নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের বেশির ভাগ মানুষ\'ই বদ, বিরাট বদ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬



মাঝে পত্রিকা পড়ে কিছু কিছু নিউজ সংগ্রহ করে রাখি। সেই নিউজ এর কিছু অংশঃ

১। কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামে ১৫০ শতাংশ জমিতে লাগানো আমন ধান কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

২। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৌলরদী গ্রামে গভীর রাতে জমির ৫০০ লাউগাছ কেটে নষ্ট করেছে।

৩। বরগুনার তালতলী উপজেলার ছাতনপাড়া গ্রামে দুর্বৃত্তরা মাছের খামারে ছয়টি পুকুরে বিষ প্রয়োগ করেছে। ২৮ লাখ বিভিন্ন জাতের মাছের পোনা মারা গেছে।

৪। লক্ষ্মীপুরে চাচার ওপর হামলা করতে ব্যর্থ হয়ে বাগানের অর্ধশতাধিক বিভিন্ন ফলজ ও বনজ চারা গাছ কাটলো ভাতিজা।

৫। সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামে রহমান পোল্ট্রি ফার্মের ভিতরে কৌশলে প্রবেশ করে প্রায় তিনশ মুরগী পা দিয়ে চেপে চেপে মেরে ফেলে।

৬। রাতের অন্ধকারে মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামে কলাবাগানের ১০০টি কলাগাছের কাঁধি কেটে ফেলা হয়েছে।

৭। টিয়াখালী ইউনিয়নের মধ্য বাদুড়তলী বাঁধসংলগ্ন এলাকায় অর্ধলাখ টাকার খিরাই ও কুমড়া ক্ষেত শত্রুতা করে নষ্ট করা হয়েছে।

৮। খাগড়াছড়িতে ব্যক্তি মালিকানাধীন তিনটি সেগুন ও ফলজ বাগান প্রায় ১০ হাজারের অধিক সেগুন ও ফলজ গাছ কেটে ফেলেছে।

৯। রাজশাহীর তানোরে রাতের আঁধারে দুর্বৃত্তরা বন বিভাগের রাস্তার আম ধরে থাকা ১৫টি গাছ কেটে ফেলেছে।

১০। নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে করে তিন থেকে সাড়ে তিনশত বেগুন গাছ নিধন করা হয়েছে।

১১। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট নারায়ণপুর গ্রামে একটি নার্সারীর বিভিন্ন জাতের প্রায় তিন শাতাধিক আম গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

এই দেশটা আমাদের। তাই দেশের স্বার্থে আমাদের অনেক বেশি মানবিক হতে হবে।

মন্তব্য ৫২ টি রেটিং +২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

কামরুননাহার কলি বলেছেন: কারা এই দুবৃত্তরা তাদের কথা কি কেউ কিছু লেখেছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: তাদের একটাই নাম ''দুবৃত্ত''
এদের পুলিশ ধরতে পারে না। এরা ধরা ছোঁয়ার বাইরে।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

সনেট কবি বলেছেন: জঘণ্য!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: মৃত্যুর পর আল্লাহ তাদের কঠিন শাস্তি দিবেন। কিন্তু আমি দেখতে চাই তারা বেঁচে থেকেই শাস্তি পেয়েছে।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

মোগল সম্রাট বলেছেন: এ দুনিয়া পাপশালা-
ধর্ম-গাধার পৃষ্ঠে এখন শুন্য পুণ্য ছালা !

