নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
জীবনে কিছুই করা হলো না
জীবনে কিছুই পাওয়া হলো না
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া হলো না
সাকিবের মতোন ক্রিকেট খেলা হলো না
অমিতাব বচ্চনের মতো হিরো হতে পারলাম না
হুমায়ূন আহমেদের মতো গল্প উপন্যাস লেখা হলো না
সত্যজিৎ রায়ের মতোন কোনো সিনেমা বানাতে পারলাম না
কিশোর কুমারের মতো অ-নে-ক গান গাইতে পারলাম না অথবা
রবীন্দ্রনাথ, নজরুল বা জীবনানন্দ দাশ হতে পারলাম না
পারলাম না হতে আইনস্টাইন, এডিসন বা অস্কার ওয়াইল্ড
আমার আফসোস হয়, খুব আফসোস হয়।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: নিন খান। যেহেতু প্রথম মন্তব্য করেছেন।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩
মাহমুদুর রহমান বলেছেন: আপনি যেমন আছেন খুব ভালো আছেন।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: আমি আরও ভালো থাকতে চাই।
আমি আরও অনেক ভালো থাকতে চাই।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: জেনে না জেনেও প্রতিদিন প্রায় প্রতিটি ব্লগেই মন্তব্য লিখছেন ! এটাই বা ক'জনে পারে!
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: পোস্ট পড়ি। পড়েই মন্তব্য করি।
আমার হাতে অনেক সময়।
দয়া করে ভুল ধারনা করবেন না।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
আমাদের চলমান জীবনের স্বরূপখানি ব্লগারদের কাছে পরিস্কার করে তুলে ধরছেন, এটা বেশ বড় দক্ষতা
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ।
অনেক সুন্দর মন্তব্য করেছেন।
ভালো থাকুন সুস্থ থাকুন।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
সাইন বোর্ড বলেছেন: লেখক হওয়ার সম্ভাবনা সম্ভাবতঃ এখনো শেষ হয়ে যায় নি, তবে রবীন্দ্র-নজরুলের লেখা তৎকালীন যুগের সেরা ছিল, এখন এরকম লিখলেও বিখ্যাত হওয়ার সম্ভাবনা জিরো ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮
রাজীব নুর বলেছেন: যুৎসই মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
তারেক_মাহমুদ বলেছেন: আমরা এমন কিছুই করতে পারলাম না যাতে মানুষ আমাদের মনে রাখবে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯
রাজীব নুর বলেছেন: সময় কিন্তু এখনও আছে।
কবি বলেছেন, ''দেরী হোক, যায়নি সময়।''
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এত আফসোস কেন? আপনি অনেক কিছু হয়েছেন যার জন্য অনেকের অনেক হিংসা হতে পারে আপনাকে দেখে। অর্থাৎ আপনি একজন ঈর্ষণীয় প্রতিভা। আপনি একজন সুরভিত প্রেমিক বুঝতে পেরেছেন তো ব্যাপারটা?
আর সবাই সবকিছু হতে পারবেও না। রবীন্দ্রনাথ চেষ্টা করলেও আইনস্টাইন হতে পারতেন না, আইনস্টাইনের জন্যও এটা খাটে।
তবে, এই আক্ষেপ থেকে নতুন কিছু সৃষ্টির পথে যদি আপনি ধাবিত হোন, তা হবে খুব কাঙ্ক্ষিত।
গরম গরম চা আর সিঙ্গারা খেয়ে চাঙ্গা হোন সিঙ্গারা, পুরি আর দুধ-চা আমার খুব প্রিয়।
কবিতা লেখার হাতও আপনার দারুণ। আগেও আপনার একটা কবিতা পড়েছি, খুব ভালো ছিল।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: এই যে,এই মাত্র আপনার মন্তব্য পড়ে বেশ ভরসা পেলাম। মনে হচ্ছে এখনও পুরোপুরি শুকিয়ে যাই নি।
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
কাবিল বলেছেন: আমি রাজিব নুর হতে পারলাম না
