নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৭২

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫



১। বেকার'রা মনে করে- যারা চাকরি করে তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বেকার'রা চাকরি চাকরি করে মরছে! কোন রকম বেঁচে থাকবে বলে- একটা চাকরি তার ভীষন দরকার! কিন্তু চাকরি পাওয়ার পর বদলে যায়! তখন শুরু হয় নানান অশান্তি। শার্ট প্যান্টের ভেতর গুঁজে পরতে হয়।
ঘরে নষ্ট ফ্যানের বাতাস খায়। আর অফিসের এসি নষ্ট হলে- ঘাই-ঘুই শুরু করে। নোংরা বাথরুম ব্যবহারে অভ্যস্ত কিন্তু অফিসে এসে চিৎকার করে পিয়নকে বলে- এয়ার ফ্রেশনার মারো। নিজের ঘরে টেবিলে তিন স্তরের ময়লা জমে যায়- কিন্তু অফিসে এসে পিয়নের সাথে চিৎকার, এত ময়লা জমেছে দেখো না? সারা জীবন নিজের পানি নিজে নিয়ে খাওয়া ছেলে- অফিসে এসে বলে- গ্লাস ভালো করে ধুয়ে পানি দাও। উফফ তোমাকে কতবার বলব- আমার আসার আগে আমার টেবিলে বোতলে পানি ভরে রাখবে। রাস্তার পাশে দোকান থেকে চা খাওয়া ছেলেটি- চাকরি পাওয়ার পর- কফি ছাড়া তার চলেই না। এইসব করে নিজেকে খুব স্মার্ট ভাবে তারা। তারপরও তারা নিজেকে অসুখী ভাবে। বলে, কয় টাকা আর বেতন ভাই। গাড়ি, ফ্ল্যাট কোনো দিনও করতে পারব না।
চাকরীতে কেউ সন্তুষ্ট না! এই জন্যই জীবনানন্দ দাশ বলেছেন- ''পৃথিবীতে নেই কোন বিশুদ্ধ চাকুরি''।

২। একদিন সকালে ঘুম থেকে উঠবো। গোছল করবো, নাস্তা খাবো। তারপর সাদা একটা ফতুয়া পড়ে নীরবে বেড়িয়ে যাবো। কেউ আমার কোনো খোঁজ পাবে না। একদম হারিয়ে যাবো। সেই সময় খুব দূরে নয়।

৩। যে যাই'ই বলেন- বিটিভির খবর দেখতেই আমার বেশি ভালো লাগে। শান্তি... শান্তি লাগে।

৪। "একটা মানুষের মধ্যেই গোজামিল থাকে। কিন্তু যে সাপ সে হান্ড্রেড পারসেন্ট সাপ। যে শেয়াল সে হান্ড্রেড পার্সেন্ট শেয়াল। মানুষ সাপও হইতে পারে, শেয়ালও হইতে পারে, পাখিও হইতে পারে। মানুষেরই বিভিন্ন চরিত্র নেয়ার ক্ষমতা আছে। বুঝেছো, গ্রাম দেশে আগে সাপ আর শিয়াল পাওয়া যাইতো। এগুলা নাই এখন! কারন সাপ শিয়াল এরা মানুষ হিসাবে জন্মাইতে আরম্ভ করছে"।
- আহমদ ছফা

৫। মেয়েটা বেহেশতে থাকে বাবা মার সাথে। একদিন মেয়েটা তার বাবাকে বলল- তার বেহশত ভালো লাগে না। সে পৃথিবীতে যাবে। যাবেই। বাবা মেয়েকে বুঝালো। পৃথিবী ভালো না। নোংরা। মানুষ গুলো খুব বেশি খারাপ ইত্যাদি ইত্যাদ। কিন্তু মেয়ে জিদ ধরেছে সে পৃথিবীতে যাবেই। শেষমেষ বাবা রাগ করে মেয়েকে পৃথিবীতে পাঠায়। এবং বাপ মনে করে শখ মিটে গেলে মেয়ে আবার বেহেশতে ফিরে আসবে। পৃথিবীতে গিয়ে মেয়ের সাথে দেখা হয় নায়কের। দুইজন দুজনকে ভালোবেসে ফেলে। তারা সিদ্ধান্ত নেয় বিবাহ করবে। আরও কিছু কাহিনি আছে এই মুভিতে। পুরাই ফালতু সিনেমা। প্রচন্ড ফালতু সিনেমা। এই মুভি দেখলে আপনার প্রচন্ড মেজাজ খারাপ হবে। হবেই।

