নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৫০

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩৫



১। এটি বর্তমানের সার্বিক দৃশ্যপট।
কেউ পরিশ্রমের মাধ্যমে নিজেকে পরিবিষ্ট করতে চাইলেও তার মূল্যায়ন কম থাকে বাহ্যিক ভাবে। একটি অফিসে একজন কর্মকর্তা ভালো হলে সে টিকে থাকতে পারে না। কারন, অন্য কর্মকর্তাদের কাছে সে দৃশ্যগত শত্রু হিসেবে বিবেচিত।

২। ভাবতে ভালো লাগে, এমন একদিন আসবে যেদিন আমাদের লাল সবুজ পতাকাটা বিদেশীদের বাড়ির ছাদে উঁড়বে।

৩। বাংলা সাহিত্যে আমার পড়া সবচেয়ে প্রিয় বইঃ দত্তা
আর বিশ্বসাহিত্যেঃ ফার্মার বয়- লরা ইঙ্গলস ওয়াইল্ডার এর লেখা।

৪। বিশ্বের ২২০ কোটি খ্রিষ্টান, ১৬০কোটি মুসলমান, ১০০ কোটি হিন্দু ও ৫০কোটি বৌদ্ধ । আপনি জানেন কি পৃথিবীতে ধর্মহীন মানুষের সংখ্যা ?? যারা কোন ধর্মই বিশ্বাস করে না তাদের সংখ্যা ১১০ কোটি । যা পৃথিবীর মোট জনসংখ্যার ১৬ শতাংশ । আপনিও কি তাদের একজন ?
ভেদাভেদ মুক্ত মানবজাতি ও পৃথিবীর প্রত্যাশা করি ।

৫।
মুভি Coco (2017), এনিমেশন, এডভেঞ্চার আর কমেডিতে ভরপুর।
এনিমেশন মুভি। কিশোর বালক কোকো চায় গান গাইতে। সে চায় কিংবদন্তী এক শিল্পীর মত সবাইকে মাতাতে। কিন্তু কোকোর দাদী এবং পরিবার গান সহ্য করতে পারে না। তারা চায় কোকোও তাদের মত মুচি হোক। কিন্তু কোকো গান গাইবেই। ঘটনাক্রমে সে পৌঁছে যায় মৃতদের দেশে। দেখা হয় তার পূর্বপুরুষদের সাথে। কোকো জানল এক অজানা সত্য। কি সেই সত্য? জানতে হলে মুভিটি দেখুন। ভালো লাগবে।

৬।
Without a Clue (1988)
কমেডী ধাঁচের র্শালক হোমস মুভি। ডাঃ ওয়াটসন হোমসের কাহিনী । কিন্তু এমনও তো হতে পারে রহস্যগুলো সত্যিকারভাবে ডাঃ ওয়াটসনই সমাধান করত। র্শালক হোমস কেবল একটি গল্পের প্রয়োজনের একটি চরিত্র মাত্র। র্শালক হোমসের খোলসের আড়াল থেকে নিজেকে প্রকাশ করতে চায় ওয়াটসন। ফলশ্রুতিতে র্শালক চলে যায় ঝগড়া করে। ওয়াটসন নিজেই যায় রহস্য সমাধান করতে। কিন্তু জনগনের মনে র্শালক হোমসের যে চরিত্র গড়ে উঠেছে তা ভাংগতে পারে না ওয়াটসন। তেমন একটা পাত্তাটাত্তা না পেয়ে আবার র্শালক হোমসকে ফিরিয়ে নিয়ে আসে ওয়াটসন। বাকীটুকু দেখতে মুভিটা দেখুন। দুই শক্তিমান অভিনেতা আছেন হোমস Michael Caine ও ওয়াটসনের (Ben Kingsley) চরিত্রে।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি আরো জানেন কি, প্রধান প্রধান ধর্মগুলোর উৎপত্তি এশিয়া মহাদেশে? এই অঞ্চলের মানুষ ধর্মে র উদ্ভাবক। আমাদের পাশের দেশ নেপালে গৌতম বৌদ্ধ বিশাল এক ধর্ম উদ্ভাবন করেন।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: ধর্ম ব্যাপারটা বড় গোলমেলে। খুবই কম বুঝি।
মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে কোনো ধর্ম না থাকলেই বুঝি ভালো হতো।

২| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৪১

করুণাধারা বলেছেন: আমাদের পতাকা বিদেশিদের বাড়ির ছাদে উঠবে, কেন? ঠিক বুঝতে পারলাম না।

