নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমি তো একসময় ভাবতাম লিখে লিখে পৃথিবীটা বদলে দিবো, এখন মনের মধ্যে জোর পাই না ...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০



১। নিউ মার্কেটে এক বিকেলে হাজার লোকের ভিড়ে আমি দু'টি মানুষকে দেখছিলাম । শ্যামলা একটি মেয়ে, সুন্দর মুখশ্রী । সে একটি গাঢ় নীল রঙের শাড়ি পরেছে । তখন সন্ধ্যা হয় হয় । তবু তার চোখে সোনালী ফ্রেমের চশমা ছিল । মেয়েটির পাশে একজন বয়স্ক মহিলা । সাদা শাড়ি তার পরনে, মুখে এক আকাশ বিষন্নতা । একটা ফাজিল রিকশাওলা তার সাথে খারাপ ব্যবহার করছিল । আমি কাছে গিয়ে শুনলাম-বয়স্ক মহিলা বলছে- এতো ভাড়া চাইছো কেন ! ওই ভাড়ার চেয়ে কমে সিএনজি তে আসা যেত । রিকশাওলা তাকে অপমান করার জন্যই চেঁচিয়ে বলল- হেঁটে গেলে আরো সস্তা হয় । হেটেই চলে আসতেন ! বয়স্ক মহিলাটি বললেন- শহরে নতুন এসেছি বলে...তোমরা ঠক, প্রতারক । হঠাৎ নীল শাড়ি পরা মেয়েটি বয়স্ক মহিলাটর হাত ছুঁয়ে বলল- বাদ দাও মা । মেয়েটির গলা এমন ভদ্র, এত সুন্দর ! যেন পৃথিবীর কারো উপর সে কখনো রাগ করেনি ।তারপর বয়স্ক মহিলাটি বলল- আমি আমার অন্ধ মেয়েটিকে নিয়ে বেরিয়েছি বলে...! আমি রিকশাওলাটিকে ধমকাতে পারতাম । কিন্তু আমি কিছুই পারি নি ।

২। একজন আমাকে বললেন- তুমি নাস্তিক, ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন না ।
আমি বললাম, নাস্তিকের কোনো ঈশ্বর থাকে না।

৩। নতুন লেখকের প্রতি শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন- প্রচুর পরিশ্রম করতে হবে। পৃথিবীতে সব গল্পই লেখা হয়ে গেছে, কিছুই বাকি নেই। কেবল পুরনোকেই নতুন করে উপস্থাপন করা। একজন যখন লেখালেখি করতে আসবে পৃথিবীর তাবৎ লেখক তখন তার প্রতিদ্বন্দ্বী। সকলের সঙ্গে তাকে পাঞ্জা লড়তে হবে।

৪।
# প্রশ্নপত্র ফাঁসের এই চলমান প্রবনতা ধীরে ধীরে আমাদের পঙ্গু করে দিচ্ছে।
# ভাষার মাস চলছে- প্রতি মুহূর্ত আমরা ভাষার বারোটা বাজিয়ে দিচ্ছি। নাটক, সিনেমা এবং সাহিত্যে। দেখার কেউ নেই।
# বইমেলা চলছে- দুইটা তিনটা বই বের করেই এক একজন নিজেকে কথাসাহিত্যিক ভাবতে শুরু করেছেন।

মন্তব্য ৬৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

ন্যায়দন্ড বলেছেন: তার কারণ কি ?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: দেশটা নষ্ট হয়ে গেছে।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫

শামচুল হক বলেছেন: এটা কি আপনার গ্রামের বাড়ি?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: না।
মাটির ঘর রেস্টুরেন্টের সামনের খালি জায়গা।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

বিজন রয় বলেছেন: আমি তো একসময় ভাবতাম লিখে লিখে পৃথিবীটা বদলে দিবো, এখন মনের মধ্যে জোর পাই না ...

হা হা হা ..............
এতদিন পর বুঝতেছেন আপনার লেভেন কোনটা!

