নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সারাদিন ঢাকা শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াই।
পকেটে থাকে মোবাইল। যেটা ভালো লাগে ঝটপট ছবি তুলে নিই। সেই ছবি গুলোই আজ আপনাদের দেখাবো। এর আগেও এরকম পোষ্ট দু'টা করেছি। কিন্তু এরকম পোষ্টে সমস্যা আছে। সমস্যা হলো প্রথম পাতা থেকে অনেক গুলো পোষ্ট সরে যায়। নিজেকে অপরাধী মনে হয়। আজ এক বন্ধুর সাথে দেখা। বন্ধু বলল, ঘটনা কি দোস্ত? তোমাকে একেক দিন একেক জাগায় দেখি। আমি উত্তরে একটু হেসে দিলাম। আমার হাসি দেখে বন্ধু বিভ্রান্ত হলো। প্রতিটা ছবির পেছনে একটা করে গল্প রয়েছে। অদ্ভুত সব গল্প। মজার গল্প।
১।
মগবাজার মোড়। সন্ধ্যা সাতটা। এই পিচ্চি সিগারেট বিক্রেতা। আশে পাশের রিকশাওয়ালারা তার ক্রেতা। কিন্তু পিচ্চিটার মধ্যে একটা জমিদার ভাব আছে।
২।
খাম্বা রঙ করা হচ্ছে।
৩।
হলি ফ্যামিলি হাসপাতালের কাছে অর্থ্যাত ইস্কাটন এ এরকম ৪/৫ টা বিল্ডিং বানানো হয়েছে। খুব দ্রুত এসব বিল্ডিং এর কাজ শেষ হয়েছে। সরকারী কাজ যে এত দ্রুত হয় জানতাম না। এসব বিল্ডিং এ সম্ভবত সচিব'রা থাকবেন।
৪।
ইদানিং অনেক বিল্ডিং এর ফ্লোরে এরকম প্লাস্টিকের টবে নানান রকম গাছ দিয়ে সাজানো হয়। দেখতে ভালো লাগে।
৫।
ঢাকা শহরে এখন আর একতালা দোতালা বাড়ি দেখা যায় না। সব বড় বড় বিল্ডিং হয়ে গেছে। টিনসেড বাড়ি তো নেই বললেই চলে।
৬।
একটি মাদরাসার তিন হুজুর। এরা প্রতিদিন বিকেলে আছর নামাজ পড়ে কিছুক্ষন হেঁটে বেড়ায়।
৭।
এই ছবিটি আজকেই তুলেছি। তখন সময় দুপুর দুইটা।
৮।
গুলশান- ২।
৯।
বায়তুল মোকাররম। মসজিদের নামাজের জন্য জায়নামাজ।
১০।
গুলশান-১। দুপুর একটা। এই লোক নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। চারপাশে ব্যস্ত মানুষ জন, গাড়ি বাস। সেদিকে তার কোনো লক্ষ্য নেই। সে আরামে ঘুমাচ্ছে।
১১।
এই ছেলে প্রতিদিন শুটিং ক্লাবের সামনের রাস্তার ফুটপাতে ঘুমনী বিক্রি করে। খাবারটা বেশ অদ্ভুত। পুরীর মধ্যে ঘুমনী ঢুকিয়ে দেয়। ঘুমনীর মধ্যে ফাকি মচির থাকে। কুচি কুচি করে কাটা শসা, কাঁচা মরিচ আর পেয়াজ থাকে। সাথে তেতুলের টক দেয়। তেতুলের টক আবার দুই রকম। মিষ্টি টক, আর একটা শুধু টক। জিনিসটা খেয়ে দেখলাম, খেতে খারাপ না। এক প্লেটে চার পিচ দেয়। আমি বললাম, প্রতি প্লেট তো দশ টাকা রাখতে পারো। বিশ টাকা কেন? ছেলেটা দুঃখ করে বলল- প্রতিদিন পুলিশকে দুই শ' করে টাকা দিতে হয়।
১২।
এই কুকুর টা বেশ স্বাস্থ্যবান। পুরো ঢাকা শহরে এই কুকুরটিই একমাত্র স্বাস্থবান কুকুর।
১৩।
কোটি কোটি টাকা খরচ করে এসব লাগানো হয়েছিল। ফলাফল শূন্য।
১৪।
এই রাস্তাটা আগে ভয়াবহ ভাঙ্গা ছিল। এমন কি বৃষ্টির দিনে পানি জমে যেত। এখন খুব সুন্দর করা হয়েছে।
১৫।
সারাটা জীবন এই লোক রাস্তায় রাস্তায় ফল বিক্রি করে জীবন পার করে দিল।
১৬।
এই সেই মতিঝিল!
