নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সুরভি আর পরী গিয়েছে শরীয়তপুর- আমার বড় ভাই আর ভাবীর সাথে। চারদিন থাকবে। আমি যাইনি। যেতে ইচ্ছা করেনি। অবশ্য ঢাকা'তে আমার আহামরি কোনো কাজ ছিল না। গেলেই পারতাম। এখন খালি বাসায় একাএকা আমার ভালো লাগে না। সারাদিন এখানে-সেখানে ঘুরে বেড়াই। বাসায় ফিরে মেয়েটাকে দেখতে পাই না- এটা আমার জন্য অনেক বড় যন্ত্রনার। অবশ্য সুরভি একটু পর-পর ছবি পাঠাচ্ছে। ফোন করছে।
রাতে ঘুমানোর আগে মেয়ে ফোন করে বিষন্ন স্বরে বলল- বাবা তোমাকে ছাড়া একটুও ভালো লাগে না। তুমি চলে আসো না প্লীজ। প্লীজ বাবা। মেয়ের কথা শুনে বুকের মধ্যে মোচর দিয়ে উঠলো। মেয়ের মা'ও মন খারাপ করা গলায় বলল- তোমাকে ছাড়া কোনো আনন্দ'ই পরিপূর্ন হয় না। ভালো লাগে না। এরকম কেন হয় বলতো?
স্ত্রী আর কন্যার কথা শুনে মনটা খুব অস্থির হয়ে গেল। সত্যি কথা বলতে, এরাই তো আমার সব হাসি আর আনন্দ। ফোন কেটে দিলাম। সারারাত এক ফোটা ঘুম এলো না। খুব ভোরে ছুটলাম শরীয়তপুরের উদ্দেশ্যে। মেয়ে আর সুরভিকে কিছুই জানালাম না। তবে আমি নিশ্চিত আমাকে দেখেই তারা দু'জন সীমাহীন খুশিতে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরবে।
১। ব্রীজের নিচে খাল। খালের পানি শুকিয়ে গেছে। বর্ষাকালে অনেক পানি হবে।
২। মাওয়া ঘাট থেকে ঐ পারে যাচ্ছে লঞ্চ। পদ্মা সেতু হয়ে গেলে মানুষের অনেক আরাম হবে।
৩। পেঁপে গাছ। পেঁপে ধরা শুরু করেছে।
৪। ফেরি ঘাট মানেই কি অনিয়ম আর বিশৃঙ্খলা। খুব বেশি বিশৃঙ্খলা- যুগের পর যুগ ধরে। সরকার বদলায় কিন্তু ফেরিঘাটের কোনো পরিবর্তন হয় না।
৫। পরী নামের এক বাচ্চা মেয়ে এই ছবি তুলে দিয়েছে।
৬। শরীয়তপুর যাওয়ার পথে। রাস্তায় জ্যামের কারনে নয় ঘন্টা লেগেছে।
৭। এক ফেরী থেকে আরেক ফেরীর ছবি তুলেছি। ফেরী তার পেটের মধ্যে অনেক গাড়ি, বাস ধারন করে।
৮। ফেরীতে লোকজন নদীর সৌন্দর্য উপভোগ করছে। ফেরীতে মজা আছে। নানান রকম খাবার পাওয়া যায়।
৯। পরী নামের একটি মেয়ে। অনেক দৌড়ঝাঁপ করে সে ভীষন ক্লান্ত।
১০। গ্রামের রাস্তা। এই জায়গাটাকে বলে তিন রাস্তার মোড়। সময় সকাল সাতটা।
১১। রাতে বিরাট খাওয়া দাওয়ার আয়োজন। আমরা সবাই মিলে বাজার করেছি আবার আমরাই সবাই মিলে রান্না করেছি।
১২। একটি বাচ্চা মেয়ে নদী দেখতে চায়। তার বাবা তাকে নদী দেখাচ্ছে। বাচ্চাও মুগ্ধ, বাচ্চার বাবাও মুগ্ধ!
