নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রঙ্গিন চশমা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১



জলিল সাহেব গাড়ি কিনেছেন। গাড়ির দাম পড়েছে দশ লাখ টাকা। বারো হাজার টাকা বেতন দিয়ে ড্রাইভার রেখেছেন। অসৎ টাকায় গাড়ি কেনা হয়নি। জলিল সাহেব একজন সৎ মানুষ। তের বছর টাকা জমিয়ে গাড়ি কিনেছেন। তার ছেলে-মেয়েদের গাড়ির খুব শখ। গাড়িটি ব্যাবহার করেন তার ছেলে-মেয়েরা। তিনি রিকশা এবং বাসে'ই যাতায়াত করেন। সেদিন ছুটির দিনে তিনি কি মনে করে যেন গাড়ি নিয়ে বের হলেন। যাবেন মিরপুর তার ছোট বোনের বাসায়। তার গাড়ি কাওরান বাজার এসে জ্যামে পড়লো। ড্রাইভার এসি ছেড়ে দিয়েছে- আরামে তার ঘুম এসে যাচ্ছিল। গাড়িতে রেডিও চলছিল।
হঠাত জলিল সাহেব জানালা দিয়ে তাকিয়ে দেখলেন- তার গাড়ির পাশে একটা লোকাল বাসে অনেক মানুষজন বানরের মতো ঝুলে আছে। বাসের দিকে তাকিয়ে জলিল সাহেবের লজ্জা করতে লাগল। তিনি সারা জীবন এরকম বাসে ঝুলে ঝুলে গন্তব্যে গিয়েছেন। '৬' নম্বর বাস গুলোতে খুব ভীড় হয়, ঠিকভাবে পা'ও রাখা যায় না। গরমে সারা শরীর ভিজে যায়। একটুও নড়া-চড়া করা যায় না। জলিল সাহেবের মনে হচ্ছে যেন, বাসের ভেতরে দাঁড়িয়ে থাকা মানুষ গুলো এক আকাশ ঘৃণা নিয়ে তার দিকে তাকিয়ে আছেন। জলিল সাহেব বিবেকের তাড়নায় গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলেন মিরপুরের দিকে। এবং তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন- আর কোনো দিন গাড়িতে উঠবেন না।

মোবারক সাহেব নতুন একটি গাড়ি কিনেছেন। দাম পড়েছে বাইশ লাখ টাকা। তার আরও দু'টি গাড়ি আছে। দু'টি গাড়ির মধ্যে একটি তার স্ত্রীর এবং একটি তার ছেলের। প্রত্যেকটা ড্রাইভারকে বেতন দেওয়া হয় বারো হাজার টাকা করে। মোবারক সাহেব মিরপুরে একটি গার্মেন্টস দিয়েছেন। সপ্তাহে একদিন সেখানে বসেন। মোবারক সাহেব তার বাপ-দাদার ব্যবসা নিজ বুদ্ধি দিয়ে সাত গুন বাড়িয়েছেন।
তার গাড়ি সিগ্যানালে পড়েছে। তিনি সব সময় জানালা বন্ধ করে রাখেন। জানালা খোলা থাকলেই ভিক্ষুক এবং নানান ধরনের হকার'রা হাত ঢুকিয়ে দেয়। এটা তিনি একেবারেই সহ্য করতে পারেন না। তখন তার ইচ্ছা করে এদের হাত গুলো ভেঙ্গে দিতে।
মোবারক সাহেব তার গাড়ির কালো কাঁচের জানালা দিয়ে দেখতে পেলেন একটা বাসে অনেক গুলো লোক যাতাযাতি করে বানরের মত ঝুলে আছে। মোবারক সাহেবের হঠাত খুব রাগ হলো। তার ইচ্ছা করলো- প্রেট্রোল দিয়ে বাসে আগুন ধরিয়ে দিতে। সব গুলো ঝুলে থাকা বানর আগুনে পুড়ে মরুক। তিনি গরীব মানুষদের একেবারেই সহ্য করতে পারেন না। এই জন্য তিনি আজকাল জানালার দিকে তাকান না। গাড়িতে সব সময় ম্যাগাজিন এবং একটা ইংরেজী পত্রিকা রাখেন। পত্রিকা নড়াচড়া করেন অথবা মোবাইলে গেমস খেলেন।

