নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভার্চুয়াল

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫



১। একজন কেউ মারা গেলে ফেসবুকে আহাজারি শুরু হয়ে যায়।
স্ট্যাটাসের পর স্ট্যাটাস চলতে থাকে। মানুষ তো মরবেই। মানুষের জন্ম'ই হয়েছে মরার জন্য। গায়ক, নায়ক অথবা লেখক হলেও মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। ৬০ বা ৬৫ বছর বেঁচে থাকা মানে- দীর্ঘদিন বেঁচে থাকা। তবুও কিছু কিছু ভাগ্যবান লোক ৭০/৮০ বছর পর্যন্ত বেঁচে থাকেন। যাই হোক, কেউ মারা গেলে ফেসবুকে লোকজন এত লোক দেখানো আহাজারি করে কেন? তাদের সমস্যা কি? তাদের স্ট্যাটাস গুলো খুব হাস্যকর হয়। বিরক্তকর হয়- এটা কি তারা বুঝে না?
''না ফেরার দেশে চলে গেলেন অমুক', 'বিদায় প্রিয় কবি/লেখক/গায়ক'। 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন', 'মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।' RIP। 'তার আত্মার শান্তি কামনা করি।' 'বিশিষ্ট.... অমুক আমাদের ছেড়ে চলে গেছেন।' অমুক চলে গেলেন- আমাদের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। এ ক্ষতি কোনো দিনও পূরন হবার নয়। এই রকম নানান কথা ফেসবুকে চলতে থাকে। সবাই কেঁদে বুক ভাসায়। হাহাকার করে। মাটিতে গড়াগড়ি খায় অথচ মৃত ব্যাক্তির জন্য কেউ দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দোয়া করে না।
ফেসবুকে এই সস্তা নাটক গুলো যারা করেন তাদের উপর আমার রাগ হয়। সেই সেলিব্রেটি পৃথিবীতে যখন বেঁচে ছিলেন তখন তাকে নিয়ে কোনো স্ট্যাটাস প্রসব করে না এই নির্বোধ শ্রেনীর লোকজন।

২। আমি মনে করি, আমাদের দেশের মানুষের 'ছাড়' দেওয়ার মানসিকতা নেই। এই জন্যই চারিদিকে এত-এত সমস্যা। আওয়ামীলীগ টানা দশ বছর ক্ষমতায়। তারাই বলেছেন, দেশ উন্নয়নের মহাসড়কে। এত এত উন্নয়ন কোনো সরকারের আমলে হয় নাই। তাহলে তো তাদের জনগনের কাছে ভোট চাওয়ার দরকার নেই। জনগন উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে- হাসতে হাসতে আওয়ামীলীগকে ভোট দিবে।
ভোটাররা কি অন্ধ? গত দশ বছরের উন্নয়ন কি তারা চোখে দেখে না? আসল কথা হলো, প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে, মহল্লায় মহল্লায় গিয়ে ভোট চাইতে হবে- কারন এই দেশে অনেক নাগরিক আছে নির্বোধ শ্রেনীর। বাপ জন্ম থেকে জামায়াত করেছে তাই পোলাও শিবির নিয়া দৌড়াবে। এই নির্বোধ শ্রেনীকে বুঝাতে হবে, তাদের সঠিক পথে আনতে হবে।
সারা দেশের মানুষ চায় সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হোক। তবে কারা প্রার্থী টার্গেট করে হামলা করছে? গাড়ি ভাঙছে? প্রার্থীদের সমর্থকদের হামলা, মামলা, গ্রেফতার, খুন, গুম, অপহরণ, পরিবারকে নির্যাতন করছে? ওরা কারা? ওরা আসলে দেশের শত্রু। জনগন চায় শান্তিতে বসবাস করতে। তিনবেলা ঠিক ভাবে খেতে না পারলেও দুইবেলা খেয়ে হাসি মুখে নিজের দেশে পরিবার পরিজন নিয়ে স্বস্তিতে থাকতে চায়।