১৩। ফেরীতে এক লোক গেন্ডারি বিক্রি করছে। প্রচুর গেন্ডারি বিক্রি হচ্ছে। আমি নিজেও কিনেছি।
১৪। ভোরবেলা এক লোক ভ্যান নিয়ে বের হয়েছে। এই ভ্যান'ই তার রুটিরুজি। খুব ভোরে চুপিচুপি আমি আর সুরভি এই ভ্যানে করে বাজারে গিয়ে নাস্তা করে এসেছি।
১৫। বিশাল এক পুকুর। চারিদিকে পানি থৈ থৈ।
১৬। সকালবেলা হাঁটতে বের হয়ে এই ছবিটি তুলেছি। তখন বুকের মধ্যে একবোধ জন্ম নিয়েছে- জীবনটা মন্দ নয়।
১৭। ফেরী ঘাট। ঢাকা ফিরছি।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১
রাজীব নুর বলেছেন: কালকিনি মাদারীপুরের মধ্যে।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯
আরোগ্য বলেছেন: দেখে মনে হচ্ছে শরীয়তপুরের দিনগুলো ভালোই কেটেছে।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩২
রাজীব নুর বলেছেন: আসলেই ভালো কেটেছে।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩২
পুলক ঢালী বলেছেন: সুন্দর ছবি। হৃদয়ের টান একেই বলে। ভাল থাকুন সবসময়।
( আপনি লোক ভাল না , ভাল হলে এত সুন্দর ও বড় বড় ছবি দেওয়ার কায়দাটা বলে দিতেন )
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: আমি কিচ্ছু জানি না।
কেমন কি হয়! আমি নিজেও অবাক!! বেশ অবাক!!
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: আমি কিচ্ছু জানি না।
কেমন কি হয়! আমি নিজেও অবাক!! বেশ অবাক!!
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর...
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬
ঢাবিয়ান বলেছেন: আপনিতো ব্লগকেও ফেসবুক বানিয়ে ফেলেছেন । যাই হোক ছবিগুলো অসাধারন।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: স্যরি।
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছবি ব্লগ ! ভাই ও ভাইয়ের পরিবারের জন্য শুভকামনা।
পরীর জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৯
নজসু বলেছেন:
ছবিগুলো দারুণ হয়েছে।
পরী মামনি আর ভাবী একদম ঠিক বলেছেন-প্রিয়জন ছাড়া আনন্দ পরিপূর্ণ হয়না।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৮
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
কথার ফুলঝুরি! বলেছেন: তাহলে আমাদের ভাইয়া ভাবী আর পরীর শীতের বেড়ানো ভালোই হল
১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: তা ঠিক।
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫
মাহমুদুর রহমান বলেছেন: গ্রেট!
১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: হুম।
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১০
সোনালী ঈগল২৭৪ বলেছেন: এই জায়গা , ফেরিঘাট , আমার অনেক চেনা , আমার হোম টাউন মাদারীপুর , লাস্ট ২০১৪ সালে গিয়েছিলাম , এরপর আর যাওয়া হয়নি
১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: যান বেড়িয়ে আসুন।
১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
হাবিব বলেছেন: পরী সত্যিই পরীর মতো.........
১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: জানি। মানি।
১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০
মুক্তা নীল বলেছেন: ওমা!!! আমাদের পরীসোনার দাত পড়ে গিয়েছে, কি যে সুন্দর লাগছে। আপনাদের ছবি দেখে খুবই ভালো লাগলো।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
টিয়া রহমান বলেছেন: অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো লাগলো।
হাসিখুশি পরিবার, ভালো থাকুন।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩
সজল_ বলেছেন: সুন্দর স্থান, সুন্দর ফটোসমূহ।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬
সাইন বোর্ড বলেছেন: কালকিনি কি শরীয়ত পুরের মধ্যে পড়ে ? ওখানে একটা খুব সুন্দর রেস্ট হাউজ অাছে, কয়েক রাত ছিলাম ওখানে । অাবুল হোসেন কলেজটিও দেখতে মন্দ না । ছবি ভাল লেগেছে ।