নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৫৩

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:০১



১। একটা চাবুক হাতে নিয়ে রাস্তায় নেমে পড়বো একদিন, তারপর যেখানে যত অন্যায়কারী দেখব, সবাইকে চাবুক কষাবো এক ঘা করে !

২। আধুনিক মানুষের চিন্তার জগত থেকে এই ঈশ্বর নামের বিদঘুটে বিশ্বাসটিকে একেবারে ফিনাইল দিয়ে ধুয়ে মুছে পরিস্কার করে ফেলা উচিত? ঈশ্বর নামে এই ভূতটাই তো মানুষের প্রধানতম শত্রু !

৩। প্রত্যেক মানুষেরই একজন বেকুব বন্ধু থাকে ! আপনার যদি না থাকে, তাহলে বুঝে নিন আপনি নিজেই একটা বেকুব ।

৪। আমাদের অর্থনীতি কতটা শক্ত অবস্থানে আছে তা বোঝা যায় বেকারত্বের হার দেখে।

৫।
১৯৭১ সালের একটি ছবি। রাজীবপুরের চরাঞ্চলে বেঙ্গল রেজিমেন্টের একদল যোদ্ধা অগ্রসর হচ্ছে পাকিস্তানীদের শক্র ঘাটি বাহাদুরবাদের দিকে। রাতেই আক্রমণ করা হবে। দলটির অধিনায়ক ছিলেন মেজর শাফায়াত জামিল (বীর বিক্রম)।
ছবিটি তুলেছেন সাংবাদিক হারুন হাবীব।

৬। সেলুকাস! কী বিচিত্র এই দেশ!

অভিধানে সেলুকাসের কোন অর্থ নেই। এই শব্দটা অদ্ভুত, বিচিত্র প্রভৃতি অর্থ প্রকাশে ব্যবহৃত হয়।
সেলুকাস (Seleucus) ছিলেন একজন গ্রীক বীর যোদ্ধা, আলেকজান্ডারের সেনাপতি, এবং আলেকজান্ডারের মৃত্যুর পর সফল শাসক।

গাড়ি মোড় নেয়ার সময় ট্রাফিক আইল্যান্ড ঘুরে যেতে হবে জেনেও কেউ কেউ দ্রুত যাওয়ার জন্য নিয়ম ভঙ্গ করে- তখন হতাশা প্রকাশে কেউ বলে থাকে সেলুকাস!

৭। কিছু মানুষের কর্মকাণ্ড দেখলে- চিৎকার করে বলতে ইচ্ছে করে- মানুষ তুমি এত খারাপ কেন?
আকাশের দিকে তাকালে বলতে ইচ্ছে করে- মানুষ তুমি এত খারাপ কেন?
রাস্তার ফুটপাত ধরে হাটলে বলতে ইচ্ছে করে- মানুষ তুমি এত খারাপ কেন?

মন্তব্য ৫০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৬

সনেট কবি বলেছেন: প্রথমটা বেশ লাগল।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া চাচা।

২| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালের ছবিটা মন ভালো করেছে!
তবে, পানি হয়ে শত্রুর দিকে যাওয়া ভয়ংকর অবস্হা; নিশ্চয় উনারা জানতেন যে, পাকীরা কাছে কিনারে নেই।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩০

সিগন্যাস বলেছেন: রাজীব ভাই আপনার এখন যা দরকার সেটা হচ্ছে আলাদীনের চেরাগ।যেহেতু চেরাগ পাওয়া সম্ভব না তাই রসুলপুর যাওয়া ছাড়া আর কোন রাস্তা নাই

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: রসুল পুরে খালি হাতে যাওয়া ঠিক হবে না।

৪| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩১

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সংগ্রহ ১৯৭১ এর ছবিটা!
আর সত্যি'ই মানুষ প্রায়শই বেশ খারাপ,কারোকারো কাছে আমিও ।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: হুম, সব মানুষ সবার কাছে ভালো হয় না।
এটা জগতের নিয়মের মধ্যেই পড়ে।

৫| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৭

লাবণ্য ২ বলেছেন: চমৎকার!

