নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড

৩১ শে মে, ২০১৮ রাত ১০:৪২



১। জীবনের সবচাইতে খারাপ সময় থেকে এখন কতটুকু ভালো আছেন তা চিন্তা করলেই মন ভালো হয়ে যেতে পারে।

২। আপনার সাথে কেউ বেয়াদবি করেছে, আপনি খুব রেগে গিয়েছেন। কিন্তু জেনে রাখুন, যে বেয়াদবি করেছে, তাকে আপনি কোন ভাবেই দোষারোপ করতে পারেননা। কারণ সমস্যাটা আসলে আপনার নিজেরই।
আপনার পিঠে কেউ ততক্ষণ পর্ন্তত চড়তে পারবে না, যতক্ষণ না আপনি পিঠ নিচু করবেন।

৩। স্মার্টফোন হাতে পেয়ে অনেক স্মার্ট হয়ে গেছে কিন্তু জ্ঞানী হয়নি। তারা খুব সহজে আপ্লোড, ডাউনলোডের ব্যাপারগুলো বোঝে কিন্ত তাদের কাছে পিথাগোরাসের উপপাদ্য যেমন জটিল ছিল তেমন জটিলই রয়ে গেছে। তাদের কাছ থেকে যদি স্মার্টফোন কেড়ে নেওয়া হয় এবং সমস্ত টেকনলজি থেকে দূরে সরিয়ে আমাজন জঙ্গলে নিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে মনে হয়না তারা বানরের চেয়ে বেশি বুদ্ধিমত্বার পরিচয় দেবে। অনেকের কাছ থেকে স্মার্টফোন কেড়ে নেওয়াটা যেন কোমায় যাওয়া রোগির শরীর থেকে লাইফ সাপোর্ট খুলে ফেলার মত।
আর্কিমিডিস বা পিথাগোরাসের সময় পৃথিবীটা ছিল অনুন্নত এবং বোকা, মানুষগুলো ছিল বুদ্ধিমান। এখন ইন্টারনেটের যুগে যা বেড়েছে তা হল কালেকশান অব ইনফরমেশান। এভাবে তথ্য প্রযুক্তির কল্যানে পৃথিবিটা হয়ে গেছে মানুষের চেয়ে বুদ্ধিমান। মানুষগুলো এখন টেকনলোজির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাগরে নিমজ্জিত আপাত স্মার্ট অথচ বোকা প্রানী। যখন ডাটা অনেক বেশি তখন প্রসেসর বেশি ইন্টেলিজেন্ট না হলেও চলে। স্মার্টফোন ছাড়া একজন মানুষ যেন এখন অসম্পুর্ন।

৪। সন্ধ্যায় একজন বিসিএস কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, চাঁদের ভৌগলিক অবস্থা কেমন? তিনি বললেন- বরফে ঢাকা। ফের জিজ্ঞেস করলাম- এভারেস্ট আবিষ্কার করেন কে? তিনি বিজ্ঞের হাসি হেসে বললেন, হিলারি ও তেনজিং। আমার অভ্যেস খারাপ, মজা নিতে ছাড়ি না। জিজ্ঞেস করলাম- গাছের প্রাণ আছে কে আবিষ্কার করেন? তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন- জগদীশচন্দ্র বসু।
হে জ্ঞানী বঙ্গবাসীসকল, উত্তর তিনটিই ভুল।

৫। ঈশ্বর পৃথিবীতে নেমে আসতে পারেন না, তাই তিনি তার প্রতিনিধি হিসেবে মাকে পাঠিয়েছেন।

৬। সিগারেট জিনিসটা খুব খারাপ। ভাই, ১১ টাকা দিয়ে একটা সিগারেট না খেয়ে- একটা ডিম কিনে সিদ্ধ করে খান।

৭।
মায়ের কোলে শিশু। ছবিটার মধ্যে একটা শান্তি শান্তি ভাব আছে না?

