নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হে কাক! কালো কাক!

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭



আমার জীবনে আমি কোনো দিন রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করতে পারিনি। কিন্তু রাস্তা ঘাটে এই কাজটি করতে অনেককেই দেখেছি। আজ পান্থপথ দিয়ে হেঁটে যাচ্ছি, তখন আমার প্রস্রাব পেলো। রাস্তায় দাঁড়িয়ে এই কাজ করা আমার পক্ষে সম্ভব না। চলে গেলাম স্কয়ার হাসপাতালে। ওদের ওয়াশরুম বেশ ভাল। আগেও অনেকবার গিয়েছি। খুব বেশী পরিস্কার। কাজ শেষ করে হাসপাতাল থেকে বের হতেই দেখি- অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান পীরসাহেব সোনাকান্দা হুজুর দুর্ঘটনায় আহত। তাকে হাসপাতালে আনা হয়েছে। এই মাওলানাকে আমি চিনি না। কিন্তু তার সাথেই লোকজন বেশ চিন্তিত।

আমি হাসপাতাল থেকে বের হয়ে চায়ের দোকানে গেলাম। সেখানে একজন আলাপ করছে- 'ভিকারুন্নিসা’ নামের পরিবর্তন চাই না। নাম কোনো দোষ করেনি। আমাদের সমাজে কিছু লোক আছে যারা কোন উছিলা পেলেই বিভিন্ন অবান্তর দাবী জনসমক্ষে নিয়ে আসে। এটা হাস্যকর। কেন নাম পরিরর্তন করতে হবে? কেন আমাদের মন এত ছোট? নীচে নামারও এটা সীমা থাকা দরকার।' এক কাপ চা হাতে নিয়ে আমি সবার কথা মন দিয়ে শুনছি। শুধু চা'ই খাই। সিগারেট না। সেদিন খুব মেজাজ খারাপ হলো- তারপর থেকে সিগারেট খাই না। একেবারেই খাই না। এই মজার ঘটনাটা নিয়ে পরে লিখব।

রমনা থানার সামনে দিয়ে যাবার সময় দেখি- একটা আহত কাক। কাকটাকে দেখে খুব মায়া লাগলো। বেচারা আমাকে দেখে ভয় পাচ্ছে অথচ উড়ে যেতে পারছে না। কিভাবে আহত হয়েছে কে জানে! কাকটাকে সাহায্য করার জন্য আশেপাশে অন্য কোনো কাক দেখলাম না। আর যদি কাকটা মরে যায় তখন একসাথে সব কাক আসবে। আহাজারি করতে। জীবিত অবস্থায় কেউ আসছে না। অথচ মরে গেলে এসে আহাজারি করবে! আমি তো পশু ডাক্তার না। কাকটার জন্য কিছুই করতে পারবো না। পকেট থেকে মোবাইল বের করে একটা ছবি তুলে নিলাম।

আমাদের দেশ হচ্ছে আন্দোলন-সংগ্রামের দেশ। আজ থেকে ছয় বছর আগে আমি ভাবতাম- ''অনেক হয়েছে আর না। এখন বিয়ে করতে হবে। ঘর সংসার করতে হবে। রাতে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। তা না হলে বৌ না খেয়ে বসে থাকবে। ছুটির দিন গুলোতে বৌকে নিয়ে বেড়াতে যেতে হবে। দু'জনের সংসার কোনো সংসার না। ঘর ভরতি থাকতে হবে বাচ্চা কাচ্চা। তাহলে'ই জীবন আনন্দময় হবে। আজন্ম লালিত ভালোবাসা, এই ছোট্র জীবনে, তাকে দিয়ে যেতে পারব তো''! বিয়ে করলাম, তারপর ঘর-সংসারের মায়ার জালে আটকে গেলাম।

