নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সাতক্ষীরা-২ আসন কী জামাতের দখলে? এই আসন থেকে এবার আওয়ামীলীগ কাকে নমিনেশন দিয়েছে? যাই হোক, এ বিষয় নিয়ে পরে লিখব। আজ লিখব তাবলীগওয়ালাদের সেদিনকার মারামারির ঘটনা। হুজুররা মারামারি করেছে, বাশ নিয়ে একপক্ষ আরেক পক্ষকে ধাওয়া করেছে। ব্যাপারটা যথেষ্ট হাস্যকর। হুজুররা থাকবে মসজিদে, নামাজ পড়বে। দাড়ি, টুপি আর পাঞ্জাবী পড়ে- হাতে লাঠি মানায় না। ধাওয়া-পালটা ধাওয়া হুজুরদের মানায় না। বিশ্ববাসী দেখল, সামান্য ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের মুসলিমরা লাঠি হাতে একে-অপরকে মারছে। এটা আমাদের জন্য অনেক লজ্জার। এই ঘটনার পেছনে কার বা কাদের হাতে আছে? তাদের আসল উদ্দেশ্য কি? তারা কি চায় না বাংলাদেশে বিশ্ব ইজতেমা হোক? নাকি তারা চায় মালোশিয়া বা ইন্দোনেশিয়ায় বিশ্ব ইজতেমা হোক? দূর, আজাইরা বকবক করছি। আসলে আজ কি নিয়ে লিখব- তা চিন্তা ভাবনা না করেই লিখতে বসেছি।
গতকাল অনেক রাতে ঘুমিয়েছি। জটিল একটা মুভি দেখেছি। মুভিটা এত ভালো লেগেছে যে পরপর দুইবার দেখেছি। রাত তিনটায় বিছানায় গিয়েছি। ভেবেছিলাম সকালে দেরী করে উঠবো। কিন্তু সকালে বেশ কয়েকটা চড়ুই পাখি কানের কাছে কিচির মিচির করছে। আমি চোখ বন্ধ করে রেখেছি। একবার চোখে আলো ঢুকলো আর ঘুম আসবে না। কিন্তু কান বন্ধ করতে পারিনি। পাখি কিচির মিচির করেই যাচ্ছে। এই কিচির মিচির শব্দ বাস্তব না স্বপ্ন বুঝতে পারছি না। আমি ঘুমের মধ্যেই চিন্তা করতে লাগলাম- ঢাকা শহরে এত পাখি কোথা থেকে আসবে? আমি থাকি ছয় তালায়। অবশ্যই পাখি কিচির মিচির করছে স্বপ্নে। কিন্তু আবার মনে হচ্ছে, না স্বপ্ন না এটাই বাস্তব। প্রচন্ড দ্বিধার মধ্যে আছি। আরামে ঘুমাতে পারছি না। দ্বিধা কাটানোর একটাই উপায়- চোখ মেলে তাকানো- আসলেই পাখি আছে কিনা দেখা দরকার। আমি স্বপ্ন দেখছি না বাস্তব, তা প্রমান করার জন্য জানালার পর্দা সরিয়ে একটু চোখে মেলে তাকালাম।
না স্বপ্ন না। বাস্তব। আসলেই অনেক গুলো চড়ুই পাখি গ্রীলে বসে সমানে কিচির মিচির করে যাচ্ছে। যেন তাদের জরুরী মিটিং চলছে। খুব গুরুত্বপূর্ন মিটিং। চোখে আলো ঢুকে গেছে আর ঘুম আসবে না। ঘড়ির দিকে তাকালাম সকাল সাতটা বাজে। আমি দুই হাত দিয়ে চোখ কচলাচ্ছি ঠিক এমন সময় মসজিদের মাইকে হুজুর ঘোষনা দিচ্ছেন- একটি সুখ সংবাদ। একটি সুখ সংবাদ। আমি হুজুরের সুখ সংবাদ শুনে অবাক! এত সকালে হুজুর মাইকে সুখ সংবাদ দিচ্ছে!! চোখে প্রশ্ন নিয়ে- সুরভির দিকে তাকালাম(?)- সুরভি বলল, সুখ সংবাদ না শোক সংবাদ। হুজুরের উচ্চারনে সমস্যা আছে। শোককে মনে হচ্ছে সুখ! যাই হোক, সকাল সাতটায় হুজুর মাইকে জানালো কেউ একজন মারা গেছেন। প্রতিটা মৃত্যু'ই কষ্টের। মৃত্যু ব্যাপারটা আমার ভালো লাগে না। মনে হচ্ছে- আজকের দিনটি অবশ্যই অন্যরকম হবে। সকালে পাখির কিচির মিচির। তারপর হুজুরের 'সুখ' স্যরি 'শোক' সংবাদ। আমি সকাল-সকাল গোছল করে নিলাম। বাইরে যাবো। বাসায় থাকা মহা যন্ত্রনা। মেয়ের স্কুল একমাস ছুটি। সে সারাদিন ক্যাট ক্যাট করতেই থাকে। লক্ষ কোটি-কোটি তার প্রশ্ন। একপাশে মেয়ে অন্য পাশে মেয়ের মা। মাঝখানে আমি। দুইজনের ক্রমাগত কথায়-কথায় আমি শেষ। তাই বাইরে-বাইরে থাকাই ভালো।