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১
রাজীব নুর বলেছেন: আমার জীবন জীবন দুঃখে কষ্টে ভরা। দরকার নাই রাজীব হওয়ার।
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭
টুটুল বলেছেন: যাদের মধ্যে এই না পাওয়ার বেদনাবোধটুকু আছে, তারাই পারবেন। তবে প্রাপ্তি আর প্রত্যাশা নিয়েই জীবন, এখন পারেননি, সামনে পারবেন।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: জয় বাংলা।
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,
কিছুই হতে না পারলেও সামু আলো করা "রাজীব নুর " তো হয়েছেন ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৪
রাজীব নুর বলেছেন: সামুতে এক সপ্তাহ না থাকলেই সবাই ভুলে যাবে।
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২
শাহারিয়ার ইমন বলেছেন: জনপ্রিয় হওয়া সবারই শখ । তবে এর চেয়ে জরুরী নিজে ভাল থাকা ।বাট সেটাও থাকতে পারছিনা
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭
ল বলেছেন: কি অর্জন করতে পেরেছি এবং কি পারিনি তার হিসাব মিলাতে ব্যস্ত অথচ প্রত্যাশা মাফিক কিছুই মিলছে না
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪৬
উদাসী স্বপ্ন বলেছেন: নিজের ওপর আত্মবিশ্বাস না ঠাকলে কোটিপতি হয়েও মানুষ সুখী হয় না। গুলশানে বাড়ি গাড়ি করেও দৌড়ের ওপর থাকতে হয় অথচ সুইডেনে দেখছি গ্রামে ছোট্টএকটা সিগারেটের দোকন দিয়ে ছেলেকে কেটিএইচে পড়ালেখা করায় মেয়েকে স্টক হোম ইউনিভার্সিটিতে পড়ায়। নিজের বৌকে ভাষা শিখিয়ে নর্ডিয়া ব্যাংকে চাকুরী করায়। একসময় সেই ছেলে পাশ করে সোজা পিএইচডি করতে আমেরিকা চলে যায়। মেয়ে নরওয়ের বিশাল এক চাকুরী পায়। ভদ্রলোক তবুও সেই ছোট্ট তামাকে দোকানে পাই পাই করে টাকা জমায় যাতে সে বাসা ভাড়া দিতে পারে,, নিজের বৌকে আগামী গ্রীস্মে যাতে মারিহ্যামে ঘুরতে নিতে পারে সেই চিন্তা করে। তার কোটি টাকা নাই, এমনকি লাখ টাকাও, তবু সে সুখী!
ভাই, নিজের ওপর বিশ্বাস রাখুন, সৎ থাকুন। স হধর্মীনিকে শ্রদ্ধা করুন, সুখ আপনা এসেই ধরা দেবে। আপনাকে আইন্সটাইন বা উসাইন বোল্ট হতে হবে না। আপনি রাজিব নূর নামের একজন মানুষ হন, তাতেই চলবে!
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।
মন্তব্য পড়ে শান্তি পেলাম।
অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩
জসীম অসীম বলেছেন:
আমিও এই জীবনে অনেক কিছু হতে চেয়েছিলাম রাজীব ভাই। শেষে হইনি। দুঃখও নেই তাতে। রাজীব ভাই, যারা পারে, তারা মনে করে আসলে পারে না। অনেক সফল লোকই তাঁদের নিজেদের ব্যর্থ মনে করতেন। ঠাকুরবাড়ির ছেলেটিও মনে করতেন যে, তিনি একজন ব্যর্থ মানুষ। তাই তাঁর লেখাপড়াটাও ঠিক হচ্ছে না। আর অন্যেরা তো মনে করতেনই। অথচ পরে দেখা গেল ওই ব্যর্থ মানুষ রবীন্দ্রনাথই সাহিত্যে নোবেল পুরষ্কার জয় করে নিলেন। যেগুলো আপনি পারলেন না, সেগুলো আসলে আপনার নয়। যা পারছেন, তাঁর দিকেই নজর দিয়ে দেখুন ... কতো কিছুই না পেরে পেরে অসাধ্য সাধন করেছেন। শুভেচ্ছা নিরন্তর।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
কলাবাগান১ বলেছেন: বাংলাদেশের সব চেয়ে বড় ব্লগ প্ল্যাটফর্মের মধ্যমনি তো হলেন
পৃথিবীতে বেশি আইনস্টাইন লাগে না..একজনের কাজের দ্বারাই পুরা বিশ্ববাসী উপকৃত হতে পারে...