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: পাপ ছাড়ে না বাপকে।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

সাইন বোর্ড বলেছেন: চোরে না শোনে ধর্মের কাহিনী......পুরানো প্রবাদ ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: এই প্রবাদ সারা জীবনের জন্য।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গোপন সৎ কাজের পুরস্কার বেশি, অনুরুপ গোপন বদ কাজের সাজাও বেশি হবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: কিন্তু তা তো মৃত্যুর পর।
এদের সাজা মৃত্যুর আগেই হওয়া উচিত।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

ভাইয়ু বলেছেন: যুগে যুগে নিচের লোকেরা উপরের লোক কর্তৃক লাথি গুঁতোই খেয়ে গেল৷ উপরের লোকদের উপরে থাকা সৃষ্টিকর্তা যেন এর প্রাপ্য বিচার করে...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: আল্লাহর বিচার তো মরার পরে। কিন্তু এই বদ গুলোর বিচার পৃথিবীতে হওয়া উচিত।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

ভ্রমরের ডানা বলেছেন:




হারিকেন জ্বেলেও ট্রাম খুঁজে পেলনা রেশমি এলেনের কাছুটি!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:



দেশে সরকারের নৈরাজ্যের সময়, দুষ্টদের ভয়ভীতি থাকে না।

এই ধরণের ঘটনায়, পুলিশ নিজেই ব্যবস্হা নেয়ার কথা; কিন্তু পুলিশের কাছে গেলে, ভিকটিমদের ঘুষ দিতে হয়; ফলে, ওরা বিচার চাহে না।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: অথচ দেশ উন্নয়নের মহাসড়কে।
আর শেখ হাসিনা বলেছেন এই উন্নয়নের ধারা যেন অব্যহত থাকে।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

সোনালী ঈগল২৭৪ বলেছেন: বাংলাদেশের মানুষ ক্রমেই একটা মানসিক ট্রমার দিকে যাচ্ছে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: খুব বেশি অমানবিক।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

কোয়েজার বলেছেন: সুশিক্ষার বিকল্প নেই। সুশিক্ষা ব্যাতিত প্রাকৃতিক সম্পদের মুল্য অনুধাবন অসম্ভব।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: যুগ যুগ ধরে এমনটাই চলছে।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩০

ঢাবিয়ান বলেছেন: অভাবে স্বভাব নষ্ট হওয়ার উদাহরন এসব

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: সমাধান কি?

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আইনের প্রয়োগ ও দুর্নীতিগ্রস্থ পুলিশ বাহিনীর কারণে মানুষ আইন কম মানছে...

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: পুলিশরা ঘুষ না খেলে সাধারন জনগন খুব শান্তি পেত।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,



বাংলাদেশের বেশির ভাগ মানুষ'ই বদ, অল্প কিছু ভাগ ভালো ....................

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: জ্বী অল্প কিছু লোক ভালো।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

রাকু হাসান বলেছেন: আপনার পোস্টের শেষ লাইন কাজে আসুক ,সেই প্রত্যাশা ।https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Monuments_2018_in_Bangladesh/bn
আপনার কাছে অনেক ছবি আছে যতটুক বুঝতে পারলাম । বিশেষ করে গতকালের পোস্টের মোড়াপাড়া বিশ্ব বিদ্যালয় কলেজের মত ছবিগুলো দিয়ে অংশ গ্রহণ করাই যায়। বিশ্ব দেখুক বাংলা কে ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪

বলেছেন: এই অবস্থার পরিবর্তন কবে হবে রাজীব খান ভাই

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: পরিবর্তন হবে না।
কারন এই দেশের জনগন ভালো না।
এমনকি রাজনীতিবিদরাও দক্ষ না।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬

আখেনাটেন বলেছেন: বদেদের বদগীরী সর্বত্র।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: দিন দিন তাদের অমানবিকতা বেড়েই চলেছে।

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮

হবা পাগলা বলেছেন: বাংলাদেশের বেশির ভাগ মানুষ'ই বদ হওয়ার পেছনে কারন কি? আর্থসামাজিক, জেনেটিক নাকি রাজনৈতিক?