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: আপনার পিঠে কেউ ততক্ষণ পর্ন্তত চড়তে পারবে না, যতক্ষণ না আপনি পিঠ নিচু করবেন।
কথাটা সবসময় সঠিক নাও হতে পারে যদি কেউ ঝাপ দিয়ে নিজের থেকেই পিঠে চড়ে বসে তখন কিছু করার থাকে না। ধন্যবাদ কথাগুলো ভালো লাগল।

০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

২| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:৫২

সাফাত আহমদ চৌধুরী বলেছেন: ইটস আউটস্ট্যান্ডিং । দারুণ ভালো লাগলো ভাইয়া ।

০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সাফাত।

৩| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"৬। সিগারেট জিনিসটা খুব খারাপ। ভাই, ১১ টাকা দিয়ে একটা সিগারেট না খেয়ে- একটা ডিম কিনে সিদ্ধকরে খান।"


আপনি নাকি দিনে আটটি সিগারেট খান??:P

০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: না মানে ইয়ে---

আরে আমি অধম বলে কাউকে উত্তম হতে বলতে পারব না?

৪| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:


মা হচ্ছে মানব সভ্যতার ধারক ও বাহক, মাই প্রকৃতির মা

০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

৫| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:০৫

মিথী_মারজান বলেছেন: ৪নং প্রশ্নগুলোর সঠিক উত্তর কি হবে তাহলে?

০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: খুঁজে বের করুন।

৬| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:০৮

অর্থনীতিবিদ বলেছেন: চিন্তা ভাবনার ধরনটাই ভালো খারাপের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। কী পেলাম না তার থেকে কী পেয়েছি এভাবে চিন্তা করলে মানুষ সহজেই সুখী হতে পারে না। (ব্যক্তিগতভাবে আমি একজন সুখী মানুষ)। বেয়াদপি নিয়ে পক্ষে বিপক্ষে বক্তব্য আছে। কারণ কলেজে ছাত্রদের নকল করতে না দিয়ে আমি তাদের বেয়াদপির সম্মুখীন হয়েছি। অনেক শিক্ষকই এরূপ বেয়াদপির সম্মুখীন হন। কোনো কোনো শিক্ষককে তো রাস্তায় কোপানো পর্যন্ত হয়। তাহলে এখন তাদের কি করা উচিত? ছাত্ররা যাতে বেয়াদপি না করে সেজন্য তাদের নকল করতে দেয়া উচিত? স্মার্ট ফোন শুধুই একটা যন্ত্র। আর শুধুই একটা যন্ত্র কখনো মানুষকে স্মার্ট বানায় না। এ বিষয়ে অবশ্য আমি একমত আপনার সাথে। বিসিএস পাশকৃতদের মধ্যে সত্যিকারের ভালো পড়ুয়াও আছে। তবে আপনার উদাহরণের উক্ত ব্যক্তির জানাশোনা আসলেই কম। সিগারেটের চেয়ে ডিম নিঃসন্দেহে ভালো ও পুষ্টিকর খাবার। আর মা তো মাই। তাকে কোনো উপমা দিয়েই আসলে পরিপূর্ণভাবে প্রকাশ করা যায় না।

০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্রদ মন্তব্য করেছেন।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

৭| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:১১

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ২ নাম্বারটার সাথে আমি একমত হতে পারলাম না। অন্য গুলো মজা পেলাম,ভাল লাগল।

০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: একমত না হতে পারলেও আমি তর্কে যাবো না।
ধন্যাবাদ।

৮| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:১৮

জাহিদ অনিক বলেছেন: ছবিটা চমৎকার !

০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: পরেরটা না নিচের টা?

৯| ০১ লা জুন, ২০১৮ রাত ১২:১৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ৫ নং টা একটু বাড়াবাড়ি। এগুলো হিন্দুয়ানী কথা বার্তা।
গাছের প্রাণ আছে সেটা তো জগদীস চন্দ্র বসুই আবিস্কার করেছেন বলে জানি।

