নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
তখন শাহেদের অফিস ছিল গুলশান- ২। সে রোজ বাস থেকে বনানী কাকলী নেমে রিকশা করে গুলশান-২ যেত। প্রতিদিন'ই কাকলীর রাস্তাটায় জ্যাম থাকে তাই শাহেদ জ্যামে বাসে বসে না থেকে চেয়ারম্যান বাড়ি থেকে হেঁটে কাকলী মোড়ে আসতো। ঠিক কাকলী মোড়ের আগের ওভার ব্রীজের কাছে প্রতিদিন একটা মেয়ের সাথে তার দেখা হতো। মেয়েটা খুব সুন্দর। একদম সহজ সরল সুন্দর। প্রতিদিন দেখা হতে হতে মেয়েটার চেহারা শাহেদের মনে গেঁথে যায়। একদিন রাতে শাহেদ মেয়েটাকে স্বপ্নেও দেখে ফেলল। স্বপ্নটা এই রকম, শাহেদ আর মেয়েটি হাত ধারাধরি করে বি আর টি সি বাসে করে কোথায় যেন যাচ্ছে। বাসে শাহেদ ও মেয়েটি ছাড়া আর কোনো যাত্রী নেই। মেয়েটি শাহেদের কাঁধে মাথা রাখে। শাহেদ এক আকাশ ভালোবাসা নিয়ে মেয়েটির ঠোঁটে ঠোঁট রাখতেই ঘুম ভেঙ্গে যায়। শাহেদ লাফ দিয়ে বিছানায় উঠে বসে সিদ্ধান্ত নিল, আগামীকাল সে মেয়েটির সাথে কথা বলবে। বলবেই।
শাহেদ চেয়ারম্যান বাড়ি ওভার ব্রীজের কাছে দাঁড়িয়ে আছে। ঠিক এই সময় মেয়েটি বাস থেকে নামলো। একবার শাহেদের দিকে তাকালো কি?
শাহেদ কোনো ভনিতা না করে সরাসরি মেয়েটির চোখের দিকে তাকিয়ে বলল, আপনার নাম কি?
মেয়েটি বলল, নীলা। আমার নাম নীলা।
শাহেদ বলল, নীলা আপনি কি আমার সাথে এক মগ এক্সপ্রেসো কফি খাবেন প্লীজ?
না, কফি খাবো না। এমনিতেই আজ আমার দেরী হয়ে গেছে।
শাহেদ বলল, আপনার অফিস কোনটা?
নীলা ওভার ব্রীজের সাথেই একটা বিল্ডিং দেখিয়ে বলল, চলুন আমার সাথে আমার অফিস দেখাই।
শাহেদ বলল, আজ যাবো না। অন্য কোনো সময় যাবো। আর শুনুন অফিস শেষে আমি আপনার জন্য অপেক্ষা করবো। আমাকে কিছুক্ষন সময় দিবেন প্লীজ। প্লীজ। আমার কিছু বলার আছে।
নীলা শাহেদের করুন গলায় 'প্লীজ' 'প্লীল' বলা শুনে খিল খিল করে হেসে ফেলল।
শাহেদ বলল, ঠিক বিকেল সাড়ে পাঁচটায় গ্লোরিয়া জিন্স ক্যাফেতে আমি অপেক্ষায় করবো।
শাহেদ আর নীলা মুখোমুখি বসে আছে। তাদের দু'জনের সামনে কফির মগ। কফির মগ থেকে ধোয়া বের হচ্ছে। শাহেদ মুগ্ধ চোখে নীলার দিকে তাকিয়ে আছে। নীলার সাঁজ বলতে চোখে মোটা করে কাজল আর কিছুই না। কোনো কোনো মেয়ে আছে তাদের খুব বেশি সাঁজতে হয় না। শুধু মাত্র চোখে কাজল দিলেই অপূর্ব দেখায়। শাহেদ কফিতে একটা চুমুক দিয়েই বলল, শোনো মেয়ে আমি কোনো ভণিতা করতে পারবো না। তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি তোমাকে ভালোবাসতে চাই। শুধু ভালোবাসবো না, আমি তোমাকে বিয়েও করবো। আমি বাবা মার একমাত্র সন্তান। ইস্টওয়েস্ট কোম্পানীতে চাকরি করি। অনেক টাকা মায়না পাই। সেগুন বাগিচা'য় আমাদের নিজের ছয়তলা বাড়ি। সব কিছু মিলিয়ে আমি মনে করি, তুমি আমার সাথে ভালো থাকবে, সুখে থাকবে।
নীলা শাহেদের চোখে চোখ রেখে বলল, কাউকে না জেনে, শুনে এবং না বুঝে এ সমস্ত কথা বলতে আপনার একটুও বাঁধল না? চেনা নেই, জানা নাই, হুট করে বলে দিলেন- ভালোবাসবেন, বিয়ে করবেন! আগে আমাকে জানুন, চিনুন, বুঝুন। আপনি কি জানেন(?) আমি একজন প্রস্টিটিউট। আমার যে উপরের রুপ দেখছেন সেটা নকল। মেকি। আমার সারা শরীরে অসংখ্য খামচি আর কামড়ের দাগ। দিনের পর দিন নানান লোকের খামচি আর কামড় খেতে খেতে গায়ের দাগ গুলো কালো হয়ে গেছে। জামা খুললেই দেখবেন কতটা কুৎসিত দেখায়।
শাহেদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নীলা গ্লোরিয়া জিন্স ক্যাফে থেকে বের হয়ে গেল। নীলার চোখেও কি পানি নেই? শাহেদ বোকার মতো চোখে পানি নিয়ে নীলার চলে যাওয়া দেখল।
রাত দশটা। চারিদিকে ঠান্ডা বাতাস বইছে। আকাশের অবস্থা ভালো না। যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে। শাহেদ বসে আছে 'লা ডিপ্লোমা বারে'। এ পর্যন্ত সে সাত পেগ ভদকা খেয়ে ফেলেছে। তার লিমিট পাঁচ পর্যন্ত। মদ খাওয়া তার নেশা না। তবে মাঝে মাঝে সে খায়। সত্যি কথা বলতে নীলার কথা শুনে তার মাথায় আকাশ ভেঙ্গে পরেছে। নীলার কথা বলার ধরন দেখেই বুঝা গেছে নীলা যা বলেছে সব সত্য বলেছে। নাটক সিনেমায় এমন হয়, তাই বলে বাস্তবে? তাও আবার তার সাথে? এ ব্যাপারটা সে কিছুতেই মানতে পারছে না। মেয়েটি এই পেশা কেন বেছে নিল? নিশ্চয় সুখে সে এই পেশা বেছে নেয়নি। পৃথিবীর কোনো মেয়েই শখ করে এই পেশায় আসে না। দেয়ালে পিঠ ঠেকে গেলে এবং অন্য কোনো উপায় না থাকলে এ পেশায় আসতে বাধ্য হয়। এর জন্য দায়ী কে? সমাজ না রাষ্ট্র? না ঈশ্বর? শাহেদ নানান কথা ভাবতে ভাবতে মোট বারো পেগ খেয়ে বার থেকে বের হলো। ততক্ষনে বাইতে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। মনে হয় আজ সারা ঢাকা শহর ডুবে যাবে। শাহেদ ভিজতে ভিজতে বাসায় ফিরছে। বৃষ্টির পানি আর তার চোখের পানি মিশে একাকার হয়ে গেছে।
এক আকাশ ভয়, শংসয় আর দ্বিধা নিয়ে শাহেদ পরের দিন চেয়ারম্যান বাড়ির ওভার ব্রীজের সামনের আবাসিক হোটেলে গেল। চারতালা উঠে যা দেখলে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। একটা ঘরে অনেক গুলো মেয়ে। তাদের বয়স আঠারো থেকে ত্রিশের মধ্যে। তারা প্রত্যেকে বিকট মেকাপ দিয়েছে। জামা কাপড় গুলোও খুব শালীন নয়। মেয়ে গুলো অকারণেই খুব হাসাহাসি করছে। একজন আরেকজনের গায়ে ঢলে পড়ছে। শাহেদ নীলাকে খুঁজছে। ঠিক এমন সময় একজন দালাল এসে দাঁড়ালো শাহেদের সামনে। দালাল হাত কচলাতে কচলাতে বলল, স্যার আজ ভালো বেশ কয়েকটা মাল আছে। আপনি পছন্দ করে নিজে বেছে নিন। দালাল নিজেই একটা মেয়েকে টেনে নিয়ে এলো শাহেদের কাছে। বলল, স্যার এটাকে নিয়ে ওই রুমে যান। খুব এক্সপার্ট আছে। আপনাকে খুশি করে দিবে। তাছাড়া আজকে এখনও কারো সাথে করে নাই। আপনিই প্রথম। দালাল কি বলছে, সেদিকে শাহেদের কোনো লক্ষ্য নেই, সে কিছুই শুনছে না। সে খুজছে নীলাকে। ঠিক এমন সময় শাহেদ নীলাকে দেখতে পেলো। একলোক নীলাকে নিয়ে একটা রুমে ঢুকে গেল।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবীর ভাই।
ভালো থাকুন।
২| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫
শাহারিয়ার ইমন বলেছেন: আপনার ছোট গল্পগুলা সত্যি ভাল হয় ।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
ভালো থাকুন সুস্থ থাকুন।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৬
জাহিদ অনিক বলেছেন:
আহা !!! নীলা !!!