৩। বৃদ্ধ বয়সে ভিমরতি বলে একটি কথা আছে। ব্রিটেনে এদেরকে গ্রাম্পি ওল্ড ম্যান বলে। তাই সকল বৃদ্ধ রাজনীতিবিদদের বলবো- আপনারা রাজনীতি থেকে অবসর নেওয়াটাই দেশের জন্য ভালো এবং নিজের জন্য ভালো। আপনারা চিন্তা করে দেখুন আপনারা দশ মিনিট দাঁড়িয়ে কথা পর্যন্ত বলতে পারেন না। মঞ্চে বসেই ঘুমিয়ে পড়েন। অসুস্থ মুরগীর মতো ঝিমান- দেখতে বিছছিরি লাগে। জামায়াতে ইসলামী নিয়ে প্রশ্ন করলে ড. কামাল ক্ষিপ্ত হচ্ছেন কেন? বুদ্ধিজীবী হত্যা দিবসে!
আজ একটি বিশেষ দিন। ১৪ ডিসেম্বর। আমাদের সবাইকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে এবং বাংলাদেশেকে এগিয়ে নিয়ে যেতে হবে। পাকিস্তানি বাহিনী এই দিনটিতে দেশের কৃতি সন্তানদের হত্যা না করলে আমাদের দেশ আরো এগিয়ে যেত।

আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দিন ও হেদায়েত দিন এবং ক্ষমা করুন, আমিন।
জাজাক্কাল্লাহ্ খায়রান সকলকে।

মন্তব্য ৬৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

ডার্ক ম্যান বলেছেন: আমার দীপন দার কথা মনে পড়ে । তার মৃত্যুবার্ষিকীতে অন্যজনের পোস্ট শেয়ার করি ।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: হুম।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: হুম, পড়ে আমাকে উদ্বার করেছেন।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০

আলমগীর কাইজার বলেছেন:
খুব ভালো লিখেছেন ভাই।

তিনবেলা ঠিক ভাবে খেতে না পারলেও দুইবেলা খেয়ে হাসি মুখে নিজের দেশে পরিবার পরিজন নিয়ে স্বস্তিতে থাকতে চায়।

ভালো লাগলো।

আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দিন। আমিন।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছবিটা যিনি এঁকেছেন তিনি মানুষ না, আওয়ামী লীগ...
কামাল হোসেন ঠিক কাজ করেছেন। খামোশ। এক ইস্যু নিয়ে গরুর মত জাবর কাটা। আর কোন অস্ত্র নাই...

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: আমি আপনার মন্তব্য কে সম্মান করি।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১

প্রামানিক বলেছেন: উঠাও নৌকা ডুবাও ধান, নৌকা অলরেডি উঠে আছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২

সাত সাগরের মাঝি ২ বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩

মাহমুদুর রহমান বলেছেন: ১= আমারও খুব রাগ হয়।
২=ওরা আর যেই হোক অন্তঃত আওয়ামীলীগের লোক হবে না।
৩=কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো অনর্থক, তাই সাংবাদিকদের উচিৎ অনর্থক কথা না বলা।তাছাড়া জামাত শিবির নিয়ে যেহেতু এতো সমস্যা তাহলে তাঁদের এদেশ থেকে বিতাড়িত করা হচ্ছে না কেন?
মাদ্রাসার ১০ বছরের একটা বাচ্চা সেও দেখি জামাত করছে তাহলে তাকেও উচিৎ হবে ফাসিতে ঝুলানো।আমার কথা হছে এসব ফালতু কথা না বলে ভালো কথা বলা।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ভালো মন্তব্য করেছেন।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

আলআমিন১২৩ বলেছেন: তাতক্ষনিক একটি অনলাইন জরীপের ফলাফলে দেখলাম শতকরা৮০ ভাগ লোক ডঃকামালকে সমর্থন করছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: তাহলে অবশ্যই জরীপের ফলাফল ভুল।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
তিনি বললেন, খা‌মোশ! চুপ থাক বেয়াদব!!

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: হুম।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২

তারেক_মাহমুদ বলেছেন: খামোশ

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: এই তোমার নাম কি?
কোন পত্রিকার?
চিনে রাখলাম।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

আবু তালেব শেখ বলেছেন: ধান ডুবালে খাবো কি আন্ডা?

