নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। ঠিকই বলেছো তুমি, ভেতর দিকে ভালো করে তাকালে তবেই ধরা পড়ে অতৃপ্ত বাসনার দাগ! চেয়ো না, চেয়ো না খোদা আমার পাপের হিসাব।
২। বউ যতদিন না পুরনো হচ্ছে ততদিন তার হাঁচি, কাশি, নাকঝাড়াও সুন্দর লাগে।
৩। এই তো জীবন!
কে বলতে পারে, তোমার শরীরের কোনখানে হয়তো এই মুহুর্তে একটি ক্যানসারের ভ্রুন তৈরি হয়েছে। আজ আছো, কাল থাকবে না। ভেবে কি হবে, কষ্ট পেয়ে কি হবে! মানুষের নিয়তিও ক্যানসারের মতো। অপ্রতিরোধ্য।
ওই যে মেয়েটা যৌবন দেখিয়ে সিনেমায় কোমর দুলিয়ে নাচছে, দশটা বছর যেতে দাও, ওর দিকে কেউ ফিরেও তাকাবে না। জীবন ফুটো পাত্রে জলের মতোন। চুঁইয়ে চুঁইয়ে পড়তেই থাকবে।
৪। সিড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে একেবারে ফুটপাতে পড়ে গেলাম। একজন পথচারী আমাকে টেনে তুললেন। মাথাটা ভাগ্যের জোরে বেঁচে গেছে।
কয়েকদিন ধরেই দেখছি ছোটখাটো নানা দূঘর্টনা থেকে একটুর জন্য বেঁচে যাচ্ছি। গতকাল একটা বাসের তলায় প্রায় পড়েই যাচ্ছিলাম।
আকাশের দিকে তাকাই। ঢাকার আকাশে কোনো রহস্য নেই। তবু মনে হয় কিছু আছে, অবশ্যই কিছু আছে।
৫। আধুনিক মানুষ যন্ত্রনির্ভর হয়ে গেছে।
মানুষ যেমন যন্ত্র নিয়ন্ত্রণ করছে, যন্ত্রও মানুষ নিয়ন্ত্রণ করছে।
৬। খুব ভোরে আমার ঘুম ভেঙে যায়, ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হই। টানা তিন মাইল হাঁটি। এই কারণে আমার কোনো অসুখ বিসুখ হয় না।
৭। সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে সুখে থাকা। কারণ কোনো কিছুই প্রতিপক্ষকে এর চেয়ে বেশী উম্মাদ করে না ।
৮। ফুটপাত দিয়ে যারা বাইক চালায় এবং অপ্রয়োজনে হর্ন দেয়- তারা ছাগল।
বিঃ দ্রঃ ছবিটা আমার মোবাইল দিয়েই তোলা।
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
২| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বউ যদ্দিন নতুন, ততদিন আপনিও নতুন, এটা হলো যৌবনের উন্মত্ততা। বউ পুরোনো হওয়া মানে আপনিও পুরোনো হয়ে গেছেন, এবং বউয়ের কাছে বাতিল মাল হয়ে গেছেন অনেক আগেই। কিন্তু এসময়ে দুজনের মধ্যে যে আত্মিক টান থাকে, সেটা হলো নৈসর্গিক, নিঃস্বার্থ। সত্যিকারের প্রেম সেটাই।
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: সহমত।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভাই ভাবির সর্দ্দি হয়েছে নাকি?
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৩
রাজীব নুর বলেছেন: না।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৬
ক্স বলেছেন: সিনেমায় মেয়েরা খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। কোথায় এখন মাধুরী, কাজল, রাণী, প্রীতি, মৌসুমি, শাবনুর, পপি? তাদের সাথে অভিনয় করা নায়কেরা সবাই ৫০-৬০ বছরেও পর্দা কাপাচ্ছে। শাহরুখ খান একসময় শ্রীদেবীর বিপরীতে নায়ক হয়েছিল, এখন দীপিকা-আনুশকাদের নায়ক হচ্ছে। শাকিব খান একসময় মৌসুমির নায়ক ছিল, এখন কোলকাতার উঠতি নায়িকাদের পাগল বানাচ্ছে।
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: তার মানে ছেলেরা সোনার চামচ??
৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪০
জায়েদ হোসাইন লাকী বলেছেন: ভালো লেগেছে
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।
৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১২
কাছের-মানুষ বলেছেন: বেশ কিছু লাইন ছিল সমসাময়িক এবং চরম সত্য কথা যেমন মটর সাইকেল ফুটফাতের উপর দিয়ে চালালে সত্যিই বিরক্ত লাগে বিশেষ করে হর্ণ দিলেতো কথাই নাই।
সকালে হাটার অভ্যাস ভাল আমিও সকালে শীতের দিনে হেটে সকালে ল্যাবে যাই প্রতিদিন। গরমের দিনে সাইকেলে চড়ে ল্যাবে যাই, এখানে সাইকেলের জন্য আলাদা রাস্তা থাকে, পথ চারিদের জন্য আলাদ
এবং গাড়ি জন্য আলাদা।
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৫
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে কবে যে উন্নত ব্যবস্থা হবে।
৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৭
সনেট কবি বলেছেন: বেশ ভালো লেগেছে।
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ও ব্লগার।
৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯
সোহানী বলেছেন: কিছু বললাম না কারন কিছু বললেই বলবেন বিদেশ থেকে দেশকে ভালোবাসাই যায় সহজে
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: না ভাই না।
দেশের প্রতি টান সবারই আছে।
৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাক, আপনি নামাজে মন দিয়েছেন। ভালো...
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি নামাজে শান্তি আছে। অন্যরকম একটা শান্তি।
১০| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৩
চাঁদগাজী বলেছেন:
স্বাধীন বাংলাদেশে, এই বয়সের ১ জন যুবক (ছবির যুবক) রিকসা চালানোর কথা নয়, কমপক্ষে কল-কারখানায় কাজ করার কথা; ৪৭ বছরে মগজ-ওয়ালা ১ জন লোকও দেশ চালনা করতে আসেনি; জাতির পয়সাটুকু জাতির জন্য করচ করলো না চোর ডাকাতেরা
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: কালু মালু যাদের কোনো চালচুলা ছিল না তারা আজ কয়েক হাজার কোটি টাকার মালিক। প্যারাডো গাড়িতে চলাচল করে।
১১| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩
জাহিদ অনিক বলেছেন:
লেখা এবং ছবি উভয়ই ভালো লাগলো। কিছু কিছু সত্য কথা বলেছেন।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৫
নীল মনি বলেছেন: আনন্দের সাথে পড়লাম। ভালো লাগল। এর মধ্যে কয়েকটা কঠিন সত্য আছে।সাবধানে থাকবেন।