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: শাহেদের জাগায় আমি হলে নীলাকে তারপরও বিয়ে করতাম।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৮
নোয়াখাইল্ল্যা বলেছেন: ভাই,এটার কি আর পর্ব আছে?
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫১
রাজীব নুর বলেছেন: যদি চান তো তাহলে আরেক পর্ব দিতে পারি।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৩
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভালো লিখেছেন...
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রিজভী সাহেব।
ভালো থাকুন।
৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৫
জাহিদ অনিক বলেছেন:
আমি করতাম না বিয়ে। বিয়ে করতে আমার ইচ্ছে করে না। এত দায়িত্ব আমি নিতে পারব না। আমি চাপ নিতে পারি না।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: চাপ অবশ্যই নিতে হবে। মানুষ হয়ে জন্মেছেন আর চাপ নিবেন না?
আমি বিয়ে করেছি না, চাকরি করছি না? সংসার করছি না????
জীবন থেকে পালিয়ে বেড়ানো ভালো না। জীবনের মুখোমুখি হোন।
৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিকই আছে। মেয়ে দেখলেই খালি প্রেম করার চিন্তা! মনকে উন্নত করা উচিত...
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তালগাছ।
ভালোবাসা নিরন্তর।
৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৮
স্বপ্ন কুহক বলেছেন: গল্পের প্লট ভালো লাগলো।
তারপরেও কেউ নীলাদের বিয়ে করেনা । বিয়ে করতে নেই।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: আমি শাহেদের জাগায় থাকলে অবশ্যই বিয়ে করতাম।
৯| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
শাহেদ আবেগী, ফাউল।
তবে নীলা বাস্তব চরিত্র। নীলাদের জন্য সমবেদনা।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: শাহেদের জন্য মায়া হয় না আপনার?
১০| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০২
জাহিদ অনিক বলেছেন:
যদি বলো হ্যাঁ, বিসিএস এ বসে যাব আমি
যদি বলো না, আওরাবো জয় গোস্বামী। -------- গানটা শুনেছেন ?
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: শুনেছি।
১১| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৩
স্বপ্ন কুহক বলেছেন: আপনি বিয়ে করলে নীলা বিপদে পড়ত । জীবন চলে জীবনের নিয়মে । আপনি নিয়ম পাল্টাতে চাইলে যে ঝড় বইবে সে চাপ আপনি নিতে পারবেন না।
চাপ এর কথায় ৬ নং কমেনট হাসির উদ্রেক করলো।
বিয়ে বাচ্চাদের জন্য নয় কিন্তু
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৯
রাজীব নুর বলেছেন: কাউকে না কাউকে নিয়ম পাল্টাতে হবে। কতদিন আর এরকম চলবে?
১২| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১১
প্রামানিক বলেছেন: বর্তমান সমাজের চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
১৩| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৩
চাঁদগাজী বলেছেন:
ভয়ংকর কাহিনী
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২১
রাজীব নুর বলেছেন: কল্পনার জগত হয় আনন্দময় কিন্তু বাস্তব জগত আসলেই ভয়ঙ্কর।
১৪| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনার লেখায় সাধারনত বাংলা বানান ভুল হয় না। কিন্তু একটু তাড়াহুড়ায় ছিলেন মনে হয়। শেষটা ঠিকই আছে, তবে দুয়েকটা শব্দ এদিক ওদিক করে দিলে অারও ভাল লাগবে।
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩১
রাজীব নুর বলেছেন: ভালো পরামর্শ দিয়েছেন।
আপনাকে ধন্যবাদ।
১৫| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ২:০০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: নৈশকালীন গল্পে কিছুটা আদিমতার কাজ করিয়েছেন, ওভার অল ভাল লাগল
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
১৬| ২০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভয়ঙ্কার। এমনটি হওয়া উচিত নয়। মানুষ তো মানুষ। তারা কেন এমন হবে??
