নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে, তার মধ্যে মানুষই সবচেয়ে বেশি নিষ্ঠুর

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮



১। আইনস্টাইন-কে প্রশ্ন করা হলো, তৃতীয় বিশ্বযুদ্ধ কেমন হতে পারে?
তিনি বলেছিলেন, তৃতীয় বিশ্ব যুদ্ধ কেমন হবে তা বলতে পারি না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ লাঠি দিয়ে হবে!

২। রাজাকারের তালিকা করার যেমন প্রয়োজন আছে, তেমনি ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করাও জরুরি। ভুয়া মুক্তিযোদ্ধারা রাজাকারের চেয়েও ভয়ঙ্কর।

৩। প্রশ্নঃ ভারতের প্রাচীন নাম কী....??

৪।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড - ২০১৮। অস্ট্রেলিয়ার সিডনিতে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের প্রায় দেড় হাজার নারী নেত্রী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী পুরস্কার গ্রহণের সময় সবাই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানান। এই রকম পুরস্কার এর আগেও সম্ভবত ১৭ টি পেয়েছেন।
পুরস্কার আমাদের দরকার নেই। আমরা চাই- বাজারে জিনিসপত্রের দাম কমবে, গুম খুন, ধর্ষণ বন্ধ হবে, গনপরিবহনে কোষ্ট কমবে, বেকার কমবে, রাস্তার মোড়ে মোড়ে যেন ভিক্ষুক না থাকে, গৃহহীন মানুষ যেন একজন না থাকে।

৫। ঢাকায় এক শুক্রবার। জুমার নামাজের সময় ফিরছিলাম বাসায়। রাস্তা ব্লক করে দিয়ে জুমার নামাজ চলে রাস্তায়। হুজুর ওয়াজ করে, তারপর নামাজ আদায়- খুতবা-মোনাজাত, বেশ লম্বা সময় ধরে রাস্তা বন্ধ থাকে। সুসৃংখলভাবে নামাজ আদায় করেন মুসুল্লিরা, কিন্তু একবারও ভাবেন না আশেপাশে বিশাল এলাকা জুড়ে কি বিশৃংখলাই না তৈরী করে নামাজ পড়ছেন উনারা। মোনাজাতে যখন ক্ষমা চাওয়ার পাশাপাশি দুনিয়া আও আখেরাতের জন্য নানা দাবী দাওয়া পেশ করছেন আল্লাহর কাছে, তখন হয়তো কোনো এম্বুলেন্সে কিংবা গাড়িতে রোগী মৃত্যুযন্ত্রনায় ছটফট করছিলেন।

৬। "pragmatic"এর সঠিক অর্থ কি?

৭।
যদি বেঁচে থাকি হয়তো আর ১৫/২০ বছর আমি আর সুরভি এরকম বয়স্ক হয়ে যাবো!

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি পোস্ট দিয়ে ডুব দেন। X(

@"পুরস্কার আমাদের দরকার নেই। আমরা চাই- বাজারে জিনিসপত্রের দাম কমবে, গুম খুন, ধর্ষণ বন্ধ হবে, গনপরিবহনে কোষ্ট কমবে, বেকার কমবে, রাস্তার মোড়ে মোড়ে যেন ভিক্ষুক না থাকে, গৃহহীন মানুষ যেন একজন না:) থাকে।":)

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: ডুব দেইনি।
বাসায় নেট লাইনে সমস্যা হয়েছিল।

২| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৬

কাওসার চৌধুরী বলেছেন: আপনার সাথে সব বিষয়ে একমত। বিশেষত (২), এটা করা উচিৎ। মোনাফিক ও ভূয়া মুক্তিযোদ্ধা উভয়ই জাতীয় বেঈমান।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩১

ইমরান আল হাদী বলেছেন: Pragmatic -- রাষ্ট্রীয়....,

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: না মনে হয়।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি মাঝে মাঝে ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ঘুরতে যান, যার একটি নমুনা পেলাম।খাবারের ভিন্নতা আছে, তবে দ্রব্যমূল্যপর দাম নিয়ন্ত্রণে থাকাটা প্রার্থনীয়। আপনারদের পরিনত বয়সের ছবিটি বেশ মনে ধরলো।

শুভেচ্ছা রইল।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন:

