নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কবিতার মতোন

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:০২



আমার যদি একটা বাধ্য কুকুর থাকতো
সারাক্ষণ থাকতো বসে পায়ের কাছে ঘেষে
লাথি দিলেও হেসে উঠবে চাটুকারের মতো
যা বলব মাথা নত করে মেনে নিবে সহসা
গুরু দেখে নিও হেঁটে পার হবো পদ্মা সেতু
ইরানের এক বিখ্যাত কবির কবিতা পড়ে
গতকাল সন্ধ্যায় লিখতে বসেছি এ কবিতা
চঞ্চল মনের সব ক'টা জানালা দিয়েছি খুলে
খোলা জানালা দিয়ে ঢুকে পড়লো নীলাঞ্জনা
বলল, Robert Frost পড়েছো তো বাবুই?
শীতের খুব সকালে একদিন নীলাঞ্জনার সাথে
কুয়াশা ভেঙ্গে ভেঙ্গে রিকশায় করে যাচ্ছিলাম
জীবনানন্দ আর রবীন্দ্রনাথ কতটূকু আর বুঝি
তবু পড়ে যেতাম দিনের পর দিন, মাস-বছর
ধীরে ধীরে মোমবাতি যেত নিবে অশ্রুধারায়
আজও বালিশের কাছে রেখে ঘুমাই গীতবিতান।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:০৯

সফেদ বিহঙ্গ বলেছেন: ভাই গল্প লিখেন তাই তো ভাল ছিল।কি দরকার কবিতা লেখার। :)

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: না, মানে- মাঝে মাঝে ইচ্ছা করে।
কেন ভালো হয় নি?

২| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:১১

অচেনা হৃদি বলেছেন: ওয়াও! এক কবিতায় কত সুগভীর আবেগ !

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৩| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:১৬

পবন সরকার বলেছেন: লিখতে লিখতেই লেখক কইতে কইতেই কথক। কবিতা লিখতে থাকেন একদিন পাকা কবি হব্নে।

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:১৯

সফেদ বিহঙ্গ বলেছেন: না না ভালোই হয়েছে চেষ্টা যখন করছেন সামনের দিনগুলোতে আরও সুন্দর কবিতা পাবো আপনার কাছ থেকে।

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: সামুতে কম করে হলেও আমার দেড় শ' কবিতা আছে তা জানেন?

৫| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:৩২

সফেদ বিহঙ্গ বলেছেন: দুঃখিত ভাই জানতাম না।না জানার জন্য প্রথেমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: আমিও একটু ভুল করেছি দেড় শ' না, আড়াই শ'র বেশি হবে।

৬| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৪১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: চমৎকার হলো চমৎকার হলো...........

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


ভাবুক মানুষ সব সময় কিছু একটা বলতে চান

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ওস্তাদ।

৮| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৫১

কাওসার চৌধুরী বলেছেন: রাজীব ভাইয়ের কবিতার প্রতিভার সাথে পরিচিত হলাম। ভাল লাগলো।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: আমার কবিতার কিছুই হয় না।
কিন্তু আমি আড্ডা না দিয়ে সেই সময় কবিতা নিয়ে ভেবেছি।

৯| ০৬ ই জুন, ২০১৮ রাত ১২:৩৫

অর্থনীতিবিদ বলেছেন: নীলাঞ্জনার সাথে আসলেই কোথাও গিয়েছিলেন নাকি?

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: গিয়েছিলাম।

১০| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৭:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ক‌বি ব‌লে‌ছেন, ক‌বিরা সব সময় সত্য ভ্রষ্ট হয়না।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: ঠিক।

১১| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৮:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এতো সহজ করে পারেন কিভাবে ?
ভালো লাগা রেখে গেলাম +++

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.