নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
অভিবাসীদের বিষয়ে কঠোর নয়, বরং আরও আন্তরিক হওয়া উচিৎ। একটি কথা সবারই মনে রাখা উচিৎ, মানবতা বাঁচলে বাঁচবে মানুষ, বাঁচবে সভ্যতা। ১৯৭১ সালে একা ভারত যদি পুরো ১ কোটি শরনার্থীকে আশ্রয় দিতে পারে তাহলে পুরো ইউরোপ মিলে ৫০ লাখ শরনার্থীকে আশ্রয় দিতে পারে না কেন? নাকি সময়ের সাথে মানবতা ভূমধ্যসাগরে ডুবে গেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় ইউনিয়নের জন্য সবচেয়ে মারাত্মক মানবিক সংকট হয়ে এসেছে এই অভিবাসন সমস্যা। প্রতিদিনই ভূমধ্যসাগরে নেমে ‘অজানার উদ্দেশে’ পাড়ি জমাচ্ছেন হাজারো মানুষ। মুসলিম মুসলিম ভাই ভাই। অথচ মুসলিমরা মুসলিমের হাত থেকে বাচার জন্য বিধর্মী কাফের দেশে যেতে চায়। তাদের তারা মন থেকেই ঘৃনা করে। তারপরেও তারা যেতে চায় কিন্তু কেন? কারন সে দেশে জীবনের নিরাপত্তা আছে।
যুদ্ধবাজ যে লোভী রাষ্ট্ররা যুদ্ধ লাগিয়ে অস্ত্র ব্যবসা করে নিজেদের জিডিপি ঠিক রাখে তাদেরও আন্তর্জাতিক আদালতে দাড় করানো উচিত! সিরিয়ায় আইএস ধর্মীয় যুদ্ধের উন্মাদনায় মধ্যপ্রাচ্য সংকট তৈরী করেছে। নির্বিচারে নিরীহ মানুষ হত্যা করছে। মানুষ ভয়ে, আতংকে জীবন বাঁচাতেই ইউরোপের পথে সাগর পাড়ি দিচ্ছে।
কবি নির্মলেন্দু গুণের একটি কবিতার লাইন মনে পড়ে গেল, 'যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা আমার প্রতি তোমার অবহেলা ৷'
নজরুলের কবিতার সুরে বলি,
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্ ।
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
শিশু অধিকার নিয়ে লিখে যওয়া কবি সুকান্তের কবিতা বড় কানে বাজে...
"এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
রাজীব নুর বলেছেন: হা হা হা ----
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: সহমত প্রিয় ছোটোভাই। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা বোধহয় এটাই। অবশ্য বিশ্বমানবিকতা যেখানে বিপন্ন সেখানে ধর্মোন্মাদ বা অস্ত্রলোভীদের এ স্বার্থের সংঘাত থাকায় এ সমস্যা কখনও নির্মূল হবে বলে মনে হয়না।
শুভকামনা প্রিয়ভাইকে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: আন্তর্জাতিক ভাবে এর সমাধান করা সম্ভব।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪২
তারেক ফাহিম বলেছেন: জয় মানবতার জয়।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: মানবতা কমে গেছে। সবাই হয়ে পড়েছে অমানবিক।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৪
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩
রাকু হাসান বলেছেন:
যুদ্ধবাজ লোভী রাষ্ট্রের বিচার কে করবে! তাদের নিয়ে প্রশ্ন তোলার মত কি কেউ নেই । ভারত যা আমাদের জন্য করেছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল । যদিও ভারতের তখন মানবিক দিকের পাশা পাশি রাজনৈতিক স্বার্থ ছিল । আমার মনে হয় আমরা সময়ের সাথে মানবতা মরে যাচ্ছে । সুন্দর একটি কথা বলেছেন । মানবতা বাঁচলে মানুষ বাঁচবে ,বাঁচবে সভ্যতা -খুব সুন্দর বলেছেন ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
ধন্যবাদ।
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১
সাাজ্জাাদ বলেছেন: যথাযত কথা ই বললেন রাজিব ভাই, মানবতা আজ পুরো বিলুপ্ত। সবাই শুধু রাজনৈতিক স্বার্থ খুঁজে।
মানবতা বাঁচলে মানুষ বাঁচবে ,বাঁচবে সভ্যতা।
এটা নিয়ে আমি একটা গল্পও লিখছি।
আপনি তো পড়েছেন, চেষ্টা করছি পুরো ব্যপারটা যাতে ফুটিয়ে তুলতে পারি।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
রাজীব নুর বলেছেন: মানবতার গল্প আরও অনেক লিখতে হবে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: মানবতার গল্প আরও অনেক লিখতে হবে।
তবেই ধীরে ধীরে মানবতা জেগে উঠবে মানূষের মধ্যে।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫
মাহমুদুর রহমান বলেছেন: সময়ের সাথে মানবতা ভূমধ্যসাগরে ডুবে গেছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯
রাকু হাসান বলেছেন: এখনও কেউ কেউ মানবতা ধরে রেখেছে । https://www.youtube.com/watch?v=0YvHPl_T8Uk
ভিডিও টি আশা করি দেখবেন । হয়তো আগেই দেখে থাকবেন ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন: দুই মিনিট ২৫ সেকেন্ড এর ভিডিও টা খুব ভালো।
সবার এরকম মানসিকতা হলে দেশের উন্নতি হবে।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর পোস্ট, ভালো লাগলো ভাই।
মানবতার গান বেঁজে উঠুক প্রাণেপ্রাণে,
ধর্ম জাত আর উঁচু নিচুর নিষ্ঠুরতা ভুলে;
মানুষের'ই মাঝে ফিরে আসুক সাম্যতা,
সৃষ্টির প্রেমেই সদা তোর মিলবে খোদা।
চেয়ে দেখো স্রষ্টার সৃষ্টিতে কতো-প্রেম,
মিটান ক্ষুধা তৃষ্ণা সবার'ই খবর রাখেন;
রাখেন'না বন্ধ কখনওই খাদ্য বেদ্বীনের,
তবে কেন গড়ি মোরা দেয়াল বৈশম্যের?
