নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
নীলা আজ ছাতা নিয়ে বের হয়েছে। খুব সুন্দর আকাশি রঙের ছাতা। ছাতাটা নীল হলে ভালো হতো। কারণ তার নাম নীলা। সবচেয়ে বড় কথা আজ সে নীল শাড়ি পরেছে। অবশ্য আজ তার শাড়ি পরার ইচ্ছা ছিল না। শাহেদ খুব করে অনুরোধ করেছে আজ যেন অবশ্যই নীলা নীল শাড়ি পড়ে আসে। নীলা রিকশা নিলো এলিফ্যান্ট রোড বাটা সিগনাল। বিকেল চারটায় শাহেদ আসবে। সব ছেলে মেয়েরা প্রেম ভালোবাসার সময় টিএসসি যায়, ফুলার রোড যায়, ধানমন্ডি লেক যায়, বসুন্ধরা যায় অথবা কোনো ফাস্টফুডের দোকানে যায়। হু হু করে রিকশা ছুটছে। আজ রাস্তায় জ্যাম নেই। তার খুব ভালো লাগছে। নীলা গুনগুন করে গাইছে- ''এই যাদুটা যদি সত্যি হয়ে যেত/ তাহলে আমি তা শিখে নিতাম/ প্রথমেই আমি তাকে যাদু করতাম।''
আকাশে মেঘ জমতে শুরু করেছে। কি বিশাল বিশাল মেঘে গুলো উড়ে উড়ে একজাগায় মিলিত হচ্ছে। ঠান্ডা বাতাস বইছে। শাহেদ এক আকাশ ভালোবাসা নিয়ে আকাশের দিকে তাকালো। আকাশে কি নীলাকে দেখা যাচ্ছে? অজানা এক আনন্দে আকাশে কিছু পাখি এলোমেলো ভাবে ঘুরপাক খাচ্ছে। শাহেদ রিকশায় উঠে বসেই বলল, মামা এলিফ্যান্ট রোড বাটা সিগনাল। শাহেদের অফিস ছুটি বিকাল সাড়ে পাঁচ টায়। কিন্তু সে আজ বড় স্যারকে বলে তিনটায় বের হয়ে গেছে। তার খুব খুশি খুশি লাগছে। যেদিন'ই নীলার সাথে দেখা করার কথা থাকে সেদিন'ই তার বড় আনন্দ হয়। শাহেদ মনে মনে তার প্রিয় কবিতার কয়েকটি লাইন বিড় বিড় করলো। ''বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাবো/ বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো?''
মুহূর্তের মধ্যে সারা আকাশ কালো মেঘে ঢেকে গেল। আকাশ খুব গর্জন করছে। খুব ঠান্ডা বাতাস চারদিকে। যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে। একটা রিকশাওয়ালা গান গাইতে গাইতে যাচ্ছে, 'ছুঁয়ো না ছুঁয়ো না শ্যাম অঙ্গ আমার কি জানি কি করে মন একী জ্বালা শিহরন'।
শাহেদ নীলাকে দেখেই বলল, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। ইচ্ছা করছে তোমাকে বুকে জড়িয়ে ধরি।
নীলা মুগ্ধ চোখে শাহেদের দিকে তাকিয়ে আছে। সাদা শার্ট আর জিন্স প্যান্টে দারুন লাগছে।
নীলা বলল, আমরা কোথায় যাবো? আকাশের অবস্থা ভালো না। যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে।
শাহেদ বলল, আমরা আজ বৃষ্টিতে ভিজবো।
নীলা বলল, মানুষ হা করে তাকিয়ে থাকবে যে।
শাহেদ বলল, থাকুক।
বৃষ্টি নামবে নামবে করেও নামছে না। শাহেদ নীলা একটা রিকশায় উঠে বসলো। উদ্দেশ্য সংসদ ভবন। বৃষ্টিতে ভেজার জন্য ওই রাস্তাটা আদর্শ। শাহেদ হাত নেড়ে নেড়ে খুব গল্প করছে। নীলা মুগ্ধ হয়ে শুনছে আর খিলখিল করে হাসছে। নীলার শাড়ির আঁচল আর মাথা ভরতি চুল গুলো বাতাসে উড়ে উড়ে এসে শাহেদের চোখে মুখে লাগছে। নীলা তার অবাধ্য চুল আর শাড়ির আঁচল ঠিক করতে করতে মনে মনে ভাবলো, জীবনটা মন্দ নয়।