৬। বেচারা অফিসে প্রচুর পরিশ্রম করে। সারাদিন অফিস করে বাসায় ফিরে শান্তি পায় না। বৌ টা ঘ্যান ঘ্যান করেতেই থাকে। স্বামী বেচারা বুঝিয়ে বলে- প্লীজ সারাদিন অফিসে অনেক কাজ করি। বাসায় আসার পর ঝামেলা করো না। বউ রেগে গিয়ে বলে অফিসে তুমি মেয়েদের সাথে নষ্টিফষ্টি করো। স্বামী ঠান্ডা মাথায় বউকে বুঝায় কিন্তু বউ বুঝে না বরং উলটা পালটা কথা বলে স্বামীকে তুচ্ছতাচ্ছিল আর অপমান করতেই থাকে। রোজ একই ঘটনা। একদিন স্বামী রাগ করে স্ত্রীকে একটা থাপ্পড় দেয়। স্ত্রীও স্বামীকে পালটা থাপ্পড় দেয়। স্বামী রেগে গিয়ে আবার থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে বউ পা পিছলে খাটের সাথে মাথায় ভারি খায় তারপর মরে যায়। ঘটনা শুরু এখান থেকে। মুভির নাম- মাই ওয়াইফ মার্ডার।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

ডার্ক ম্যান বলেছেন: আমি একজন বেকার। আমি মনে করি আপনি অনেক সুখী একজন মানুষ

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: আমিও বেকার। তারপরও আমি সুখী।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

সামিয়া বলেছেন: প্রথমটা পরে মজা পেয়েছি, হুবহু বাস্তব।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি লিখি বোন।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

আরোগ্য বলেছেন: এতো সিনেমা দেখলে তো চোখে সমস্যা হবে। সেই সাথে মাথা ব্যথাও হবে।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

রাজীব নুর বলেছেন: অলরেডি চোখে সমস্যা দেখা দিয়েছে। আর মাথা ব্যথা যখন শুরু হয়- টানা ৫/৬ ঘন্টা ব্যথা থাকে।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

হাবিব বলেছেন: সিনেমা সাময়িক সময়ের জন্য বিনোদন দিলেও আত্মার ক্ষতি করে......

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

রাজীব নুর বলেছেন: সিনেমা আমি বিনোদন হিসেবে দেখি।
মানব জীবনে বিনোদনের দরকার আছে।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

আতোয়ার রহমান বাংলা বলেছেন: ৩ নম্বরটা জোশ ছিলো ভাই।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: দেশ নিয়ে যে চিন্তিত আমি তাকেই বলব বিটিভি দেখুন।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

মীর সাজ্জাদ বলেছেন: আপনার ডায়রীটা একদিন কিনতে চাইবো, এত ভালো ভালো লেখার সমাহার সেখানে, লোভ হয় সব একসাথে পেতে।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: এটা তো বিক্রি করার মতো কিছু না।
ফ্রি। পুরো ফ্রি।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

মহসিন ৩১ বলেছেন: জীবনটাই একটা শুভঙ্করের ফাঁকি। মানুষের সমস্ত খারাপ কিছু নিয়েই জীবন আর চাঞ্চল্য। কেউ তবুও জিবঙ্কেইখুজে নিতে চায় --কেউ শুধুই চাঞ্চল্য। এই দুটো মাত্রার মধ্যেকার দুরত্ত যত বেশী হবে-----ততই; অ্যাঁই ডোন্ট নো হোয়াট !!

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: আসলে মানুষ নিজেকে খুব অসুখী ভাবার কারন হলো মানুষের মধ্যে মনুষ্যত্ব মরে গেছে।আল্লাহ আমাদের যা দিয়েছেন আমাদের উচিৎ সেটা নিয়েই খুশী থাকা।
আপনি চলে যাবেন,ভাবী আর পরীকে দেখবে কে শুনি?
আমারও ভালো লাগে।
ফালতু মুভি
সন্দেহের ফলাফল ভয়াবহ হয়।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন:


১ নং এ এখনো কারো সাথেই এমন করিনি । বরং নিজে এনে খাইয়েছি । এটার মধ্যে একটা আনন্দ আছে ।

বাকি গুলোর সাথে সহমত

আর মুভি গুলো দেখতে হবে ।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯

রাজীব নুর বলেছেন: মুভি না দেখে বই পড়ূন। এটা বেশি ভালো।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

কিশোর মাইনু বলেছেন: ১/পকেটে টাকা থাকলে অশান্তি, না থাকলে ও অশান্তি, টাকাই সকল অশান্তির মূল।

২/আমার হিমু হওয়ার ইচ্ছা আছে। একদিন ধূম করে হিমু হয় যাব।

৩/আমি খুব একটা টিভি দেখি না ৫/৬ বছর ধরে। আর একদম দেখিনা ও প্রায় ২/৩ বছর হয়ছে।

৪/দূ:খের বিষয়।

৫/এটা কোন মুভি?!?!? উদ্ভট কাহিনী!!! তামিল মুভি নাকি???

৬/এই মুভিটার নাম ইদানিং অনেক শুনছি। দেখতে হবে।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: ১। টাকা দরকার আছে।
২। হিমু হওয়া ভালো না। জীবন এবং বাস্তব অনেক কঠিন।
৩। টিভি দেখা ভালো না। তবে ন্যাশনাল জিওগ্রাফী বা ডিসকোভারী দেখা যেতে পারে।
৫। জ্বী, তামিল মুভি।
৬। মুভিটা বেশ পুরোনো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.