নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমাকে বাসে করে নানান জায়গায় যেতে হয়। বাসে উঠলে যে কথা গুলো নিয়মিত শুনতে হয়ঃ
১। ড্রাইভার শালা মাইনষ্যের জাত না।
২। ট্রাফিক পুলিশ একটা মাদার ****দ।
৩। আইজকা মনে হয় বেশি জ্যাম।
৪। হাসিনার বিয়া নাকি (রাস্তায় সাজানো lighting দেখে কোন এক যাত্রীর মন্তব্য)
৫। মামা এখন যাও, সারা রাস্তা খারাইয়া আছিলা।
৬। শালায় ইচ্ছা কইরা এই সিগন্যালে আটকাইল।
৭। ঐ ভাড়া কইবার দিমু...।
৮। ভাড়া পরে দিমুনে, এহন দিলে তো আবার চাইবা।
৯। মামা কই যাইবেন?
১০। বাম পা দিয়া নামেন।
১১। মামা মহিলা নামার আছে।
১২। উস্তাদ, বামে প্লাস্টিক।
১৩। কারো সাথে কারো ধাক্কা লাগলে। (বাসে উঠলে একটু লাগবেই)
১৪। কয়বার চামু? ভাড়াটা দিয়া দ্যান।
১৫। ওই ড্রাইভার ব্রীজের উপরে দিয়া যাও।
১৬। ওই লেডিস সিটে বসছেন ক্যান?
১৭। ভাড়া নিছো সিটিং, তাইলে লোক দাড়ায়া নাও ক্যান?
মমতাজের গান। 'বন্ধু তুই লুকাল বাস'।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪
রাজীব নুর বলেছেন: এটাই তো চেয়েছিলাম।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪
রাজীব নুর বলেছেন: এটাই তো চেয়েছিলাম।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
ঢাবিয়ান বলেছেন: হাসিনার বিয়া নাকি ? বাস যাত্রীর এমন দারুন রসবোধ দেখেতো একেবারে মুগদ্ধ হইয়া গেলাম
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: এতে খূশি হবার কিছু নাই।
দেশের নিম্ন মানসিকতার লোকজন অনেক বাজে কথাই বলে। তাদের কথা ধরতে হয় না।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
বন্ধু তুই লোকাল বাস
বন্ধু তুই লোকাল বাস
১ । ড্রাইভার যাস না ক্যান
২ । কিরে এক জায়গায় আর কতখন খাড়াইবি
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: হুম---
এরকপই হয়।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১
মাহমুদুর রহমান বলেছেন: একদম সত্য।এখান থেকে একটা বিষয় স্পষ্ট বোঝা যায়,কারও জন্য আমাদের মধ্যে ন্যূনতম স্যাক্রিফাইসবোধটুকুও নেই।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: একজন ভালো ব্লগার হবার সব গুন আপনার মধ্যে আছে।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৮
ভুয়া মফিজ বলেছেন: ১২ তে কারেকশান!
প্লাস্টিক বলে না, বলে পিলাস্টিক!
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৫
সোহানী বলেছেন: আপনার হোন্ডা কোথায়?
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: কানে ধরেছি হোন্ডা বাকি জীবনে আর চালাবো না।
আমার বউ আছে, বাচ্চা আছে।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৮
আসাদুজ্জামান জুয়েল বলেছেন: বাস্তব কথাগুলো। সবসময় শুনে আসছি। কিন্তু এভাবে একসাথে চিন্তা করা হয়নি। ভালো লাগলো। মজা পেয়েছি অনেক।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জুয়েল সাহেব।
৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: এটা আবার কি রকম হাসি !!!
খিকজ !!!
৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০
আসাদুজ্জামান জুয়েল বলেছেন: শরীয়তপুর আসছিলেন নাকি? একটু জানালে দেখা করতে পারতাম। আমার চেম্বার সদরেই ছিলো।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: জ্বী শরীয়তপুর এসেছিলাম।
নড়িয়া, জাজিরা, মনোহর, প্রেমতলা এবং গোসাইর হাট।
১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০
কলাবাগান১ বলেছেন: এই ঢাবিয়ান যে কত গুজব ছড়ালো এই ব্লগে..।মিছিলে নাকি ট্রাক উঠিয়ে দিয়েছে,,, নিরাপদ সড়ক/কোটা আন্দোলন এর সময় হত্যা ধর্ষন এর গুজব..ইভেন তেলাপোকার ছবি যেটা এক্সরে তে দেখানো!!! (অশিক্ষত লোকজনই এভাবে তেলাপোকার ছবি কে এক্সরে তে দেখে)
কালই পোস্ট দিলেন আনন্দবাজার পত্রিকার ভুয়া খবর এডিট করে....এই লোকের লজ্ঝা থাকলে আর বারে বারে ব্লগে আসত না জামাতিদের জন্য লবি করার জন্য।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২২
রাজীব নুর বলেছেন: তিনি হয়তো ভুলের মধ্যে আছেন।
অসুবিধা নাই, সামু থেকে থেকেই তিনি তার ভুল গুলো বুঝতে পেরে শুধরে যাবেন।
১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: একজন ভালো ব্লগার হবার সব গুন আপনার মধ্যে আছে।
অনুপ্রাণিত করার জন্য আপনাকে অসীম ধন্যবাদ।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: যেটা আমি বিশ্বাস করি সেটাই বলেছি।
১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
পলাশবাবা বলেছেন: মামা .। যাও না কেন .। সামনে থিকা নিও .।
আর কত যাত্রী টোকাইবা .।
যার যার ভাড়া হয় নাই , ভাড়া টা হাতে নিয়েন .।
ভাড়া হইছে ।।
ওস্তাদ সামনে শিয়াল (সার্জন) আছে ।।
মজা পাইলাম লেখা টায় .।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: প্রতিদিন বাসে রকম হাজার ঘটনা ঘতে চলেছে।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: প্রতিদিন বাসে রকম হাজার ঘটনা ঘতে চলেছে।
১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০
পলাশবাবা বলেছেন: দেশের নিম্ন মানসিকতার লোকজন অনেক বাজে কথাই বলে। তাদের কথা না হয় ধরলাম না। কিন্তু উচ্চ মানসিকতার লোকজন উচ্চ সাংকৃতিক মানসিকতা নিয়ে মাত্র ১০ বছরে ২২ হাজার কোটি টাকা লোপাট করে ফেলে বা ধরেন টি এস টি তে মেয়েদের নেংটো করে ফেলে বা ধরেন দিনে দুপুরে বিশ্বজিতের মত ছেলেদের জবাই করে ফেলে আর হাতুড়ি দিয়ে পিটিয়ে হাড় গুড়ো করে দেয়া এগুলোও ধরলে চলবে না।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: প্লীজ রেগে যাবেন না।
শুনুন আমি যদি একটা খারাপ কাজ করি সেটা কি আমার বাপের দোষ হবে?
না বাপের দোষ হবে না। বাপ তো আর আমাকে বলে নাই- খারাপ কাজ করতে।
আমার খারাপ কাজের জন্য আমি দায়ী। আমার পরিবার না।
১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২
সাইন বোর্ড বলেছেন: এর মধ্যে আবার বুকটা ফাইট্টা যায় ক্যামনে আইলো ?
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: এটা বুকটা ফাইট্রা যায় না। অন্য গান। লোকাল বাস নিয়ে।
১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা সবাই জানি, তবুও এগুলোই বলি। হাহাহা...
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: আপনি হাসতেও পারেন !!!
১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এরাই তো আমরা। আমরা অসহিষ্ণু জাতি। আমাদের ভদ্রতাবোধ একটু কম।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
রাজীব নুর বলেছেন: খুব ভাল একজন মানুষও রাস্তায় বের হলে বদলে যায়।
১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরও অনেক কিছুই শুনতে হয়
২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: বাস্তব বড় কঠিন।
১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫০
প্রামানিক বলেছেন: বাস্তব কথাই তুলে ধরেছেন। ধন্যবাদ
২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: খেয়াল করে দেখবেন- আমি আবেগের কথা কম বলি।
১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪
হাবিব বলেছেন: বাস্তব কথাগুলো আপনার কাছে থেকে শুনে রসাত্মক লাগলো
২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: রসবোধ না থাকলে সব কথাই কঠিন মনে হয়।
২০| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০১
রসায়ন বলেছেন: এমপি সাব
২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫
রাজীব নুর বলেছেন: আহ যদি এমপি হতে পারতাম।
অনেক ভালো ভালো কাজ করতাম।
২১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অমন সুন্দরী মহিলা (মমতাজ ) কি বাসে উঠে ?