১৭।
আমার কন্যা। আমার কলিজার টুকরা। আমার এক আকাশ আনন্দ। যাহ্রা তাবাসসুম রোজা (পরী)।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৮
নজসু বলেছেন:
পান বিক্রেতার চেয়ারটা আলীশান।
সবগুলো ছবি সুন্দর।
আপনার কলিজার টুকরার জন্য রইলো অনেক অনেক দোয়া।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুজন সাহেব।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: জীবনের বিচিত্র ছবি।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৯
বনসাই বলেছেন: প্রথম ফটোতেই সত্য নেই; ছবিটি তুললেন দুপুর ১২টায় আর ক্যাপশন দিলেন সন্ধ্যা সাতটা।
পরীর ভালো নামটাও খুব সুন্দর ওর মতোই।
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: না। সন্ধ্যায় তুলেছি।
ছবিটাতে প্রচুর আলো কারন সন্ধ্যায় সব লাইট জ্বলে উটেছে।
আর সন্ধ্যার পর ট্রাফিক ব্যবস্থা কিছুটা শিথিল হয়ে যায়।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। পান বিক্রেতা পিচ্চি সে হল পিচ্চি জমিদার।।
আচ্ছা ভাই আপনি এখন কোন পেশায় আছেন? সাংবাদিক নাকি?
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: আমি কোনো পেশায় নেই আপাতত।
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১০
আমি রোবট বলেছেন: আপনার মেয়ে অনেক কিউট,ভালো লেগেচে পিচ্চি একটা মেয়ের এত সুন্দর চুল,জানেনত চুল হচ্ছে মেয়েদের প্রাকৃতিক সুন্দর্য.। আপনার মেয়ে অনেক বড় মাপের একজন মানুষ হোক ,এতাই দুওয়া করি,ছবি গুল অনেক ভালো লেগেছে ,তাই আবেগে আপ্লুত হয়ে গেছি.।
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৯
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৫
মাহমুদুর রহমান বলেছেন: মাশাল্লাহ, পরীকে খুব সুন্দর লাগছে।
পোষ্টে অজস্র ভালো লাগা।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া রহমান ভাই।
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৭
আরোগ্য বলেছেন: ছবি ব্লগ ভালো লাগলো। পরীর জন্য এক আকাশ শুভ কামনা।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৬
নিউটনিয়ান বলেছেন: ডাস্টবিনের নিজেই রাবিশ হয়ে পড়ে থাকা আর মানুষের কুকুরের মত রাস্তায় পড়ে থাকা দেখতে আর ভালো লাগে না। কবে পাব এসব থেকে মুক্তি।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭
রাজীব নুর বলেছেন: এর থেকে মুক্তি নাই।
দরিদ্র দেশে এরকম হবে। হয়।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭
রাজীব নুর বলেছেন: এর থেকে মুক্তি নাই।
দরিদ্র দেশে এরকম হবে। হয়।
১০| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক পোস্টেই এত ছবি দিয়েন না। প্রথম ছবি টা এওয়ার্ড উইনিং...
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৮
রাজীব নুর বলেছেন: ঠিক আছে এর পর থেকে কমিয়ে দিব।
১১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৪
তাহমিদ রহমান বলেছেন: সুন্দর :-)
ছবিব্লগ এর কনসেপ্টটাই দারুণ লাগে আমার।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। শুকরিয়া। ভালো থাকুন।
১২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
আপনার ক্যামেরা কোথায়
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯
রাজীব নুর বলেছেন: ক্যামেরা নষ্ট হয়ে গেছে।
১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪১
সমালোচক মন্তব্যকারী বলেছেন: cute kid
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫
রাজীব নুর বলেছেন: জ্বী।
১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০১
ল বলেছেন: পরীর জন্যে ভালোবাসা।
মাশাল্লাহ
একনজরে ঢাকা দেখা হলো।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৭
রাজীব নুর বলেছেন: কাজ নেই তো খই ভাজ।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৭
রাজীব নুর বলেছেন: কাজ নেই তো খই ভাজ।
১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০২
ল বলেছেন: রাজীব ভাই
আপনি মনে করেন একজন বিদেশী এই ছবি ও ঢাকা দেখে আপনার কি অবস্থা জানাবেন??
