নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দোস্ত, আমার বউকে আমার আর ভালো লাগে না।
হাসানের মুখে এই কথা শুনে আমি খুব অবাক হলাম। মনে মনে বললাম, গাধা বলে কি!
হাসান আবার বলল, না ওকে আমি তালাক দিব না কিন্তু আরেকটা বিয়ে করবো নিশ্চিত।
আমি বললাম, ঘটনা কি খুলে বল।
হাসান বলল, দোস্ত ওর সাথে বিছানায় শুতে ইচ্ছা করে না। একটুও ভালো লাগে না। ওর কোনো কিছুই আমাকে আকর্ষন করে না। কাছে টানে না। আমি গত তিন মাস ধরে ওর সাথে ঘুমাই না। আলাদা বিছানা করে ঘুমাই। এর মধ্যে তিনবার ও আমার কাছে এসেছিল। আমি ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছি। ওকে দিয়ে আমার চলবে না। আমি মন স্থির করে ফেলেছি- আরেকটা বিয়ে করবো। পয়ত্রিশ বছর সেই কবেই পার করে ফেলেছি। আর পয়ত্রিশ বছর কি বাঁচবো? তাই বাকি যতদিন বাঁচি একটু আনন্দ করে বাচতে চাই।
আমার বন্ধু হাসান। চমৎকার ছেলে।
দেখতে একদম আফগানিস্তানীদের মতোন। উচা-লম্বা, গায়ের রঙ ফর্সা। হাসান শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনলজি থেকে ফ্যাশন ডিজাইনের ওপর পড়াশোনা করেছে। বিয়ে করেছে ছয় বছর হয়ে গেছে। এক বছর প্রেম করে বিয়ে করেছে। এখন হাসানের এক ছেলে, এক মেয়ে। সে চাকরি করছে একটা বেসরকারি প্রতিষ্ঠানে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে। টঙ্গীতে নিজের বাড়ি। বাবা-মা, ভাই-বোন সবাই মিলে খুব সুন্দর ভাবে মিলেমিশে থাকে। একটা হাসি খুশি পরিবার বলা চলে। হাসানের বাবা ব্যবসায়ী। জমি জমা ভালোই আছে। পিক-আপ ভ্যান'ই আছে তেরটা। একবার হাসান তার বাবাকে না জানিয়ে পিক-আপ ভ্যান নিয়েই কক্সবাজার চলে গিয়েছিল। আরেকবার গিয়েছিল বান্দারবন।
হাসানের বৌ এর নাম লিলি। দরিদ্র পরিবারের মেয়ে।
লিলি ভাবী'র মুখটা ভীষন মায়া-মায়া। সে তার সংসারে সারা দিন খাটে। সাতজনের রান্না একা নিজ হাতে করে। নিজের দু'টা বাচ্চাকে স্কুলে দিয়ে আসে, নিয়ে আসে। সংসারের সব কাজ খুব সুন্দর সামলাচ্ছে। দারুন সাংসারিক মেয়ে। রোগা পাতলা ছিপছিপে শ্যামবর্ণ। লিলি ভাবী সব মিলিয়ে চমৎকার মেয়ে। এই সমাজে এরকম ঘর সংসারী মেয়ে খুব কম আছে। বেশির ভাগ মেয়েই বাহিরমূখী। ভাবী সব সময় চোখে কাজল দেন। তার চোখ খুব সুন্দর। চোখে কেমন মায়া মায়া ভাব। মোটা করে কাজল দেওয়ার কারনে চোখে বিষন্না চলে আসে। ভাবীর হাতের রান্না বেশ ভালো। বহু দিন তার হাতের রান্না খেয়েছি। বিশেষ করে মটরশুটি দিয়ে কই মাছ আর নতুন আলু ও টোমেটো দিয়ে শিং মাছের ঝোল- দারুন রান্না করেন।
আমি হাসানকে অনেক বুঝালাম। সে আমার কথা মানতে চায় না।
তার একই কথা আমি আবার বিয়ে করবো। করতেই হবে। পুরুষ মানুষের তো শরীরের একটা ক্ষুধা আছে। বয়স বাড়লে- ক্ষুধাও বাড়ে। লিলি মিইয়ে যাওয়া মুড়ির মতোন হয়ে গেছে, নেতিয়ে যাওয়া মুড়ির সাথে আমার থাকা সম্ভব না। আমি বললাম, হাসান লক্ষ কোটি মানুষ এক স্ত্রী নিয়ে সুখে জীবন যাপন করছে। হাসান রেগে গিয়ে বলল, কোনো বিবাহিত শালা সুখে নাই। সব শালা ভাব দেখায় সুখে আছে। খোঁজ নিয়ে দ্যাখ সুযোগ পেলে আরেক বিয়ে করবে। এক বৌ নিয়ে সুখে থাকা যায় না। আমার সাহস আছে এই জন্যই আমি বলছি- আমি আবার বিয়ে করবো। ধর্মের দিক থেকেও কোনো বাঁধা নেই। তাছাড়া আমার আর্থিক অবস্থা ভালো। লিলি'র ভরণপোষণ সব দেওয়া হবে।