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: আল্লাহ সব ব্যবস্থা করে দিবেন।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সাংবাদিকদের উদ্দেশ্যই হল বিএনপি-কে নীচে নামানো। কখনো তো দেখলাম না প্রধানমন্ত্রীকে বিব্রতকর প্রশ্ন করতে। ওখানে গেলে তো চাটুকারের মত জ্বি হুজুর জ্বি হুজুর করে। খালি বিএনপি নেতাদের দেখলেই এসব প্রশ্ন মাথায় আসে। যত্তসব চরিত্রহীন।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: সাংবাদিকদের উপরে রাগ টা কমান।

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

বনসাই বলেছেন: এরশাদের সময়ের রাজনৈতিক কার্টুন এখন খুব মিস করি। সরকার নিয়ে এখন আর কার্টুন আকতে দেখি না।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: তাহলে পত্রিকাই বন্ধ হয়ে যাবে।

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

বাকপ্রবাস বলেছেন: আমি তায় ব্যাক্তিগত অনেক কিছু অনলাইনে শেয়ার করিনা, কারণ একটা কৃত্রিম হায় হুতাস এর পরিবেশ সৃষ্টি হয়।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: এটা ভালো গুন।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দিন ও হেদায়েত দিন এবং ক্ষমা করুন, আমিন।
........................ আমিন আমিন আমিন

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: আমিন।

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১১

হাবিব বলেছেন: আসসালামুআলাইকুম

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: ওয়ালাইকুম আসসালাম।

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লিখেছেন।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো অনুভূতি। নির্বাচনের আগে ব্লগে এরকম গরমাগরম পোস্ট বেশ উপভোগ্য । তবে শাসকদল সত্যিই উন্নয়নের মহাসড়কে কি না ; সে জনগণই শেষ কথা বলবে । আর তা সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশে।

অফুরান শুভেচ্ছা ও ভালবাসা প্রিয় ছোটভাইকে।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লিখেছেন । :)

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

নজসু বলেছেন:

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।

২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

তারেক ফাহিম বলেছেন: ৮ নং মন্তব্যের পত্ত্যির খেয়াল করে দিয়েন ;)

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আহারে কিভাবে যে ভুল করে ফেললাম!!!

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

সাজিদ শুভ বলেছেন: আমরা ভার্চুয়ালি ইমোশনাল

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: এই ইমোশনালের দাম নেই।

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২

নিউজপ্রিন্ট বলেছেন: হিরু আলুম নামের নিকৃিষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারী আসন্ন সংসদ নির্বাচনে বগুরা ৪ আসন থেকে নির্বাচনে অংশ নেবে, যেই সংসদ নির্বাচণে অংশ নেবেন শেখ মুজিব কন্যা শেখ হাসিনা, যেই সংসদ নির্বাচনে অংশ নেবেন বর্তমান সরকারের তাবত মন্ত্রী পরিষদের মন্ত্রীগণ। কিন্তু হিরু আলুম কে ? কি তার পরিচয় - দেশে তার গ্রামে মেম্বার নির্বাচন করার যোগ্যতা সে রাখে না। চেয়ারম্যান নির্বাচন করতে চাইলে ভর বাজারে বিচার ডেকে হিরু আলুমকে কানে ধরে উঠ বস করানো হবে। সেই ব্যাক্তি নর্দমার কীট নোংরা অশালীন ভিডিওকারী ও ই্উটিউবে নোংরা অশালীন ভিডিও প্রচারকারী কিভাবে বাংলাদেশে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে - তার বিরুদ্ধে আপনারা কেউ লিখেন না, আবার আপনারা সবাই ব্লগ লিখেন ! কিসের ব্লগ লিখেন বলতে পারেন ? দেশের প্রতি কি দায়িত্ব নিয়ে লিখেন যে একটা নোংরা নর্দমার কীট অশালীন ভিডিওকারীর বিরুদ্ধে লিখছেন না। আপনাদের কাছে দেশ কি আশা করে? আপনারা ব্লগে বড় বড় কলাম লিখেন এই নর্দমার কীট সম্পর্কে কেনো লিখছেন না । কি লাভ এই বড় বড় কলাম লিখে যদি আপনার-আপনাদের লিখা দেশের সমাজের পরিবেশের উপকারে না আসে।

নিজের বিবেককে প্রশ্ন করুন হিরু আলুম নামক নিকৃষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারী কিভাবে বাংলাদেশের সর্বোচ্চ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে? পবিত্র সংসদ ভবন যেখানে দেশের আইন বিচার ব্যাবস্থা সংশোধন সংযোজন পরিমার্জন করা হয় সেখানে হিরু আলুম নামক নিকৃষ্ট আলুমের কাজ কি?