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৯

গরল বলেছেন: মুক্তিযুদ্ধের ছবিটা দেখে মনে পড়ে গেল আমার বাবার রাইফেল হাতে মুক্তিযুদ্ধের একটা ছবি ছিল, যা ছোটবেলায় দেখতাম। পরে কোথায় যে হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে মনে পড়ছে না। এখন খুব আফসোস হচ্ছে ছবিটার জন্য।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: ছবিটার খুব যত্ন নেওয়া উচিত ছিল।
ছবিটা ভালো করে খুঁজে দেখুন পান কিনা?

৭| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

খালেদা শাম্মী বলেছেন: দারুণ!

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৮| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সব মানুষ নয়, কিছু মানুষ আস‌লেই খুব খারাপ। ভা‌লো মানুষ থাক‌তে চাই।

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: নিজের স্বার্থে দেশের স্বার্থে আমাদের ভালো মানুষ হতে হবে।

৯| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০১

স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগল।

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

১০| ২৫ শে জুন, ২০১৮ রাত ৮:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২। আপনি নাস্তিক না হলে এসব কথা কেন লিখেন? আবার অন্য পোস্টে মাঝে মাঝে আল্লাহর কাছে প্রার্থনাও করেন!...

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: চোখ নেই বলে দেখতে পান না শুভংকরের ফাঁকি।

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: চোখ নেই বলে দেখতে পান না শুভংকরের ফাঁকি।

১১| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:৪০

ভুয়া মফিজ বলেছেন: ১. ইন্ডিয়ানা জোনস!? =p~
২. দুইদিন আগে আল্লাহ-র কাছে গাজীভাই এর জন্য প্রার্থনা, আজ এই কথা? :(
৩. আমার একজন আছে, এই ব্লগেই। :)
৪. সাবধান, দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে! ;)

মন ঠিক করেন। কখন কি বলেন মনে থাকে না।

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: আমি সব সময় প্রভুকে বলি- আমাকে শান্ত রাখো। আমার অস্থিরতা দূর করো।

১২| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:৫১

ফয়সাল হাওড়ী বলেছেন: আমার কোন বেকুব বন্ধু নাই। আমার মনে হয় আমার সব বন্ধুই আমার চেয়ে বুদ্ধিমান । তবে কি আমি .....হা হা হা

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: নো নেভার। আপনি বেকুব নন।
একজন ব্লগার কখনও বেকুব হতে পারে না।

১৩| ২৫ শে জুন, ২০১৮ রাত ১০:২৯

বনসাই বলেছেন: ১ম ছবিটি কি জিন্দা পার্কে তোলা?

২. যতি চিহ্ন ব্যবহারে সচেতন হোন, কি বলতে চান স্পষ্ট হলো না। আপনি বেশ চতুর; বোকা বেশ ধরে বেশ আছেন ব্লগে।

৬. যত দূর জানা যায় এ দেশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে আলেকজান্ডার সেলুকাসকে ইতিবাচক অর্থে এ কথাটি বলেছিলেন।

আজ আমরা নেতিবাচক অর্থে ব্যবহার করেই উৎফুল্ল হই।

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: ১। ইয়েস।
২। বোকা বেশ ধরে থাকব কেন? আমার লাভটা কি? মনে প্রানে আমি চতুর হতে চাই। ঠকতে আর ভালো লাগে না।
৬। হতে পারে।

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: ১। ইয়েস।
২। বোকা বেশ ধরে থাকব কেন? আমার লাভটা কি? মনে প্রানে আমি চতুর হতে চাই। ঠকতে আর ভালো লাগে না।
৬। হতে পারে।

১৪| ২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৩৪

শৈবাল আহম্মেদ বলেছেন: ৭। নংঃ- মানুষের কর্মকান্ড খারাপ হলে মানুষের দোষ হবে কেন। মানুষকে তো সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন-তার ইচ্ছা বা মনমতো। আপনি একটা সফটওয়্যার তৈরী করেছেন-সেটা যেমন বা যেভাবে কাজ করবে তার জন্য কি উন্মাদের মত সফটওয়্যারকে দাবী করবেন! এসব কথা একজন অন্ধ ও কানা মানুষও বোঝে-অথচ কিছু আবালের অন্তরে এমনভাবে মোহর মারা আছে বা সেট হয়ে গেছে তারা আর কোন কিছুই বুঝতে চাইনা। তারা শুধু জানে তাল গাছ আমার। আমি দেখেছি এই প্রকৃত্বির লোককে বোঝানো আর কলাগাছের অ,আ পড়ানো সমান। এরা পদে পদে করে পাপ আবার ধর্মের আশ্রয় নিয়ে বেচে থাকতে চায়। অর্থাত এরাই ধর্মকে ডোবাচ্ছে-কিন্তু প্রচন্ড অজ্ঞতা ও আবেগের কারনে বলতে চায় আমরাই ধর্মের লোক। আমার মনে হয়-বংশগতভাবে ধর্মের লোক হিসাব করা সঠিক নয়। কে কে ধর্মে চান্সপাবে বা পাশ করবে তারজন্য এম সি কিউ পরীক্ষার দরকার। তাহেল বোঝা যাবে কে কতটা ধার্মিক। আমার মনে হয় এ ক্ষেত্রে বাংলাদেশে ইসলাম ধর্মে পাশ করবে লাখে ১ জন। ধন্যবাদ-নুর ভাই