আমি অনেক আগেই আপনার সম্পর্কে ভবিষ্যতবাণী করে দিয়েছি।
আপনি একজন আজাইরা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: জানেন তো, ছাই ফেলতেও কিন্তু ভাঙ্গা কূলা কাজে লাগে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিশ্ব না হউক অত্যন্ত এদেশে আপনার ভালো করার সুযোগ রয়েছে। আপনি আওমী অথবা বিম্পি'র বগল বাজা নিয়ে অবিরাম লিখতে থাকুন। বিটিভির খবর মোটিফাই করে পত্রিকায় দিন। অথবা 'ম্যাডামের আহাজারি' টাইপের লিখা লিখে বিরোধী দলীয়র প্রতি যে সমস্ত নিউজ এজেন্সিরর সিমপ্যাথি আছে সেখানে ছাপুন। হয়ত একাডেমি, একুশে কিংবা রাষ্ট্রীয় পদক পেতে পারেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: এই রকম তো আমি করতে পারবো না।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: অন্যায়ের প্রতিবাদ করা সবার পক্ষে সম্ভব হয়না,
তবে ঈমানের সবথেচে নিচু স্তর হচ্ছে মনে মনে
অন্যায়কে ঘৃনা করা। অন্তত সেটুকু করুন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: সেটুকু করি।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৮

তারেক_মাহমুদ বলেছেন: লিখে আসলে কিছুই হয় না, শুধু মানুষের টিটিকারি ছাড়া আর কিছুই জোটে না। আগে ফেসবুকে লিখতাম দুই একজন প্রশংসা করলেও, অনেকেই বলে লেখকদের ভাত নেই। এটা আমরা জানি, টুকটাক লিখি বলে কাটাঘায়ে নুনেরছিটে দিতে হবে? মানুষের টিটকারির কারণে ফেসবুক ছেড়েছি ব্লগে আর যাই হোক কেউ টিটকারি মারে না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: আমাকে অনেকে ব্লগেও টিটকারি মারে---

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২

ইসমত বলেছেন: দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। আপনি লিখে লিখেই পৃথিবী বদলে দিতে পারেন। বহুদূর যেতে হলে প্রথম একটি পদক্ষেপ দিতে হয়; যা আপনি শুরু করেছেন, বলা যায় বেশ ভালোভাবেই শুরু করেছেন। লেখা থামাবেন না। ব্লগের পরিবেশ এখন বেশ ইতিবাচক; এখানেই লেখা চালিয়ে যান। এখন ব্লগ বদলাচ্ছে; তারপর সমাজ বদলাবে, এরপর দেশ বদলাবে। অবশ্যই বদলাবে।

আপনার ভালো গুণ হলো, আপনি কোনো ক্যাচাল বা ফাউল মন্তব্যে নেতিবাচক প্রতিক্রিয়া করেন না। আজ আপনি যদি ১ থাকেন আপনার থেকে অনুপ্রাণিত হয়ে আরো ১০জন লিখতে আরম্ভ করবে। আর আজ যদি থেমে যান, পরের ১০ জনের জায়গা করে নিতে আরো অনেক সময় লেগে যাবে।

এখানের ৪টি পয়েন্টই গুরুত্ববহ, আজকের সমাজের প্রতিচ্ছবি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন।
সাহস পেলাম, ভরসা পেলাম।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনি হয়তো জোর পান না, কিন্তু আপনার লেখা পড়লে আমাদের মনোবল বেড়ে যায়। অনেক সত্য কথন আপনার লেখায় উঠে আসে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখার জর বাড়ছে, পাঠক বাড়ছে; শিক্ষিতদের পরিবর্তন দ্রুত হয় না

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যে সাহস বেড়ে যাচ্ছে।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমার আগের মন্তব্যে টাইপো, "আপনার লেখার জর বাড়ছে"
সঠিক হবে, "আপনার লেখার কদর বাড়ছে"

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: বুঝতে পেরেছি ওস্তাদ।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬

সৈয়দ ইসলাম বলেছেন: নাস্তিকের ঈশ্বর থাকে না, তবে বিশ্বাস থাকে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: জ্বী।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার লেখার পাঠক বাড়ছে। হীনম্মন্যতায় না ভুগে লিখতে থাকুন আর নাস্তিকতা নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। আপনি আসলে আস্তিকই কিন্তু বিভিন্ন ধরনের হতাশার কবলে পড়ে উল্টোপাল্টা কথা বা নাস্তিকতাকে জোর করে নিজের ভেতর ঢোকাতে চাইছেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: আপনি আমার মানসিকতা বেশ বুঝতে পেরেছেন।

অনেক ধন্যবাদ।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০০

আটলান্টিক বলেছেন: ৩ নম্বর প্যারাটার সাথে একমত না রাজিব ভাই :|

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮

নয়ন বিন বাহার বলেছেন: আপনার লেখা দেখলেই পড়ি। হয়তো মন্তব্য করা হয়ে উঠে না। আমি আপনার নিয়মিত পাঠক। ইদানিং আপনি কোন এক বিচিত্র কারনে হতাশ। দোয়া করি আপনি দ্রুত হতাশা কাটিয়ে উঠুন।
আপনার জন্য ভালবাসা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনার ভাবনাগুলো বদলে যাচ্ছে। হয়তো খুব শীঘ্রই আপনি কবিতার দিকে নিরন্তর ছুটতে আরম্ভ করবেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

বিজন রয় বলেছেন: আপনি সেই কূলাটি হন, আমার ভাল লাগবে।

এখানে আপনাকে অনেক ভাল ভাল উপদেশ দিয়েছেন, আপনি সেগুলো করার চেষ্টা করুন।
শুধু আপনার নিজের আর আপনার স্ত্রীর ছবি দিয়ে অর্থহীন পোস্ট বন্ধ করুন।

আর অন্যের পোস্টে আপনার মন্তব্য হয় হাস্যকর!!
সেটা খেয়াল করেছেন?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আমি আরও সাবধান হবো।

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪

আল ইফরান বলেছেন: রাজীব ভাই, পৃথিবী বদলে দেয়ার দরকার নাই।
যে যেটা করতে পছন্দ করে, তার সেটা করার সক্ষমতা অর্জন করলেই কেবল পরিবর্তন আসবে।
আপনার কাছে লেখালেখি যদি পছন্দের কাজ হয়, তাহলে লিখতে থাকুন- পরিবর্তন এমনিতেই চলে আসবে।
পরিবর্তনের জন্য লেখার দরকার হয় না, প্রকৃতির নিয়মেই পরিবর্তন আসে।
তবে আরবান ডিপ্রেশান খুব ভালো জিনিস না।

বিজনদার সাথে কিছুটা দ্বিমত পোষণ করছি, তবে ভাবীর ছবি দেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে ভালো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।
সুন্দর করে বুঝিয়ে বলেছেন- আমি বুঝতে পেরেছি।

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

জাহিদ অনিক বলেছেন:
হা হা হা--
দুই তিনটা বই বের করেই বড় লেখক বনে গেছেন; কথা ঠিক। কেউ কেউ গেছেন। আবার কেউ কেউ যান নি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই।

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

নূর-ই-হাফসা বলেছেন: আপনার এই পোষ্ট এর কথা গুলো ভালো লাগলো ।
পরিস্থিতি এমন দাড়িয়েছে যে কাউকে কিছু বললে নিজে তা প্রতিবাদ করতে গেলে উল্টো বিপদ ডেকে আনতে হয় । অনেক সময় রাস্তার খারাপ মন্তব্য শুনলেও না শুনার ভান করতে হয় । সময়টাই এমন ,পেপার এ প্রায় আসে বখাটেদের প্রতিবাদ করতে গিয়ে অনেক এ মৃত্যু বরন করেছে । রাজনীতি র বড় কেউ না হলে অন্তত প্রতিবাদ করার সাহস করার আগে অনেক বার ভাবা উচিত ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: এর থেকে বের হয়ে আসতে হবে।
তা না হলে বংশধরদের কোথায় রেখে যাবো নিরাপদে?