আজমল সাহেব একজন সরকারী কর্মকর্তা। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। গাড়ির দাম পড়েছে বিয়াল্লিশ লাখ টাকা। তার আরও তিনটা গাড়ি আছে। সেগুলো তার পরিবারের অন্য সদস্যরা ব্যবহার করে। আজমল সাহেব তার ড্রাইভারকে বেশী টাকা বেতন দিতে কখনও কার্পণ্য করেন না। আজ আজমল সাহেব যাচ্ছেন মিরপুর। তিন সপ্তাহে একদিন মিস চাঁদনী নামে একটি মেয়ের কাছে যান যৌনসুখ ভোগ করতে। মেয়েটিকে তিনি প্রতিমাসে মোটা অংকের টাকা দেন। চাঁদনীর একটি চার বছরের ছেলে আছে। স্বামী থাকে বিদেশে। চাঁদনী ছাড়াও আজমল সাহেব আরও তিনজন নারীর কাছে নিয়মিত যান।
আজমল সাহেবের গাড়ি কাওরান বাজার এসে সিগ্যানালে পরেছে। তিনি জানালা দিয়ে দেখলেন- একটা বাসে অনেক গুলো লোক ঝুলে আছে। ঝুলে থাকা মানুষ গুলোকে দেখে আজমল সাহেব অনেক আনন্দ পেলেন। দরিদ্র মানুষদের দেখে তিনি অনেক আনন্দ পান। বাসে যাতাযাতি করে দাঁড়িয়ে থাকা মানুষ গুলোর দিকে তাকিয়ে আজমল সাহেব মিটমিট করে হাসেন এবং মনে মনে অকথ্য ভাষায় গালাগালি করেন। এবং বাসের লোকজনদের দিকে তাকিয়ে কখনো কখনো ভিক্ষুক এবং হকারদের ধমক দেন, এই গাড়িতে হাত দিবি না। দাগ পড়ে যাবে।
আজমল সাহেব দুর্নীতি করে অনেক টাকার মালিক হয়েছেন। সরকারী দলের অনেক নেতা তাকে তোষামদ করেন। আজমল সাহেবের অনেক দিনের ইচ্ছা ধনী এবং গরীবদের জন্য আলাদা রাস্তা করা হোক। যেন এসি গাড়িতে বসে ঝুলে থাকা বানরদের না দেখতে হয়।

(গল্পটি পাঁচ বছর আগের লেখা। আমার গল্প গ্রন্থ ''টুকরো টুকরো সাদা মিথ্যা'' বইয়ে প্রকাশিত হয়েছে। অবশ্য বইয়ে ছাপানোর আগে বেশ কাটাছেড়া করা হয়েছে। কিছু যোগ করেছি, কিছু বাদ দিয়েছি।)

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

সূচরিতা সেন বলেছেন: ভালো লাগল আপনার গল্পটা ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

সৈয়দ ইসলাম বলেছেন: হ্যা, কিছুদিনের মধ্যেই আজমল সাহেবের ইচ্ছা পূর্ণ হবে। এই দেশে আজমল সাহেবদের ইচ্ছাগুলোই বেশি প্রধান্য পায় এবং বাস্তব হয়ে ওঠে।

গল্প সমাজের কথা বললো ভাই, অনেক ভাল লাগলো।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যাব্দ। শুকরিয়া।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

ভুয়া মফিজ বলেছেন: ছবির গাড়ীটা সুন্দর। এটা কি আপনার গাড়ীর ছবি? :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: আমার গাড়ি নেই।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ। আসলেই তো। বড় লো‌কেরা গরীব মানুষ দেখ‌তে পারে না।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ১ বছরে কি পরিমাণ গাড়ী আমদানী করা যাবে, উহার পরিমাণ নির্ধারণ করে দেয়া দরকার।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে গত সাত বছরে যে পরিমান গাড়ি বিক্রি হয়েছে-- তা গত ১৪ বছরের বিক্রি হয় নাই।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে সর্বাধিক কত মুল্যের গাড়ী আমদানী করা যাবে, উহার নির্ধারণ করে দেয়া দরকার।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: যারা নিরধারন করবে তারাই তো গাড়ি কিনে।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

মাহমুদুর রহমান বলেছেন: ভালো বলেছেন,ভাই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

শাহরিয়ার কবীর বলেছেন: গল্পটি পড়ে ভাল লাগল।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ কবীর ভাই।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

ভুয়া মফিজ বলেছেন: আমার গাড়ি নেই।
ওকে, গাড়ী নাই। থাকলে উপরের কোন ক্যাটাগরীতে পরতেন?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: প্রথম টা। জলিল সাহেব।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