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: শৈবাল ভাই এত রেগে যাচ্ছেন কেন?
শান্ত হোক।
ভালোবাসা নিরন্তর।

১৫| ২৬ শে জুন, ২০১৮ ভোর ৪:২১

কাওসার চৌধুরী বলেছেন: (১) একে ৪৭ এর সাথে চাবুক!!
(২) নো কমেন্ট!!!
(৩) কথাটি যথাযথ সত্য। সেরা উক্তি।
(৪) ভাবতে হবে কথাটি নিয়ে; কথায় যুক্তি আছে।
(৫) দুর্লভ ছবি।
(৬) ইহা একটি সত্য কথা।
(৭) কারণ, তিনি এ বঙ্গে জন্ম নেওয়া একটি প্রাণি।

বরাবরের মত চমৎকার কিছু বিষয় তুলে ধরেছেন রাজীব ভাই। ভাল লাগলো।

২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

১৬| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

মোঃ খুরশীদ আলম বলেছেন: মানুষের সব দোষ থাকেনা, কিছু কিছু ভালও থাকে। এই যেমন - আপনি খুব ভাল লেখেন।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: হা হা হা

১৭| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৪

টারজান০০০০৭ বলেছেন: সবগুলোই মিথ্যা বটে , তবে দুই নম্বরটা বোধহয় কালো মিথ্যা !

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: হে হে হে

১৮| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১:১৯

আখেনাটেন বলেছেন: আমার কেন জানি মনে হয় ব্লগার রাজীব নূরের নিজেরও কোনো বেকুব বন্ধু নেই। তাইলে... :P

আবার ব্লগে আপনার নানারকম চালাকি ও পরস্পরবিরোধী কথাগুলোতে আপনাকে উপরের বাক্যে স্বত:সিদ্ধ করাও মুশকিল। :D

সাঁওতালদের কাদার ভিতরে বাইম মাছ ধরার কথা মনে পড়ে যাচ্ছে। ধরতে গেলেই পিছলে যাচ্ছে...। ;)

লিখতে থাকুন সকাল বিকাল। অামরাও আপনার পাশে আছি। ব্লগার রাজীব নূর জিন্দাবাদ।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

১৯| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৪

তারেক ফাহিম বলেছেন: ছবিটি ভালো লাগলো।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: ছবি দু'টা। আপনি কোন ছবির কথা বলচজেন।

২০| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দ্বিতীয় কথাটির সাথে তীব্রভাবে দ্বিমত পোষণ করছি।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: দুঃখিত।

২১| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৪১

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২২| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই, জগতে ভাল মানুষের সংখ্যাও কম নয়।
তবে খুজে নিতে হয়।
শুভকামনা নিরন্তর............

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: এখন থেকে ভালো মানুষ খুঁজে বেড়াবো।

২৩| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৩

কাছের-মানুষ বলেছেন: পোষ্টে আপনার অনেক অনুভুতির কথা উঠে এসেছে। দেশ নিয়ে আপনার পর্যবেক্ষন কিছু পয়েন্টে সঠিক।

আমার মনে হয় কিছু নিয়ে কিছুটা হতাশায় ভুগছেন আপনি, দ্বিতীয় পয়েন্টে এবং শেষের পয়েন্টে মানুষ নিয়ে আপনার পর্যবেক্ষনে তেমনটাই মনে হচ্ছে!!

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: আপনি সঠিক কথাই বলেছেন।

২৪| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৬

তারেক ফাহিম বলেছেন: ৭১'র এর দুর্লভ ছবিটি।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.