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: মানুষ খারাপ হওয়ার প্রধান কারন সুশিক্ষার অভাব।

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২

জাহিদ অনিক বলেছেন:

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: সহানুভূতির কথা ভাবেন বইয়ে।
বাস্তব বড় কঠিন।

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৩

মাহমুদুর রহমান বলেছেন: আপনার শেষ কথাটার মতো যদি সকলের চিন্তাভাবনা থাকতো তাহলে এদেশে খারাপ কেউই থাকতো না,ভাইয়া।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: মানূষজন গুলোকে ভালো হওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে।

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৪

কানিজ রিনা বলেছেন: হ্যা দুনিয়ায়ই এদের বিচার হয়। একলোক
সকালে উঠে দেখে তার তিন বছরের ছেলে
ঘুমের ভিতরে মারা গেছে। লোক শোক
বিহবল অবস্থায় কে একজন বললো
চল একজন বুজুর্গ লোক আছে তিনি
বলতে পারবেন কেন ঘুমঘরে ছেলেটা
মারা গেল। সে সারাদিনের পথ অতিক্রম
করে সেখানে গেল। সেই বুজুর্গ লোক
বললো তুমি মনে করে দেখ কোন
অপরাধে তোমার এমন হোল শোকবিহবল
লোকটা বললো হুজুর আমি জীবনে
কারো কোনও ক্ষতি করি নাই। হুজুর
বললো তুমি কি রাত্রে গাছের ফল
চুরি করতে? লোকটা হাওমাও করে
কেঁদে বললো হ হুজুর ছোটকালে আমি
এই কাজ করেছি। হুজুর বললো যাও
আল্লাহর কাছে মাফ চাও। লোকটা নিজ
এলাকায় এসে যাদের গাছের ফল চুরি
করত তাদের কাছে বলে বলে কেঁদে
মাফ চাইল। সত্য ঘটনা আমি তখন
বেশ ছোট ছিলাম আমাদের বাড়ির কাছে
লোকটার বাড়ি ছিল। ধন্যবাদ

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: জ্বী আপা। ধন্যবাদ।

২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

সূচরিতা সেন বলেছেন: বাংলাদেশের বেশির ভাগ মানুষের ভিতর আপনিও একজন ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: তা তো অবশ্যই।

২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই সব মানুষ ঠিক মানুষ নয়। তাদেরকে আমরা হুদাই মানুষ বলি।
তারা অমানুষ। তবে তাদেরকে পশু কিংবা জানোয়ারও বলা ঠিক নয়।
তারা অসুর। অমানুষ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ । ঠিকই বলেছেন।

২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

শামীম সুজায়েত বলেছেন: "ব" তে বাংলাদেশ
"ব" তে বদ

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: এই জাতীয় খবর প্রায় পত্রিকা পড়ি। মানুষ কত খারাপ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: ওরা মানুষ না। অমানুষ।

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলাদেশের বেশির ভাগ মানুষ'ই বদ, বিরাট বদ


শিরোনামটি পড়ে আনন্দিত হলাম। কারণ, আমিও তাদের একজন। হাঃ হাঃ হাঃ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: আমিও।

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

ভুয়া মফিজ বলেছেন: আপনার নৈতিকতা পোষ্টে বলেছেন, সবচেয়ে বড় আশার কথা হলো- আমাদের দেশের বেশীর ভাগ লোকই ভালো। বিশ্বাস করুন একজন সহজ সরল ভালো মানুষ। তারা একে অন্যের বিপদে এগিয়ে যায়।

এইটাতে অন্য কথা!!! কোনটা ঠিক? অাপনি কোন গ্রুপে? ;)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: こんばんは!
きょうも一日お疲れ様でした。根室はいま雨が降っています。
電気も復旧して便利さ取り戻しましたが、出来るだけ「節電」を心がけ、計画停電などに至らないようにしてもらいたいです。それにしても、テレビや新聞、ネットなどで被災地の状況を目にするたびココロが痛みます。決して他人事でなく、根室は大地震が来る可能性のとっても高いところですから、明日は我が身と気を引き締めて、防災意識を高めていかなければと思います。それでは今週も元気でがんばっていきましょう。どうぞよろしくお願い致します。

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.