪২
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: মিরত্যু ভাবনা বিচ্ছিন্ন কিছু নয়, সৌ'ল সার্চ করুণ, নামাজী হলে নামাজ পড়ুন ডিপ কন্সেন্ট্রেশন দিয়ে। পরিবারকে প্রচুর সময় দিন, বন্ধুদের পরিবেষ্টিত হয়ে থাকুন, ডিপ্রেশন ভয়ানক রোগ। অযথা ভাববেন, ফ্রাস্টেটেড হবেন না। আর ভাবনা আসলে সেটা ভালো মন্দ ম্যাচিউর অম্যাচিউর যাই হোক প্রকাশ করুণ।
জীবনের দৃষ্টি ভঙ্গি ও চাহিদাকে সংক্ষিপ্ত করুণ, হতাশা কেটে উঠবে।
পোষ্ট খানা দেখে, চক্ষু চড়কে গেছে। ভালো থাকুন সুস্থ, থাকুন, এই দোয়া করি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৭
কলাবাগান১ বলেছেন: সেদিন ৪০০ টাকা দিয়ে পায়া দিয়ে নান রুটি খেলেন সকালের নাস্তা, এখন বলছেন কোন কিছু খান না!!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: উফ---
ট্রাই টু আন্ডারসটেন্ড।
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মৃত্যু ভাবনা থাকা ভালো। তাহলে এক কাজ শুরু করে দেখতে পারেন। ধর্ম কর্ম বাড়িয়ে দেন। দেখবেন আরো বেশী ভালো লাগছে জীবনটাকে...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: দেখি। চেষ্টা করবো।
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৫২
কাছের-মানুষ বলেছেন: আমার মনে হচ্ছে আপনি ক্যারিয়ার নিয়ে সমস্যায় আছেন, ডিপ্রেশনে ভুগছেন! হালকা বিয়াম করুন, চাকরি বাকরিতে সমস্যা হলে চাকরির পাশাপাশি কিছু করার চেস্টা করুন, যে কোন কিছু টিউশনিও হতে পারে, কোচিং সেন্টারে পার্ট টাইম জব হতে পারে! পকেট বারি থাকলে ডিপ্রেশন চলে যাবে, ধর্ম কর্ম করলে মনে প্রশান্তি আসে (আপনার কিছু পোস্ট পরে আমার মনে হয়েছে আপনি দ্বিদায় আছেন অথবা সৃস্টিকর্তার উপর অনেক অভিমান আপনার!)
পরিবারে সময় দিন ব্লগিং এর পাশাপাশি!
(পোস্টের শেষে বলেছেন যে কোন লেখার সাথে নিজের ছবি দিয়েছেন বলে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থী , এই পোস্টে ছবি না দিলে এই কথাটা বললে মানাত! ব্যাক্তিগতভাবে কেউ নিজের ছবি দিলেও আমি কিছু মনে করি না)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: আপনি আসলেই কাছের মানুষ।
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রাজীব নূর - আপনার মতো ভালো মানুষের মৃত্যুচিন্তা আমরা কামনা করি না |
তার চেয়ে যদি বাংলাদেশের অনিষ্টকারী সকল বদমাশগুলোর মনে মৃত্যুচিন্তা আসতো তাহলে এই অভাগা দেশটার সত্যিই খুব উপকার হতো |
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: ষ।ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৩
আটলান্টিক বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাইয়া।আপনার সব লেখাগুলোতে এমন কিছু থাকে যা সবাইকে ভয়াবহ আকৃষ্ট করে।আপনি বেঁচে থাকুন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কানাডা যাওয়ার জন্য চেষ্টা আরোও বাড়িয়ে দেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭
রাজীব নুর বলেছেন: না, কানাডা যেতে পারবো না।
টাকাও নাই আত্মীয় স্বজনও নাই।
১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Death is dead
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮
রাজীব নুর বলেছেন: এমনিতেই ভয়ে আছে------
১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১
চুলবুল পান্ডে বলেছেন: দাদার তাইলে শিগ্রি চিত্রগুপ্তের সাথে মোলাকাত হচ্ছে। মাভৈঃ মাভৈঃ
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: !!
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২০
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, আপনি বেশ হাঁটেন; পার্কে হাঁটবেন, ওখানে উপর থেকে কিছু পড়বে না, প্লেন বা উপগ্রহের কিছু পড়লে পড়তে পারে মাথায়। পা উপরের দিকে তুলে কিছুক্ষন ব্যায়াম করবেন, মাথায় রক্ত-প্রবাহ ঠিক থাকবে; রাত জেগে ব্লগিং করবেন না।