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২১

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,




একসময় লিখেই পরিবর্তন আনা যেত । সে সময় নেই , সেই মানুষও নেই যারা পরিবর্তন চায় । মানুষ এখন নষ্ট মানসিকতার এক একটি আঁধার । তবুও মানুষ লিখেই যায় ! যদি ....................
৭ নম্বরে করা ইসমত এর মন্তব্য ভালো লেগেছে ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আহমেদ সাহেব।

২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

তারেক ফাহিম বলেছেন: আমি ব্লগে যার পোষ্ট আগে পরে তারই পোষ্ট পড়ার চেষ্টা করি, কিন্তু আপনার বেলায় আজ ভিন্নতা হল, শিরোনাম অার লিখক দেখে আপনারটি আগে পড়লাম. বুঝলেনতো কি পরিমান আপনি প্রিয়তা পেলেন।

আমি কিন্তু পড়ার চেষ্টা করি আপনার লিখা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: আর এই জন্যই আপনাকে আমি আগে রেখেছি প্রিয় মানুষের তালিকায়।

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৮

সাদা মনের মানুষ বলেছেন: নাস্তিকের কোন ইশ্বর থাকে পড়ে বেশ মজা পেলাম ভাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: সত্যই তো।

২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন:

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: আজকাল চা টাই শুধু ভালো লাগে।

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: শীর্ষেন্দুর কথায় আমার হতাশা বেড়ে গেল যে ভাই....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: হায় হায়----

২৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৯

সুমন্ত হাসনাইন বলেছেন: আস্তিক,নাস্তিক উভয়ই যেভাবে ধর্মের পিছনে লেগে আছে,তাতে মনে হয়না দেশ বেশিদূর এগোতে পারবে।একদিকে আস্তিক ও নাস্তিকের বাকবিতণ্ডা,অন্যদিকে নোংরা রাজনীতি,অপরদিকে উন্নতমানের কাগজের সার্টিফিকেট নিতে প্রশ্ন জালিয়াতি।সব ক্ষেত্রেই বিপ্লব আনতে হবে,তা নাহলে দেশ রসাতলে যাবে।এখন রসাতলে যাওয়ার প্রারম্ভের দিকে আছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: অই যে কবি বলেছেন, সব কিছু নষ্টদের অধিকারে যাবে।

২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩১

অর্ক বলেছেন: তেমন কিছু লেখেননি! যাই হোক ৩ নং শীর্ষেন্দু মুখোপাধ্যায়'র বক্তব্য ভালো। একবার কোলকাতার সাউথ সিটি শপিং মলে তাঁকে জুতা বা ব্যাগ কিনতে দেখেছিলাম। খুবই পাণ্ডিত্য ধারণ করেন। আমার খুব প্রিয় লেখক। ধন্যবাদ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: আমারও প্রিয় লেখক। দারুন লিখেছেন।

২৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৪

অর্ক বলেছেন: ৪২ কিলোমিটার ২ ঘন্টা ১০ মিনিটে দৌড়ে আমার পক্ষেও পৃথিবী বদলে ফেলা সম্ভব। আপনার কতো ঘন্টা লাগবে?

আপনি ভাই পোস্টে পোস্টে এমন ভাব ধরেন, মনে হয় যেন দুঃখী, অভাবী, অভাগা মানুষ। দেশে চরমরূপে ব্যর্থ, মনোব্যথায় জর্জরিত, ইউরোপ আমেরিকা ও কানাডা যেয়ে ভাগ্য ফেরাবার প্রত্যাশী। আরও কতো কী! এদিকে একটা বিয়ের অনুষ্ঠানেরর ফটোতে দেখলাম, আপনার মিসেস'র সোনায় মোড়ানো শরীর। অলংকারগুলোর বাজারমূল্য লক্ষের নিচে হবে না, আপনার গয়ের কমপ্লিটের দামও প্রায় পাঁচ ছয় হাজার। আবার কোনও মন্তব্যে দেখলাম বলছেন, আপনার মিসেস প্রত্যেক মাসে পাঁচ ছয় সেট জামামা বানায়! আর এদিকে পোস্টে পোস্টে গরীব দুঃখী, দুঃস্থ অসহায়দের জন্য হাপুস হুপুস করে কান্নাকাটি করেন। পড়লে মনে হয়,ভদ্রলোক যেন রক্ত বিক্রি করে মানুষের শোষিতের পাশে দাঁড়াবে।