তারেক_মাহমুদ বলেছেন: আমি যদি কখনো গাড়ি কিনি তবে উপরের ক্যাটাগরিতেই পড়বো, লোকাল বাসে চড়ে যেহেতু অভ্যস্ত।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: লোকাল বাসে চড়তে চড়তে আর ভালো লাগে না। ইচ্ছা করে একটা গাড়ি কিনেই ফেলি।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

কথার ফুলঝুরি! বলেছেন: মতিনের গাড়িটি কারওয়ান বাজার এসে জ্যামে আটকা পড়েছে । পাশের লোকাল গাড়িতে বাঁদরের মত ঝুলতে থাকা মানুষগুলোকে দেখে মতিনের মনে হল, এইতো ১০ দিন আগেও সে এমন করে বাসে যাতায়াত করেছে । সে গাড়িতে বসে বসে একটু ভাব নেওয়ার চেষ্টা করছে । পাশে সদ্য বিবাহিত স্ত্রী । হঠাৎ করেই বেখেয়ালিতে একজন বৃদ্ধ রিকশাযাত্রীর পানের চিপি এসে পড়লো গাড়িতে আর ওমনি তাঁর বউ গাড়ি থেকে নেমে ভদ্রলোকের সাথে চিল্লাচিল্লি ও দূর-ব্যবহার করতে লাগলো । মতিন বউকে বোঝানোর চেষ্টা করলো যে ওইটা গাড়ি ধুয়ে দিলেই তো চলে যাবে চিল্লাচিল্লি যেন না করে। বউ তাকে বলে উঠলো, তুমি কি বুঝবা, তুমি কি কখনো গাড়িতে চড়েছো আগে ?
ওমনি মতিনের মুখখানি কালো হয়ে গেল, সে মনে মনে ভাবলো এমন গাড়িতে চড়ার চাইতে ওইভাবে বাঁদরের মত ঝুলে ঝুলে বাসে ভ্রমন করা অনেক ভালো ।
গাড়িটি মতিন বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে পেয়েছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

মানুষ বলেছেন: আমার গাড়ি নাই :(

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: গাড়ি নাই। কিনবেন।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

বলেছেন: চমৎকার লেখা, অনেক ভালো---আপনি সমাজের বৈষম্যকে তুলে ধরেছেন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ''ল''।
ভালো থাকুন।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেকদিন পর গুছানো একটা লেখা। গল্পটা ভালো হয়েছে...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তালগাছ।

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পৃথিবীর খুব সুন্দর একটি ব্যাপার হচ্ছে জীবনের কোন দুঃখই চিরস্থায়ী না

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহারে গরীব বলেই প্রেম করতে হয়না। :(

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: হা হা হা

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপ‌নি খুব সুন্দর লি‌খেন। শুভ কামনা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই।

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

নীল আকাশ বলেছেন: কথার ফুলঝুরি! বলেছেন: মতিনের গাড়িটি কারওয়ান বাজার এসে জ্যামে আটকা পড়েছে । পাশের লোকাল গাড়িতে বাঁদরের মত ঝুলতে থাকা মানুষগুলোকে দেখে মতিনের মনে হল, এইতো ১০ দিন আগেও সে এমন করে বাসে যাতায়াত করেছে । সে গাড়িতে বসে বসে একটু ভাব নেওয়ার চেষ্টা করছে । পাশে সদ্য বিবাহিত স্ত্রী । হঠাৎ করেই বেখেয়ালিতে একজন বৃদ্ধ রিকশাযাত্রীর পানের চিপি এসে পড়লো গাড়িতে আর ওমনি তাঁর বউ গাড়ি থেকে নেমে ভদ্রলোকের সাথে চিল্লাচিল্লি ও দূর-ব্যবহার করতে লাগলো । মতিন বউকে বোঝানোর চেষ্টা করলো যে ওইটা গাড়ি ধুয়ে দিলেই তো চলে যাবে চিল্লাচিল্লি যেন না করে। বউ তাকে বলে উঠলো, তুমি কি বুঝবা, তুমি কি কখনো গাড়িতে চড়েছো আগে ?
ওমনি মতিনের মুখখানি কালো হয়ে গেল, সে মনে মনে ভাবলো এমন গাড়িতে চড়ার চাইতে ওইভাবে বাঁদরের মত ঝুলে ঝুলে বাসে ভ্রমন করা অনেক ভালো ।
গাড়িটি মতিন বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে পেয়েছে

- The Best One!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: সহমত।

১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

মায়ের ভালবাসা বলেছেন: সুন্দর হয়েছে ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: আজমল সাহেবের মতো চোররাই এদেশ চালায়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমার পছন্দ হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.