এটা ঠিকই বলেছেন অনেকেই নিজের কাজে মর্যাদা পায় না, কেবল খেটেই যায়, এটা খুব দুঃখজনক।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: এই যে বিশ্ব কাল শুরু হচ্ছে- বাড়ির ছাদে বিন দেশীদের পতাকা। তাই বলেছে- আমাদের পতাকা বিদেশিদের বাড়ির ছাদে -----

৩| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পৃথিবীতে একটি মাত্র ধর্ম আর একটি মাত্র ভাষা থাকলে আমার মনে হয় খুব বেশী ভালো হতে পারত। হুজুর হয়তো বা রাগ করবেন কিন্তু এটাই আমার মনের কথা।

০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: আমারও মনের কথা।

৪| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৪০

ইব্‌রাহীম আই কে বলেছেন: ২/ জানিনা আমরা বেঁচে থেকে এমন দিন দেখে যেতে পারব কিনা! যেদিন আমার দেশের পতাকা নিয়ে অন্য দেশের মানুষ গর্ব করবে।

৩/ বাংলাসাহিত্যে পড়া বইয়ের মধ্যে এখনো ভাললাগার মত কোন বই পাইনি।
বিশ্বসাহিত্যের মধ্যেঃ শারলক হোমস চরিত্র এবং অরিজিন বইটা অনেক ভালো লেগেছে।

৪/ অরিজিন বইটা ধর্মে অবিশ্বাসী এক মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস (কিছু দৃষ্টিকোণ থেকে) স্থাপনের এক নিদর্শন বলা যেতে পারে।(আমার নিজস্ব মতামত।) এ বইটায় খুব সুন্দর করে অবিশ্বাসী দের চিন্তা চেতনা ফুতে উঠেছে।

৫/ সময় পেলে একটু the boss baby মুভিটা দেখবেন। animation type movie.

৬/ আমার ফেভারিট ক্যারেক্টার এর একটা মুভি তাহলে অতিসত্বর দেখতে পারব। ধন্যবাদ এই মুভিটার নাম উল্লেখ করার জন্য।

দাদা সময় করে আমরা রোজা রাখছি না উপোস থাকছি?! এই লেখাটা একটু পড়ার অনুরোধ রইলো।

০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: আপনাকে ধন্যবাদ পয়েন্ট ধরে ধরে মন্তব্য করেছেন।

৫| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:০১

ঢাবিয়ান বলেছেন: আপনার ছাদে কোন দেশের পতাকা উড়াইলেন? :D

০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: উড়াই না।
যদি উড়াই তাহলে আর্জেন্টিনার পতাকা উড়াবো।,

৬| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:২১

জোকস বলেছেন: আর্জেন্টিনা পতাকার সাথে একটা ব্রাজিল এর পতাকা উরাইলে কেমন হয়?

০১ লা জুন, ২০১৮ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: নো নিড।

৭| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:২৩

জাহিদ অনিক বলেছেন: Without a Clue দেখব, আগে দেখি নাই

০১ লা জুন, ২০১৮ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: দেখুন। দেখুন। ভালোমুভি ফুলো না দেখাটা অন্যায়।

৮| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৫৯

অলিভিয়া আভা বলেছেন: ভেদাভেদ মুক্ত মানবজাতি ও পৃথিবীর প্রত্যাশা করি । সত্যিই একদিন এমন পৃথীবির স্বপ্ন দেখি যেখানে কোন ভেদাভেদ থাকবে না। জানি এ স্বপ্ন পূর্ণ হবে না। :(

০১ লা জুন, ২০১৮ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: সহমত।

৯| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৫০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এক পোষ্ট্র নানান কিচিমের কাহিনী। পোষ্টের ছবি দেখে উহ আহ জাগল।

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে এলোমেলো পোষ্ট কিন্তু আমি ইচ্ছা করেই দেই।

১০| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:০৩

ব্লগার_প্রান্ত বলেছেন: লিংক দেন নাই =p~ নাকি আমি দিবো??

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: আপনিই দেন।

১১| ০২ রা জুন, ২০১৮ সকাল ৯:৫৯

শায়মা বলেছেন: আমাদের বাড়ির ছাদেই আমরা আমাদের পতাকা ওড়াবো! :)

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১২| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:১০

নীলপরি বলেছেন: তথ্য সমৃদ্ধ ডায়েরী । ভালো লাগলো ।

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী।

১৩| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:৪০

রোকনুজ্জামান খান বলেছেন: আমার নতুন গল্প
সময়ের প্র য়ো জ ন পর্ব ১
লিংক Click This Link
এক বার ঘুরে আসার বিনীত অনুরোধ রইল।
আপনাদের অনুপ্রেরনাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে ।

০২ রা জুন, ২০১৮ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.