০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্ত্রী মোশাই।

ভালোবাসা নিরন্তর।

১০| ০১ লা জুন, ২০১৮ রাত ১:২৮

অর্থনীতিবিদ বলেছেন: রাজীব নুর ভাইয়ের পক্ষ হয়ে আমি ৪ নং পয়েন্টটা একটু ব্যাখ্যা করছি।
১ নং প্রশ্নঃ চাঁদের ভৌগলিক অবস্থান কেমন?
উত্তরঃ বরফে ঢাকা। (উত্তরটা ভুল। কারণ এখানে অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে উত্তর দিতে হবে। প্রাকৃতিক অবস্থা কেমন তা বললে হবে না।)
২ নং প্রশ্নঃ এভারেস্ট আবিষ্কার করেন কে?
উত্তরঃ হিলারি ও তেনজিং। (উত্তর ভুল। কারণ হিলারি ও তেনজিং সর্বপ্রথম এটার চূড়ায় আরোহন করেছিলেন। আবিষ্কার করেননি।)
৩ নং প্রশ্নঃ গাছের প্রাণ আছে কে আবিষ্কার করেন?
উত্তরঃ জগদীশ চন্দ্র বসু। (উত্তর ভুল। আসলে এইটা হলো সবচেয়ে ইউনিক প্রশ্ন। এটা বুঝতে হলে প্রথমে আবিষ্কার কি তা বুঝতে হবে। আবিষ্কার (ইংরেজি: Invention) বলতে ব্যক্তি বা দলীয়ভাবে কোন নতুন ধরনের জিনিস, যন্ত্র বা বিষয় তৈরী, প্রযুক্তি উদ্ভাবন, প্রক্রিয়াকরণ ইত্যাদিকে বুঝায়। এখন জগদীশ চন্দ্র বসু আসলে গাছের যে প্রাণ আছে সেটা আবিষ্কার করেননি। বরং তিনি সেটা সর্ব প্রথম প্রমান করেছিলেন। ২ ও ৩ নং প্রশ্নে আসলে বুদ্ধিমত্তা যাচাই করা হয়েছে।)

০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: আপনি একজন বুদ্ধিমান ব্লগার।

১১| ০১ লা জুন, ২০১৮ সকাল ৭:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আজকাল মানু‌ষেরই প্রাণ নেই। আর গাছ তো একটা উ‌দ্ভিদ।

০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: হা হা হা

১২| ০১ লা জুন, ২০১৮ সকাল ৯:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: পৃথিবীতে দুই ধরনের মানুষ লাগে। লীডার আর ফলোয়ার। মোবাইল গুতিয়ে বেকুবগুলো ভালো ফলোয়ার হবে, আর আমরা ট্রেন্ডের বাইরে থেকে.... B-)

০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: 'আমিন না লিখে যাবেন না' জাতীয় পোষ্টে যারা আমিন লেখে তারা কোন জাতীয় বুদাই * ?

১৩| ০১ লা জুন, ২০১৮ সকাল ১১:৩৯

অচেনা হৃদি বলেছেন: অর্থনীতিবিদের ১ম মন্তব্য মার্ক করছি ।

০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: গুড।

১৪| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১:১৫

কথার ফুলঝুরি! বলেছেন: ভাইয়া কি দামী একটা কথা বললেন, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। একদম ঠিক কথা। আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু সুশিক্ষিত হচ্ছি না, তাইতো আমাদের এই দশা।
১ নং পয়েন্ট টা বেশী ভালো বলছেন ভাইয়া, আমাদের সবার ই এমন ভাবে ভাবা উচিত তাহলে জীবনের কঠিন সময় গুলো পার করা সহজ হবে।
২ নং এর কথা ও সত্যি, আসলে আমাদের কেউ অপমান করেনা বা বেয়াদবি করেনা আমরা নিজেরাই অপমানিত হই।

০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৫| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

অলিভিয়া আভা বলেছেন: জিজ্ঞেস করলাম- গাছের প্রাণ আছে কে আবিষ্কার করেন? তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন- জগদীশচন্দ্র বসু। আমি তো জগদীশ চন্দ্র স্যারের কথাই জানতাম। এটা কি তাহলে ভুল ? !:#P

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: অস্থির হবেন না। শান্ত হোন।

১৬| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:১৫

মিরোরডডল বলেছেন: টাইটেলটাই সবচেয়ে ভালো লেগেছে
শিক্ষিত অনেকেই কিন্তু সুশিক্ষিত খুব কম লোকই হয়

০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

১৭| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:০৪

জ্ঞান পাগল বলেছেন: আমার দৃষ্টিভঙ্গিরই পরিবর্তন করে দিলেন ভাই অসাধারণ

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.