দুপুরে আজ প্রচন্ড ক্ষুধা লেগেছে। কি করবো বুঝতে পারছি না। পকেটে টাকা নেই। ক্ষুধা লাগলে আমার কিচ্ছু ভালো লাগে না। তখন যে কাউকে মেরে বসতে পারি বিনা দ্বিধায়। যাকে আপনি করে বলি- তাকেও তুই করে বলে ফেলতে পারি। বেশ কয়েকদিন ধরেই- খুব তেহারি খেতে ইচ্ছা করছে। গরম গরম তেহারি। মাংসের পরিমান বেশি থাকবে। ভালো বাবুর্চি দিয়ে রান্না করা তেহারি। পকেটে টাকা না থাকলেই অনেক কিছু খেতে ইচ্ছা করে। মন খারাপ করে এক চায়ের দোকানে গেলাম। রুটি কলা খাবো। ঠিক তখন দেখি- এক বাসায় অনুষ্ঠান হচ্ছে। খোঁজ নিয়ে জানলাম। চল্লিশার অনুষ্ঠান। তারপর কবজি ডুবিয়ে খেলাম। খুব স্বাদ হয়েছে। এজন্য মানুষ বলে মন থেকে চাইলে পাওয়া যায়। মন থেকে তেহারি খেতে চেয়েছি, আল্লাহপাক ব্যবস্থা করে দিয়েছেন।

মন্তব্য ৫২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬

ঢাবিয়ান বলেছেন: চল্লিশার অনুষ্ঠানে কবজি ডুবিয়ে খেলেন!! কেমন জানি ঠেকলো অভিজ্ঞতাটা।

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: প্রচুর ক্ষুধা পেয়েছিল। তখন ক্ষুধাটাই মূখ্য বিষয় ছিল।
সেটা চল্লিশা না বিয়ের অনুষ্ঠান সেটা আমার কাছে কোনো ঘটনা ছিল না। আমার কাছে খাবারটাই আসল ছিল।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় চলে যাচ্ছে...

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: সময় তো যাবেই।
হুট করে একদিন মরে যাব। আহারে--- কত স্বপ্ন বাকি রইলো !!!!

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৪

বনসাই বলেছেন: চল্লিশাতে কবজি ডুবিয়ে খাওয়াই রেওয়াজ, স্বাদ কম হলে কিংবা খাবার অপর্যাপ্ত থাকলে হইচই করারও চলন আছে সমাজে। ব্লগার ঢাবিয়ানর কেমন ঠেকাতেই বরং অবাক হলাম।

চল্লিশা আয়োজন করে বরং মৃত ব্যক্তির স্বজনেরা বদনাম কুড়ায়; আর গ্রামে মর্যাদা হারায়।

মৃতের কতটা পুণ্য হয় এতে কে জানে!

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৫

রাজীব নুর বলেছেন: কোনো পুন্য হয় না। আজাইরা নিয়ম।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: একে - হসপিটালে গিয়ে সোনাকান্দার হুজুর,
২ - পাকনা আম ভিকারুন্নেসার পরিবর্তনের অছিলা।
৩-রমনা থানার সামনে আহত কাক ও তার দেখে মায়াবী অনুভূতি।
৪- আন্দোলন সংগ্রামে দেশ বাংলাদেশ; সেইসঙ্গে ঘরভর্তি বাচ্চাকাচ্চা ভাই ভালো লাগলো।
৫- হা হা হা উপরোক্ত অবজারভেশন গুলোর পর ক্ষুধার্ত পেটে দুপুরে 40 শাতে গিয়ে কব্জি ডুবিয়ে খাওয়া । হা হা হা । রুজির মালিক আল্লাহপাক । যার যেখানে রুজি রাখবে তার কপালে তা হবেই।


শুভ কামনা প্রিয় ছোটভাইকে।


১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: জীবন তো এইভাবেই কাটছে।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

নজসু বলেছেন:



রিযিকের মালিক আল্লাহ।

হোক সে বিয়ের অনুষ্ঠান, হোক সে চল্লিশার অনুষ্ঠান।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

ফেইরি টেলার বলেছেন: সকল প্রশংসা এক আল্লাহর ! আপনার "তেহারী" খাওয়ার খুশিতে আল্লাহর প্রশংসাবাচক একটি তিউনিশিয়ান গজল উৎসর্গ করছি রাজীব নূর

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
প্রানবন্ত।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০

ডার্ক ম্যান বলেছেন: আপনি কখনো চট্টগ্রাম আসলে জানাবেন। আপনাকে মেজবানি খাওয়াবো । এখানকার তেহারি অত ভাল না

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

রাজীব নুর বলেছেন: খাবার মজা না হলে আমি খাই না।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০১

আলমগীর কাইজার বলেছেন: ভালো লাগলো, আপনার উপর আল্লাহ'র রহমত বর্ষিত হয়েছে, তাই আপনার খাবার জুটে গেছে।
ভালো থাকবেন।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

রাজীব নুর বলেছেন: আল্লাহর রহমত থাকলে আর কিছু লাগে না।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩

সনেট কবি বলেছেন: আপনার জন্য শুভ কামনা।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া চাচাজ্বী।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

মৌরি হক দোলা বলেছেন: গ্রেট ভাইয়া B-)

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১১

মাহমুদুর রহমান বলেছেন: ভালো কাজ করেছেন।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০

রাজীব নুর বলেছেন: মন্দ কাজ আমাকে দিয়ে হবে না।

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম।।। ক্ষুদা লাগলে পেটেও ইদুর লাফায়। চোখেও শোরশে ফুল লাফায়। তার উপর রোদে হাটলে আরো খারাপ লাগে ।। :

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

রাজীব নুর বলেছেন: আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৬

আরোগ্য বলেছেন: আমারও তেহারী খেতে ইচ্ছে হচ্ছে।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

রাজীব নুর বলেছেন: খান। কে মানা করছে।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

নতুন নকিব বলেছেন:



আপনার বর্ননাগুলো পানির মত বহমান। এক টানে পড়ে ফেলা যায়। একটুও বিরক্তি আসে না।

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: আমি খুব সচেতন থাকি কেউ যেন আমার লেখা পড়ে বিরক্ত না হয়।

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

পবিত্র হোসাইন বলেছেন: আর কি কি মন চায় ?

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

রাজীব নুর বলেছেন: অনেক অনেক কিছু।

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

সাইন বোর্ড বলেছেন: একটু ঝোল ঝোল হলে কবজি ডোবানো অারো ভাল হতো, শুকনা তেহারিতে কবজি ঠিক জমেনা । সামনে অারো ৬ মাস যদি এরকম ঘুরতে থাকেন, এর চেয়েও ভাল খাবার মিলবে ।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

রাজীব নুর বলেছেন: ঝোল আমি পছন্দ করি না। আমি শুকনা পছন্দ করি।

১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার হিসু পেলে আমি প্রায়ই সোনারগাঁ হোটেলে হিসু করি
একটা আভিজাত্য ভাব এসে যায় হিসু করার সময় !!

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

রাজীব নুর বলেছেন: আপনাদের অফিসের অই পারেই তো হোটেল।
একুশে টিভি কি বন্ধ হয়েছে আবার?

১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমি বসুন্ধরা যাই । লোকজনের কর্ম কান্ড এখানে বড়ই অদ্ভুত । তাই এখানে কর্ম সারাটা দারুন আনন্দের ।

সংসার ভাল না । সিঙ্গেল থাকাই ভাল । সিঙ্গেল পরম ধর্ম । এ কথা বলেছেন মহাপুরুষ অপু ।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০১

রাজীব নুর বলেছেন: ভালো চিন্তা।

১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

বলেছেন: দারুণ লিখেছেন ---------রাজীব ভাই এখন সংসারী

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০২

রাজীব নুর বলেছেন: জ্বী।
দোয়া করবেন।

২০| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

নজসু বলেছেন:

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪০

বলেছেন: আজকের ডাইরি কোথায় ?

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: লিখব।
চোখে সমস্যা চলছে।

২২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩

মাহের ইসলাম বলেছেন: আশ্চর্য !!
আহত কাক দেখে মায়া লাগল, কিন্তু ছবি তুলে চলে আসলেন!!!!
কিছু করতে পারলেন না !!!!!!



(আমি হলে অবশ্য ছবিও তুলতে পারতাম না)

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: আমি তো পশু ডাক্তার না।
তাছাড়া কাকটাকে নিয়ে যে পশু হাসপাতালে যাব, আমার পকেটে টাকা ছিল না।

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: আমি তো পশু ডাক্তার না।
তাছাড়া কাকটাকে নিয়ে যে পশু হাসপাতালে যাব, আমার পকেটে টাকা ছিল না।

২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৫

নজসু বলেছেন:
শুভ সকাল।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: সিলেটের তেহারী তেমন ভালো না। তবে সিলেটের সাতকড়া দিয়ে গরুর গোস্তের তরকারি আর আতব চালের ভাত খাওয়াতে পারি।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ একদিন খাবো।

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

সাজিদ শুভ বলেছেন: বিনা দাওয়াতে বিয়ে খাইছি কিন্তু চল্লিশাটা খাওয়া হলো না

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: কদিন দেখবেন সময় সুযোগ হয়ে গেছে।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: কদিন দেখবেন সময় সুযোগ হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.