হিরু আলুম বাংলাদেশ ইন্টারনেট সমাজে নোংরা অশালীন ভিডিও প্রকাশ করে সমাজ ধ্বংসের অন্যতম কারণ। সে কিভাবে দেশের সর্বোচ্চ পবিত্র স্থানে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে ? আপনারা কেউ কিছু বলুন ? কেউতো কিছু লিখুন - এই নোংরা কীট সমাজ ছিড়ে খাবলে খাবে । সমাজ পরিবেশ দেশ রক্ষা করুন। আপনারা দেশের কাছে দায়বদ্ধ - নিজেকে কি বলে সান্তনা দেবেন ?

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: আপনি ঠীক বলেছেন।

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন-- সবাই একে অপরকে ক্ষমা করুক--- সুন্দর পরিবেশে সবাই ভোট দান করুক------- আমীন

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: তাই যেন হয়।

২৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

অলিউর রহমান খান বলেছেন: জনাব এটা ঠিক বলেছেন যে, দুই রাকাত নামাজ পড়ে দোয়া করাই উওম। আসলে মানুষ এমন করার কারণ হলো, প্রিয় মানুষের ব্যাথা সইবার নয়। তাই মানুষ হাজারো কথা লিখে মনের ভাব প্রকাশ করে, করে সুখ-দু:খের আলাপন।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: ন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

২৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

নীলপরি বলেছেন: শিরোনাম ও বিষয়বস্তু দুটোই দারুণ লাগলো ।

শুভকামনা

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী।নীল পরী।

২৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




রাজীব ভাই আসলেই আমরা শান্তি চাই । তিন বেলা না দু বেলা খেয়ে থাকব তবুও শান্তি চাই ।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ শান্তির দিন আসনেই।

২৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: দারুণ কিছু কথা বলেছেন। ৩ নাম্বার পয়েন্ট টি ভালো লেগেছে। অভিজ্ঞতার একটি দাম আছে অবশ্যই! কিন্তু রাণীক্ষেত মুরগীর মতো ঝিমানো অশীতিপর মহান রাজনীতিকদের কতটুকু কর্মক্ষমতা থাকে, তারাই জানেন!

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

রাজীব নুর বলেছেন: তাদের উচিত নিজ থেকেই অবসরে যাওয়া।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

রাজীব নুর বলেছেন: তাদের উচিত নিজ থেকেই অবসরে যাওয়া।

৩০| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: দারুণ কিছু কথা বলেছেন। ৩ নাম্বার পয়েন্ট টি ভালো লেগেছে। অভিজ্ঞতার একটি দাম আছে অবশ্যই! কিন্তু রাণীক্ষেত মুরগীর মতো ঝিমানো অশীতিপর মহান রাজনীতিকদের কতটুকু কর্মক্ষমতা থাকে, তারাই জানেন!

৩১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

বলেছেন: আপনি কি আবার রাজনৈতিক পোস্ট শুরু করলেন?

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: না না
তা না।
আসলে , না মানে। থাক।
মানে---
আচ্ছা, ঠিক আছে।

৩২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২০

নজসু বলেছেন:




আমিন।
শুভ সকাল।
কেমন আছেন ভাই?

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: ভালো আছ।

৩৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া আল্লাহর কাছে। অনেক ভালো আছি।

৩৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

এনাম আহমেদ বলেছেন: তিনটি বিষয়ই দারুণ লেগেছে। তবে এসব বুড়ো শ্রেণীদের (যারা ক্ষমতা বা পদ ছাড়তে চায় না) উপর বিশেষ ক্ষোভ আছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: ক্ষোভ না।
বয়স হয়ে গেছে। নড়াচড়া করতে পারে না- অথচ বড় পদ দখল করে বসে আছে- এখানেই আমার রাগ। এখানে যোগ্য লোক এলে ভালো ভালো কাজ করা সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.