নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৬১

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১১



১। উপমহাদেশের কালজয়ী লোকসঙ্গীত শিল্পী আবদুল আলীমের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ। মাত্র তেরো বছর বয়সে ১৯৪৩ সালে তাঁর গানের প্রথম রেকর্ড হয়।পরবর্তীকালে তিনি কলকাতায় যান এবং সেখানে আব্বাসউদ্দিন ও কাজী নজরুল ইসলামের সাথে সংশ্লিষ্ট হয়ে গান করেছেন। দেশ বিভাগের পরে আব্দুল আলীম ঢাকায় চলে আসেন এবং রেডিওতে স্টাফ আর্টিস্ট হিসেবে গান গাইতে শুরু করেন।বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ সহ বিভিন্ন বাংলা চলচ্চিত্রে আব্দুল আলীম গান করেছেন।পেশাগত জীবনে আবদুল আলীম ছিলেন ঢাকা সঙ্গীত কলেজের লোকগীতি বিভাগের অধ্যাপক।
আব্দুল আলীম বেশ কয়েকটি জাতীয় পুরস্কার পেয়েছেন; এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একুশে পদক, পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার।
তাঁর কিছু অবিস্মরণীয় গান হলো: নাইয়া রে নায়ের বাদাম তুইলা; সর্বনাশা পদ্মা নদী; হলুদিয়া পাখী; মেঘনার কূলে ঘর বাঁধিলাম; এই যে দুনিয়া; দোল দোল দুলনি; দুয়ারে আইসাছে পালকি; কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ; মনে বড় আশা ছিল যাবো মদীনায় ইত্যাদি।মরমী শিল্পী আব্দুল আলীমের মৃত্যু দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি।

২। চটপটে বাকপটু নারীদের পুরুষরা বেশি পছন্দ করে। নরম স্বভাবের নারীদের পুরুষরা কম পছন্দ করে। তবে অবাক করা বিষয় হচ্ছে জীবন সঙ্গী হিসেবে বেশিরভাগ পুরুষ আসলে লাজুক মেয়েদেরই বেশি পছন্দ করে।

৩। একটা মজার ব্যপার কি খেয়াল করেছেন? মানুষ ব্রেইনের নাম দিয়েছে ‘ব্রেইন‘। একটু টেকনিক্যালি খেয়াল করেন, ব্রেইন কিন্তু নিজেই নিজের নামকরণ করেছে।

৪। তিনি জেনিকে বিয়ে করেন। লেখার কারনে জার্মানি থেকে বিতাড়িত হবার পর প্যারিসে যান। সেখান থেকে লেখার কারনে বিতাড়িত হবার পর লন্ডন আসেন। এই লন্ডনে তিনি ছিলেন ৩০ বছর। তখন তাঁর সন্তান ছিল ৬ সন্তান। কাজের মেয়ের গর্ভেও জন্ম নিয়েছিল তাঁর এক সন্তান। খুব মানবেতর জীবন কাটিয়েছেন তিনি। অতি দারিদ্রতায়, অপুষ্টিতে তাঁর ৪ সন্তান এবং স্ত্রী মারা যায়। এরপর তিনি আক্ষেপ করে বলেন, আপনারা জানেন যে, আমি আমার জীবন বিপ্লবী কাজে উৎসর্গ করেছি। আমাকে যদি আমার জীবনটা আবার ফিরিয়ে দেয়া হয়, তবে আমি যা করেছি তাই করতাম, তবে বিয়ে করতাম না!

বলুন, আমি কার কথা বলছি? আমি একটু সহজ করে দিচ্ছি- ১৮৮৩ সালের ১৪ই মার্চ তাঁর মৃত্যু হয়।

৫। কীর্তনখোলা নদী।
আমি আর সুরভি নৌকায় করে যাচ্ছি। নদী শান্ত। ঠান্ডা বাতাস। বাতাসে সুরভি'র শাড়ির আঁচল উড়ছে। মাঝি আপন মনে নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছে। সুন্দর বিকেল।

আমাদের নৌকাটা যাচ্ছে নাম না জানা একটা গ্রামের পাশ দিয়ে। ছোট ছেলে-মেয়েরা নদীতে লাফা-লাফি করছে। একলোক তার মহিষকে গোছল করাচ্ছে।

হঠাত মুহূর্তের মধ্যে আকাশ ভরা মেঘ দেখা দিল। চারপাশ গাঢ় অন্ধকার হয়ে গেল। মাঝির মুখে আতঙ্ক। বলল, তুফান আইতাছে। প্রচন্ড ঝড় শুরু হলো।

আমরা দু'জন জানি না সাঁতার। আমি সুরভি'র হাত ধরলাম। আর কি আশ্চর্য, বিশাল এক ঢেউ এসে আমাদের নৌকাটা উলটে দিল। আমরা পানিতে তলিয়ে যাচ্ছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে।

ঠিক তখন আমার ঘুম ভাঙল। দেখি, ঘুমের মধ্যে সুরভি আমার হাত ধরে রেখেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর সাড়ে চারটা। সুরভি'কে ঘরে রেখে আমি ছাদে গেলাম। অনেকদিন ভোরের আকাশ দেখি না।

মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মিথ্যেই মানুষ ডোবায়।






আপনি কেমন আছেন?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: সেটা কালো মিথ্যা।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ৪ নং এর উত্তর জানি না, উত্তরের অপেক্ষায় রইলাম।
ঝড় শুরু হল- এইটুকু ছাড়া বাকি স্বপ্নটা বেশ রোমান্টিক ছিল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জাকির ভাই।
৪ নং এর জন্য অপেক্ষা করুন।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: মরমী শিল্পী আব্দুল আলীমের জন্য অজস্র শ্রদ্ধা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

জাহিদ অনিক বলেছেন:



৩ নম্বরটা ভালো লাগলো রাজীব নুর ভাই

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: ছবি বদলিয়েছেন।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

সাইন বোর্ড বলেছেন: অনেকগুলো খন্ড খন্ড অনুভব, শেষে অাবার নিজেই গল্পের মূল ক্যারেক্টার....বেশ ভাল লাগল ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: আউলা ঝাউলা টাইপ পোষ্ট।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


৪ নং, কার্ল মার্কস

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: সিউর??

