নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। একসাথে এত চড়ুই পাখি আমি আগে কখনও দেখিনি। সময় দুপুর দুইটা। কৃ্ষি বিশ্ববিদ্যালয়। কম করে হলেও ৪/৫ 'শ চড়ুই হবে। অল্প কয়েকটা ক্যামেরায় বন্ধী করতে পেরেছি।
২। হে আল্লাহ !
তুমি গোটা পৃথিবীর ছেলে মেয়েদেরকে বিবাহপূর্ব প্রেম-ভালোবাসা থেকে বিরত থাকার তাওফিক দাও।
৩। এক দেশে এক রাজকন্যা ছিল। সে ছিল ছোট আর সুন্দর এক মেয়ে। কিন্তু আজ রাজকন্যার ভারি মন খারাপ। কারন সামনে তার পরীক্ষা। কিন্তু তার ইচ্ছে হচ্ছে না পরীক্ষা দিতে। পাঠশালায় যেতে। সে বন্ধুদের সাথে এসেছে মাঠে বেড়াতে আর খেলতে। হঠাত সে দেখল এক প্রজাপতি তার পিছু নিয়েছে। যেদিকে সে যায় প্রজাপতি সেদিকেই যায়। আরে কি অপূর্ব সুন্দর প্রজাপতি!
রাজকন্যা থামল ,প্রজাপতি থামল। রাজকন্যা দাঁড়াতেই প্রজাপতি বলল,' তুমি আমার বন্ধু হবে।'
৪। আমাদের চারপাশের পরিস্থিতি সবসময় অনুকুল থাকবে না, তাই বলে নিজেকে পরিস্থিতির কাবু না করে- র্ধৈয্য, ভালবাসা এবং সহমর্মিতা নিয়ে পরিস্থিতিকে কাবু করতে হবে । সুখ সবসময় নিজেকেই তৈরি করে নিতে হয়
৫। মেয়েদের চার পাশে কোথাও একটা বর্ডার থাকা উচিত।
৬।
আমি আর সুরভি তখন প্রতি বছর বৃক্ষ মেলায় যেতাম। প্রতিটা দোকান ঘুরতাম। অসংখ্য ফুল আর ফলের গাছ।
২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: হা হা হা
২| ২৪ শে জুন, ২০১৮ রাত ১১:৫১
ভুয়া মফিজ বলেছেন: OMG, মন্তব্যে দেখি প্রথম হয়েছি.....কিছু খাইতে দিবেন নাকি!
২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন:
৩| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৭:২৯
সিগন্যাস বলেছেন: ২ নম্বরটার কারণ কি?
২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: বুঝেন না?
৪| ২৬ শে জুন, ২০১৮ রাত ২:৫১
নিশি মানব বলেছেন: "মেয়েদের চার পাশে একটা বর্ডার থাকা উচিৎ"
অপশ্যই। কিন্তু কয়জন মেয়ে এটা মানে?
বিশেষ করে বর্ডারে যখন অনুপ্রবেশ ঘটে।
২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: যে মেয়েরা মানবে না। তারা কাঁদবে।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৮ রাত ১১:৪৯
ভুয়া মফিজ বলেছেন: বৃষ্টিভেজা মানুষ দেখতে আমার ভালো লাগে.... আমারও!