আজ হাসান আমাকে ফোন করে জানালো সে এ মাসের ৩১ ডিসেম্বর বিয়ে করবে। আমি যদি বিয়েতে যাই তাহলে সে খুব খুশি হবে। আমি ফোন কেটে দিলাম। হাসানের সাথে আর সম্পর্ক রাখব না বলে। এই নষ্ট সমাজে আমি অনেক দেখেছি- বেশির ভাগ পুরুষ এক নারীতে সন্তুষ্ট থাকে না। হয় সে আরেকটা বিয়ে করে, না হয় পরকীয়া করে অথবা ব্রোথেল এ যায়। অনেক শিক্ষিত ছেলেকে বলতে শুনেছি- এক মেয়ে নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া সম্ভব না। যারা পারে তারা মহান। আমার এক কলিগ প্রায়ই বলতো চল্লিশ এর পর আরেকটা বিয়ে করবো। সে নাকি প্রথম বিয়ের সময় তার বউকেও বলে রেখেছে।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭
আরোহী আশা বলেছেন: এটা কি সত্য ঘটনা..
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: মিথ্যা তো ভাই আমি লিখি না।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭
ডার্ক ম্যান বলেছেন: বস , আপনিও আরেকটা বিয়া করেন ।
বউকে ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়া করলে বউ এর উচিত মামলা করা। তখন হাসানের হানিমুন হবে লাল দালানে
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯
জাহিদ হাসান বলেছেন: আমি তো শালা একটা বিয়েই করতে পারলাম না। মেয়ে কি জিনিস বুঝলামই না এই জীবনে।
বয়স ২৩ হয়ে যাচ্ছে। ৩৩ বছর বয়সেও আপনার মত কারো পোস্ট পড়ে এমনই হাহাকার ছুড়ব।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: আর এক বছর পর আপনার অনার্স শেষ হয়ে যাবে। তারপর মাস্টার্স করবেন। তারপর চাকরি এবং একটা বিয়ে করবেন।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
সনেট কবি বলেছেন: কোরআন এক বিয়ের বিষয়ে উৎসাহিত করেছে। আর এক বিয়েই উত্তম।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: কিন্তু দুষ্টলোকেরা নবীজীর দোহাই দেয়।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২
আরোগ্য বলেছেন: কারো পৌষ মাস,কারো সর্বনাশ।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: হুম।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: এক বউয়ে জীবন কাটিয়ে দেওয়া খুব কঠিন কাজ।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭
রাজীব নুর বলেছেন: হতে পারে।
তবে আমি পারবো।
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১
সনেট কবি বলেছেন: নবিজির (সঃ) বিষয়টা দুষ্ট মেয়েদের চাপে রাখার জন্য। তবে মান্যতায় কোরআন অবশ্যই এগিয়ে থাকবে। চিরকালিন বিধানে বিকল্প না রেখে উপায় নেই। আর তেমনটা হলে মডেল কিরকম হবে সেটা দেখানোর জন্যই নবিজির (সঃ) ঘটনা। কাজেই এ নিয়ে রটনার কিছু নেই। সে যাই হোক কেউ বেশী বুঝতে গেলে তাকে এর জরিমানাও গুনতে হবে।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।
১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪২
জুনায়েদ বি রাহমান বলেছেন: আরেকটা বিয়ে করবে, এই চিন্তা মাথায় ভরে রাখলে বউকে ভালো লাগবে কিভাবে?!