আকাশ ভরা মেঘের কারনে চারপাশ অন্ধকার হয়ে অন্যরকম একটা মায়াবি পরিবেশ হয়েছে। শাহেদের ধারনা, আকাশে মেঘ জমলেই শহরের মানুষ গুলো কেমন পাগল পাগল হয়ে যায়। কবিরা কবিতা লিখতে বসে যান। কিশোরী মেয়েরা বৃষ্টি দেখার জন্য বেলকনিতে এসে দাঁড়ায়। বোকা প্রেমিক প্রেমিকারা তাদের জড়তা কাটিয়ে অনেকটা সাহসী হয়ে উঠে। স্বামী অফিস থেকে ফিরেই বলবে, আরেকটু হলেই বৃষ্টিতে পড়ে যেতাম। আজ একটু মুড়ি মাখো তো, বেশি করে মরিচ আর সরিষার তেল দিয়ে। তারপর এক কাপ রঙ চা। শাহেদের মনে হলো প্রিয় মানুষ সাথে থাকলেই জীবনটা খুব আনন্দময় লাগে।
শাহেদ নীলা সংসদ ভবনের সামনে রাস্তায় হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। প্রচুর বর্ষণ হচ্ছে। মনে হচ্ছে যেন আজ ঢাকা শহরটা ডুবে যাবে। অনেকক্ষন পরপর দুই একটা গাড়ি হেড লাইন জ্বালিয়ে শাঁ শাঁ করে চলে যাচ্ছে। তারা দুইজন ভিজে একাকার। শাহেদ নীলাকে প্রচন্ড অবাক করে দিয়ে পকেট থেকে একটা আংটি বের করে নীলার আঙুলে পড়িয়ে দিল। তারপর গত চার বছরে যা করেনি তাই করলো। এক আকশ ভালোবাসা নিয়ে নীলাকে বুকে শক্ত করে জড়িয়ে ধরলো। লোভহীন স্বচ্ছ সহজ পবিত্র ভালোবাসার স্পর্শ। যা প্রতিটা মেয়ে কামনা করে। এক আকাশ আনন্দে নীলার চোখ ভিজে উঠলো। শাহেদ নীলার চোখের পানি মুছে দিল। কাউকে সত্যিকারভাবে ভালোবাসলে বৃষ্টির পানি আর চোখের পানি আলাদা করা যায়।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন নাজিয়া।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
২| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
এটা গতকালের গল্পের নীলাই তো?
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: হা হা হা ---
সবার জীবনেই একজন করে নীলা আছে। আপনারও আছে।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: হা হা হা ---
সবার জীবনেই একজন করে নীলা আছে। আপনারও আছে।
৩| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১২
নীল মনি বলেছেন: নীলা কিন্তু হাজির দাঁড়ান একটু গল্পটা পড়ে আসি। বুকিং দিলাম আর কি
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: স্বাগতম।
৪| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩
নীল মনি বলেছেন: মুহূর্তের মধ্যে সারা আকাশ কালো মেঘে ঢেকে গেল।আকাশ খুব গর্জন করছে।- এখানে কথাটা অন্যভাবে লিখলে আরো ভালো লাগত।যেমন আকাশে মেঘ ডাকছে কড়কড় শব্দে।অদূরে কোথাও হয়ত বাজ পড়ল।বৃষ্টির সাথে সাথে বইছে হিমশীতল বাতাস।
এরপর একজায়গায় লেখা হয়েছে প্রচুর বর্ষণ হচ্ছে।বর্ষণ টা এখানে সুন্দর দেখায় না।
নীলার আঙুলে পরিয়ে দিল।
এবার আসি কেমন লাগল।
ভীষণ ভালো লেগেছে। বর্ণনা সুন্দর।শুভ কামনা।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: আপনি হয়তো আমাকে খুশি করার জন্য বলছেন- ভালো লেগেছে।
আসলে কিছুই ভালো হয়নি।
লিখতে বসেছি। কিন্তু কি লিখব কিছুই জানি না।
আমার সমস্যা হলো আমি থেকে ঠিক করে না রাখলে লিখতে পারি না।
লেখাটা লিখতে সময় লেগেছে চল্লিশ মিনিট।
কি লিখেছি আমি নিজেই জানি না।
৫| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
আমাদের সময়ের নীলারা দারিদ্রতার কারণে বন্চিত হয়েছে, আজকের নীলারা ভালোবাসার নামে বন্চিত হচ্ছে; আমাদের মেয়েরা কোনভাবে শান্তি পাচ্ছে না
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: একদম বাস্তব মহা একটা সত্য কথা বলেছেন।
এর সমাধান কি আছে?