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


আবদুল আলীম ছিলেন গানের রাজা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: আপনার এই সিরিজটা এই প্রথম পড়েছি, ভালো লাগলো লেখার টপিকগুলো।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ইবরাহীম ভাই।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

রাকু হাসান বলেছেন: ২ নম্বর টপিক- আমি অনেক কে দেখছি এমন টা করতে । বাস্তবতা অনেক । আপনার জীবনবোধ দারুণ ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রাকু ভাই।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমে প্রবাদপ্রতিম শিল্পীকে জানাই শ্রদ্ধাঞ্জলী । ২, ৩ নিয়ে নো কমেন্টস। ৫ নং আমার ভাই ও পরিবারকে জানাই শুভ কামনা ।

আর ৪ এর জন্য রইল, নূর ভায়ের উপস্থাপনা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: 韓國瑜:「真的要燒,也要燒最好的煤」。

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: সরি, আমি বাংলাতে গান গাই....

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: অন্য ভাষা দিয়ে মন্তব্য করে দেখলাম কেমন লাগে।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

জাহিদ অনিক বলেছেন:
লেখক বলেছেন: ছবি বদলিয়েছেন।



হ্যাঁ :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: গুড।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

নাজিম সৌরভ বলেছেন: সস্ত্রীক নৌকাতে উঠেই ঝড়ের মুখে পইড়া গেলেন। টাইটানিকে উঠলে না জানি কি ঘটত, ভাই, এরপরে স্বপ্নে হোক আর বাস্তবে হোক, জলযানে উঠতে একা উঠিয়েন। ;)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

সৈয়দ ইসলাম বলেছেন: তিনি জেনিকে বিয়ে করেন। লেখার কারনে জার্মানি থেকে বিতাড়িত হবার পর প্যারিসে যান। সেখান থেকে লেখার কারনে বিতাড়িত হবার পর লন্ডন আসেন। এই লন্ডনে তিনি ছিলেন ৩০ বছর। তখন তাঁর সন্তান ছিল ৬ সন্তান। কাজের মেয়ের গর্ভেও জন্ম নিয়েছিল তাঁর এক সন্তান। খুব মানবেতর জীবন কাটিয়েছেন তিনি। অতি দারিদ্রতায়, অপুষ্টিতে তাঁর ৪ সন্তান এবং স্ত্রী মারা যায়। এরপর তিনি আক্ষেপ করে বলেন, আপনারা জানেন যে, আমি আমার জীবন বিপ্লবী কাজে উৎসর্গ করেছি। আমাকে যদি আমার জীবনটা আবার ফিরিয়ে দেয়া হয়, তবে আমি যা করেছি তাই করতাম, তবে বিয়ে করতাম না! ____কার্ল মার্কস আহ! বেচারা অভাবের জন্য শান্তিমত বাঁচিতেও পারলো না। বন্ধুর কাছে তো প্রতিদিন তাকে ঋণের জন্য দৌড়তে হত। কিন্তু ঋণ পরিশোধ করতে পেরেছেন কিনা আমার জানা নেই! আপনের জানা থাকলে জানাইয়েন।

কার্ল মার্কসের মত পোস্ট করছেন দেখছি!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: না আমি জানি না।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: কার্ল মার্কসের জীবনী মাঝেমাঝে আমাকে ভাবায়। একজন মানুষ পৃথিবীর নিপীড়িত মানুষদের নিয়ে এতো ভেবেছেন যে নিজের আশেপাশের মানুষগুলোকে নিয়ে ভাবেন নি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: তবু তার জীবনী আমাদের সবার পড়া উচিত।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

বলেছেন: চমৎকার লেখা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

বার্ণিক বলেছেন: সাদা মিথ্যা কথার হদিস পেলাম না।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন পাবেন।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩

মাহমুদুর রহমান বলেছেন: তিনি নিশ্চিত কার্ল মার্কস।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৪

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

নতুন নকিব বলেছেন:



ভাল লিখেছেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নকিব ভাই।

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

সায়ন্তন রফিক বলেছেন: ভালো।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০২

মিথী_মারজান বলেছেন: ৩ নং ভাবনাটা তো চমৎকার!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

তারেক ফাহিম বলেছেন: ভোরের আকশের বর্ণনাতো দিলেননা।

৪ নাম্বারটির উত্তর খুঁজছি।

বলবেন আশা করি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: বর্ণনা নিজের মনের মতোন করে নিবেন।
৪ নং খুঁজতে থাকুন।

২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভালো !!
ভিন্ন স্বাদের লেখা
একই পাত্রে চিড়া দই লঙ্কা!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩০

এ.এস বাশার বলেছেন: আপনার লেখা পড়ে বরাবরই আরাম পাই।
লেখায় বেশ মাদকতা খুঁজে পাই.. পড়তে শুরু করলে শেষ করতে ইচ্ছা হয় না। তবুও আতংক রয়ে যায় এই বুঝি হল শেষ।
বিনম্র শ্রদ্ধা জানবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.