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৮
রাজীব নুর বলেছেন: আমার মনে হয়- সমস্যাটা এখানেই ।
১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রিপোস্ট মনে হচ্ছে! দ্বিতীয় বিয়ে করা ধর্ম মতে অপরাধ নয়। তবে দুই স্ত্রীর মধ্যে 'ইনসাফ' ঠিক না রাখলে গুনাহ হবে...
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৯
রাজীব নুর বলেছেন: না, রিপোষ্ট না।
নতুন পোষ্ট।
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:০০
উম্মে সায়মা বলেছেন: সম্পর্ক নষ্ট করে ভালো কাজ করেছেন। এমন মন মানসিকতার মানুষের সাথে সম্পর্ক না রাখাই ভালো।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৬
হাবিব বলেছেন: দুষ্ট লোকদের শায়েস্তা করেতে হবে। আর নারীদেরকেই এর দায়িত্ব নিতে হবে।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২০
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
ভালো থাকুন।
১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯
আলমগীর কাইজার বলেছেন: বহুগামিতা এক ধরণের মানসিক ব্যাপার, মানসিক সমস্যাও বটে। আরেকটা বিয়ে করলে যে সুখী হওয়া যাবে তা ঠিক নয়।
গল্পটা ভালো লাগলো। গল্পের শেষে আপনার দৃষ্টিভঙ্গি ভালো লাগলো। ভাবিকে নিয়ে সুখে থাকুন, শুভকামনা রইলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলমগীর ভাই।
১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫১
নীল আকাশ বলেছেন: বউকে ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়া করলে প্রথম বউ এর উচিত মামলা করা। তখন হাসানের হানিমুন হবে লাল দালানে উকিলের সাথে কথা বলতে বলতে.........
বহুগামিতা এক ধরণের মানসিক সমস্যাও। আরেকটা বিয়ে করলে যে সুখী হওয়া যাবে তা ঠিক নয়। দেখা যাবে কয়েক দিন পরে এটাও আর ভালো লাগবে না......
তখন বলবে আরে ধর্মে তো চারটার কোটা দেয়া আছে, আমি করেছি মাত্র ২ টা, আরো ২ টা করা দরকার।
যে বাঘ নরমাংশের স্বাদ পায় সেটা নাকি এর পর আর অন্য কিছু খেতে চায় না.......
শুভ কামনা রইল!
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাল লাগল বাস্তবিক ঘটনাটি।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: বাস্তব থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪
নতুন বলেছেন: যদি বউ এর সাথে ভালোবাসা হয় তবে সেই সম্পক`ই সারা জীবন থাকে....
ভালোবাসা না থাকলে শারীরিক সম্পক` বেশিদিন এক করে রাখতে পারেনা। তখন বিষয়টা বোরিং হয়ে যায়।
আর স্ত্রীদেরও উচিত মনের ভালোবাসার সাথে শারীরিক সম্পকের`ও বিষয়টাও খেয়াল করা...। অনেকে এই বিষয়টা এড়িয়ে যান এবং বলেন আমিও স্বামীকে মন দিয়ে ভালোবাসি...তার জন্য কত কাজ করি... কিন্তু স্বামী শারিরিক ভাবে অতৃপ্ত থাকলে অন্য নারীর দিকে তাকিয়ে থাকে... সেখান থেকেই ঝামেলার শুরু হয়।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো মন্তব্য করেছেন।
১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
খাঁজা বাবা বলেছেন: অন্যের বউ এর কাজল দেয়া সুন্দর চোখ দেখতে নাই
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: তা ঠিক। আসলে সুরভিও চোখে কাজল দেয়। এজন্য কাজল এর কথাটা মনে আছে।
১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
নজসু বলেছেন:
কি আর বলি।
ছোট মুখে বড় কথা মানায় না।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: বড় বড় কথা বলতে হবে, বড় বড় স্বপ্ন দেখতে হবে।
গাইতে গাইতেই গায়েন।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: বড় বড় কথা বলতে হবে, বড় বড় স্বপ্ন দেখতে হবে।
গাইতে গাইতেই গায়েন।
২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বউ শব্দটার সাথে নামেই পরিচিত
।জানিনা কিছুই। তবে অভিজ্ঞরা বলে শুনি । যেমন আপনি বললেন। পড়লাম
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: ঠিক আছে।
নিজেকে যোগ্য করে গড়ে তুলুন।
২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি যুগ আইলো আমাদের সোনার বাংলাদেশে ?