সকালে বাসা থেকে বের হয়ে খুব অবাক হলাম। রাস্তায় পুলিশ আর পুলিশ। কেউ একজন মারা গেছেন। তাহলে হুজুর মাইকে ঠিকই বলেছেন। কিন্তু এত পুলিশ কেন? একজন পুলিশকে জিজ্ঞেস করলাম কে মারা গেছেন? পুলিশ বলল, শেখ হাসিনার আত্মীয়। আরও জানলাম বঙ্গবন্ধুর বড় পুত্রবধূ সুলতানা কামালের বড় ভাই 'এ এম রফিক' মারা গেছেন। এ এম রফিক ছিলেন নিঃসন্তান এবং তার স্ত্রী ১০ বছর আগে মারা যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে আজ সকালে এ এম রফিকের বাসভবনে যান। আমাদের বাসার সামনে যে শেখ হাসিনার আত্মীয় থাকে জানতাম'ই না।
আমার একটুও মনে নেই- অনেক বছর আগে এক বন্ধু আমার কাছ থেকে কুড়ি হাজার টাকা ধার নিয়েছিল। সেই বন্ধু আজ আমাকে একুশ হাজার টাকা ফেরত দিলো। আমি বললাম, কিসের টাকা? বন্ধু বলল- বিদেশ যাওয়ার আগে তোর কাছে থেকে বিশ হাজার টাকা নিয়েছিলাম। ৫/৬ বছর তো হয়েই গেছে। আমি মনে মনে খুব খুশি হলাম। বন্ধুকে জড়িয়ে ধরলাম। হাত একদম খালি। এই মুহুর্তে বিশ হাজার টাকা আমার কাছে বিশ লাখ টাকা। আমি বললাম, এক হাজার টাকা বেশি কেন? বন্ধু হাসলো। জবাব দিলো না। খুব ভালো লাগলো বন্ধুর হাসিটি। আমি সুরভিকে ফোন করে বললাম, রেডি হয়ে থাকো। আজ রাতে ডিনার বাইরে খাবো।
মেয়ে খুশি, মেয়ের মা-ও খুশি। তাদের খুশি দেখে আমিও খুশি।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: হুম।
সম্পূর্ন অপ্রত্যাশিত ছিল।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২
চাঁদগাজী বলেছেন:
সব ধর্মই মানুষকে হিংসুক করে তোলে; অন্য ধর্মগুলো কিছুটা শোধরাতে পেরেছে, ইসলামে তা ঘটেনি
০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
রাজীব নুর বলেছেন: ধর্ম আছে বলেই- আজও দুনিয়া শুদ্ধ মানুষ পুরোপুরি বদ হতে পারেনি।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
বনসাই বলেছেন: জিন্দা পার্ক কিছু সত্য বাণী অকপটে প্রকাশ করেছে।
কোরআন আরবীতে পড়ে আমরা অশেষ নেকি অর্জনে ব্যস্ত, অথচ এই জন্যে কোরআন নাযিল হয় নি। অর্থ বুঝে না পড়ার কোনো অর্থই নেই। তাই ৫ ওয়াক্ত নামাজ পড়েও আমরা বদলাতে পারছি না। মসজিদে শুধু মুসলমানদের শান্তির জন্যে দোয়া করা হয়- বিষয়টি কত ভ্রান্তির হুজুররা জানে কি?
বিশ্ব ইস্তেমা বাংলাদেশে না হওয়া মন্দ হবে না। এতো এতো বয়ান তীব্র শীতের কষ্ট সহ্য করে শুনেও তাবলীগীরা নিজেদের উন্নত মানুষ বানাতে পারলো না! আর কেবল আখেরী মোনাজাত ধরে বাঙালী কতটুকুই বদলাতে পারবে?