২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: না উঠে না।
২২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
কথার ফুলঝুরি! বলেছেন: হা হা হা ! সকাল সকাল ভালো বিনোদন
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: খুশি হলাম আপনি বিনোদন পেয়েছেন বলে।
পোষ্ট সার্থক।
২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভরপুর বিনোদন।
এগুলো প্রত্যাহিক ব্যাপার।
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: প্রতিদিন এরকম দেখতে হয়!
২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর মনরোম বিনোদন পরিবেশন হয়েছে গুরুভাই ।
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
২৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
পলাশবাবা বলেছেন: ঠিক ভাও বলছেন, আপনে খারাপ কাজ করলে আপনার বাপের দোষ না। কিন্তু যদি ধরেন আপনার বান্দর হওয়ার কারন আপনার বাপের প্রশ্রয়। বা আপনার বাঁদরামির কারনে অন্য মানুষের ক্ষতি হইলো ।। তারপরও আপনার বাপ আপনারে শাসন করলো না। আর আপনি বাঁদরামি করতেই থাকলেন। সেক্ষত্রে আপনার বাপও দায়িত্ব এড়াতে পারবেন না।
ঐযে মাদকাসক্ত ঐশি মেয়েটার কাহিনী।
আবার পাগলা কুত্তা কামড় দিলে পাগলা কুত্তাকে মারা হয় সাথে ধরা পরলে মালিকও মারা খায়।
আশা করি আপনে রাগ করেন নাই।
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
২৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ লাগল আইটেমগুলি। সঙ্গে ছবিটিও বড় মনো মুগ্ধকর !
শুভকামনা ও ভালোবাসা প্রিয় ছোটভাইকে।
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
২৭| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২
কাওসার চৌধুরী বলেছেন:
ওস্তাদ, সাইডে খাড়ান! মহিলা যাত্রী নামবো।
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: হা হা হা---
হে হে হে-----
হো হো হো------
হু হু হু--------------
২৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৯
সজল_ বলেছেন: বিনোদন
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: হুম।
২৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হালায় সকাল সকাল টানছে মনে হয়!
দেখ হালায় কানে তুলা দিছে !
ঠশা ড্রাইভার।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
রাজীব নুর বলেছেন: হা হা হা----
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
রাজীব নুর বলেছেন: হা হা হা----
৩০| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আপনি কি ভোটার হয়েছেন?
আপনাদের এলাকের সাবের সাহেব আমার খুব প্রিয় একজন লোক
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
৩১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪২
নজসু বলেছেন:
বাসে উঠলে এমনি মজার অনেক কথা শুনতে পাওয়া যায়।
মমতাজের এই গানটা নাকি খুব জনপ্রিয়তা পেয়েছিলো।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: গানটা আমার কাছে ভালো লাগেনি।
৩২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
সাহিদা সুলতানা শাহী বলেছেন: হা হা হা! মজা পেলাম।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: মজা পাওয়া জন্যই এই পোষ্ট।
৩৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২
তারেক ফাহিম বলেছেন: লোকাল বাসে সব শুনে চুপ থাকাটাই শ্রেয়।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: এইটা একটা দামী কথা বলেছেন।
৩৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১
খায়রুল আহসান বলেছেন: আপনার পর্যবেক্ষণ ক্ষমতা বেশ উন্নত।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: তার মানে আমার মধ্যে কিছুটা প্রতিভা আছে।
একেবারে ভাঙ্গা কুলা না।
৩৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভোট দেয়া আমার ভালো লাগে না।
২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: ভোট দেওয়া তো আপনার অধিকার।
৩৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
গ্রীনলাভার বলেছেন: এদেশে একদিন মেধাবী শিক্ষিতরাই মন্ত্রী হবে; তারা তরুনদের রোল মডেল হবে। সমস্ত তরুনেরা তাদের মতো স্মার্ট হতে চাইবে।
২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: তাই যেন হয়।
৩৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫১
কবীর হুমায়ূন বলেছেন: কথার শব্দে শব্দে একটি লোকাল বাসের সুন্দর চিত্র এঁকেছেন। ভালো লাগা।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭
বুড়ো হিমু বলেছেন: হা হা মজা লাগল পড়ে