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩২
রাজীব নুর বলেছেন: সমাজে ভালো কাজের চেয়ে খারাপ কাজই বেশি হয়। কিন্তু তা প্রকাশ পায় না।
১৭| ২০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: বেদনাদায়ক ভাবছি আমি হলে কি করতাম।
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: অবশ্যই আপনি নীলাকে গ্রহন করতেন না। এযুগের ছেলেরা হিসাবী। আবেগ খুব কম।
১৮| ২০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: খুব চমৎকার একটি গল্প, বাস্তবতার ছোয়া আছে অনেকটা |
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ স্বামীজী।
১৯| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৬
দীপঙ্কর বেরা বলেছেন: বাহ চমৎকার হয়েছে।
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
২০| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৩
সাহাবুব আলম বলেছেন: আমি কি করতাম
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫
রাজীব নুর বলেছেন: আপনিই বলুন আপনি কি করতেন?
২১| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৯
তারেক_মাহমুদ বলেছেন: বনানী অভার ব্রিজের নিচে নীলারা দাঁড়িয়ে থাকে না, তবে নীলাদের দালালরা হাকডাক করে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৪
রাজীব নুর বলেছেন: জ্বী আপনি ঠিক বলেছেন। তবে তারা নিচ দিয়েই ভিরতে ঢুকে।
২২| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৮
সনেট কবি বলেছেন: ভালো লিখেছেন
২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
২৩| ২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০০
কাছের-মানুষ বলেছেন: গল্পটা খুব ভাল হয়েছে। আমার ভাল লাগা রইল।
২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
রাজীব নুর বলেছেন: কাছের মানুষ আপনি। কাছেই থাকুন।
২৪| ২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবনের গল্প জীবন থেকে নেয়া তাই বাস্তবতা
গল্প নয়! হঠাৎ দমকা হাওয়ার মতো ,তাই অনেকেই
বিশ্বাস করতে পারবেন না।
আমি ওই রকম জীবন অনেক কাছ থেকে দেখেছি
মিডিয়া তে সাহস করে বলার জন্য অনেক ধন্যবাদ।
............................................................................
২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
২৫| ২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
লিযেন বলেছেন: আহারে জীবন,
২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
রাজীব নুর বলেছেন: মানব জীবন শুধু হাসি আর আনন্দের নয়।
২৬| ২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
লাল পাথর বলেছেন: সুন্দর গল্প। তবে আমি বিয়ে করতাম না। কারন আমার বিয়ের বয়স হয় নাই।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: ঠিক আছে, বিয়ের বয়স হলেই বিয়ে করবেন।
দাওয়াত যেন পাই।
২৭| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩০
কিরমানী লিটন বলেছেন: অনেক ভালো লাগলো- চমৎকার...।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২৮| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪০
পাকাচুল বলেছেন: গল্পটা একটু চেনা চেনা লাগছে।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৫
রাজীব নুর বলেছেন: অসম্ভব।
এটা আমার গল্প। এবং ১০০% মৌলিক।
২৯| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০০
সোহানী বলেছেন: লেখক বলেছেন: শাহেদের জাগায় আমি হলে নীলাকে তারপরও বিয়ে করতাম।
এখানে একটা যদি আছে। যখনই কোন যদি থাকে সব কিছু পাল্টে যায় নিমেষে। (আপনি লেখক মানুষ নিশ্চয় আরেজন লেখকে ভাষা বুঝতে পারেন)
ধন্যবাদ।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
৩০| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৫
পাকাচুল বলেছেন: না না না, সরি, আমি কপি পেস্টের কথা বলি নাই, মাফ করবেন। এক ফ্রেন্ডের জীবনে কাছাকাছি একটা ঘটনা আছে।
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালোবাসা নিরন্তর।
৩১| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২১
মাহের ইসলাম বলেছেন: সুন্দর লিখেছেন।
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
৩২| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৪
MAANHAC বলেছেন: স্বপ্নটা এই রকম, শাহেদ আর মেয়েটি হাত ধারাধরি করে বি আর টি সি বাসে করে কোথায় যেন যাচ্ছে। বাসে শাহেদ ও মেয়েটি ছাড়া আর কোনো যাত্রী নেই। সেই বিআরটিসি বাস ! শাহেদ ও মেয়েটি ছাড়া আর কোনো যাত্রী নেই ! সপ্নের মধ্যেই ছবি তুলেছেন ফটোগ্রাফার
২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
মধ্যে রাতের গল্প হিসাবে মন্দ হয়নি ।।