ভোরে পাখির ডাকে ঘুম ভাঙা ঢাকা শহরে কেবল ভাগ্যবানদের জন্যেই বরাদ্দ।
আচ্ছা, আমরা যে কোনো উদযাপন খাওয়া দাওয়ার মধ্যেই সীমিত করে ফেলি কেন?
০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: সব গুলো বিষয় নিয়েই আপনার বক্তব্য দিয়েছেন।
বক্তব্য সুন্দর।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া চাচাজ্বী।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: মুগ্ধ হলাম এমন না পাওয়ার মধ্যেও রাতের ডিনারটি বাইরে খাওয়া দেখে।এমন কুড়িয়ে পাওয়া চোদ্দ আনা ও যে জীবনে কখনো কখনো এক ঝলক স্নিগ্ধ বাতাস বয়ে আনে সেটা যে পরম তৃপ্তির।
শুভকামনা প্রিয় ছোটভাইকে।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে এমন ব্যাপার ঘটে বলেই জীবনটা আনন্দময় মনে হয়।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪
নজসু বলেছেন:
ভালো লাগা ঐ মুভিটার নাম কি ভাই?
ভালো মুভি শুনলে আমারও দেখার ইচ্ছে জাগে।
শুভ রাত্রি।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৪
রাজীব নুর বলেছেন: মুভির নামটা আমি ইছা করেই বলিনি।
হি হি হি---
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৪
রাজীব নুর বলেছেন: মুভির নামটা আমি ইছা করেই বলিনি।
হি হি হি---
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩১
সাইন বোর্ড বলেছেন: ডিনারের ছবি কই ?
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৫
রাজীব নুর বলেছেন: ডিনারের ছবি দিলে অনেক ব্লগার মাইন্ড খায়।
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১০
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লুম
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৬
হাবিব বলেছেন: ঘোরায় কি ডিম পারে??
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৬
রাজীব নুর বলেছেন: হ পারে তো।
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৬
অধৃষ্য বলেছেন: আপনার লেখা পড়ে একটা কথাই বলতে পারি- চমৎকার।
সুরভি নামটা আমার বেশ পছন্দ হয়। আপনার বলার (লেখার) স্টাইলটার কারণে আরো বেশি ভালো লাগে।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:২২
নিউটনিয়ান বলেছেন: রাজনৈতিক দলাদলি, ধর্মের মারামারি, সবকিছুকে ছাপিয়ে ধারের টাকা ফিরে পাওয়ার আনন্দটাই মুখ্য।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: ঠিক। ঠিক ঠিক।
১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
আকিব হাসান জাভেদ বলেছেন: বিশ হাজার টাকা আস্তে আস্তে খরচ কইরেন । না হয় আবার বিপদ আসতে পারে । টাকার গুরুত্ব বিপদের সময়ই বুজা যায় ।
সহজ ভাষার লেখাগুলো সব সময়ই ভালো লাগে ।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: এই জিনিসটাই পারি না।
টাকা খরচ করি আমি পানির মতোন।
১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬
আলমগীর কাইজার বলেছেন: বেশ কিছু ঘটনা উঠে এসেছে, পড়তে পড়তে একটা থেকে অন্য ঘটনা, ভালো লাগলো।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলমগীর ভাই।
১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯
মাহমুদুর রহমান বলেছেন: প্রতিদিন ঘুমাতে গেলে মৃত্যুর কথা মনে পড়ে আমার।আহ! মৃত্যু কতই না যন্ত্রনা দায়ক এ কথা যখন ভাবি গা শিহরিত হয়ে ওঠে আমার।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: মরিতে চাহিনা আমি এই সুন্দর ভুবনে।
১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
নজসু বলেছেন:
আমিও কাল একটা খুব সুন্দর মুভি দেখেছি। খুব ভালো লেগেছে।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: নাম বলেন।
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
এযে মেঘ না চাইতেই জল ।
আমিও কবে কাকে ধার দিছিলাম মনে নাই । কেউ আজও ফেরত দিল না ।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: হুট করে একদিন পেয়ে যাবেন।
১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
নজসু বলেছেন:
আগে আপনেরটা বলেন।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: না না।
১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০
কাল্পনিক_জীবন বলেছেন: সুন্দর ডায়েরী সুন্দর হাতের লেখা
সে বহুকাল পুরনো দেখা,
ঘুরছে পৃথিবী,
ঘুরেনী এখনো হাতের রেখা।
আপনার লেখাগুলো প্রশংসনীয়।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
জাহিদ অনিক বলেছেন:
কী মুভি? নাম কী?
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
রাজীব নুর বলেছেন: নাম বলব না।
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৪
আরোগ্য বলেছেন: একেই বলে ঈদের চাঁদ হাতে পাওয়া।