নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

অভদ্র লোকদের এই এক সুবিধা, ভদ্রলোকেরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে না

০১ লা মার্চ, ২০১৮ সকাল ৯:৩৬



১। সত্যি মিথ্যায় জড়ানো এ জগত । মিথ্যারও মহত্ব আছে । হাজার হাজার মানুষকে পাগল করে দিতে পারে মিথ্যার মোহ । শোক, দুঃখ, জীবনের অসহ্য ক্লান্তি এ সব তো তুচ্ছ, মরনকে পর্যন্ত মানুষ মনের জোরে জয় করতে পারে ।

২। কথা নয় চুপচাপ পাশে বসে থাকবে, এমন একজন সঙ্গী দরকার আমার । যার মন খুব গম্ভীর, যার স্পর্শকা্তরতা খুব প্রখর । যে কথা ছাড়াই মানূষকে বুঝতে পারে ।

৩। অনেকেই আমার মতের সঙ্গে ঐক্যমত পোষণ না করলেও আমার কিছু যায় আসে না । আমি অবশ্য চিরকালই কাউকে তোয়াক্কা না করা মানূষ । কাউকে তোয়াক্কা করাটা ভালো নয় । তোয়াক্কা করলে শরীর খারাপ হয় । কাজেই খুব সাবধান থাকতে হবে।

৪। বেশী কৌতুহল ভালো নয় । জলের মাছ যখন বেশী কৌতুহল দেখায়, তখনই বড়ঁশিতে গেঁথে যায় । বনের হরিণ যখন বেশী কৌতুহল দেখায় অমনি সে ফাঁদে ধরা পড়ে । এমন কী বাঘও যখন বাঁধা ছাগল দেখে কৌতুহল সামলাতে পারে না, অমনি গুলি খেয়ে মরে । আর মানূষ বেশী কৌতুহল দেখায় বলেই এত বড়-বড় জিনিস আবিস্কার করে।

৫। রোমিও-জুলিয়েট, হ্যামলেট, ম্যাকবেথ বা কিং লিয়র সবগুলোই মানুষের নাম হলেও ওরা কেউ-ই কিন্তু সত্যিকারের মানুষ নন। ওরা সবাই এক- একটি নাটকের প্রধান চরিত্র।

৬। জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ জিনিস এবং ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি। জীবন খুবই ছোট, প্রতিদিন ঘুম থেকে উঠে অনুতপ্ত বোধ করার কোন মানেই হয় না। যে মানুষগুলো আপনাকে যথার্থ মূল্যায়ন করে তাদের ভালোবাসুন আর যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের প্রতিও সহানুভূতিশীল হন।


৭। একটা বই খুলে মাসখানেক ধরে যদি সেটা না-ই পড়া যায়, কুড়ি পঁচিশটা জটিল চরিত্র যদি তাতে না-ই থাকে, এক এক অধ্যায় শেষ করে যদি রাতে ঘুমানোর আগে সেগুলো নিয়ে একটু চিন্তা না করা যায়, তাহলে ওটা একটা ছাতার উপন্যাস ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ৯:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজ আপনারটা দিয়ে শুরু করলুম।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: ভাগ্যটা ভালোই আমার।

২| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:১২

তারেক_মাহমুদ বলেছেন: ৪ নং পয়েন্ট টা বেশি ভাল লেগেছে।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।

৩| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:১২

কামরুননাহার কলি বলেছেন: অভদ্র লোকেরা তো এতে আরো বেশি বেশি সুবিধা পেয়ে বসবে। তাদের বিরুদ্ধে তো প্রতিবাদ করতেই হবে না হলে সমাজের জন্যই ক্ষতি।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: চলুন আজ থেকেই শুরু করি।

৪| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৪২

স্বার্থহীন বলেছেন: অভদ্র লোকদের মাঝে ভদ্র লোক কোন সময়ই টিকে থাকতে পারে না। ইতি হাস তা বলে না। তবে অভদ্র লোকদের মন থেকে কেউ পছন্দ করে না।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৫| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


৭ নং: বইমেলায় নাকি গড়ে বই বের হচ্ছে?

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: বইমেলা আর বইমেলা নাই।
বাংলাদেশে এখন সব ব্যবসা।
শিক্ষাও ব্যবসা।

৬| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো বলেছেন ভাই।

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১১:৪৮

*** হিমুরাইজ *** বলেছেন: আপনার মাথায় পুষ্টি আছে।

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: গুড।

৮| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯

স্রোত . . . . . বলেছেন: . . . . সময়টা এখন এমনই, অভদ্রতা এক রকমের smartness হিসেবে বিবেচ্য . . . :D

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: তাই তো দেখছি।

৯| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১:১২

পান্হপাদপ বলেছেন: সুন্দর লেখা ।

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ২:৪১

তারেক ফাহিম বলেছেন: ২,৪ ভালো লাগল।

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১১| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

বাঁচার মতো বাঁচতে চাই বলেছেন: প্রিয়তে রাখলাম।

০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখজনক হলেও শিরোনামটি সত্যি।

ভালো লাগলো

০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: মিয়া ভালা মাইনষের দাম নাইক্কা। খারাপ হন, চিলে থাকেন। :D :D :D

০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: মন্দ হতে ইচ্ছা করে না।

১৪| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:৪৯

সোহেল ওয়াদুদ বলেছেন: ছবির অর্থ বুঝতে পাড়ি নাই

০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: কয়েকদিন আগে জিন্দা পার্ক বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে এই ছবিটি তুলেছি।

১৫| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার ইদানীং দিন ভালো যাচ্ছে মনে হয়। লেখার ধরণ কিছুটা পাল্টিয়েছে। ও হো.. আপনার যে বাচ্ছাটার মিসড ক্যারেজ হয়েছিল তার চল্লিশা করছেন?

০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: অপ্রত্যাশিত আঘাত দিলেন।

১৬| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সরি, হয়ত মিস্টেক হয়েছে। শুভ কামনা থাকল।।।

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
মানুষের দুর্বল জাগায় আঘাত করে দুষ্টলোক।

১৭| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১১:০৫

এম এম করিম বলেছেন: প্রায় সবগুলোর সাথেই সহমত।

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.