কিছু বললেই আবার বলবেন, দড়িকে শাপ ভাববেন না!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: আমি দুঃখিত।
আমি এই মন্তব্যের কোনো উত্তর দিব না।

২৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১০

অর্ক বলেছেন: ৪২ কিলোমিটার ২ ঘন্টা ১০ মিনিটে দৌড়ে আমার পক্ষেও পৃথিবী বদলে ফেলা সম্ভব। আপনার কতো ঘন্টা লাগবে?

আপনি ভাই পোস্টে পোস্টে এমন ভাব ধরেন, মনে হয় যেন দুঃখী, অভাবী, অভাগা মানুষ। দেশে চরমরূপে ব্যর্থ, মনোব্যথায় জর্জরিত, এখন ইউরোপ আমেরিকা ও কানাডা যেয়ে ভাগ্য ফেরাবার প্রত্যাশী। আরও কতো কী! এদিকে একটা বিয়ের অনুষ্ঠানেরর ফটোতে দেখলাম, আপনার মিসেস'র সোনায় মোড়ানো শরীর। অলংকারগুলোর বাজারমূল্য লক্ষের নিচে হবে না, আপনার গয়ের কমপ্লিটের দামও প্রায় পাঁচ ছয় হাজার। আবার কোনও মন্তব্যে দেখলাম বলছেন, আপনার মিসেস প্রত্যেক মাসে পাঁচ ছয় সেট জামা বানায়! আর এদিকে পোস্টে পোস্টে "নুন আনতে পান্তা ফুরায়" ভাব নেন। এটা ওটা হেন তেন! আর আছে, গরীব দুঃখী, দুঃস্থ অসহায়দের জন্য হাপুস হুপুস করে কান্নাকাটি। পোস্ট পড়লে মনে হয়,ভদ্রলোক যেন রক্ত বিক্রি করে অসহায় শোষিতের পাশে দাঁড়াবে।

কিছু বললেই আবার বলবেন, দড়িকে শাপ ভাববেন না!
(আগের মন্তব্যে ভুল আছে। দয়া করে ডিলিট করুন।)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

আজ কি কোনো নতুন কবিতা লিখবেন রুমাকে নিয়ে?

২৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪

পান্হপাদপ বলেছেন: লেখা চালিয়ে যান ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:



আমি আগেই বলেছি পাঠকের মৃত্যু হয়েছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: এ জন্য দায়ী কে?

৩১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি চালিয়ে যান।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।

৩২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার লেখা পড়তে মাঝে মাঝে খুব ভাল লাগে কিন্তুু শিরোনামের সাথে কোন মিল থাকেনা বিধায় বিরক্তি লাগে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
আগামীতে সাবধান হবো।

৩৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

ধ্রুবক আলো বলেছেন: শীর্ষেন্দু মুখোপাধ্যায় খারাপ বলে নাই। তবে মানুষের চিন্তার জগৎ ব্যাপক। নতুন কিছু মানুষ আবিষ্কার করবেই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ কিন্তু বলেছেন- মানুষের লেখার বিষয়ের অভাব নেই।

৩৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

জুন বলেছেন: লিখে লিখে পৃথিবীকে এক সময় মনে হয় বদলে দেয়া যেত রাজীব নুর ।
এখন এই প্রযুক্তির যুগে তা একটু কঠিন হয়ে গেছে বলে আমার ধারনা ।
যাই হোক পড়তে ভালো লাগলো বেশ ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.