৬| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭
নীল মনি বলেছেন: নাহ আমি কারো খুশি করার জন্য কিছুই বলিনি।আমি সত্য আর সঠিকটা বলতে ভালোবাসি।
সত্যি লেখা ভালো লেগেছে।সবচেয়ে ভালো লেগেছে -আকাশ ভরা মেঘের কারণে... জীবনটা আনন্দময় লাগে
।এই অংশটুকু চমৎকার।আর আমার নামের সাথে মিল থাকায় অন্য সবার চেয়ে ভালোলাগার পরিমাণ সব সময় একটু বেশিই হবে।
এত স্বল্প সময়ে আমিও হয়ত লিখতে পারব না।
নিজের মত করে লিখতে থাকুন।স্বল্প জ্ঞানে যা জানি সেইটুকু বুঝিয়ে দিব।
হাসুন ভাইয়া লেখা ভালো হয়েছে।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: মুহাহাহা মুহাহাহা হা হা হা---
ইয়াডিসুমাইক ইয়াডিসুমাইক ডিসুমাইক মাইক ------
অনেক ধন্যবাদ।
৭| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১
ব্লগার_প্রান্ত বলেছেন: যাক, ভালো হলো।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: কি?
৮| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫
নীল মনি বলেছেন: হিহিহি শুকরিয়া
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩১
রাজীব নুর বলেছেন: সাথেই থাকুন।
৯| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্প ভাল লাগল।
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।
১০| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৬
তারেক_মাহমুদ বলেছেন: লিখতে লিখতে আপনার লেখার হাত পাকছে,ভালই লাগলো।
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩২
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
১১| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২১
ওমেরা বলেছেন: “এক আকাশ “ এটা কিন্ত আপনার মূদ্রাদোষে পরিণত হচ্ছে ।
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: এসে যায়। কি করবো??
সামনের দিন গুলোতে সাবধান থাকবো।
১২| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
আগামী কাল আবার নীলা ডেকেছে?
আপনার লেখার হাত ভালোই পেকেছে।
আজকে কিন্তু নীলা বৃষ্টিতে ভিজল,
কাল কিন্তু গোধুলী বিকালের ব্যাপার থাকে যেন!""""""
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
১৩| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: শাহেদ ও নীলাকে অনেক শুভেচ্ছা। তাঁরা সত্যিই রোমান্টিক মনের মানুষ।
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৪
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন ওদের জন্য।
১৪| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসার জয় হোক, ভালোবাসার জয় হোক
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫
রাজীব নুর বলেছেন: সমাজ ভালোবাসার জয় পছন্দ করে না। তাই বাগড়া দেয়।
১৫| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অসাধারণ একটা গল্প
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
১৬| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৭
তারেক ফাহিম বলেছেন: গল্প সুন্দর হয়েছে।
২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৭| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৭
সৈয়দ তাজুল বলেছেন: গল্প ভাল লাগল, ভাল থাকুন, আমাদের গল্প দিন বেশি করে।
২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: ্ভালোবাসা নিরন্তর।
১৮| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩০
মোঃ মঈনুদ্দিন বলেছেন: শুধু আমার জীবনে কোন নীলা এলোনা! মনে হয় আমি ততটা রোম্যান্টিক নই/ যাহোক, সুন্দর গল্পের জন্য শুভকামনা।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: নীলা আসার জন্য নিজেকে যপগ্য করে তুলেন।
১৯| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি বরাবরই খুব ভালো লিখেন। আপনাকে শুভকামনা।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০২
আফরিন নাজিয়া বলেছেন: চমৎকার লেখনী... অসাধারণ একটা গল্প... ভালো লাগলো খুব...