এই যে দেখুন আমি।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ৩৬ বছর বিএনপি-জামাতের সাথে পাল্লা দিয়ে ক্লান্ত হয়ে গেছেন; মনে হয় না জাতির জন্য কিছু করার মতো ভাবনা উনার আছে এখন।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: আর কত !!!
উনার অনেক বয়স হয়েছে। চিন্তা ভাবনা ধীর গতি হয়েছে।




আমি:দোস্ত তোর লাল জামাটা আইজ ধার দিতেই হইব?
দোস্ত:ধুর বেটা, ওইটা আমার জামা নাকি?এক বন্ধুর কাছ থাইকা ধার আনছিলাম।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫

sif afrin বলেছেন: জুমার নামাজের সময় রাস্তা ব্লক করে নামাজ আদায় করা হয়,তার জন্য গাড়ি যেতে পারেনা রুগী মৃত্যুপথে।

গাড়ির ড্রাইভার কি মহিলা??
যদি তার জবাব না হয় তবে কি ড্রাইভার হিন্দু??
যদিও তাও না হয়ে মুসলিম হয়!!তবে কি তার জন্য নামাজ জায়েজ নেই???

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: কোরআন মাজীদে একটা মন থেকে কিস দাও। ইনশাহআল্লাহ সব তৃপ্তি মিঠে যাবে।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এলোমেলো । আবার আগের রোগে পাইছে আপনেরে...

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: যদি.. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, হয়
তাহলে...
Hard work:
H+A+R+D+W+O+R+K = 8+1+18+4+23+15+18+11 = 98%
Knowledge: K+N+O+W+L+E+D+G+E=11+14+15+23+12+5+4+7+5 = 96%
Luck: L+U+C+K = 12+21+3+11 = 47%
এদের কোনটাই 100% স্কোর করতে পারেনা। তাহলে সেইটা কি যা 100% স্কোর করতে পারে ???
Money? না !!!
Leadership? না!!!
তাহলে?
সব সমস্যারই সমাধান করা সম্ভব যদি আমাদের থাকে একটা পারফেক্ট "ATTITUDE" !
হ্যাঁ, একমাত্র ATTITUDE ই
আমাদের জীবনকে করতে পারে 100% সফল...
A+T+T+I+T+U+D+E = 1+20+20+9+20+21+4+5 = 100%
দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। ইনশা আল্লাহ ।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"লেখকবলেছেন: ডুব দেইনি।বাসায় নেট লাইনে সমস্যা হয়েছিল।"

--- ব্লগের অনেকেই যে ফাঁকিবাজ, ছুটির দিনে কাজ করে আর অফিসে বসে ব্লগিং করে, সেটা কি পাঠকের অজানা??

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: হা হা হা ------------

উফ আল্লাহ !!!!

আমরা আমরাই তো। ট্রাই টু আন্ডারসটেন্ড।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৫

অর্ধ চন্দ্র বলেছেন: sif afrin মহিলাদের নামাজের সময় কি আলাদা? সমগ্র পৃথিবীর মানুষকে একই সময় নামাজ পড়তে হবে? নামাজ না জীবন বাচানো, কোনটি ১ম? অন্য ধর্মের মানুষেরা কি নামাজের সময় স্ট্যাচু হয়ে থাকবে? ধর্ম কি জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস??

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: সহমত।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮

আখেনাটেন বলেছেন: হুম; পড়লুম; কথা খারাপ বলেন নাই।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১২| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৬

ব্লগার_প্রান্ত বলেছেন: জম্বুদ্বীপ

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: আপনার শিরোনাম এর সাথে লেখার কোন মিল খুজে পাইনি (আমি ব্যাক্তিগতভাবে অথবা আমি বুঝতে ব্যর্থ হয়েছি।) বিচার মানি তালগাছ আমার, উনার কমেন্টে যে প্রতিউত্তরটা দিয়েছিলেন সেটার থেকে অনেক কিছু শেখার ছিল।

দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। ইনশা আল্লাহ ।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
সেই চেষ্টায় আছি।

১৪| ০১ লা মে, ২০১৮ সকাল ১১:২৯

জাত বলেছেন: আপনার সুচিন্তিত কথা ভালো লেগেছে। সমালোচনাগুলো গঠনমূলক।

০১ লা মে, ২০১৮ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.