ও'হে মানুষ অতিথি তুমি এই পৃথিবীতে,
একথা ভুলে তুমি তাল কর তিল থেকে;
অহেতুক দম্ভ তোমার দুনিয়ার বাহাদুরি,
একস্থানেই যাবো সব হবে একই বসতি।
মানুষের মাঝে খুঁজে দেখো পাবে স্রষ্টা,
স্রষ্টার স্বরূপ সৃষ্টিতে মূল'ই মানবিকতা;
বিলিয়ে দাও ভালবাসা মানবের প্রেমে,
ইহকালের এপ্রেম তুমি পরকালে পাবে।
আপনার এই পোস্টে আমার অনেক অনেক কৃতজ্ঞতা রেখে যাচ্ছি ভাই। এই পোষ্টে বসেই লিখে ফেললাম ষোলো লাইনের শিরোনামহীন এই কবিতা। ভাই একটা নাম দিয়ে দিবেন এই লাইন কটির, কৃতজ্ঞ থাকবো।
শুভকামনা জানবেন সবসময়।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: আপনি একজন প্রতিভাবান মানুষ।
চমৎকার কবিতা লিখেছেন। কবিতার নাম দিন মানবতা। অথবা জয় হোক মানবতার।
এই কবিতা আপনি নতুন করে পোষ্ট করুন তাহলে অনেকে পড়তে পারবে।
১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: আপনি একজন প্রতিভাবান মানুষ।
চমৎকার কবিতা লিখেছেন। কবিতার নাম দিন মানবতা। অথবা জয় হোক মানবতার।
এই কবিতা আপনি নতুন করে পোষ্ট করুন তাহলে অনেকে পড়তে পারবে।
ভালোবাসা নিরন্তর।
১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত ও আনন্দিত আপনার প্রশংসা পেয়ে, সাহসী হলাম ভাই।
কবিতার নামকরণে কৃতজ্ঞতা জানবেন ভাই। মানবতা দিতে চেয়ে ভাবলাম এই নামে আরও অনেক পোস্ট আছে, তাই একটু ভিন্নতা খুঁজতে নামকরণ করেছি 'স্রষ্টার স্বরূপ সৃষ্টিতে' এর জন্য মনে কষ্ট নিবেননা ভাই।
কবিতাটি পোস্ট করেছি, সময় হলে একবার দেখে আসবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: একটুও কষ্ট পাইনি। বরং আনন্দ পেয়েছি। তাছাড়া আপনার দেওয়া নামটি আসলেই খুব ভালো হয়েছে।
ভালো থাকুন।
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫
এটম২০০০ বলেছেন: ব্যবসায়ী শওকত আজিজকে প্লেন থেকে নামিয়ে দিলো এয়ার কানাডা (ভিডিও)
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০১৮, ১১:২৬ পূর্বাহ্ণ
THE EIGHT-YEAR OLD MUSLIM TERRORIST WAS OFF-LOADED FROM AIR CANADA FOR HER DECLARATION TO BLOW AIR CANADA PLANE. THE FATHER OF THIS TERRORISTS WAS AMONG THE ORGANIZER OF EASY WEST UNIVERSITY THAT PRODUCED HUNDREDS OF TERRORISTS WHO DID THEIR HEINOUS JOBS BOTH IN BANGLADESH AND ABROAD.
আপডেট সময় : সেপ্টেম্বর ৭, ২০১৮ at ১১:৪১ পূর্বাহ্ণ
ডেস্ক রিপোর্ট: কানাডার টরন্টো থেকে লন্ডনের যাওয়ার সময় বিশিষ্ট ব্যবসায়ী শওকত আজিজ রাসেলকে স্বপরিবারে এয়ার কানাডার ফ্লাইট থেকে পুলিশ ডেকে নামিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, শওকত আজিজ রাসেল বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ ‘পারটেক্স’ এর কর্ণধার আবুল হাসেমের ছেলে। পুরো ঘটনাটি গত রোববার ফেসবুক লাইভে প্রচার করেন শওকত আজিজ রাসেল নিজেই।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: ভিডিও টার লিংক দেন, দেখি।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২২
স্রাঞ্জি সে বলেছেন:
মুসল্মান ভাইভাই
খাওয়ালে কাছে পাই।