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৯
রাজীব নুর বলেছেন: একটা শহরে ভালো এলাকা আছে, খারাপ এলাকা আছে। মন্দ লোক আছে, ভালো আছে।
খারাপ জায়গা আছে, ভালো জায়গা আছে। সামান্য কয়েকটা ছবি দিয়ে একটা শহরকে বিচার করা ঠিক হবে না।
১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৮
মাহবুবুর রহমান টুনু বলেছেন: ১,৮,১৬ খুব ভাল লেগেছে। বাকীসবও বেশ। যাপিত জীবন যেমন, চিত্রও তো তেমনই হওয়া চাই। দারুণ ফুটিয়ে তুলেছেন ভাইয়া!
১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ টুনু ভাই।
১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
২/৩ ছবি ভাল লেগেছে।
১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সরকার সাহেব।
১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪২
সাইন বোর্ড বলেছেন: ছবি এবং বক্তব্য হিসেবে ১ নং ই ভাল লেগেছে । অার অাপনার মেয়ের মুখের অাদলে অাপনি অনেকটাই বিদ্যমান ।
১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।
১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পুলিশ তো খাবেই।
১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: আমি পুলিশ হলে সৎ হতাম।
২০| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ৪, ৬ ও ১০নং ছবিটি দারুণ....
আপনার আদরের কন্যার জন্য আমার পক্ষ থেকে এক রাশ ভালবাসা জানিয়ে দিবেন। শুভ কামনা।
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
২১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: রাজীব ভাই দারুন সব ছবি দেখে ভাল লাগল।
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাইজান।
২২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
গরল বলেছেন: শাপলা চত্বর আর আপনার কণ্যার ছবি দুটো অসাধারন।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া। অনেক শুকরিয়া।
২৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
তারেক_মাহমুদ বলেছেন: আজই আপনি আমার অফিসের পাশ দিয়ে ঘুরে গেলেন অথচ দেখা হল না। এটাই স্বাভাবিক নিয়ম, হঠাৎ কোন একদিন চলতি পথে হয়তো দেখা হয়ে যাবে।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
রাজীব নুর বলেছেন: অবশ্যই। দেখা হবে। আমি জানি দেখা হবে।
২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
অপু দ্যা গ্রেট বলেছেন:
পরীর জন্য ভালবাসা রইল ।
সত্যি প্রতিটি ছবির পেছনে একটা করে গল্প থাকে ।
আমিও চাচ্ছি সে গল্প গুলো তুলে ধরার ।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
রাজীব নুর বলেছেন: গল্প লিখব।
লিখতে ভালো লাগে।
২৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
আলমগীর কাইজার বলেছেন: খুব সুন্দর প্রতিটি ছবিই। ভাই আপনার ছবির পোষ্টগুলো খুব ভালো লাগে। অনেককিছু শেখার থাকে।
সবশেষে পরীর জন্য শুভকামনা এবং দোয়া রইলো, পরী যেন আপনার মতো সুন্দর মনের মানুষ হয়ে উঠতে পারে।
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১
পুলক ঢালী বলেছেন: কোন পদ্ধতিতে এত বড় বড় ছবি পোষ্ট করলেন ?
১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০২
রাজীব নুর বলেছেন: হা হা হা
এই সিস্টেম আমি নিজে আবিস্কার করেছি।
২৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৯
ইসলাম ইন লাইফ বলেছেন: আপনার ছবিগুলো দেখি দ্বৈত ভাষায় কথা বলে। তার নিজের এক ভাষা, আবার ফটোগ্র্যাফার, মানে আপনার আরেক! মাশাআল্লাহ। সবগুলো পড়েছি!
১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৩
রাজীব নুর বলেছেন: গুড। ভেরি গুড।
ভালো থাকুন।
২৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবি পোস্টটি ভাল লেগেছে। পরীর জন্য শুভ কামনা।
১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ । অনেক ধন্যবাদ।
২৯| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সে জন্যই আপনি পুলিশ হননি। পুলিশ হলে খেতেই হবে। ওটাই প্রধান কাজ।
১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩০| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
রাতু০১ বলেছেন: পরীর জন্যে ভালোবাসা।
১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
পুলক ঢালী বলেছেন: হুমমম!!! সিষ্টেমটা শেয়ার করেন আমরা যারা কাঁচা (অজ্ঞ) তারা কৃতার্থ হই।
পরীমনির জন্য অনেক আদর রইলো। আপনার ছবিগুলি দারুন হয়েছে একেবারে জ্যান্ত !
১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ঢালী ভাই।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪
আর্কিওপটেরিক্স বলেছেন: ছবিগুলো দারুণ লাগলো