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: এরকম ঘটনা সব যুগেই ছিল। ভবিষ্যতেও থাকবে। জন্মগত ভাবেই- জাতিগত ভাবেই পুরুষ বহুগামিতাকারী।
২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
ফয়সাল রকি বলেছেন: শিশু দু'টোর কথা ভাবা উচিত ছিল!
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫
রাজীব নুর বলেছেন: শিশু দু'টা তো তার মায়ের কাছেই থাকবে।
সে তো ডির্ভোস দিবে না। কাজেই প্রথম বউও থাকবে।
২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮
ফয়সাল রকি বলেছেন: হুম, এখানে থাকার কথা নিয়ে ভাবিনি, আসলে তাদের মনস্ততাত্ত্বিক যে পরিবর্তন হবে সেটা কথা বলছিলাম আরকি।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: লিলি ভাবির জন্য সমবেদনা । শিঙি মাছ পাওয়া যায় জানি কিন্তু শিং বলে কোন মাছ আছে বলে আমার জানা নেই । অবশ্য ভাই লিলি ভাবির হাতে রান্না খেয়েছে যখন মানতেই হবে। আর হাসানরা বোকা এবং মাথামোটা । নিজে তো মরবে সঙ্গে আরও 5 জনকে নিয়ে যাবে ।
শুভ কামনা প্রিয় ভাইকে।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭
রাজীব নুর বলেছেন:
২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
ইলি বলেছেন: ভালো লাগা অবিরাম, সুন্দর বেদনার বাস্তবতা। ধন্যবাদ।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৮
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০
মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ আমাদের যা দিয়েছেন কেবল সেটুকু নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিৎ।
আপনার প্রতিক্রিয়ায় আমি খুশী হয়েছি।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
২৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
বাস্তবতা । দারুন লাগল ভাই ।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: বাস্তবতা থেকে শিক্ষা নিতে হবে।
২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৯
তারেক ফাহিম বলেছেন: ভাবছি রাজিব ভাই’র পোষ্টগুলো আর পড়বো না।
সব সংসারিক কথাবার্তা, আরে ভাই ব্যাচালারদের এগুলো শুনতে ভালো লাগে
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: হায় হায়----
২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৮
জোছনাস্নাত রাত্রি বলেছেন: কিছু কিছু পুরুষ মানুষ আছে যাদের কাছে ভালোর কোনো মূল্যই না। এদের জন্য তাদের মত মন মানসিকতার বউ হলে তখন হাড়ে হাড়ে টের পেত কত ধানে কত চাল।তাই হয়ত এদের মত পুুরুষদের এক নারীতে কখনও মন ভরে না।এটা এক ধরনের ব্যধি। এই ব্যধি থেকে বের হওয়ার চেষ্টা করা উচিৎ।আল্লাহ সবাইকে নেক বুদ্ধি দান করুন।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
৩০| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮
নীলপরি বলেছেন: আপনি সম্পর্ক না রাখার কথা ঠিক করে ভালো করেছেন ।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী।
৩১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ সঠিক সিধান্ত গ্রহণ করিবার জন্য। এরকম মানুষের বন্ধু কেই বা হতে চায়!
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন বোন।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+